Adorsho Shurjo Mukhe Kinder Garten And High school

Adorsho Shurjo Mukhe Kinder Garten And High school

This is a organisation of Free aducation for poor childrean.

Timeline photos 24/02/2015
Timeline photos 24/02/2015

Amor 21 February ..
Shohid'r prote sroddhanjole
Principal with teacher's.

08/02/2014

SSC 2014
H'mAth Suggetion
Dhaka board
1.1-8
1.2-prot-11
1.3-prot-2
2.1-7
2.2-1(murdo No)
2.3-12,14,uda-11
3-5(¡¡,¡¡¡,v,v¡¡),uda-3,4
4.2-7(¡,¡¡)
4.3-2(¡¡¡,¡v),uda-11
5.1-5(¡¡,¡¡¡,¡v)
6.1-9,10
6.3-uda-2
7.1-6,10,11,uda-3,5
7.3-uda-3
8-4(¡¡,¡¡¡),5
9.2-3,5,uda-2
9.3-2,3,uda-2,4

08/02/2014

এস এস সি ২০১৪
#জীববিজ্ঞান
"ক" বিভাগ(উদ্ভিদ বিজ্ঞান)>
*৯ অধ্যায়
*১০ অধ্যায়
*১১ অধ্যায়
" #খ" বিভাগ (প্রানি বিজ্ঞান)>
*৭ অধ্যায়
*৮ অধ্যায়
" #গ" বিভাগ (সম্মলিত অধ্যায়)>
*১অধ্যায়
*১৩ অধ্যায়
*১৪ অধ্যায়

08/02/2014

সকলকে বাংলা প্রশ্ন দিলাম
Bangla 1st question Set-A
# গদ্য1.Rochonar silpogun
2.Opurbo khoma
3.Boipora
4.manus mohommad (sm)
# পদ্য1.Sadinota amader kivabe alo
2.Sahit sorone
3.porathe
# উপন্যাস& নাটক
1.Hajar bosor dore-2ti thakbe 100%
2. Kobor - 1 ti thakbe.
set change na hole common 100%

08/02/2014

#এস এস সি ২০১৪
#কুমিল্লা বোর্ড
© #সাধারন গনিত ©
1.1-অনু: 4 (ii), উদা: 6
1.2-অনু: 7, উদা: 11 .
2- প্রতিজ্ঞা -root 2 , root 3
3.1-অনু: 10, 18 উদা: 10
3.2-অনু: 10 উদা: 9 , 11, 7 3.7-অনু: 3, 11
4.1-অনু: 8, 9
4.3-অনু: 3 , 6 (iv) উদা:11
5.1-অনু: 21, 18, 19, 22
5.2-অনু: 3,19 , 10
6.5-অনু: 15, 10, 13, 11
6.1-অনু: 8, 10
7.4-অনু:5, 4
8.5-অনু: 8, 10, 12, 13
8.7-অনু: 8
8.8-অনু: 8, 12
9.1-অনু: 2, 7
9.2-অনু: 5, 6, 12

#ত্রিকোণমিতি
12.1-অনু:16. উদা: 4,5,6
12.2- ,, 11,12,13 উদা: 5
12.3-অনু: 5, 8
#পরিমিতি 13.1-অনু: 4
13.3-অনু: 7 উদা: 3
13.5-উদা: 3 13.6-অনু: 2
13.7-অনু: 4, 6
#জ্যামিতি
উপপাদ্য 31,35,41,49
উপপাদ্য -অনু: 2 এর ৯, 9 এর ৬,5 এর ৮
10.3 এর ৪ 10.8 এর ৯
#সম্পাদ্য
3.4,3.3
সম্পাদ্য -অনু: 3 এর 3, 7, 1

08/02/2014

SSC-2014
Biology Granted A+ © 2*** © 3 ©
4*** © 6 © 7 © 8*** © 9 © 13 © 14*** ©
15*** © 16 [ (2+4+8+13+14)*** = 5 Ta teke
must Que takbe S.S.C Exam 2014
Subject:Cemistry Writting Part (99%)=
>4*,6,8*,10*,11,13,14,15* Extra =>2,5,7,12 A
+ granted (4+8+10+15)*gola must besi kore

08/02/2014

#দাখিল
হাদিস
সাজেশন্স ***
হাদিস নং***
৪৪২২,
৪৪৩৬, ৪৪৬২, ৪৪৮৮, ৪৫৩৯, ৪৫৯৯, ৪৬৯৪, হাদিস নং **৪৪২৩, ৪৫৩৭,
৪৫৮২, ৪৬৯৬,
৪৮৫৪, ৪৯২১,
ইনশআল্লাহ এখান
থেকেই থাকবে সবাই শেয়ার করে অন্যদের
জানিয়ে দিন

