Online-Suggestions

Online-Suggestions

Here You Find Your Academic Suggestion. And it's for all Student in Bangladesh.

26/08/2017

আজকের নিবন্ধন পরীক্ষা ( কলেজ সমপর্যায় ) সাধারণজ্ঞান অংশের সমাধান :
১। কার সময়ে বঙ্গভঙ্গ হয় ?
= লর্ড কার্জন
২। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের কতটি দফা ছিল ?
= ২১টি
৩। শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে?
= ১৯৬৯
৪। মনিপুরি নাচ বাংলাদেশের কোন অঞ্চলের ?
= সিলেট
৫। করোনারী থ্রম্বসিস অঙ্গটি
=হৃদপিন্ডের
৬। আদর্শ খাদ্য
= দুধ
৭। মুজিবনগর কোন জেলা অবস্থিত ?
= মেহেরপুর
৮। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত
= তৈরি পোশাক
৯।জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি
= গামা
১০। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে কী প্রযুক্তি বলে ?
= েইন্টারনেট
১১। ওজোন স্তরের ক্ষয় করার জন্য দায়ী কে ?
= সিএফ সি
১২ । বার্ড এর প্রতিষ্ঠাতা কে ?
= আখতার হামিদ
১৩। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হয় ?
= ইংল্যান্ডে
১৪। গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত /
= যুক্তরাজ্য
১৫। বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ কোথায় হয়েছিল?
= বেলজিয়ামে
১৬। পিপড়ার কামড়ে কোন এসিড থাকে?
= ফরমিক
১৭। বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার
= বাংলা একাডেমি পুরস্কার
১৮। রাশিয়ার মুদ্রার নাম
= রুবল
১৯। দহগ্রাম ছিটমহল
= কুড়িগ্রাম
২০ । চিকুনগুনিয়া কোন বাহিত রোগ
= পতঙ্গবাহিত
২১। বাংলা নববর্ষ চালু করেন কে?
= আকবর ।

26/08/2017

আজকের নিবন্ধন পরীক্ষা ( কলেজ সমপর্যায় ) বাংলা অংশের সমাধান :
১। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থটির রচয়িতা
= ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২। সনেটের প্রবর্তক
= মাইকেল মধুসূদন দত্ত
৩। চর্যাপদ আবিষ্কৃত হয়
= ১৯০৭
৪। পায়ের আওয়াজ পাওয়া যায়
= কাব্যনাট্য
৫। বাংলা গদ্যের জনক
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬। তাসের দেশ অর্থ
= ক্ষণস্থায়ী
৭। কমা র বাংলা কি
= পাদচ্ছেদ
৮। নিত্য সমাস
= অন্য গৃহ
৯। অগ্নির সমার্থক নয়
= দ্যুতি
১০। কোনটি তৎসম শব্দ
= কিংবদন্তী
১১। স্বরবণের সংক্ষিপ্তরুপকে বলে
= কার
১২ । ইংরেজি শব্দটি
= পর্তুগীজ
১৩। উৎপত্তি অনুসারে শব্দ
= ৫
১৪। সংস্কৃত উপসর্গ
= ২০
১৫। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন কে ?
=ন্যাথানিয়েল ব্রাসিহ্যালহেড
১৬। তামার বিষ অর্থ কী ?
= অর্থের কুপ্রভাব
১৭। উপকণ্ঠের ব্যাসবাক্য
= কণ্ঠের সমীপে
১৮ । দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদ
= দুঃ + যোগ
১৯। শরীর > শরীর কোন ধরণের পরির্তন ?
= বিষমীভবন
২০ । ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্ব
২১ । দীপ্যমান এর প্রকৃতি ও প্রত্যয়
= রুট.দিপ + শানচ
২২। শুদ্ধবানান
= দূষণীয়
২৩। ধুমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
= কাজী নজরুল
২৪। উদ্যম বিহনে কার পুরে মনোরথ - বাক্যে উদ্যম বিহনে কোন কারক ?
= কর্তৃকারকে ৭মী ( তার বিহনে কেমনে বল থাকি!! )
২৫। বীর সন্তান প্রসব করে যে নারী
= বীরপ্রসূ

17/08/2017

;)
৬৪টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ জানুন
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate
Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic
Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network
Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft
Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Doc**ent Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup
Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
;)

11/08/2017

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেনঃ
১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methylsulfate)
৪. এসোমিপ্রাযল/ ওমিপ্রাযল (Esomeprazole/
omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইডঅক্সাইড (Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন (Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াযিন অয়ন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)
★★ প্যারাসিটামল (Paracetamol)
জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (

07/08/2017

Using "But" as different parts of speech.

