Juham Namira
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Juham Namira, Public Figure, .
যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। (মুসলিম, মিশকাত হা/৫১০৮)। সরিসা পরিমান ইমানের পরিচয় হল ৫ ওয়াক্ত নামাজ পরা। যে ৫ ওয়াক্ত নামাজ পরে না অর্থাৎ ৪,৩,২,১ ওয়াক্ত নামাজ পরে সে চিরকাল জাহান্নামে থাকবে।যেমন থাকবে ইহুদি,নাসারা,হিন্দু ,আর ও অন্ন ধমে'র লোকেরা চিরস্থায়ী জাহান্নামে তেমনি থাকবে বেনামাজি,৪,৩,২,১ ওয়াক্ত নামাজিরা। আল্লাহ ৫ ওয়াক্ত নামাজি কে নামাজি গন্ন করেন। ৪,৩,২,১ ও বেনামাজি কে আল্লাহ নামাজি মনে করেন না।
যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষন (অনিহা প্রকাশ) করবে, তারা আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। (সহীহ বুখারীঃ ৪৬৯৭)
আলহামদুলিল্লাহ
কিছু গুরুত্বপূর্ণ কথা
শায়েখ আহমেদ উল্লাহ
Juham Namira Public figure
নামাজ নামাজ নামাজ
তোমার ইমানকে খাঁটি কর অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে
আমার প্রিয় নবীর নাম 💕
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার
🕛 শুক্রবার 🕛
০৮ সফর ১৪৪৫ হিজরি
১০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ
২৫ আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ
আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী মীমাংসা করুন, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এবং তাদের থেকে সতর্ক থাকুন, যেন তারা আপনাকে বিচ্যুত করতে না পারে আল্লাহর বিধান হতে; না মানলে তা জানবেন না যে, আল্লাহ তাদের কোন পাপের দরুন শাস্তি দিবেন; আসলে অধিকাংশই নাফরমান।
সূরা মা-য়িদাহ-৫, আয়াত-৪৯
তাহাজ্জুদের উত্তম সময় শুরুঃ ০১-০৩
সাহরি ও তাহাজ্জুদ শেষঃ ০৪-১৭
ফজর শুরুঃ ০৪-২০
সূর্যোদয়ঃ ০৫-৩৭
ইশরাকঃ ০৫-৫৩__১১-৫১(প্রথম দিকে পড়াই উত্তম)
চাশতঃ ১০-০০__১১-৫১
যাওয়ালঃ ১২-০৪__১২-৩৪
জুম'আ শুরুঃ ১২-০৪
আছর শুরুঃ ০৪-৩৩
সূর্যাস্তঃ ০৬-২৩
ইফতার ও মাগরিব শুরুঃ ০৬-২৬
ইশা শুরুঃ ০৭-৪১
উক্ত সময় ঢাকা জেলার জন্য প্রযোজ্য
তবে আপনাদের নিজ নিজ স্থানীয় সময় অনুযায়ী আদায় হবে.....