08/02/2014

Dinajpur board Frndzz..akta short suggetion dsse 100% sure
common porbe
eng 1st paper: PASsage,The national
memorial..(ONEKER MONE HOBE ATA ASBENA
TOBE AITA 100% S.S.C TE ASBE)
bangla 2nd part:onubad,the patriot r rocona 2
ta common 1.matrivasa dibos 100% common
2.sromer morjada

08/02/2014

দাখিল Exam 2014
কুরআন সাজেশন
সুরা বাকারা আ. নং: ১-৫. ৬+৭. ২৬.
৩০ .৩১-৩৪. ৫১-৫৩ . ৮০. ৮৬. ১২৩ .১৫৮. ১৯৮.
২৩২.
তিনti posno থাকবে .. inshallha কমন পাবে ।


দয়া করে পোস্টটি সকলে শেয়ার করুন,
আর কার কি সাজেশন লাগবে কমেন্টে বলুন।
শেয়ারের উপরে নির্ভর
করে পোস্ট করবো এখন .....

পরীক্ষার আগে
সাজেশন অথবা প্রশ্ন লাগবে
এখনি এই পেজ এ গিয়ে লাইক দিয়ে এক্টিভ থাকুন

08/02/2014

-2014
English Final Suggestion
#যশোর_বোড
(1st & 2nd):
1. Traffic jam.
2.Tree Plantation.(1st Pepar 99%)
3. School Megazine.***
:
1.What i intend to do after ssc exam.
2. benifts of reading news paper.***
3. cöndolence of any death.
:
1. Wood cutter.
2. Thirsty crow.***
3. Rohima works......
4. Bayzid bostami....*

08/02/2014

এস এস সি - 2014
ALL SUBBJECT ( বিজ্ঞান শাখা )
পোস্ট শেয়ার করে অন্যজন কে, দেখার
সুযোগ
করে দেন ভাই।
জীববিজ্ঞান
SSC-2014 Biology
© 2***
© 3
© 4***
© 6
© 7 © 8***
© 9
© 13
© 14***
© 15***
© 16 [ (2+4+8+13+14)*** = 5 Ta teke
must
Que takbe , MCQ er Jonnu Text
Book
Valo Kore Deko ]
পদার্থ বিজ্ঞান
এস এস
সি পরীক্ষা-২০১৪
পদার্থ বিজ্ঞান (সকল
বোর্ড).
৩,৪,৬ অধ্যায় হতে ২টি প্রশ্ন; ১০,১১
অধ্যায়
হতে ১টি প্রশ্ন;
১৩,১৪ অধ্যায়
হতে ১টি প্রশ্ন;
২০ অধ্যায়
হতে ১টি প্রশ্ন; ২২,২৩ অধ্যায়
হতে ১টি প্রশ্ন কমন
রসায়ন
বিজ্ঞান
S.S.C
Exam 2014
Subject:Cemistry Writting Part
(99%)=
>4*,6,8*,10*,11,13,14,15*
Extra =>2,5,7,12
A+ granted
(4+8+10+15)*gola must besi kore
Follow korbe
সামাজিক বিজ্ঞান
শুধু
মাত্র এস এস
সি পরির্ক্ষাথী দের জন্য। বিষয়:
সামাজিক
বিজ্ঞান প্রথম
অধ্যায়_সামাজিক।***প্রথম, তৃতীয় ও
পঞ্চম
পরিচ্ছেদ।
দ্বিতীয় অধ্যায়_ইতিহাস। ***দ্বিতীয় ও
চতুর্থ পরিচ্ছেদ।
তৃতীয় অধ্যায়_ ভূগোল। ***দ্বিতীয়, পঞ্চম,
দশম ও পঞ্চদশ পরিচ্ছেদ।
চতুর্থ অধ্যায়_ পৌরনীতি। ***দ্বিতীয়,
চতুর্থ, নবম ও ত্রয়োদশ
পরিচ্ছেদ।
পঞ্চম অধ্যায়_অর্থনীতি। ***তৃতীয়, ষষ্ঠ ও
অষ্টম পরিচ্ছেদ। বাংলাদেশ ও
জনসংখ্যা
***ষষ্ঠ ও সপ্তম অধ্যায়

