তারুণ্যের সভা

তারুণ্যের সভা

“তারুণ্যের অগ্রগতি, বাঁচবে সমাজ বাঁচাবে জাতি”

26/03/2024

স্বাধীনভাবে বাঁচার শুরুটা হয়েছিলো ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে। বাংলাদেশ আজ ৫৪তম বছরে পদার্পণ করলো বিশ্বের মানচিত্রে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে।

তারুণ্যের সভার পক্ষ থেকে স্বাধীনতার জন্য প্রাণোৎসর্গকারী সকল শহিদদের প্রতি অতল শ্রদ্ধা এবং আগামীর সকলকে স্বাধীনতার শুভেচ্ছা।

Photos from তারুণ্যের সভা 's post 25/03/2024

"সওমের প্রকৃত শিক্ষা প্রতিফলিত হোক সর্বত্র"

মাহে রমজানের প্রকৃত শিক্ষাকে নিজ চরিত্রে প্রতিষ্ঠা করে, কিভাবে তা সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগানো যায় সেই লক্ষ্যে তারুণ্য সভার উদ্যোগে রাজধানীর উত্তরায় আয়োজিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যার সংস্পর্শে লাখো তরুণ তরুণী নিজের জীবনের এবং সৃষ্টির সঠিক উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। তিনি হলেন হেযবুত তাওহীদ আন্দোলনের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। কর্মশালায় তিনি তুলে ধরেন অর্থনীতি, বিজ্ঞান, আবিষ্কার, গবেষণা, নেতৃত্ব, উদ্ভাবন শক্তি, ইসলামের ইতিহাস, উন্নত দেশ ও জাতি গঠনে তরুণদের অনবদ্য ভূমিকাসহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন- 'হে তরুণরা, তোমরা আগে নিজের জীবনের লক্ষকে নির্ধারণ করো। জীবনের উপলক্ষকে লক্ষ্য বানিয়ে ফেলোনা'।

শুধু তাই নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো কর্মশালা জুড়ে উনার মন্ত্রমুগ্ধকর আলোচনায় উপস্থিত ছেলে মেয়েরা সময়ের খোঁজ নিতে ভুলে গিয়েছিলো। যে বিষয়টি উপস্থিত অন্যান্য অতিথিদেরও মুগ্ধ করেছ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি ও বরিশাল হোমিওপ্যাথি কলেজ এর প্রভাষক ডা. মাহাবুব আলম মাহফুজ, তারুণ্যের সভার সভাপতি আয়েশা সিদ্দিকা, দৈনিক দেশের পত্র পত্রিকার সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফ, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

21/03/2024

পরিবেশ দূষণ রুখতে চাও, বন রক্ষার শপথ নাও।



তারুণ্যের সভা #বিশ্ববনদিবস #২১মার্চ #পরিবেশ #দূষণ #বনের #রক্ষা #শপথ #বৃক্ষরোপণ

17/03/2024

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি ছোট বীজ যেমন বড় গাছে পরিণত হয়, তেমনি আজকের শিশুরাই হবে জাতির ভবিষ্যৎ কান্ডারী। আর তাই শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

17/03/2024

বাঙালি জাতির ভালোবাসা ও অনুভূতির একটি নাম হলো "বঙ্গবন্ধু"।

মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে তারুণ্যের সভার পক্ষ থেকে জানাই অসীম শ্রদ্ধা।

12/03/2024

তারুণ্যের সময়টাতেই ব্যক্তি জীবনের সবচেয়ে উর্বর ভাবনাগুলো আসে। আর তার উপর ভর করে দেশের নানা সমস্যা-সম্ভাবনার কথা লেখে তারা। তরুণরাই পারবে সমকালীন মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখের নির্ভুল চিত্রায়ন করতে। আর তাই তারুণ্যসভা নিয়ে এসেছে নতুন আঙ্গিকে নতুন আয়োজন, "তারুণ্যের সভা ম্যাগাজিন”।

উন্মুক্ত অংশগ্রহণের জন্য রয়েছে মোট সাতটি ক্যাটাগরী। যথা: ছোটগল্প, ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা, আজকের বিশ্ব, ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধ (প্রযুক্তি, ইতিহাস, বুক রিভিউ এবং সমসাময়িক বিষয় ইত্যাদি)।