But (as a noun)

I want to hear no but(আমি কোন কিন্তু শুনতে চাই না)
no+ noun

But (as a verb)
But me no buts( কিন্তু কিন্তু করো না।)

but -- verb, buts -- noun

But(as an adverb)means " only"

He is but a child.( সে তো কেবল শিশু।)

If I had but known she was ill, I would have visited her.(আমি যদি কেবল জানতাম যে সে অসুস্থ, তাহলে তাকে দেখতে যেতাম।)


But (as a relative pronoun)

There is no mother but loves her child.
but meaning who does not/ who do not is a relative pronoun.

But(as a conjunction)

My spirit is willing, but my flesh is weak( সাধ আছে, সাধ্য নাই)

But ( as a preposition)

All but me went.
but meaning except is a preposition.
She lost everything but honour.

Anything but ( but- preposition, ) means definitely not(মোটেও না)

He is anything but an honest man

All but one means একজন ছাড়া সবাই

All but means nearly( প্রায়)

All but is an adverbial phrase.

the work is all but finished.( কাজটি প্রায় শেষ)

None but ( but -- preposition) means " only"
None but the brave desreves the fair.( বীর ভোগ্যা বসুন্ধরা)

22/07/2017

Good habits
১। অপরের সামনে নাক খুটবেন না, নাক ঝাড়বেন না, কান খোচাবেন না, থুথু ফেলবেন না এবং দাঁত খোচাবেন না।
২। অপরের মুখের সামনে হাঁচি দিবেন না।
৩। হাই তুলে মুখ হা করতে হলে হাত দিয়ে মুখ চেপে হা করুন।
৪। অন্যের মুখের সামনে দাঁত ব্রাশ বা মাজবেন না।
৫। কারো মুখের সামনে বাসি মুখে কথা বলবেন না।
৬। ঘুমন্ত ব্যক্তিকে চিৎকার করে বা ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গাবেন না।
৭। অপরের ব্যবহৃত তোয়ালে বা গামছা ব্যবহার করবেন না।
৮। মুখে একত্রে বেশী খাবার পুড়ে বা মুখ ফুলিয়ে খাবেন না।
৯। খাবারের পরে লুঙ্গি, শাড়ি বা পরিহিত পোষাক দিয়ে হাত, মুখ মুছবেন না।
১০। বিনা অনুমতিতে বা বিনা নোটিশে কারো ঘরে প্রবেশ করবেন না।
১১। বিনা অনুমতি বা বিনা সম্মতিতে কারো জিনিস ব্যবহার করবেন না (যদিও সামান্য কিছু হয়)।
১২। কারো ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে অযথা নাক গলাবেন না।
১৩। বিনা প্রয়োজনে অধিক কথা বলবেন না।
১৪। অপরের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনুন।
১৫। একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।
১৬। মানুষমমাত্রই ভুল করে,তাই ক্ষেত্র বিশেষএ ভুল হলে আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করার চর্চা করুন।
১৭। বেশি বেশি সালাম / গ্রিটিংস দেওয়ার চেষ্টা করুন।
১৮। সালাম / যে কোন শুভ কামনার জবাব দিন।
১৯। ক্ষমা ও সহনশীলতার চর্চা করুন।
২০। ইবাদত, মিটিং, মাহফিল, কনফারেন্স ও বিশেষ ডিউটি ইত্যাদিতে মোবাইল ফোন বন্ধ অথবা ভাইব্রেশন দিয়ে রাখুন।
২১। কোন জিনিস যেখান থেকে নিয়েছেন ঠিক সেখানেই রাখুন।
২২। মানুষকে সু-পরামর্শ দিন। না পারলে চুপ থাকুন। অযথা জানার অধিক বলার চেষ্টা না করাই শ্রেয়।
২৩। ব্যক্তিগতভাবে দৈনন্দিন জীবনে নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করুন।
(সংগৃহীত)

22/07/2017

বাংলাদেশে প্রথম কম্পিউটার কোথায় ব্যাবহৃত হয়,,,,,,,,,,,?
১/ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
২/ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট
৩/ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
৪/ বাংলাদেশ বিজ্ঞান একাডেমী