08/02/2014

commila Board English Final
Suggestion # Pragraph (1st & 2nd): 1. Traffic
jam.
2.Tree Plantation.(1st Pepar 99%)
3. School Megazine.*** # FORMAL__LETTER :
1.What i intend to do after ssc exam. 2. benifts
of reading news paper.*** 3. cöndolence of any
death. # COMPLETING__STO RY : 1. Wood
cutter. 2. Thirsty crow.*** 3. Rohima works......
4. Bayzid bostami....*

08/02/2014

Barisal board SSC EXAM - 2014 ©English 2nd
Paper © •• # Paragraphs: *** A rainy day. **
Load Shedding. *** A book fair. *** A rickshaw
puller. ** A winter morning. *** Traffic Jam.
***A railway/bus station. # ShortCompositio n:
***Population Problems in Bangladesh. ***My
Childhood Memories. ** Computer. *** Floods
in Bangladesh. *** Newspaper *** Visit to a
place of. . [N.B :All Composition are suitable
for 1st & 2nd paper] # Application: ***An
application for a canteen. *** An application
for a Common room. *** For seting up
computer club/lab *** An application for
Sinking a tubewell ** T.C *** For a testimonial
# Dialogues: *** About preparation for the SSC
exam. *** About bad effect of smoking. ***
About opening a bank account. *** About how
to improve english *** About how to eradicate
illiteracy problem # Completing Story: ****
Grasp all, lose all . . . . ***The lion & the
mouse . . . *** An old farmer had four
sons . . . . *** There was a pond full of
frogs . . . . *** There had been a greedy
dog . . . . *** An honest wood cutter . . . . ***
One day farmer was taking sucks of wheal .

08/02/2014

S.S.C Exam 2014
Chittagong Board
Subject:English 2nd Paper
Super Short Suggestion
By SURE SuCCeSS
Paragraph: Top 6
***1.A Book Fair I visited
***2.Traffic Jam
***3.A School Megazine
***4.A Village Fair
**5.Tree Plantation
**6.A Road Accident
Like dia actve thakun.

