CPI ǁ Chittagong Police Institution
Chittagong Police Line school was established in 1978.
Share it as much as u can!!
আগামীকাল সকালে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে সাইক্লোন মোরা। জরুরী কল করুন 999 জাতীয় জরুরী সেবা।
১) নিকটতম ঘূর্ণিঝড় আশ্রয় কোথায় তা জানতে 611545 এ কল করুন।
২) চট্টগ্রাম সিটি কর্পোরেশন হটলাইন 630739।
৩) কেউ আহত হলে 634843 এ কল করুন
SSC পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা
স্কুল লাইফের! প্রেম টিকুক আর না
টিকুক। বেন্চে এ লেখা নাম দুটি
কিন্ত চিরকাল টিকে থাকে! :p :p
& we mean it!!! Happy Friendship Day To Everyone!!!
বাবা দি "BOSS"
যখন রমজান শুরু হয় রহমতের দরজা খুলে যায়।
__সহীহ বুখারী
পরীক্ষার দুটো খাতা কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না
সবার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা।
মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা
অগ্নিস্নানে
শুচি হোক ধরা
শুভ নববর্ষ ১৪২৩
স্কুলের ১৯৭০ সালের ব্যাচের প্রাক্তন স্টুডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দিন আজিজ মারা গিয়েছেন।জানাযা কাল সকাল ৯:৩০ টাই জামায়াতুল ফালাহ মসজিদে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আমারা শোকাহত
কিছু শব্দার্থ আশা করি ভাল লাগবে :)
Anyway /However ---- যাইহোক।
So what ---তাতে কি
Apart from---তাছাড়া।
That's why---সে জন্য।
Book worm ---ভীষণ পড়ুয়া।
By the by ----কথা প্রসঙ্গে।
In fine --উপসংহারে।
In lieu of --পরিবর্তে।
Off and on---মাঝে মাঝে।
Out and out -_ হাড়ে হাড়ে।
Rainy day ---দু:সময়।
To and fro ---এদিক ওদিক ।
ধবল ধোলাই :)
সাবাস টাইগারস সাবাস (Y)
Vote for Wasfia Nazreen
http://adventure.nationalgeographic.com/adventure/adventurers-of-the-year/2015/vote/ #/happy-summit-everest-bangladesh_85266_600x450.jpg
‘হানিমুনের টাকা দিয়ে স্ত্রীর চিকিৎসা করেছি’
দয়া করে একটু পড়ে দেখুন
http://www.prothom-alo.com/bangladesh/article/368095
prothom-alo.com ‘ভেবেছিলাম একটু থিতু হয়ে জীবনটাকে উপভোগ করব। বিয়ের বয়স এক বছর পাঁচ মাস। হানিমুনে যাওয়া হয়নি। টাকা জমিয়ে রেখেছিলাম। কোথায় যাব, তা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। তবে দেশের বাইরে যাব বলে ঠিক করেছিলাম। হানিমুনের সেই টাকা দিয়ে স্ত্রীর চিকিৎসা করেছি।’এ কথা বলার সময় গভীর হতাশা...
দয়া করে একটু পড়ে দেখুন
http://www.prothom-alo.com/bangladesh/article/368095
‘হানিমুনের টাকা দিয়ে স্ত্রীর চিকিৎসা করেছি’ ‘ভেবেছিলাম একটু থিতু হয়ে জীবনটাকে উপভোগ করব। বিয়ের বয়স এক বছর পাঁচ মাস। হানিমুনে যাওয়া হয়নি। টাকা জমিয়ে রেখেছিলাম। কোথায় যাব, তা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। তবে দেশের বাইরে যাব বলে ঠিক করেছিলাম। হানিমুনের সেই টাকা দিয়ে স্ত্রীর চিকিৎসা করেছি।’এ কথা বলার সময় গভীর হতাশা...
Shakib Al Hasan... u r real beauty ! take a bow.... with you always whatever it takes :)
congratulations to the Tigers !
Best of luck to all the JSC candidates :)
কয়েকদিন আগে আমার মামাতো বোনের বিয়ে হলো... আমরা সবাই
ঠিক করলাম, “গায়েহলুদে, কোনও হিন্দি গান বাজাবো না’
আমাদের মধ্যেই কয়েকজন বলল,
“তাহলে অনুষ্ঠানে নাচানাচি হবে কিভাবে? বাংলায় নাচার
মতো তো একটা গানই আছে ‘সাধের লাউ’... এই গানই বারবার
বাজবে?”
ফেসবুকে স্ট্যাটাস দিলাম, ‘গায়েহলুদে বাংলা গান কি কি বাজানো যায়...
আইডিয়া দেন’..কতগুলো গান এসেছে জানেন?
সাড়ে ৪ হাজার
আমরা শর্ট লিস্ট করতে বসে বুঝতে পারলাম না যে কোনটা-রেখে-
কোনটা বাদ দিবো
প্রত্যেকটাই ক্লাসিক এন্ড রক নাম্বর... বাদ দেয়ার মতো না
নো অফেন্স, আমার মাঝে মাঝে মনে হয় আমাদের এই এফএম রেডিওর
প্রোডিউসার বা প্ল্যানার, কেউই মিউজিকে রিচ না ...
তারা আমার
ফ্যামিলির সেই ব্ল্যাক শিপের মতো, “যারা মনে করে জমাতে গেলে,
‘সাধের লাউ’ ছাড়া আর গতি নাই”
তাই বাধ্য হয়েই, হিন্দি গান বাজায়.. আমার তো ধারনা ছিল ইনভেন্সটররা সাধারণত চালাক মানুষ
হয়ে থাকে
কিন্তু এই সকল চ্যানেলের ইনভেন্সটররা এতো বোকা কেন বুঝি না ...
