Rose Fashion by Rose
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rose Fashion by Rose, Clothing (Brand), .
অত্যাধুনিক ডিজাইনের ব্লকের থ্রীপিস। নজরকাড়া সুন্দর, কালার কম্বিনেশন অসাধারণ। অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
নতুন ডিজাইনের ব্লক এর থ্রীপিস। ঘরে পরার জন্য কিংবা কোথাও যেতে এগুলো পছন্দের তালিকায় রাখতে পারেন।
খুবই সুন্দর এবং কম্পোর্টেবল।
এতো সুন্দর কেন শাড়িগুলা
বাটিক নিয়ে আমার আগ্রহ প্রচুর
কুমিল্লার ঐতিহ্য বলে কথা।
পূঁজোর জন্য সেরা পছন্দ হতে পারে বাটিক থ্রীপিস গুলো।
বাটিকের এই নতুন ডিজাইনের থ্রীপিস গুলো আসলেই অনেক সুন্দর। পূজো উপলক্ষে দিদিরা, বৌদীরা যারা আছেন
দেখতে পারেন।
সম্পূর্ণ নতুন ডিজাইনের বাটিক থ্রীপিস গুলো। খুবই সুন্দর নজরকাড়া। অসাধারণ কালার কম্বিনেশন। পছন্দ হলে ইনবক্স করুন।
প্রতিটি শাড়িই অসাধারণ সুন্দর। ডিজাইন, কালার কম্বিনেশন খুব সুন্দর। এই শাড়িগুলো সবাইকে খুব সুন্দর মানিয়ে যায়। তাই দেরী না করে ঝটপট অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়ি❤️❤️
Chundri batik sharee
Collect your puja special sharees
It’s so beautiful ❤️
Order for inbox me quickly my valuable clayents/ customers / Friends.
This sharees r waiting for u💝
চুন্দ্রী বাটিক
অসম্ভব সুন্দর শাড়িগুলো।
পুজোর নতুন শাড়ি
চুন্দ্রীবাটিক খুবই সুন্দর। যাদের লাগবে তাড়াতাড়ি ইনবক্সে নক দিন। স্টক সীমিত।
Key rings & name plate
চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন অর্ডার দিয়ে।
Rasin products
Unique & uncommon
Order for inbox me
Batik silk sharee.
সিল্ক বাটিক শাড়ি। যেমন সুন্দর তেমন আকর্ষণীয়। আরামদায়ক। সহজে ক্যারি করা যায়।
বাটিক সিল্কশাড়ি
একদমই রিজেনেবল প্রাইসে
বাটিক সিল্ক শাড়ি।
নজরকাড়া, আরামদায়ক, দেখতে অসাধারণ সুন্দর। পছন্দ হলে ইনবক্স করুন।
Batik silk sharees
এই বাটিক গুলো খুব সুন্দর না। একদমই আনকমন আর নজরকাড়া ডিজাইনে অসম্ভব সুন্দর থ্রীপিস।
কি কালার রে বাবা
দারুণ সুন্দর এগুলো
মনকাড়া ডিজাইন।
যেকাউকে মানিয়ে যাবে সহজেই।
খুব সুন্দর না ড্রেসগুলো
প্রতিটা কালেকশন অসাধারণ সুন্দর।
প্রাইস জানতে ইনবক্স প্লিজ।
অনলাইন হিট কালেকশন
এই ড্রেসগুলো পুরো বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে। এতো পরিমাণে এগুলো আপুরা পছন্দ করেছে যে সময়মতো ডেলিভার দিতেও হিমসিম খেতে হয়েছে। আমার সব বান্ধবী নিয়েছে ইভেন ওদের ড্রেসগুলো যারা দেখেছে তারাও অর্ডার করছেন। এই ড্রেসটাও একসঙ্গে চারজন মেম অর্ডার করছেন।❤️❤️
Cotton three-piece
কত কি যে লাগে রেজিনের জিনিস বানাতে। রেজিনের কাজ ব্যাপক পরিসরের কাজ। আমার এতো কিছু সংগ্রহের পরেও মনে হয় কিছুই সংগ্রহ করা হয়নি। সবসময়ই নতুন নতুন জিনিস লাগেই লাগে।
রেজিন এর কাজে আরও যুক্ত হলো প্রজাপতি সিকোয়েন্স। এখন কাজ হবে আরও সুপার ফাষ্ট
গত কয়েকদিনের কাজ। আরও কিছু জমা পড়ে আছে।