08/02/2014

সাজেসসন এস এস সি ২০১৪ বাংলা ১ম পত্র ।
হজরত মুহম্মদ (সা: ) ভীষণ
সমস্যায় পড়েন ?
ক)কুফায় খ)কায়েফ গ)মক্কায়
ঘ)মদীনায়
২.পৃথিবী জোড়া বিশাল নেটওয়ার্কের নাম কি ?
ক)কম্পিউটার খ)তথ্য
প্রযুক্তি গ)ইন্টারনেট ঘ)জিপিএস
৩.ফটিক কতক্ষণ প্রলাপ করতে লাগল ?
ক)সন্ধ্যা পর্যন্ত খ)মাঝরাত গ)সমস্ত
রাত
৪."তাদের জন্য আমাদের বুক
জুড়ে সথিত অহংকার"এ
কথাটিতে প্রকাশ পেয়েছে-
i)মুক্তিযোদ্ধাদ ের প্রতি সম্মান
ii)শহীদের প্রতি সম্মান
iii)বীরশ্রেষ্ঠদ ের প্রতি সম্মান
৫.'জাঁ ক্রিস্তফ'গ্রন্থের
রচয়িতা কে ?
ক)শেকসপিয়ার খ)নীলটান
গ)রোমারোলা
৭.'মনসামঙ্গল'কাব্য সাহিত্যের
নিদর্শন করে কখন ?
উ:আদিম যুগে
৮.ফকলোর কথাটির উদ্ভাবক কে ?
উ:উইলিয়াম থমসন
৯.পাশ করা প্রকৃত বিদ্যা নয় কেন ?
উ:সার্টিফিকেট
১০.বঙ্গবাণী কবিতায় কোন দিক প্রকাশ পেয়েছে ?
উ:ভাষাপ্রীতি ও স্বদেশপ্রীতি
১১.তথ্যপ্রযুক্ত ি রচনায় বুদ্ধিহীন
কথা বলার যন্ত্র
বলা হয়েছে কোনটিকে ?
উ:কম্পিউটার (confuse)
১২.পাহাড়ি কন্যা ঝর্ণার চুলে ও
কানে কি দোলে ?
উ:মল্লিকা
১৩.কপোতাক্ষ নদ কবিতায় কি প্রকাশ
পেয়েছে ?
উ:স্মৃতিকাতরতা ও স্বদেশপ্রেম
১৪.শহীদ স্মরণে কবিতায় কবির
আক্ষেপ প্রকাশ পেয়েছে কাদের
প্রতি?
উ:কবিদের প্রতি
১৫.তরবারি শব্দটির সমার্থক শব্দ কি ?
উ:শমসের ১৬.দোকান অর্থে কোন
বানানটি সঠিক ?
উ:বিপণী
১৭.নারীদের
পক্ষে স্বাধীনভাবে জীবিকা অর্জন
উপায় কি ?
উ:শিক্ষায় মাধ্যমে
১৮.রঙিন চিঠি কোনটি ?
উ:হিজলবন
১৯.কবির দুর্জয় হাত কথাটির তাত্পর্য
কি ?
উ:লেখার ভক্তি (Confuse ) *উদ্দীপক
২০.উদ্দীপকের রাণু মহেশ গল্পের
কোন প্রতিচ্ছবি ?
উ:গফুর
২১.ভাগাঢ় শব্দের অর্থ কি ?
উ:যেখানে মরা গরু ফেলা হয় ২২.বাঙালিদের সাথে ফরাসিদের
মিল কোথায় ?
উ:বিশ্রামপ্রিয়ত ায়
২৩.ছোপ ছোপ রক্ত , এ রক্ত
দেখতে কেমন ?
উ:পুডিং এর মতোন ২৪.আরবি শব্দ সিফাত এর অর্থ কি ?
উ:গুণ
২৫.মায়ের উপর ফটিকের অভিমান হল
কেন ?
উ:পরের পয়সা নষ্ট করছে বলে
২৬.'সাবাস বাংলাদেশ'দুর্মর কবিতায় উক্তিটির তাত্পর্য কি ?
i)গৌরব ii)মর্যাদা iii)বীরত্ব
উ:সবগুলো
২৭.আমেরিকানদের
চোখে পারি কি ?
উ:ইউরোপের রাজধানী ২৯.দুর্গম পথের অভিয়াত্রিদের
কাছে জীবনের দর্শন কেমন ?
উ:আলো
৩০.আশীর্বাদ করি সুখি হও , হাসান
কাকে বলেছিলেন ?
উ:স্ত্রী জাএদাকে ৩১.রিক্ত বেধেছে ,
পরিণামে কি বেধেছে ?
উ:মেশিনগান , মর্টার
৩২.কোনটিতে অনুপ্রাসের সার্থক
প্রয়োগ ঘটেছে ?
উ:মতিয়া মতির মরছে ও আলোকে ৩৩.খনজনের বিশেষত্ব কি ?
উ:দুদিকেই ধারালো
৩৪.শব্দভুক পদ্যব্যবসায়ী বলতে কাদের
বোঝানো হয়েছে ?
উ:কবিদের
৩৫.একটি রচনা যথাযথ মূল্যায়নের বিচার্য বিষয় কি ?
উ:উপস্থাপনা
৩৬.বৃক্ষের বন্যচিত্রের উঃস কি ?
উ:সূর্যালোক
৩৭.দুই মূল গল্প কোনটি ?
উ:কীর্তিমানের মৃত্যু নেই
৩৮.এগুলো সরস প্রাণের জীবন্ত উত্স
কোনগুলো ?
উ:ছড়া ও গান
৩৯.তরুন মেধাবী শিক্ষার্থীর সতেজ
ভাষণ কোথায় ?
উ:বটের ছায়ায় ৪০.লিওনার্দো দ্য
ভিন্সি কোথাকার
অধিবাসী ছিলেন ?
উ:ইতালি

দয়া করে পোস্টটি সকলে শেয়ার করুন,
আর কার কি সাজেশন লাগবে কমেন্টে বলুন।
শেয়ারের উপরে নির্ভর
করে পোস্ট করবো এখন .....

পরীক্ষার আগে
সাজেশন অথবা প্রশ্ন লাগবে
এখনি এই পেজ এ গিয়ে লাইক দিয়ে এক্টিভ থাকুন