07/07/2017

যে সকল দেশের মুদ্রার নাম "দিনার"
টেকনিক: আজ তিসা ও লিবা কই ডিনার করবে?
আ=আলজেরিয়া,
জ=জর্ডান,
তি=তিউনিশিয়া,
সা=সার্বিয়া,
লি=লিবিয়া,
বা=বাহরাইন,
ক=কুয়েত,
ই=ইরাক,
ডিনার=দিনার।
যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”
টেকনিকঃ গনি মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল
গ- গায়ানা
নি- নিউজিল্যান্ড;
মা- মার্কিন যুক্তরাষ্ট্র
ঝি- জিম্বাবুয়ে
জা- জামাইকা
মা- মার্শাল আইল্যান্ড
ই- ইকুয়েডর
H- হংকং
S- সিংগাপুর
C- কানাডা
B- বেলিজ
B- ব্রুনাই
A- এন্টিগুয়া ও বারমুডা,
অস্ট্রেলিয়া-অস্ট্রেলিয়া
গেল- গ্রানাডা।
যে সকল দেশের মূদ্রার নাম ক্রোনা
টেকনিক:– "ডেনমার্কে আসুন”
ডেনমার্কে-ডেনমার্ক
আ- আইসল্যান্ড
সু-সুইডেন
ন-নরওয়ে পাউন্ড
টেকনিক>>> যুক্তরাজ্যে সিসা মিলে— পাউন্ড
যুক্তরাজ্য- যুক্তরাজ্য
সি- সিরিয়া
সা- সাইপ্রাস
মি- মিশর
লে- লেবানন
শিলিং টেকনিক
সোমবারে কেউ তাস খেলো? — শিলিং
সোম- সোমালিয়া
কে- কেনিয়া
উ- উগান্ডা
তাস- তাঞ্জানিয়া
লিরা
টেকনিক>>>তোর বেটি?? — লিরা
তোর- তুরস্ক
বেটি- ভ্যাটিকান
ইউরো
ABC জাল দিয়ে সানম্যারিনো FISH ধরে MAMA র কাছে SPAIN পাঠান
A= অস্ট্রিয়া,আয়ারল্যান্ড
B=বেলজিয়াম,ভ্যাটিক্যান
C=সাইপ্রাস
জা=জার্মানি
ল=লুক্সেমবার্গ দিয়ে
সানম্যারিনো=সানম্যারিনো
F=France,ফিনল্যান্ড
I=Italy
S=Spain
H=Holland ধরে
M=মোনাকো
A=এস্তোনিয়া
M=মন্টিনিগ্রো,মাল্টা
A=এন্ডোরা
কাছে=কসোভো
S=স্লোভেনিয়া,স্লোভাকিয়া
P=পর্তুগাল
A=Athence(গ্রীস)আয়ারল্যান্ড
রিয়েল:
ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সউদি যায়।
বি:দ্র: বন্ধনীর ভিতর রাজধানী।
ওমা- ওমান (আম্মান)
ইয়েমেন (সানা)
ইরান(তেহরআন)
কাতা- কাতার(দোহা)
কম্বল -কম্ভডিয়া (নম পেন)
স উদি - স উদি আরব ( রিয়াদ)
মনে রাখুন যে সব দেশের মুদ্রার নাম রুপি:
রুপির ভারিতে শ্রী নে পা সিচে মরে। ভারিতে-ভারত
শ্রী - শ্রীলংকা
নে- নেপাল
পা- পাকিস্তান
সিচে- সিচেলিস
মরে- মরিসাস
পেসো
আজ কলম্বাস চিলি vs উরুগুয়ের ফুট বল match দেখবে
আজ=আর্জেন্টিনা
কলম্বাস=কলম্বিয়া
চিলি=চিলি
উরুগুয়ের=উরুগুয়ে
ফুট=ফিলিপাইন
বল=বলিভিয়া
match-মেক্সিকো,
-
আমাদের পেজের প্রতিটি পোস্ট আপনার ওয়ালে পেতে পেইজটিকে See first & Favorite list এ রাখুন এবং পেজে 5★ review করুন।
আমরা বিনা স্বার্থে আপনাদের কাছে জ্ঞান ছড়িয়ে থাকি। আপনাদের কাছে প্রতিটি পোষ্ট পৌঁছাতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।

06/07/2017

Dr. - এর পূর্নরূপ — Doctor.
Mr. - এর পূর্নরূপ — Mister.
Mrs. - এর পূর্নরূপ — Mistress.
Miss - এর পূর্নরূপ — used before unmarried girls.
M.P. - এর পূর্নরূপ — Member of Parliament.
M.L.A. - এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
M.L.C - এর পূর্নরূপ — Member of Legislative Council.
P.M. - এর পূর্নরূপ — Prime Minister.
V.P - এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
S.P- এর পূর্নরূপ — Police Super.
S.I - এর পূর্নরূপ — Sub Inspector Police
আচ্ছা GPA - এর পূর্নরূপ কি?
__________________________________________
পোষ্টটি শেয়ার করে না রাখলে আর খুঁজে পাবেন না। ধন্যবাদ জানাতে T=(Thanks) লিখে কমেন্ট করুন। কেননা আপনাদের একটি ধন্যবাদ আমাদের নিত্যনতুন পোষ্ট লিখতে অনুপ্রাণিত করে

