HSPS class 6-A

HSPS class 6-A

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSPS class 6-A, School, .

27/08/2023

অতিরিক্ত বৃষ্টি ও জলবদ্ধতার কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ

11/08/2023

জাতীয় শোক দিবস উপলক্ষে হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে : প্রেপ-১,২ ও প্রথম শ্রেণির চিত্রাংকন প্রতিযোগিতা, দ্বিতীয় হতে চতুর্থ শ্রেণির চিত্রাংকন প্রতিযোগিতা, পঞ্চম হতে সপ্তম শ্রেণির কবিতা আবৃত্তি, অষ্টম হতে দশম শ্রেণির রচনা প্রতিযোগিতা। চিত্রাঙ্কনের বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বঙ্গবন্ধু বিষয়ক কবিতা। রচনার বিষয় : বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন। প্রেপ-১হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতা হবে আগামী রবিবার। পঞ্চম হতে দশম শ্রেণীর প্রতিযোগিতা হবে আগামী সোমবার।

10/08/2023

https://m.facebook.com/story.php?story_fbid=671870961644554&id=100064649683511&mibextid=Nif5oz

rokomari.com রকমারি ডট কম দিচ্ছে ঘরে বসেই যে কোন বই কেনার সুযোগ। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

08/08/2023
07/08/2023

জরুরী বিজ্ঞপ্তিঃ অতিবৃষ্টি ও জলাবদ্বতার কারণে মা, উ, সি কর্তৃক প্রজ্ঞাপিত নির্দেশনা অনুযায়ী হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের শ্রেনিকার্যক্রম আগামীকাল রোজ মঙ্গলবার (০৮ /০৮/২০২৩ থ্রিঃ) বন্ধ থাকবে । প্রঃশিঃ

06/08/2023

বন্যার কারণে আগামীকাল শ্রেনিকার্যক্রম বন্ধ থাকবে।।

19/07/2023

সরকারি সিদ্ধান্ত মোতাবেক গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। । আগামী রবিবার হতে সকল শ্রেণীর ক্লাস চলবে।

28/06/2023

ঈদ মোবারক

Photos from HSPS class 6-A's post 19/06/2023
16/06/2023

১৭ জুন তারিখের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা আগামী মঙ্গলবার বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে

15/06/2023

৮ জুন ২০২৩ তারিখের স্থগিতকৃত সকাল বেলার পরীক্ষাসমূহ ১৭ ই জুন শনিবার বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে। ৭ জুন স্থগিতকৃত তৃতীয় ও পঞ্চম শ্রেণীর বেলার পরীক্ষা সমূহ ১৭ ই জুন শনিবার বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে। ৮ জুন তারিখের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর স্থগিতকৃত পরীক্ষা সমূহ আগামী ১৯ জুন সোমবার বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে।

08/06/2023

ষষ্ঠ শ্রেণির (( শিল্প ও সংস্কৃতি) ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময় সবাইকে বন্ধু খাতা,,পাঠ্য বই সাথে নিয়ে আসতে হবে।

২টি গান বা কবিতা আবৃত্তি বা,,,স্বাধীনতা সংশ্লিষ্ট ছবি এঁকে বা,,কিছু বানিয়ে মূল্যায়ন পরীক্ষায় পরিবেশনা করতে হবে।।
উল্লেখ্য গান/ আবৃত্তি শ্রেণি কক্ষে লিখে দেওয়া হয়েছে। গান,,আবৃত্তি
বন্ধু খাতায় লিখে রাখবে।
ষান্মাসিক সামষ্টিক মূলয়ায়ন কাজ ঃ----
” আমার যেমন ইচ্ছে হলো ”

এ যাবত করা কাজ ফিরে দেখা -----
”আনন্দ ধারা” থেকে ”স্বাধীনতা তুমি” পর্যন্ত নিজেরা যা যা কাজ করেছো সেই কাজ গুলোর তালিকা তৈরি করে তোমরা সেই কাজ গুলো বন্ধু খাতায় দৃশ্য কলায় ( আঁকা / গড়া ( তৈরি) লিখে রাখবে।
তোমার কাজের তালিকা গুলো বন্ধু খাতায় যে ভাবে শ্রেণী বিন্যাস করবে তা নিম্নরুপ ঃ-----
(১) প্রকৃতি ও ঝতু বৈচিত্র্য বিষয়ক কাজ
(২) পারিবারিক ঘটনা ও জাতীয় ঘটনা বিষয়ক কাজ।
অবশ্যই এ সব বিষয় বন্ধু খাতায় লিখে রাখবে।।