08/02/2014

English 2nd paper
Dhaka board 2014

08/02/2014

২০১৪
সালের এসএসসির প্রস্তুতি
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন পদ্য-১
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের
পদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
দেওয়া হলো।
বঙ্গবাণী
১। ‘দেশি ভাষা’
বলতে বোঝানো হয়েছে কোনটি?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা ভাষা
গ. প্রাকৃতিক ভাষা ঘ. আরবি-ফারসি
উত্তর: ঘ. আরবি-ফারসি
২। ‘হিন্দুর অক্ষর’
বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা ভাষা
গ. হিন্দি ভাষা ঘ. গুজরাটি ভাষা
উত্তর: ক. সংস্কৃত ভাষা
৩। ‘সংস্কৃত ভাষা’
নিয়ে হিংসা করে কারা?
ক. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার
খ. আরবি ভাষার প্রতি মমতা যার
গ. মারফতের জ্ঞান নেই যার
ঘ. স্বভাষার প্রতি প্রেম নেই যার
উত্তর: গ. মারফতের জ্ঞান নেই যার
৪। আবদুল হাকিমের মতে জন্ম পরিচয়
নেই—
ক. যারা আরবি ভাষাকে হিংসা করে
খ. যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে
গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে
ঘ. যারা ফরাসি ভাষাকে হিংসা করে
উত্তর: গ.
যারা বাংলা ভাষাকে হিংসা করে
৫। ‘বঙ্গবাণী’
বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলার বাণী খ. বাংলা বাক্য
গ. বাংলা কথা ঘ. বাংলা ভাষা
উত্তর: ঘ. বাংলা ভাষা
৬। কোন ভাষার উপদেশ হিতকর?
ক. মাতৃভাষার খ. বিদেশি ভাষার
গ. সংস্কৃত ভাষার ঘ. আরবি ভাষার
উত্তর: ক. মাতৃভাষার
৭। কবি আবদুল হাকিমের মতে কোন
ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক
হয়?
ক. আরবি ভাষায় খ. হিন্দি ভাষায়
গ. সংস্কৃত ভাষায় ঘ. বাংলা ভাষায়
উত্তর: ঘ. বাংলা ভাষায়
৮। কবি আবদুল
হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য
রচনার জন্য অনুরোধ করেন?
ক. যারা আরবি ভাষা পড়তে পারে না
খ. যারা হিন্দি ভাষা পড়তে পারে না
গ. যারা বই পড়তে পারে না
ঘ. যারা শাস্ত্র পড়তে পারে না
উত্তর: গ. যারা বই পড়তে পারে না
৯। ‘বঙ্গবাণী’ কবিতার মূল উপজীব্য
কোনটি?
ক. দেশপ্রেম খ. ভাষাপ্রেম
গ. জাতিপ্রেম ঘ. সংস্কৃতি প্রেম
উত্তর: খ. ভাষাপ্রেম
১০। মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ
কোনটি?
ক. কপোতাক্ষ নদ খ. বাংলা আমার
গ. তিতাস ঘ. বঙ্গবাণী
উত্তর: ঘ. বঙ্গবাণী
১১। ‘বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন
বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নির্মল খ. দেবতা
গ. আলাহ তাআলা ঘ. ফেরেশতা
উত্তর: গ. আলাহ তাআলা
১২। বাংলা ভাষার প্রতি গভীর
অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. তিতাস খ. কপোতাক্ষ
গ. সাত সাগরের মাঝি ঘ. বঙ্গবাণী
উত্তর: ঘ. বঙ্গবাণী।
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা.............. ............... ............................. ............... ..............
বাংলা ১ম পত্র
শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও
শুভেচ্ছা নিও। আজ তোমাদের
বাংলা প্রথম পত্রের 'দুই মুসাফির'
গল্প থেকে গুরুত্বপূর্ণ বহু
নির্বাচনী প্রশ্ন
নিয়ে আলোচনা করা হলো।
এগুলো তোমরা অনুশীলন করবে।
প্রকাশিত
কপিগুলো সংগ্রহে রেখে নিয়মিত
অনুশীলন করবে।
(গত আলোচনার পর থেকে)
১৬. দ্বিতীয় পথিক প্রথম
পথিককে কোন গাছের ছায়ার
নিচে বসতে বললেন?
ক. কাঁঠাল গাছের খ. নারকেল গাছের
গ. তাল গাছের ঘ. কামিনী গাছের
১৭. 'তহবন্দ' কোন ভাষার শব্দ?
ক. আরবিখ. ফারসি
গ. হিন্দিঘ. খাঁটি বাংলা
১৮. 'আলখেল্লা' শব্দটি কোন
ভাষা থেকে এসেছে?
ক. পর্তুগিজখ. গুজরাটি
গ. আরবিঘ. ফারসি
১৯. 'দুই মুসাফির' গল্পে 'মুসাফির'
শব্দটি কোন অর্থে প্রয়োগ
করা হয়েছে?
ক. পথিক অর্থেখ. সন্ন্যাসী অর্থে
গ. ফকির অর্থেঘ. রূপক অর্থে
উত্তর :১. ঘ ২. ক ৩. খ ৪. খ ৫. গ
৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১.
ঘ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫.গ
১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ
এখন তোমাদের বাংলা প্রথম পত্রের
'রচনার শিল্পগুণ' প্রবন্ধ
থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন
নিয়ে আলোচনা করা হলো।
১. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় একই
পদে কত বছর চাকরি করে অবসর
গ্রহণ করেন?
ক. ত্রিশ খ. একত্রিশ গ. বত্রিশ ঘ.
তেত্রিশ
২. পাশ্চাত্য
ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার
পথিকৃৎ কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বঙ্কিন চন্দ্র চট্টোপাধ্যায়
৩. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
'প্রথম জাতি'
অর্থে কোনটি বুঝিয়েছেন?
ক. হিন্দু সমাজের জাতি
খ. দেশ বিশেষের জাতি
গ. মনুষ্য বংশ
ঘ. নানা জাতি পক্ষী
৪. 'প্রাঞ্জল' শব্দের অর্থ কী?
ক. সহজবোধ্যতাখ. কাঠিন্য
গ. সহজ বোধ্য ঘ. দুর্বোধ্যতা
৫. বঙ্কিম চন্দ্রের মতে, অর্থ
ব্যক্তির কী আছে?
ক. দু-একটি নিয়মখ. দু-একটি কথা
গ. দু-একটি সংকেত
ঘ. দু-একটি প্রক্রিয়া
৬. 'ইসতিহার' কোন ভাষার শব্দ?
ক. আরবিখ. ফারসি
গ. সংস্কৃতঘ. বাংলা
৭. কোনটিকে লেখক শৃঙ্গহীন
উদ্ভিদভোজী চতুষ্পদ প্রাণী বলেছেন?
ক. অশ্ব খ. হস্তী গ. শৃগাল ঘ. সিংহ
৮. লেখকের মতে,
যা মনে রাখলে রচনা খুব প্রাঞ্জল
করা যায়_
র. কতগুলো কৌশল রর. কতগুলো নিয়ম
ররর. কতগুলো সংকেত
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র ও রর
৯. অনেক বাক্য একত্র জড়িত
করা হলে বাক্য কী হয়?
ক. জটিল খ. সরল
গ. কঠিন ঘ. প্রাঞ্জল
১০. যেখানে স্থূল কথাটি বুঝতে কঠিন,
সেখানে কী করলে বড় পরিষ্কার হয়?
ক. কৌশল অবলম্বন করলে
খ. বিশ্লেষণ করলে
গ. ছোট ছোট বাক্য লিখলে
ঘ. উদাহরণ প্রয়োগ করলে
এএইচএম ফজলেহ রাব্বানী
সাবেক শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল, ঢাকা
(বাকি অংশ পরে প্রকাশিত হবে)