অংশগ্রহণের সময়সীমা:- ১২ মার্চ ২০২৪ হতে ২৪ মার্চ ২০২৪ পর্যন্ত।

পাঠানোর ঠিকানা:-
ইমেইল:- [email protected]
হোয়াটসঅ্যাপ:- 01627991265

গুগল ফর্ম লিংক:- https://forms.gle/fpmPuCApU9Qix12b8

09/03/2024

সওমের প্রকৃত শিক্ষা প্রতিফলিত হোক সর্বত্র। এই প্রত্যাশায় তারুণ্যের সভার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। 🌙

08/03/2024

Happy Women's Day.

07/03/2024

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ,
আজও নাড়া দেয় কোটি বাঙালির হৃদয়ে।

তারুণ্যের সভা #ঐতিহাসিকভাষণ তারুণ্যের সভা #স্বাধীনতা

Photos from তারুণ্যের সভা 's post 27/02/2024

“রক্তঝরা অমর একুশ” ইভেন্টে খুদে চিত্রশিল্পীদের হাতে আঁকা কিছু চিত্রাঙ্কন।

Photos from তারুণ্যের সভা 's post 25/02/2024

“তারুণ্যের সভা” কতৃক আয়োজিত “রক্তঝরা অমর ২১” ইভেন্টে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করা বিজয়ীদের নাম প্রকাশ করা হলো।

সংগীত প্রতিযোগিতার ফলাফল:-
ক গ্রুপ :
প্রথম স্থান - সাইফা প্রধান, (ঢাকা)
দ্বিতীয় স্থান - তানহা ইসলাম, (চাঁদপুর)
তৃতীয় স্থান - রুহামা বিনতে আমিন, ( গাজীপুর )

সংগীত প্রতিযোগিতার ফলাফল:-
খ গ্রুপ :
প্রথম স্থান - সাইদুল ইসলাম, (মতিঝিল)
দ্বিতীয় স্থান - মেকদাদ, ( মতিঝিল )
তৃতীয় স্থান - তিশা মণি, ( বরিশাল )

কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল:-
ক - গ্রুপ :
প্রথম স্থান - রুহামা বিনতে আমিন, ( গাজীপুর )
দ্বিতীয় স্থান - মাহভীন নাওয়ার, ( গুলশান )
তৃতীয় স্থান - তাবাসসুম আক্তার নাদিয়া, ( বগুড়া )

কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল:-
খ - গ্রুপ :
প্রথম স্থান- নওশীন আমিন, ( ঢাকা )
দ্বিতীয় স্থান - আফিয়া মোবাশ্বিরা, ( গাজীপুর )
তৃতীয় স্থান - তৃষা খাতুন, ( বগুড়া )

ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল:-
খ - গ্রুপ :
প্রথম স্থান - আফিয়া সুলতানা আঁখি, ( তেজগাঁও- ঢাকা )
দ্বিতীয় স্থান - মনিয়া সুলতানা, ( নোয়াখালি )
তৃতীয় স্থান - সামিউম বশির বসুনীয়া, ( নীলফামারি )

ক্ষুদে গল্প লিখন প্রতিযোগিতার ফলাফল:-
গ্রুপ খ :
প্রথম স্থান - রেদোয়ানুল ইসলাম রাতুল ( ঢাকা )
দ্বিতীয় স্থান - রাদ উল ইসলাম, ( ঢাকা )
তৃতীয় স্থান - আরভাব বিন হারুন ( নোয়াখালী , ঢাকা)

চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল:-
খ গ্রুপ :
প্রথম স্থান - নুসরাত নীলিমা, ( চাঁদপুর )
দ্বিতীয় স্থান - নাফিসা বিনতে সোহাইল, ( লালবাগ )
তৃতীয় স্থান - তাহিরুল ইসলাম মিরাজ ( লালবাগ, ঢাকা দক্ষিণ )

চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল:-
ক গ্রুপ :
প্রথম স্থান - সুমাইয়া ইসলাম, ( আশুলিয়া )
দ্বিতীয় স্থান - ওয়াসি বিন জাকারিয়া, ( ঢাকা )
তৃতীয় স্থান -রুহামা বিনতে আমিন, (গাজীপুর)

