Yasmin Akter

Yasmin Akter

Hi, I'm Yasmin Akter. I'm a Dental Assistant. I'm Bangladeshi and currently living in the USA.

02/07/2024

“Never be bullied into silence. Never allow yourself to be made a victim. Accept no one's definition of your life, but define yourself.”
― Harvey Fierstein

20/05/2023

Missing Tooth?
Choose Implant🦷

18/05/2023

👏🏽আপনি যখন দাঁত দিয়ে নখ কামড়ান তখন কি হতে পারে ?

🙌যদিও আপনার নখগুলো আপনি পরিস্কার দেখতে পারেন তবে আঙ্গুলের নখে অনেক বিপদজনক ব্যাকটেরিয়া আশ্রয় করে।

👉এর ফলের ব্যাকটেরিয়া শুধু আপনার মুখের ভেতরেই যায় না তার সাথে সাথে এটি আপনার পেটের মধ্যে গিয়ে গ্যাস্ট্রোইনটেস্টাইনালে সংক্রমণ ঘটে।
যার কারণে অনেকের পেটের সমস্যা লেগেই থাকে।

😥এবং দাঁত দিয়ে নখ কাটার কারনে কিছু মানুষের আঙ্গুলের চারপাশে ব্যাকটেরিয়ার সংক্রমণে পচন বা পুঁজ জমা হয়ে অনেক সময় সেই আঙ্গুল কে অপারেশন করার প্রয়োজন হতে পারে।

💁আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে,
নখ কামড়ানোর ফলে আপনার দাঁত অনেক সময় ফেটে যায় এবং দাঁতের রুট নষ্ট হয়ে দাঁতটি ফেলে দেয়ার সম্ভাবনা থাকে।

🙏🏿তাই দাঁত দিয়ে নখ কামড়ানোর আগে মনে রাখবেন,
"দাঁত দিয়ে নক কামড়ানো আপনার স্বাস্থ্যের কতটা ঝুঁকিপূর্ণ"
⁉️একটি নেইল কাটার এর দাম কি অনেক বেশি হতে পারে?‼️

তাই যারা যারা দাঁত দিয়ে নখ কাটেন তাদের জন্য আমার একটি স্লোগান
✅ "নেইল কাটার দিয়ে নখ কাটুন
আপনার স্বাস্থ্যকে রক্ষা করুন"✅
Yasmin Akter
Dental Assistant
USA

27/04/2023
27/03/2023

🙌 Do you know the secret of maintaining the beauty of sparkling teeth?

To keep your teeth like pearls in your smile, you need to follow the rules of dental care in your daily life.

💁 Dental and oral care should start from the very beginning of life. And that start should be before or after six months of your age or at the age of one year when the first tooth erupts.

Extra care should be taken from then. And this care will start from the parents. 👌
So as a parent,
you have to take the first step to keep your child's teeth like pearls.

12/03/2023

আপনার দাঁত সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না?
👉অনেক সময় দাঁত সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারন আপনি কি ধরনের টুথব্রাশ ব্যবহার করছেন!
তাই
দাঁত ব্রাশ করার জন্য একটি ভালো মানের টুথব্রাশ প্রয়োজন।

টুথব্রাশের ব্রিস্টল খুব শক্ত বা খুব নরম নয়; সাধারন গ্রেড ব্রিস্টলের তৈরি টুথব্রাশ ব্যবহার করুন।
👉আপনার দাঁত সঠিকভাবে পরিষ্কার হবে।👌

25/02/2023

🙌ঝকঝকে দাঁতের সৌন্দর্য্য ধরে রাখার রহস্য কি জানেন?

হাসিতে মুক্তা ঝরার মত দাঁত ধরে রাখতে হলে দৈনন্দিন জীবনে দাঁতের যত্ন করার নিয়ম আপনাকে মেনে চলতে হবে।

💁দাঁত ও মুখের যত্নের শুরুটা হতে হবে একেবারে জীবনের শুরু থেকে। আর সেই শুরুটা হতে হবে আপনার বয়সের ছয় মাস আগে বা পরে অথবা এক বছর বয়সে যখন প্রথম দাঁত উঠবে।

তখন থেকে নিতে হবে বাড়তি যত্ন। আর এই যত্নের শুরুটা হবে বাবা মায়ের কাছ থেকে। 👌
🙏তাই আপনার সন্তানের দাঁত গুলোকে মুক্তার মতো ধরে রাখার জন্যে আপনাকেই প্রথম স্টেপ নিতে হবে।

14/03/2022

When you have whiter teeth, you are likely to spend more time smiling and showing them off which will result in you being happy with your appearance.

12/03/2022

A nice smile indicates that you great hygiene and are committed to staying healthy.

10/03/2022

👉Brush your teeth twice a day👈

07/03/2022

Good morning everyone.

26/11/2021

জেনে রাখা ভালো দাঁত ব্রাশ করার ক্ষেত্রে আপনি কি ভুল করেন ও তিনটি টিপস এবং কিভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করবেন

12/09/2021

রোদ আপনার দাঁতের জন্য কতটুকু উপকারী!

01/09/2021
03/06/2021

আপনার বাচ্চাকে দাঁত ব্রাশে অভ্যাস করার একটি সহজ উপায় জেনে নিন।

27/05/2021

কেন আপনার বাচ্চার টুথব্রাশ তার পছন্দের হওয়া উচিৎ?

17/05/2021

মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, মানসিকতাই যথেষ্ট!