Next Update pete like diye page a active thakun.
Share Must

08/02/2014

চট্টগ্রাম বোর্ড
Math SSC- 14
::: Chapter ::::
1.2=(7),
2=(8),
3.1=(14),
3.2=(15),
3.7=(11),
4.1=(4),
5.1=(23),
6.5=(15,16),
7.4=(3,5),
8.8=(8),
9.1=(2,10),
12.1=(16,Exmp 5),
12.2=(13, exmp 3),
12.3=(4, exmp 3),
13.2=(6),
13.4=(exm 4),
13.7=(5, 6)
100% common ONLY

Next Update pete like diye page a active thakun.
Share Must

08/02/2014

প্রিয় SSC শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের
পদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

••••বঙ্গবাণী••••

১। ‘দেশি ভাষা’ বলতে বোঝানো হয়েছে কোনটি?
ক. সংস্কৃত ভাষা
খ. বাংলা ভাষা
গ. প্রাকৃতিক ভাষা
ঘ. আরবি-ফারসি
উত্তর: ঘ. আরবি-ফারসি

২। ‘হিন্দুর অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংস্কৃত ভাষা
খ. বাংলা ভাষা
গ. হিন্দি ভাষা
ঘ. গুজরাটি ভাষা
উত্তর: ক. সংস্কৃত ভাষা

৩। ‘সংস্কৃত ভাষা’ নিয়ে হিংসা করে কারা?
ক. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার
খ. আরবি ভাষার প্রতি মমতা যার
গ. মারফতের জ্ঞান নেই যার
ঘ. স্বভাষার প্রতি প্রেম নেই যার
উত্তর: গ. মারফতের জ্ঞান নেই যার

৪। আবদুল হাকিমের মতে জন্ম পরিচয় নেই....
ক. যারা আরবি ভাষাকে হিংসা করে
খ. যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে
গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে
ঘ. যারা ফরাসি ভাষাকে হিংসা করে
উত্তর: গ.যারা বাংলা ভাষাকে হিংসা করে