পরীক্ষায় দিনে আ্রট / কার্টিজ পেপার,,আঠা ও প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আনবে।
পরীক্ষার সময় বাসা থেকে বিষয় সংশ্লিষ্ট কিছু বানিয়ে নাম,,ক্লাস,,রোল,,শাখা লিখে বিষয় শিক্ষক কে জমা দিবে।।
ধন্যবাদ সবাইকে।। সুলতানা ম্যাম।।

07/06/2023

যেদিন স্কুল খোলা থাকবে রুটিন মোতাবেক সেই দিন যে পরীক্ষা আছে ঐই পরীক্ষা হবে।স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে

04/06/2023

সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক বিদ্যালয় (প্রেপ -১ হতে ৫ম শ্রেণি) এর শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা ৫ জুন হতে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ১১ জুন হতে রুটিন অনুসারে পরীক্ষা চলবে। ৭ জুন এবং ৮ জুনের পরীক্ষার সিডিউল পরবর্তীতে জানানো হবে।

03/06/2023

ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন

02/06/2023

গণিতের ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন

Photos from HSPS class 6-A's post 02/06/2023

বিজ্ঞানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন

Photos from HSPS class 6-A's post 01/06/2023

ষান্মাসিক বাংলা সামষ্টিক মূল্যায়ন। ( ষষ্ঠ শ্রেণির)
সুলতানা ম্যাম

Photos from HSPS class 6-A's post 31/05/2023

ষষ্ঠ শ্রেণির৷ ক,, খ শাখার ( শিল্প ও সংস্কৃতি) ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন।
ক্লাসে ও সেটি দেওয়া হয়েছে।।
বন্ধু খাতায় ও শিক্ষার্থীরা প্রসতুতি নিয়ে রাখবে।।
গান ও কবিতার যারা অংশগ্রহণ করবে তারা সুলতানা ম্যামের কাছে নাম,, ক্লাস,, রোল,,, কোন গান বা,,কবিতা আবৃত্তি করতে চাও ১ টি পৃষ্ঠায় লিখে সেটি জমা দিবে আগামী সপ্তাহের মধ্যে।।
।।সুলতানা ম্যাম।।

31/05/2023

ইউনিক আইডি সংক্রান্ত সরকারি গুরুত্বপূর্ণ নির্দেশনা।
বিষয় টি অতীব জরুরি।
যে সব শিক্ষার্থীদের এখনো কোন ইউনিক আইডি ফর্ম পূরণ,, প্রয়োজনীয় তথ্য জমা দাওনি তারা অবশ্যই আগামীকাল জমা দিবে অন্যথায় পরবর্তী সমস্যার জন্য স্কুল কতৃপক্ষ দায়ী থাকবেনা।। সুলতানা ম্যাম।।

Photos from HSPS class 6-A's post 31/05/2023

ডিজিটাল ও প্রযুক্তির সামষ্টিক মূল্যায়ন

Photos from HSPS class 6-A's post 28/05/2023

হাউজিং এণ্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণির অভিভাবক সমাবেশের মত বিনিময় অনুষ্ঠানে (২৮/৫/২৩) ধন্যবাদ।

24/05/2023

সুপ্রিয় অভিভাবক মন্ডলী,
আসসালামু আলাইকুম। আগামী রবিবার ( ২৮/৫/২৩) দুপুর ২ টায় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির গার্ডিয়ান মিটিংসের
সবার উপস্হিতি একান্ত কাম্য।
ধন্যবাদ।। সুলতানা ম্যাম।।