Photos from তারুণ্যের সভা 's post 23/02/2024

অমর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 'তারুণ্যের সভা'র আয়োজনে অনলাইন ইভেন্টে বিভিন্ন জেলা থেকে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারীদের পুরষ্কার ও সনদপত্র বিতরণীর কিছু স্থিরচিত্র।UU

Photos from তারুণ্যের সভা 's post 23/02/2024

তারুণ্যের সভার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচ এম সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪’। টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রায় ২৪ টি দল যারা ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত। তরুণ প্রতিযোগিদের অংশগ্রহনের মধ্যে দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে এই টুর্নামেন্ট।

এতে ছেলে মেয়ে উভয়ের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি খুব সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি দলই খুব চমৎকার খেলা উপহার দিয়েছে। তারুণ্য সভার পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

21/02/2024

H.M. SALIM BADMINTON TOURNAMENT 2024
FINAL MATCH ⚜️
GET READY TO BURN

20/02/2024

মাতৃভাষা রক্ষায় শহীদদের আত্নত্যাগকে স্মরণে রেখে “তারুণ্যের সভা” কতৃক ইতোমধ্যেই আয়োজিত হয়েছে “রক্তঝরা অমর ২১” ইভেন্ট। প্রতিটি সেগমেন্টের বিজয়ীদের জন্য রয়েছে সনদপত্র।
১৬-২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে "রক্তঝরা অমর একুশ" ইভেন্ট। ইতোমধ্যেই অনলাইনে "তারুণ্যের সভা" এর অফিসিয়াল গ্রুপে প্রতিযোগীরা সারাদিন ব্যাপী নানাবিধ শিল্পসত্তার উদাহরণ দিয়ে চলেছে।
ইভেন্টে রয়েছে পাঁচটি সেগমেন্ট: গান, আবৃত্তি, ছোটগল্প রচনা, ফটোগ্রাফি এবং চিত্রাঙ্কন।
প্রতিটি সেগমেন্টের জন্য রয়েছে আলাদা আলাদা বিজ্ঞ বিচারকমণ্ডলী। সংগীতে সম্মানিত বিচারক হিসেবে থাকছেন নাসরিন বেগম দিনা। সম্মানীত বিচারকে পেয়ে আমরা অভিভূত।

তারুণ্যের সভার সাথেই থাকুন!

“ #২১এরতারুণ্য” “ #রক্তঝরাঅমরএকুশ”

20/02/2024

ভাষার মাস ফেব্রুয়ারী, আত্নত্যাগের মাস ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে তারুণ্যের সভা কর্তৃক আয়োজন করা হয়েছে ‘রক্তঝরা অমর একুশ’ ইভেন্ট।
উক্ত ইভেন্টে নানান প্রতিভাবান শিল্পীরা নিজেদের প্রতিভা দিয়ে তৈরি কন্টেন্ট তারুণ্যের সভা গ্রুপে ইতোমধ্যে জমা করেছেন। এতে ছিলো পাঁচটি সেগমেন্ট: গান, আবৃত্তি, ফটোগ্রাফি, চিত্রাঙ্গক এবং আরেকটি বিশেষ সেগমেন্ট, ছোট-গল্প।
ইতোমধ্যে প্রতিটি সেগমেন্টে বহু পোস্ট জমা পড়েছে। চিত্রাঙ্কনে সম্মানিত বিচারক হিসেবে থাকছেন হাসানুজ্জামান রনি । তাঁকে পেয়ে আমরা আনন্দিত।
তারুণ্যের সভার সাথেই থাকুন!