তারা কি জানে না, আজকে যদি তারা ঘোষণা দেয় যে ‘আজ থেকে তাদের
রেডিওতে কোনও হিন্দি গান বাজবে না’... সাথে সাথে সেই চ্যানেলের
লিসেনারশিপ ধামম করে বেড়ে যাবে?
বা, একদম বন্ধ না করতে পারলেও; নুন্যতম পক্ষে ইন্টারন্যাশনাল
গান হিসেবে ১০% হিন্দি বাজাতে পারেন ... কিন্তু
আপনারা তো উল্টা কাজ করছেন; ৭০% গান বাজান হিন্দি আর
বাংলা গান বাজান ৩০% এরও কম... হায় রে 'সাধের লাউ
মেন্টালিটি' ... রকিং নাম্বার বলে খুঁজে পান না
সরি টু সে, কোয়ান্টিটির দিক থেকে হয়তো আপনাদের লিসেরনারশিপ
অনেক হাই হতে পারে... কিন্তু কোয়ালিটির দিক থেকে, ভেরি লো
আপনারা এখনও একটা রিচ ক্যাটাগরির ইয়ুথকে, আপনাদের টার্গেট
লিসেনার হিসেবে নিতে পারেন নাই
এখনও সুযোগ আছে..ইটস নেভার টু লেট
আপনাদের আর কিভাবে লজ্জা দিবো জানি না...
আপনাদের প্রিয়
হিন্দি একটা সিনেমার রেফারেন্স, এক্সাম্পল হিসেবে দিয়ে শেষ করি;
‘রাং দে বাসান্তি’ মুভিটা দেখেছেন? ছবির শেষে ৪ জন
ছেলে একটা এফএম চ্যানেল দখল করে... সেখানে যেয়ে তারা কনফেস
করে যে “হ্যা তারা অমুক মন্ত্রীকে খুন করেছে... এবং ‘এই এই’
কারণে খুন করেছে”
৪ জন ছেলে মারা গেলেও তাদের কনফেশান শুনে সারা দেশে জনরোষ
উঠে..মনে পড়েছে মুভিটার কথা?
আমিও মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখতাম যে, আমরা কয়েকজন এরকম
রেডিও চ্যানেল দখল করে দেশের মানুষদের কিছু সত্য কথা জানাচ্ছি...
(রক্ত গরম টাইপ স্বপ্ন আরকি)
কিন্তু স্বপ্নের মধ্যেও বিপত্তি বাধে যখন চিন্তা করতে হয়; ‘বন্দুক
সন্দুক নিয়ে, আমরা আমাদের কোন রেডিও চ্যানেলের
দিকে হাঁটা দিব??’
দুঃস্বপ্নেও, এমন চ্যানেল নিশ্চয়ই দখল করতে চাইব
না যেখানে আমি কনফেশান করবো, আর তা শুনবে দেশকে থোড়াই
কেয়ার করে টাইপ কিছু অশিক্ষিত বা আল্ট্রা-শিক্ষিত মানুষেরা
আপনারা এতো বড় একটা মিডিয়া হওয়ার পরেও আপনাদের টার্গেট
অডিয়েন্স এতো পুওর যে আমার সেই রগরগে স্বপ্নও ভেঙ্গে যায়
‘বাংলাদেশ বেতার’ ছাড়া তো গতি দেখি না
বুঝেন... স্বপ্নেও আপনারা কতটা পিছিয়ে আছেন
COPY BY Arif R Hossain
ICC Cricket World Cup 2015 - Official TV Commercial
বাংলাদেশের পতাকা আঁকা এক কিশোরের মুখের পাশাপাশি দেখা যাবে লাল-সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাসও
http://www.youtube.com/watch?v=LTuk_rVwzd8
youtube.com See the official TV commercial for the ICC Cricket World Cup 2015, this advertising campaign celebrates the inspiration of this once-in-a-generation global s...
বাংলাদেশের পতাকা আঁকা এক কিশোরের মুখের পাশাপাশি দেখা যাবে লাল-সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাসও
http://www.youtube.com/watch?v=LTuk_rVwzd8
ICC Cricket World Cup 2015 - Official TV Commercial See the official TV commercial for the ICC Cricket World Cup 2015, this advertising campaign celebrates the inspiration of this once-in-a-generation global s...
৩রা নভেম্বর জেল হত্যা দিবস , জাতীয় চার নেতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাজ্ঞলি
Chittagong Police Institution এর প্রধান শিক্ষক জনাব আখতার হোসেন এর একমাত্র ছেলে মোরশেদ একটু আগে কলকাতার টাটা হাসপাতালে মৃত্যু বরণ করেন। ( ইন্নান...... রাজেউন)। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। সবাই ওর জন্য দোয়া করবেন। সমবেদনা জনাচ্ছি শোকসন্তপ্ত পরিবার বর্গের নিকট। পরম করুণাময় যেন স্যার কে এই শোক সইবার শক্তি দেন। আমিন ।
অভ্রকে বাঁচাতে ২৫ অক্টোবর চট্টগ্রামে কনসার্ট
http://www.banglanews24.com/beta/fullnews/bn/333548.html
banglanews24.com তরুণ ক্রীড়াবিদ অভ্র জ্যোতি মজুমদারের চিকিৎসা তহবিল সংগ্রহে এবার আয়োজন করা হচ্ছে ‘কনসার্ট ফর অভ্র’। আয়োজন করছে ওয়ার্কশপ বিডি নামে একটি প্রতিষ্ঠান। আগামী ২৫ অক্টোবর শনিবার নগরীর মুসলিম হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।