৫। ‘বঙ্গবাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলার বাণী
খ. বাংলা বাক্য
গ. বাংলা কথা
ঘ. বাংলা ভাষা
উত্তর: ঘ. বাংলা ভাষা

৬। কোন ভাষার উপদেশ হিতকর?
ক. মাতৃভাষার
খ. বিদেশি ভাষার
গ. সংস্কৃত ভাষার
ঘ. আরবি ভাষার
উত্তর: ক. মাতৃভাষার

৭। কবি আবদুল হাকিমের মতে কোন ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক হয়?
ক. আরবি ভাষায়
খ. হিন্দি ভাষায়
গ. সংস্কৃত ভাষায়
ঘ. বাংলা ভাষায়
উত্তর: ঘ. বাংলা ভাষায়

৮। কবি আবদুল হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য রচনার জন্য অনুরোধ করেন?
ক. যারা আরবি ভাষা পড়তে পারে না
খ. যারা হিন্দি ভাষা পড়তে পারে না
গ. যারা বই পড়তে পারে না
ঘ. যারা শাস্ত্র পড়তে পারে না
উত্তর: গ. যারা বই পড়তে পারে না

৯। ‘বঙ্গবাণী’ কবিতার মূল উপজীব্য কোনটি?
ক. দেশপ্রেম
খ. ভাষাপ্রেম
গ. জাতিপ্রেম
ঘ. সংস্কৃতি প্রেম
উত্তর: খ. ভাষাপ্রেম

১০। মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ কোনটি?
ক. কপোতাক্ষ নদ
খ. বাংলা আমার
গ. তিতাস
ঘ. বঙ্গবাণী
উত্তর: ঘ. বঙ্গবাণী

১১। ‘বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নির্মল
খ. দেবতা
গ. আলাহ তাআলা
ঘ. ফেরেশতা
উত্তর: গ. আলাহ তাআলা

১২। বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. তিতাস
খ. কপোতাক্ষ
গ. সাত সাগরের মাঝি
ঘ. বঙ্গবাণী
উত্তর: ঘ. বঙ্গবাণী।

08/02/2014

SSC সকল প্রশ্ন ফাঁস
হইছে....
সকল বোর্ড
বাংলা ১ম পএ
{{{A সেট}}}
**গদ্য
1-রচনার শিল্পগুন.
2-অপূর্ব ক্ষমা.
3-মানুষ মুহাম্মদ (সা:)
4-দুরন্ত পথিক.
5-শিক্ষা ও মনুষ্যত্ব.
**পদ্য
1-বঙ্গবানী.
2-কপোতাক্ষ নদ.
3-উমর ফারুক.
4-বাংলার মুখ.
**উপন্যাস
1-হাজার বছর ধরে.
উপকৃত হলে লাইক
দিতে ভুলবেন না......!!!!!

08/02/2014

ঢাকা বোর্ড* এর এক সাথে দিলাম
। কিন্তু এর বাইরেও পরে যাবেন ।

বাংলা দ্বিতীয় পত্র অনুবাদ
(দুটি থেকে একটি দিতে হবে):
নম্বর:৫
# ক_সেট → A goodteacher is.......................... valuable inside him.
# খ_সেট → Earlyrising is........................... healthy anddelightful.
অনুবাদ
(দুটি থেকে একটি দিতে হবে):
নম্বর: ৫
# ক_সেট → The life of
astudent ............... .... peace
andprosperity?
# খ_সেট → A newspaper isa............. .......... is unthinkable.
ভাব সমপ্রসারণ
(দুটি থেকে একটি দিতে হবে)
নম্বর:১০
# ক--সেট ১. মেঘদেখে কেউ
করিসনে ভয়.............অন্ধকারেই
ফিরে আসে।
# খ ---সেট ১.চরিত্র মানব-জীবনের
মুকুট স্বরূপ।
অথবা,দুর্জন বিদ্বান হলেও
পরিত্যাজ্য।
ভাব সমপ্রসারণ
(দুটি থেকে একটি দিতে হবে নম্ব
১০
# ক সেট . স্বাধীনতা অর্জনের
চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠি
# খ সেট . মঙ্গল করিবার শক্তিইধন,
বিলাস ধন নহে।অথবা,
ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
সারমর্ম ওসারাংশ
(দুটি থেকে যে কোন
একটি দিতে হবে): নম্বর: ১০
#ক সেট ১. এসেছে নতুন
শিশু........... ...আমার দৃঢ়অঙ্গীকার।
#খ সেট ১. বসুমতি! কেন
তুমি এতই.............. ...একেবারে ছাড়ে।
সারমর্ম ও সারাংশ
(দুটি থেকে যে কোনএকটি দিত
নম্বর: ১০
#ক সেট ১. হে দারিদ্র্য!
তুমি মোরে.......... ....
হেরি মমকল্পোলোক!
#খ সেট ১. সার্থক জনম
আমারজন্মেছি————-নয়ন শেষে।
ব্যক্তিগত পত্র/আবেদনপত্র/
সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র/
ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত পত্র/
নিমন্ত্রণপত্র/মানপত্র
(দুটি থেকে একটি দিতে হবে)
নম্বর: ৫
বিদ্যালয়ের শেষ দিনের
ক্লাসের
অনুভূতি ব্যক্তকরে প্রবাসী বন্ধুর
কাছে একটি পত্র লেখ।
#ক সেট ১. সংবাদপত্র পাঠের
প্রয়োজনীয়তা উল্লেখকরে ছে
ভাইকে একটি পত্র লেখ।
#খ সেট ১. তোমার
দেখা একটি ঐতি হাসিক
স্থানের
বর্ণনা দিয়ে বন্ধূরকাছে একটি পত্র
লেখ।