“ #২১এরতারুণ্য” “ #রক্তঝরাঅমরএকুশ”

20/02/2024

ভাষার মাস ফেব্রুয়ারী, আত্মত্যাগর মাস ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে তারুণ্যের সভা কর্তৃক আয়োজন করা হয়েছে ‘রক্তঝরা অমর একুশ’ ইভেন্ট।
উক্ত ইভেন্টে নানান প্রতিভাবান শিল্পীরা নিজেদের প্রতিভা দিয়ে তৈরি কন্টেন্ট তারুণ্যের সভা গ্রুপে ইতোমধ্যে জমা করেছেন। এতে ছিলো পাঁচটি সেগমেন্ট: গান, আবৃত্তি, ফটোগ্রাফি, চিত্রাঙ্গক এবং আরেকটি বিশেষ সেগমেন্ট, ছোট-গল্প।
ইতোমধ্যে প্রতিটি সেগমেন্টে বহু পোস্ট জমা পড়েছে। ফটোগ্রাফিতে সম্মানিত বিচারক হিসেবে থাকছেন মনোয়ার জাহান রনি । তাঁকে পেয়ে আমরা আনন্দিত।
তারুণ্যের সভার সাথেই থাকুন!
“ #২১এরতারুণ্য” “ #রক্তঝরাঅমরএকুশ”

20/02/2024

ভাষার মাস ফেব্রুয়ারী, আত্নত্যাগের মাস ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে তারুণ্যের সভা কর্তৃক আয়োজন করা হয়েছে ‘রক্তঝরা অমর একুশ’ ইভেন্ট।
উক্ত ইভেন্টে নানান প্রতিভাবান শিল্পীরা নিজেদের প্রতিভা দিয়ে তৈরি কন্টেন্ট তারুণ্যের সভা গ্রুপে ইতোমধ্যে জমা করেছেন। এতে ছিলো মোট পাঁচটি সেগমেন্ট: গান, আবৃত্তি, ফটোগ্রাফি, চিত্রাঙ্গক এবং আরেকটি বিশেষ সেগমেন্ট, ছোট-গল্প।
ইতোমধ্যে প্রতিটি সেগমেন্টে বহু পোস্ট জমা পড়েছে। ছোট-গল্পে সম্মানিত বিচারক হিসেবে থাকছেন রিয়াদুল হাসান। তাঁকে পেয়ে আমরা আনন্দিত।

তারুণ্যের সভার সাথেই থাকুন!

“ #২১এরতারুণ্য” “ #রক্তঝরাঅমরএকুশ”

20/02/2024

ভাষার মাস ফেব্রুয়ারী, আত্নত্যাগের মাস ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে তারুণ্যের সভা কর্তৃক আয়োজন করা হয়েছে ‘রক্তঝরা অমর একুশ’ ইভেন্ট।
উক্ত ইভেন্টে নানান প্রতিভাবান শিল্পীরা নিজেদের প্রতিভা দিয়ে তৈরি কন্টেন্ট তারুণ্যের সভা ইতোমধ্যে জমা করেছেন। এতে ছিলো পাঁচটি সেগমেন্ট: গান, আবৃত্তি, ফটোগ্রাফি, চিত্রাঙ্গক এবং আরেকটি বিশেষ সেগমেন্ট, ছোট-গল্প।
ইতোমধ্যে প্রতিটি সেগমেন্টে বহু পোস্ট জমা পড়েছে। কবিতা আবৃত্তিতে সম্মানিত বিচারক হিসেবে থাকছেন অনামিকা হক । তাঁকে পেয়ে আমরা আনন্দিত।
তারুণ্যের সভার সাথেই থাকুন!

“ #২১এরতারুণ্য” “ #রক্তঝরাঅমরএকুশ”

14/02/2024

🔴পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব বনাম যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাবের ২০২৪ সালের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি....
#ফুটবল #পিনাকল #উত্তরা #যাত্রাবাড়ী

13/02/2024

🔴 মঞ্চায়িত হচ্ছে নাটিকা "কানের দুল"।
রচনা ও পরিচালনা: শহিদুল ইসলাম

স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, ঢাকা।

31/01/2024

🔴 মঞ্চায়িত হচ্ছে নাটিকা "কানের দুল"।
রচনা ও পরিচালনা: শহিদুল ইসলাম
পরিবেশনা: মাটি শিল্প গোষ্ঠী।