10/02/2021

👏👏আপনারা কে কে দাঁতের মাড়ির সমস্যা গুলো ঘরে বসে সমাধান করতে চান?
➡️➡️Live workshop শুরু হওয়ার আর মাত্র একদিন বাকি!
🙌ফেব্রুয়ারি ১১ বৃহস্পতিবার বিকেলে ৭টায় বাংলাদেশ সময়.
👉👉১ থেকে ১ঘন্টা ৩০ মিনিটের লাইভটি হতে পারে।

🙏🙏আপনার সময়কে নষ্ট না করে এখনই জয়েন করে ফেলুন।
জয়েন করার জন্য ইমেইল করুন.👇👇
[email protected]
ইমেইল এ লিখুন 👇👇
✅আমি বৃহস্পতিবার ফ্রি ওয়ার্কশপে জয়েন করতে চাই।

🦷🦷এই লাইভ ওয়ার্কশপে আমি আপনাদেরকে শেখাবো দাঁতের মাড়ির কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে আপনি ঘরে বসে সমাধান করতে পারবেন।

✅✅যে সমস্যাগুলো দেয়াপাড়া শিখতে পারবেন তা হলো ১.দাঁতের মাড়ি কেন ফুলে ফুলে যায়।
২. দাঁতের মাড়ি থেকে কেন রক্ত পড়ে।
৩.কি কারণে এ সমস্যা গুলো হতে পারে।
এবং
৪.কিভাবে সমাধান করবেন।
আমি সরাসরি টপিক গুলো নিয়ে লাইভ এ শিখাবো.
আরো অনেক সমস্যা এবং সমাধান সম্পর্কে জানতে পারবেন.
এই সুযোগটা হয়তো আর আসবে না.
✋✋আপনার স্বাস্থ্যের সঠিকভাবে যত্ন নেওয়ার দায়িত্ব শুধু আপনার.

08/02/2021

আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এই টক শো। কোনও সাধারণ ব্যক্তি কীভাবে তাদের জীবনে সুস্থ ও সফল হতে পারে তা জানতে আপনি পুরো পর্বটি দেখতে পারেন। আপনি কেন নিজেকে বাড়াতে অস্বীকার করবেন না তাও শিখবেন।
নিজেকে ভালবাসুন, নিজের যত্ন নিন এবং আপনার সপ্নকে বাস্তবে রুপান্তরিত করুন

07/02/2021

👉👉বর্তমান যুগে নিজের সেলফি নিতে সুন্দর একটি হাসি কে না আশা করেন?
কিন্তু 👇👇👇
দাঁত সুন্দর না হলে হাসিটাও সুন্দর লাগে না। তাছাড়া শক্ত কিছু খেতে হলেও মজবুত দাঁতের প্রয়োজন।

👏কিন্তু দাঁতে সমস্যা থাকলে শক্ত কিছু খেতেও পারবেন না বা সুন্দর হাসিও দিতে পারবেন। দাঁতের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো মাড়ি থেকে রক্ত পড়া।
এই সমস্যা শুরু হলে অনেক চিকিৎসা করেও রেহাই পাওয়া সম্ভব হয় না, যদি না আপনি নিজে থেকে সচেতন হয়ে যত্ন নেন।
⚠️দাঁতের যত্নে আমরা অনেকেই বেশ অবহেলা করে থাকি। গবেষণায় দেখা যায় প্রায় ৫৫ শতাংশ পূর্ণবয়স্ক মানুষ আলসেমি করে এবং ঘুমের কারণে রাতের বেলা দাঁত ব্রাশ করেন না। 😢
ফলে দাঁতের এবং দাঁতের মাড়ির নানা সমস্যা দেখা দেয়। মাড়ি থেকে রক্ত পড়া রোধে ডাক্তারের ধারস্থ না হয়ে আপনি নিজেই বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন।✅

যে পদক্ষেপগুলো তাৎক্ষণিক ভাবে উপশমে কাজে দেবে, এবং মাড়ির সুরক্ষাতেও কাজ করবে।
✋✋দাঁতের মাড়ির সমস্যা সমাধান করতে চান কে কে?

👉👉👉দাঁতের মাড়ির সমস্যা সমাধান করতে আমার সাথে বৃহস্পতিবার বিকেলে ৭টায় সরাসরি লাইভ workshop এ জয়েন করুন.

✅✅আপনি যদি workshop এ আমার সাথে বৃহস্পতিবার বিকেল ৭টায় জয়েন করতে চান, নিচের কমেন্টে yes লিখুন.

Videos (show all)

Missing Tooth?Choose Implant🦷
A place to work with patients.
দাঁত ব্রাশ করার সময় জানা খুবই গুরুত্বপূর্ণ
রোদ আপনার দাঁতের জন্য কতটুকু উপকারী!
নবজাতক শিশুদের তো দাঁতই নেই! তাহলে কেন দাঁতের যত্ন নিবো?
বাচ্চাকে দাঁত ব্রাশে অভ্যাস গড়ে তোলা কঠিন !
কেন আপনার বাচ্চার টুথব্রাশ তার পছন্দের হওয়া উচিৎ?
মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, মানসিকতাই যথেষ্ট!
মানসিক স্বাস্থ্য বলতে আসলে কি বুঝায়, মানসিক স্বাস্থ্য এর যত্ন নেওয়া প্র‍য়োজন?
আপনারা কে কে ঘরে বসে দাঁতের এবং মুখের সমস্যা সমাধান করতে চান? এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে এবং শিখতে জানুয়ারী ১৪ তার...