08/02/2014

ssc 2014
dhaka bodrd
english 1st
set-a
passage: nill armstrong
set-b
passge: shat gumbuj....
paragraph: a moon light night
9.(gap) without efforts_________
10. a flowers
11.table:robinson cruse
12.rearr:a dog and some cows

08/02/2014

{এসএসসি সাজেশন-2014}
{বাংলা প্রথম পত্র}
{সকল বোর্ড}
#গদ্য
1 ) রচনার শিল্পগুণ
2) বইপড়া
3) ছুটি
4) মহেশ
5) পল্লীসাহিত্য
6) দুই মুসাফির
#পদ্য
1) বঙ্গবাণী
2) কপোতাক্ষ নদ
3) পল্লীবর্ষা
4) পরার্থে
5) উমর ফারুক
6) ধনধান্য পুষ্পভরা
#উপন্যাস
***হাজার বছর ধরে--2টি

08/02/2014

English 2nd paper
Dhaka board 2014

08/02/2014

SSC 2014
দাখিল
ইংরেজি
# set:a
passage : eid ul fitr
# set :b
passage: may first
:c
passage: the national
memorial
:d
passage: substances called
# paragraph:
1.traffic jam
2.loadsheding
3.winter morning
4.21 february
# composition:
1.physical exercise
2.modern scince
3.values of time
4.discipline(100%)তোমাদের
জন্য অনেক কষ্ট
করি।
ঠিকমত লাইক দিও আর
পেইজটা সবার
মাঝে ছড়িয়ে দিও।
#আর কি কি সাজেশন লাগবে ?
কমেন্ট
কর।

08/02/2014

1000% Common For
SSC-2014
বাংলা ১ম পত্র
সাজেসন্স
সব বোর্ডের জন্য
গুরুত্বপূর্ণ গদ্যঃ
•অপূর্ব ক্ষমা,
• ছুটি,
•মহেশ,
•পল্লিসাহিত্য,
•মানুষ মুহাম্মাদ (সাঃ),
•দুরন্ত পথিক,
•শিক্ষা ও জাগো গো ভগিনী,
•দুজন বীরশ্রেষ্ঠ।
গুরুত্বপূর্ণ পদ্যঃ
•কপোতাক্ষ নদ,
•জীবন বিনিময়,
•জয়যাত্রা,
•পল্লীবর্ষা,
•পরার্থে,
•পূর্বাশার আলো,
•দুর্মর শহীদ স্মরণে।
উপন্যাসঃ
হাজার বছর ধরে এর
* মন্তর মাছ ধরার ঘটনা,
* গ্রামে ওলাবিবি আসার ঘটনা
* আবুলের বউ
মারার ঘটনা,
* সার্
দেখার স
ময় মার্কেটিং করার ঘটনা,
* হিরণের বিয়ের
ঘটনা (বেশি গুরুত্বপূর্ণ)
* মকবুলের
মারা যাওয়ার
ঘটনা এগুলো বেশি Important

আপনারা দয়া করে নিয়মিত
পোস্টে লাইক দিবেন।
তা না হলে ধীরে ধীরে আপনি আমাদের
পোস্টগুলো দেখতে পাবেন না
পোস্ট শেয়ার করে অন্যজন কে,
দেখার সুযোগ করে দেন ভাই।

Website