22/06/2017

জেনে নিন পূর্ণরূপগুলো: কাজে লাগবে.
১। J.S.C - এর পূর্নরূপ — Junior School Certificate.
২। J.D.C - এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
৩। S.S.C - এর পূর্নরূপ — Secondary School Certificate.
৪। H.S.C - এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
৫। A.M - এর পূর্নরূপ — Ante meridiam.
৬। P.M - এর পূর্নরূপ — Post meridiam.
৭। B. A - এর পূর্নরূপ — Bachelor of Arts.
৮। B.B.S - এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
৯। B.S.S - এর পূর্নরূপ — Bachelor of Social Science.
১০। B.B.A - এর পূর্নরূপ — Bachelor of Business Administration
১১। M.B.A - এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১২। B.C.S - এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
১৩। M.A. - এর পূর্নরূপ — Master of Arts.
১৪। B.Sc. - এর পূর্নরূপ — Bachelor of Science.
১৫। M.Sc. - এর পূর্নরূপ — Master of Science.
১৬। B.Sc. Ag. - এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
১৭। M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
১৮। M.B.B.S. - এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
১৯। M.D. - এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
২০। M.S. - এর পূর্নরূপ — Master of Surgery.
২১। Ph.D./ D.Phil. - এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
২২। D.Litt./Lit. - এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
২৩। D.Sc. - এর পূর্নরূপ — Doctor of Science.
২৪। B.C.O.M - এর পূর্নরূপ — Bachelor of Commerce.
২৫। M.C.O.M - এর পূর্নরূপ — Master of Commerce.
২৬। B.ed - এর পূর্নরূপ — Bachelor of education.
২৭। Dr. - এর পূর্নরূপ — Doctor.
২৮। Mr. - এর পূর্নরূপ — Mister.
২৯। Mrs. - এর পূর্নরূপ — Mistress.
৩০। Miss - এর পূর্নরূপ — used before unmarried girls.
৩১। M.P. - এর পূর্নরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্নরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্নরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্নরূপ — superintendent of police
৪০। S.I - এর পূর্নরূপ — Sub Inspector Police
আচ্ছা GPA - এর পূর্নরূপ কি?.

#ভালো লাগলে শেয়ার করতে পারেন।

Timeline photos 21/06/2017

Bangladesh

Photos from Online-Suggestions's post 05/06/2017

NTRCA Exam Notice.

05/06/2017

কিভাবে জানবেন? আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ।

গ্রামীণফোনঃ info লিখে 4949 তে SMS করুন

বাংলালিংকঃ *1600*2 # ডায়াল করুন

রবিঃ *1600*3 # ডায়াল করুন

এয়ারটেলঃ *121*4444 # ডায়াল করুন

টেলিটকঃ info লিখে 1600 তে SMS করুন

Timeline photos 12/01/2017
Timeline photos 11/01/2017

বিশ্বাসে বস্তু মেলে......।

Timeline photos 10/01/2017

পরিবারে বিবাদ সৃষ্টি হলে করনীয় বিষয়। Credit goes to http://www.online-suggestions.com/

Timeline photos 09/01/2017

এখান কার মানুষ গুলোকে দেখেন তো চিনেন কি না ?