Photos from তারুণ্যের সভা 's post 29/01/2024

তারুণের সভার উদ্যোগে অনুষ্ঠিত হলো "লেখক হবে কিভাবে?" শীর্ষক সাহিত্য সভা।

নিজের মত প্রকাশ থেকে শুরু করে, আদর্শ প্রচার এবং সমাজ ও জাতির পরিবর্তন সাধন, সকল ক্ষেত্রেই লেখার ভূমিকা সর্বাগ্রে। অন্যদিকে যে কোন পরিবর্তন, সংস্কার এবং বিপ্লব সংগঠনে তরুণদের ভূমিকা অপরিহার্য। তাই লিখনির মাধ্যমে তরুণদের মনের ভাব প্রকাশ করার প্রয়োজনকে উপলব্ধি করে তরুণ লেখক সৃষ্টির প্রয়াসে সাহিত্য সভা আয়োজন করেন নব্য লেখকদের সাহিত্য সভা। সেখানে মধ্যমনী হয়ে সভাকে অলংকৃত করেছেন বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রশক্তি পত্রিকার সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক তাসলিমা ইসলাম।

তারুণ্য সভার সভাপতি আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বক্তারা তাদের বক্তব্যে লেখক হয়ে ওঠার দীর্ঘ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অনুশীলনের ব্যাপারে আলোকপাত করেন। এছাড়াও তরুণ লেখকদের বিভিন্ন প্রশ্ন উত্তর ও গল্প লেখনীর পর্বটি সভাকে আরো আনন্দঘন করে তোলে।

তারুণ্যের সভা #সাহিত্য_সভা #কল্যাণ #প্রতিজ্ঞাবদ্ধ #প্রশিক্ষণ #কর্মশালা

16/01/2024

বাংলার ঐতিহ্যবাহী পন্নী জমিদার বংশের উত্তরসূরি , সমাজ সংস্কারক, দার্শনিক এবং হেযবুত তওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এমাম, এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে, 'তারুণ্যের সভার' পক্ষ থেকে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্রের ঘটনাবহুল জীবন সম্পর্কে রচনা প্রতিযোগিতায় যারা এক থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন, তারা হলেন-

১/ উম্মে সালমা, গাজীপুর- প্রথম
২/ আমতুন নূর, নোয়াখালী- দ্বিতীয়
৩/ হামিদ ইবনে হায়াত, মেহেরপুর- তৃতীয়
৪/ নওশীন আমিন- ঢাকা- চতুর্থ
৫/আরজিনা আক্তার কেমি- ঢাকা -পঞ্চম

বিজয়ীদেরকে 'তারুণ্যের সভার' পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

09/01/2024

H.M. SALIM BADMINTON TOURNAMENT 2024
|| COMING SOON || GET READY TO BURN.

Videos (show all)

"অশ্রু নামে বক্ষে"।। অমল ত্রিবেদী।।
H.M. SALIM BADMINTON TOURNAMENT 2024 FINAL MATCH ⚜️GET READY TO BURN
🔴পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে  উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব বনাম যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাবের ২০২৪ সালের ফাইনাল...
🔴 মঞ্চায়িত হচ্ছে নাটিকা "কানের দুল"।রচনা ও পরিচালনা: শহিদুল ইসলামস্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সংগীত ও নৃত্যকলা মিলন...
🔴 মঞ্চায়িত হচ্ছে নাটিকা "কানের দুল"।রচনা ও পরিচালনা: শহিদুল ইসলামপরিবেশনা: মাটি শিল্প গোষ্ঠী।
H.M. SALIM BADMINTON TOURNAMENT 2024 || COMING SOON || #BADMINTONTS
কিছু নতুন অঙ্গীকারের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালো তারুণ্যের সভা ।
“সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ের জন্য একটি ক্যান্সার।”- বিষয়টি একটি বহুল বিতর্কিত বিষয়। উক্ত সমস্যাটির সমাধান এবং গঠনমুলক ব...
ছোট বেলায় পড়া বিপ্লবী কবিতা গুলোর অর্থ এখন উপলব্ধি করতে পারছি..............................................................
মানুষ হয়ে বিশ্ব বিনির্মাণের স্বপ্ন বুনে যারা......................................#তারুণ্যের_সভা #ঐক্যবদ্ধ #তরুণ #reelsv...
জেহাদের নামে উগ্র কর্মকান্ড নয় ।জীবনের লক্ষ্যের খোজ হেযবুত তাওহীদের তারুণরা।..................................#তারুণ্যের...
বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়!

Website