বাটিক সিল্ক শাড়ি। পূজোর জন্য হতে পারে রাইট চয়েজ।
❤️❤️
একটা সুন্দর রিভিউ পেলাম।
এগুলো পারফেক্টলি হইছে আলহামদুলিল্লাহ। অনেক এক্সপেরিমেন্ট এর পর সফল হলাম। জাষ্ট একটু টেকনিক এপ্লাই করতে হয়েছে। আগের কাজ গুলোতে সেটিস্পাই হতে পারিনি। তাই বলে হাল ছাড়িনি। ফাইনালি আমি এই রেজাল্ট এ আমি ভীষণ হ্যাপি।
আমরা নারী তাই আমাদেরকে অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। নিজের অস্তিত্ব বলতে কিছু থাকেনা আর স্বাধীনতা তো দূরের কথা। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতিটি মেয়েরই স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এটা প্রত্যেকটা মেয়ের জন্মগত অধিকার। তবে সীমা লঙ্ঘন করে নয়।
কেনো বললাম এই কথা?? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে।
আমি বলেছি এজন্য যে, আমরা নারী আমরা সব পারি। পড়াশুনা, পরিবার, সংসার, বাচ্চা সহ সবকিছু সামলিয়ে একটা নারী ঘরে বাইরে সমান মেইনটেইন করতে পারে এর প্রচুর উদাহরণ আছে তবে পরিবারের মন যুগিয়ে মেয়েদের বাইরে কাজ করাটা অনেক পরিবারেই মেনে নিতে পারেনা। এতে সংসারে অশান্তি সৃষ্টি হয়, এক পর্যায়ে পরিণতি হয় খারাপ।
এখানে সবাই সবাইকে বুঝতে হবে। মেয়েটাকেও পরিবারের মানুষ বুঝতে হবে, ওর মানসিকতাকে সাপোর্ট করতে হবে আর মেয়েটাকেও তার পরিবারের সকলের সাথে তাল মিলিয়ে চলে নিজের অবস্থান বুঝিয়ে দিতে হবে। মোটকথা সবার সাপোর্ট ই পারে একটা পরিবারে সুখে থাকা আর একটা মেয়ের এগিয়ে যাওয়া। ঝামেলা করলে অশান্তি বাড়ে। কেউই তেমন উপকৃত হতে পারেনা। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় জীবন হয় সুন্দর।
রোজী আফরোজ
লাকসাম থেকে
জয়পুরী থ্রীপিস।
সব লাল
কি কিউট
My Resin products
Earrings
Keyrings
Finger rings
Churi
Coster
Clip
আমার কাছে Old couple, New couple এটা কোনো কথা নয়। Couple হলো সারা জীবনের সঙ্গী। শুধু মাত্র নতুন কাপলদের জন্য সবরকমের সুবিধা থাকবে এটা যেনো না হয়। এখনকার নতুন বিবাহিত দম্পতিগণ অনেক রকমের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন যা কিনা আগের কাপল গুলোর অনেকেই পাননি। তাই কাপল ড্রেসগুলো নতুন পুরাতন কোনো কথা নয় যেকেউ পরতে পরবেন।অথবা কোনো ভাই বোন আছেন একই রকম পোষাক পরতে আগ্রহ প্রকাশ করেন তারাও নিশ্চিন্তে পরতে পারেন। সব প্রোগ্রামে হয়তো সবার জন্য নতুন পোষাক পরা হয়ে উঠেনা তবে পবিত্র ঈদ -উল - ফিতর এ ধনী গরীব নির্বিশেষে সবাই সাধ্যের মধ্যে নতুন পোষাক পরার চেষ্টা করে।
এক ঈদ কে কেন্দ্র করে নিজেদের ১০/১২ টি পোষাক হয়ে যায়। অনেকেই গিফট করে আবার অনেককে গিফট করতে হয়। শুধুমাত্র ঈদ-উল-ফিতর ই সেই উৎসব যেখানে মানুষ প্রাণ খুলে খরচ করে। কাপল ড্রেসগুলো সাধ্যের মধ্যে সবটুকু সুখ এনে দেয়। যারা রোমান্টিক তারাতো অবশ্যই আর যারা নন রোমান্টিক তারাও একটুখানি ট্রাই করতে পারেন কাপল ড্রেসগুলো পরতে। তাহলে নিজেদের মধ্যে ভালোবাসাটা অনেকখানি বাড়বে আশা করি।
Key ring
Looking soooo cute