Timeline photos 07/01/2017

নেপোলিয়ন বোনাপার্ট এর বিখ্যাত উক্তি “আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো”। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে-প্রত্যাশিত শিক্ষিত ও সচেতন মায়ের জাতি দেখিনি, কিন্তু ইত্যাদির আশীর্বাদে গত ৩০ শে ডিসেম্বর ২০১৬ সেই কাঙ্ক্ষিত নেপোলিয়নের মায়ের জাতি জান্নাতুল বকিয়াকে দেখার সুযোগ পেয়েছি। তাই ইত্যাদিকে হাজারো প্রণাম জানাই।
মেয়েটির পুরো নাম জান্নাতুল বকিয়া মামুনি। সে কক্সবাজার সদর উপজেলা পোকখালী ইউনিয়নের বাবা আমানুল্লাহ আর মা নুরজাহান উল্লার তিন সন্তান এর মধ্যে জান্নাতুল বকিয়া একমাত্র কন্যা। জান্নাতুল বকিয়ার স্কুলের নাম পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।সে বর্তমানে সেখানকার দশম শ্রেণির ছাত্রী। এর মধ্যে মেয়েটির নিয়মানুবর্তিতা, নেতৃত্বদান, দরিদ্রবান্ধব কর্মসূচিসহ নানা কাজে হয়েছে আদর্শবান ও ভূয়সী প্রশংসার অধিকারী। সে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত ভোটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন হয়ে আসছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এক দিনের জন্যেও ক্লাস এ অনুপস্থিত থাকেনি। ঐ স্কুলে তাঁর হাতেই গড়ে উঠেছে ‘দরিদ্র বন্ধু তহবিল’ এবং ২০ জন হতদরিদ্র শিক্ষার্থীর লেখাপড়া চলছে এই টাকায়। সে এখন ঐ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেটের সভাপতি। তাঁর লক্ষ্য মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দেওয়া।
মানুষ তাঁর স্বপ্ন, পরিশ্রম ও আশার মাঝে বেঁচে থাকে। যে মানুষগুলো নিজের ক্ষুদ্র চাওয়া-পাওয়াগুলো অপরের বৃহত্তর স্বার্থে বিলিয়ে দিতে চায় সে মানুষগুলোর নির্দিষ্ট কোন ধর্ম নেই, কোন জাত নেই, বর্ণ নেই, নেই কোন দেশ এবং নির্দিষ্ট কোন ভাষাও নেই, কারণ সে মানুষ । তাই ঐ মর্মবাণীটি বলা যায় “সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”।
জান্নাতুল বকিয়া তাঁর কাজের মাধ্যমে সারা পৃথিবীর মানবতার লেবাসধারী মানুষরূপীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চান মানবতার কাঁন্না আজ চারদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, জাতিতে জাতিতে বিভেদ, সংস্কৃতি ও কালচারের অবক্ষয়, দেশে দেশে জঙ্গিবাদ ও সভ্যতার ধ্বংসের হাতছানি, সব কিছুর পেছনে যেন একটি কালো ভয়ংকর থাবা রয়েছে। আপনি শুনতে পাননা, আপনি দেখতে পাননা, অন্তত মানবিকতার স্থানে দাড়িয়ে সহানুভূতিও তো দেখাতে পারেন! যদি না পারেন, এ থেকে বুঝা যায় আপনি হয়তবা মৃত্যু না হয় প্যারালাইসিসে আপনার সকল অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে অথবা আপনই এই ধ্বংসের মূল হোতা। আপনি সাম্প্রদায়িক, আপনার মানবতায় শোষিতের রক্তের গন্ধ।
জান্নাতুল বকিয়ার অঞ্চলের মানুষ ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের মতামত শুনে বলা যায়, আমরা, আপনারা, যারা মানবতার কথা বলে মুখে খৈ ফুটাই কিন্তু কাজে মীরজাফরি করি, জান্নাতুল বকিয়া তাদের জন্য সাক্ষাৎ ভগবান ও মানবতার মূর্তপ্রতীক। আজ আমাদের উচিৎ দেশে দেশে জাতিগত ভঙ্গুর বৈশ্বিক সম্প্রীতিকে কাঁধে কাঁধ মিলিয়ে পুনরায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। আর সবার সম্মিলিত কণ্ঠে বেজে উঠুক “পৃথিবী আমার, আমি পৃথিবী”। তাহলে এই সাতশ’ তেতাল্লিশ কোটি মানুষের পৃথিবী গড়ে উঠবে আনন্দের মিলন মেলায়। জান্নাতুল বকিয়া তুমি এগিয়ে যাও অবলা এই নারী জাতিকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার মত। আবার সবল করে তুলো। জাতি তোমারই প্রত্যাশায়।

Timeline photos 30/12/2016

আরো মজার মজার সব তথ্য পেতে Page টি তে like দিয়ে এক্টিভ থাকুন......।।

Timeline photos 23/12/2016

অতি শীঘ্রই আমরা SSC এর Sort Suggestions অনলাইনে আনবো। So be connected....................

12/12/2016

Here we just set up our theme.....
http://www.online-suggestions.com/

Online Suggestios ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই আপ্রাণ প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন তারই প্রেক্ষাপটে আমরা অনলাইন ভিত্তিক বিগত সালের প্রশ্নপত্র ও Suggestions সহ উত্তরপত্রের ব্যবস্থা করতেছি । আসা করা যায় আগামী কয়েক মাসের মধ্যেই আমরা পুরোপুরিভাবে অনলা...