05/05/2023

ষষ্ঠ ( ক) শ্রেণির শিক্ষার্থী বৃন্দ,, ইউনিক আইডি ফর্ম পূরণ করে ( রোল ঃ ২, ১৭ ২১ থেকে ৩১,,৩৩ থেকে ৬৩ পর্যন্ত রোল নং) ৭ তারিখ জমা দিবে।।
যা যা করণীয় ঃ---
(১) ২ ধরনের ঠিকানায় পোস্ট কোড দিতে হবে।
(২) শিক্ষার্থী দের অনলাইন জন্ম নিবন্ধন ,, রক্তের গ্রুপ, অভিভাবকদের NID র ফটোকপি দিতে হবে।

(৩) ২ কপি রঙ্গিন ছবি পেছনের ব্যাক প্রাঊন্ড সাদা হবে।
বিষয় টি াঅতীব জরুরি। ধন্যবাদ।
সুলতানা ম্যাম।

উল্লেখ্য যে,,স্কুলের ID ফর্ম পূরণ করে সেটি ও ৭ তারিখের মধ্যে জমা দিবে।।

29/04/2023

আগামীকাল ( ৩০/০৪/২৩) থেকে পূর্বের সময় অনুযায়ী ক্লাস শুরু হবে।।
ধন্যবাদ।।

Photos from HSPS class 6-A's post 21/04/2023

ঈদ মোবারক।।
প্রত্যেকের জীবনের অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্যের প্রত্যাশায়-- সুলতানা ম্যাম ❤️

Photos from HSPS class 6-A's post 17/04/2023

আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস । এ উপলক্ষে হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল এর প্রিয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে রমজান মাসের প্রবিত্রতা বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মানীয় প্রধান শিক্ষক জনাব তাপস কুমার সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান, সম্মানীয় সিনিয়র শিক্ষক জনাব রোকসানা সুলতানা, জনাব মোঃ আনিসুর রহমান, জনাব পারভীন খান, সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল করিম । আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকারের গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মহান মুক্তিযুদ্ধে এই সরকারের অবিস্মরণীয় অবদান তুলে ধরেন। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সদস্য জনাব শাহ নওয়াজ কুতুবী দোয়া মাহফিল পরিচালনা করেন। সবশেষে সম্মানীয় সভাপতি বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব তাপস কুমার সেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মিসেস শামসুন নাহার চৌধুরী কলি।

16/04/2023

১৭ ই এপ্রিল ২০২৩ ইং রোজ সোমবার হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলে 'ঐতিহাসিক মুজিব নগর দিবস' উদযাপন করা হবে। এজন্য সকাল দশটায় সকল শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

Photos from HSPS class 6-A's post 14/04/2023

আজ ১৪ এপ্রিল বাংলা‌ নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে ‌ ২০২৩ উ
হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল এর প্রিয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে রমজান মাসের প্রবিত্রতা বজায় রেখে অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,ছাত্র -ছাত্রীদের সমাবেশের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন,মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ,আবৃত্তি ক্রীড়া প্রতিযোগিতা, শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ, শেখ রাসেল পোস্টার, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সি সদস্য জনাব আনোয়ার হোসেন ও জনাব আনিসুর রহমান । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নির্দেশনা মোতাবেক বর্ণিল আলোক শয্যায় সজ্জিত বর্ণাঢ্য আয়োজনে স্কুলের সম্মানীয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব তাপস কুমার সেন। সিনিয়র শিক্ষক মিসেস শামসুন নাহার চোধুরী কলি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানীয় অতিথিমন্ডলী । সবশেষে সম্মানীয় সভাপতি জনাব তাপস কুমার সেন ‌সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Photos from HSPS class 6-A's post 13/04/2023

সুপ্রিয় শিক্ষার্থী,, অভিভাবক মণ্ডলী দের জানাই বৈশাখী শুভেচ্ছা,, শুভ কামনা।। -- সুলতানা ম্যাম।।

13/04/2023

ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরিধান করে আগামী কাল ( ১৪/৪/২৩) সকাল দশটায় স্কুলে উপস্থিত হবে এবং রেলিতে অংশগ্রহণ করতে হবে।
সবাইকে বৈশাখী শুভেচ্ছা।। ধন্যবাদ।।

Videos (show all)

Website