Halima Akter Labonno

Halima Akter Labonno

Convener of Bangladesh Conscious Women Society

25/08/2023

আপার পরিবার

23/08/2023

১৬ ই আগস্ট ১৯৭৫ ইং

খন্দকার মোশতাক এর সাথে হাসিমুখে হ্যান্ডসেক করছে জেনারেল জিয়া।
ষড়যন্ত্র সফল হওয়ার পর বঙ্গভবনে খুনিদের সেলিব্রেশন। সত্য কেউ ঢেকে রাখতে পারেনা।
একদিন বের হয়ে আসেই...

Photos from Halima Akter Labonno's post 17/08/2023

স্বপ্ন গুলোকে বড় করো আর পরিশ্রমী হও
এর বিকল্প কিছু নেই।

Photos from Halima Akter Labonno's post 08/08/2023

বঙ্গমাতার জন্মদিনে বনানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

07/08/2023

শেখ হাসিনা সরকারের সাফল্য:
২০০৬ সালে ওয়ার্কিং ফোর্সে মহিলাদের অংশগ্রহণ ছিল মাত্র ২১.২%। বর্তমান সরকারের সময়ে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩.৪৪%

01/08/2023

দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না।
__ হুমায়ূন আহমেদ

Photos from Halima Akter Labonno's post 13/07/2023

কিছু ছবি থাকুক সযত্নে

Photos from Halima Akter Labonno's post 25/06/2023

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা

11/06/2023

বচনঃ
কখনও কখন ও তীব্র ভাবে সব কিছুকে উপেক্ষা
করাটাও ব্যক্তিত্ব ।

11/06/2023

উপলব্ধিঃ
দুই ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করা জরুরী
১. যে জেনে ভুল করে এবং তা বার বারই করে।তখন আসলে এটা ভুল না,অন্যায়কে জায়েজ করতেই ভুল বলে অ্যাখা দেয়।
২. মিথ্যাকে জোড় করে সত্য বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করে।

11/06/2023

উপলব্ধিঃ
যা অনিবার্য তা ঘটবেই
দুদিন আগে আর পরে।

Photos from Halima Akter Labonno's post 11/06/2023

কোলকাতা কলিং

11/06/2023

আজ সকালটা সুনীলের

কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে
করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি...''

___ সুনীল গঙ্গোপাধ্যায়

Photos from Halima Akter Labonno's post 11/06/2023

উপলব্ধিঃ
যা চলে যায় তা একেবারেই যায়
তবে যা আছে তাঁকেই যত্নে রাখি
শুভ সকাল
আজ মন খারাপ করা বৃষ্টির সকাল

10/06/2023

গিরগিটি

10/06/2023

Nature is Paying Back to day or tomorrow

10/06/2023

শুভ সকাল
২২ কৃষি পণ্যে শীর্ষ দশে বাংলাদেশ

09/06/2023

ফানঃ

একজনকে বলেছিলাম"
Thank you so much"

সে শুনছে ‘‘টাংকির মধ্যে পড়ে থাক
ছয় মাস’’🙂

09/06/2023

বচনঃ
কখনও সময় আসে জীবন মুচকি হাসে

Videos (show all)

এমন দিন গুলো আমি ধরে রাখতে চাই ❤️
নারী তুমি আপন শক্তিতে জেগে উঠো
শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার ।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচ...
যুদ্ধে কেউ জিতে না।যে জিতে সে আসলে হারেইনোটঃতবুও অধিকার আদায়ে এখনও এর বিকল্প নেই।
৫০ বছরের বাংলাদেশের যে অর্জন তা কেবলই বঙ্গবন্ধু আর তাঁর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফসল এমনটাই বলে ছিলেন,আ.ক.ম. ম...
জীবন যেখানে যেমন … নোটঃআওনা ৩০ জানুয়ারী ২০২২
দূরন্ত শৈশব….
শেখ রহমান একজন বাংলাদেশী-আমেরিকান রাজনীতিবিদ যিনি ১৪ জানুয়ারী ২০১৯ সাল থেকে ডিস্ট্রিক্ট-৫ থেকে জর্জিয়ার রাজ্য সিনেটে দ...
সব কিছুই ক্ষণস্হায়ী,আবেগ,চিন্তা ,মানুষ এবং দৃশ্য সুতরাং কিছুতেই আটকে যেও না।
তাদের বয়স ১০ বা কম।৪ টি আলুপোড়ার স্বাদ নিতে বহু কষ্টে খড়কুটো যোগাড় আর আগুনের উত্তাপ।এই উত্তাপ প্রচন্ড ভালো লাগার ।যার...

Website