Rajshahi A1

Rajshahi A1

Education,green,clean and beautiful city in Bangladesh.

Photos from Rajshahi A1's post 09/10/2024
Photos from Rajshahi A1's post 09/10/2024

আগামীকাল বৃহস্পতিবার সাহেব বাজারে ইলিশ মাছ কাটা বিক্রয় করা হবে বলে নিশ্চিত করেছেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান এবং রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো:সেকেন্দার আলী।

11/08/2024

ধর্ম যার যার বাংলাদেশ সবার।

10/08/2024

নাগরিক সম্প্রীতি সমাবেশ-এ প্রতিটি ধর্মের প্রতিনিধির অংশগ্রহণ কাম্য।

15/06/2024
13/06/2024

শোক সভা
আগামীকাল শুক্রবার ১৪.০৬.২০২৪ সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ( সিটি কলেজের সামনে)রাজশাহী।
অযথা বৃক্ষ হত্যার বিচার চাই।

13/06/2024

গাছ হত্যা করে জনগণের টাকায় সিভিল সার্জেন, রাজশাহী এর বিলাসিতা....
আসুন জনগণের টাকার অপচয় বন্ধ করি...!

বাংলাদেশে পানির জন্য হাহাকার – DW – 12.06.2024 13/06/2024

বাংলাদেশে পানির জন্য হাহাকার – DW – 12.06.2024 হিমালয়ে বরফগলা আর এর পাদদেশের বিপুল বৃষ্টির পানির বড় একটি অংশ গঙ্গা-পদ্মা-ব্রহ্মপুত্র হয়ে নামছে হাওড়-বাওড়-নদী-না.....

পুকুর-জলাশয় রক্ষার দাবিতে রাজশাহীতে ‘জলাধার বন্ধন’ 11/06/2024

পুকুর-জলাশয় রক্ষার দাবিতে রাজশাহীতে ‘জলাধার বন্ধন’ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এটি সঞ্চালনা করেন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যা.....

গাছ বাঁচিয়েই শহীদ মিনারের নকশা হোক 10/06/2024

বিদ্যমান গাছগুলো রেখেই শহীদ মিনার নির্মাণ হোক।

গাছ বাঁচিয়েই শহীদ মিনারের নকশা হোক তীব্র তাপপ্রবাহের সময় গাছ রক্ষা নিয়ে জোরালো আলোচনা ওঠে। এর মধ্যেও দেশে নানা জায়গায় গাছ কাটার ঘটনা দেখা গেছে।

07/06/2024

বিদ্যমান গাছগুলো রেখেই শহীদ মিনার নির্মান করা হোক।

রাজশাহীতে শতবর্ষী গাছ না কেটে শহীদ মিনার নির্মাণের দাবি 06/06/2024

রাজশাহীতে শতবর্ষী গাছ না কেটে শহীদ মিনার নির্মাণের দাবি প্রচণ্ড তাপপ্রবাহে নগরবাসীর কাছে গাছগুলো স্বস্তির আশ্রয় হিসেবে কাজ করছে। এসব গাছ না কেটে শহীদ মিনার নির্মাণের অ....

গাছ-পাখি বাঁচিয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার চাই 05/06/2024

গাছ-পাখি বাঁচিয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার চাই এই প্রাচীন নগরীতে এতদিনেও একটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়নি এটি হতাশাব্যঞ্জক। একইসাথে আমাদের প্রাণের শহীদ মিনার ন.....

04/06/2024

বিদ্যমান বৃক্ষ রক্ষা করেই রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হোক।

Photos from Rajshahi A1's post 03/06/2024

তীব্র তাপদাহে বোয়ালিয়া থানার মোড়, কুমারপাড়া মোড়ের তাপমাত্রা আর সিটি কলেজের সামনের তাপমাত্রা কি এক থাকে??
বৃক্ষনিধন করে, বিনিময়ে বৃক্ষরোপন করা মানে উন্নয়ন না।
বিদ্যমান বৃক্ষ রক্ষা করেই রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হোক।

29/05/2024

আজকে রাজশাহীতে ৫৩ ডিগ্রি ফিল করছে সবাই। স্বাধীনতার সময় রাজশাহীতে ছিল ৫০০০ পুকুর, ২০০০ সালে ছিল ২০০০ পুকুর, আর এখন মাত্র ২০০ টি পুকুর।হায়রে মানুষের উন্নয়ন এত সুন্দর শহরটা আজকে মরুভূমিতে পরিণত হচ্ছে. যতই পরিবেশের ক্ষতি করবেন পরিবেশ তার প্রতিশোধ নিতে বাধ্য. আমার কোন কষ্ট হচ্ছে না. আমি চাই রাজশাহীতে ৬০ ডিগ্রি উঠুক বিশ্ব রেকর্ড করুক যেহেতু এটা আমার শহর, সারা পৃথিবীর মানুষকে বুক ফুলিয়ে বলতে পারবো.😭😭😭

Tanvir Opu

29/05/2024
28/05/2024

আজ রাজশাহী নিয়ে আলোচনা। https://www.facebook.com/share/p/h2T3wRyLAGXNCyQv/?mibextid=oFDknk

Photos from Rajshahi A1's post 27/05/2024

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার পরিবেশ বান্ধব করে নির্মাণের দাবিতে স্মারকলিপি-

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে পুরাতন বৃক্ষ কর্তন না করা এবং সম্পূর্ণ চত্বর কংক্রিটে আবদ্ধ না করে ঘাসের গালিচা রাখার দাবীতে রাজশাহী জেলা পরিষদের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, সাংবাদিক ও যুব সংগঠনের প্রতিনিধিগণ রোববার আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারপারসন মহোদয়ের সঙ্গে মতবিনিময় করেন। চেয়ারপারসন দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

স্বাক্ষরদাতা ও উপস্থিত ছিলেন মাহবুব টুংকু, আহবায়ক পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, মোঃ নাজমুল হোসেন রাজু, সদস্য সচিব, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, আহমদ সফি উদ্দিন, সভাপতি সুশাসনের জন্য নাগরিক ( সুজন), রাজশাহী বিভাগ, শাহেদ ইবনে ওবায়েদ, সভাপতি আস্থা, উপেন রবিদাস, সভাপতি আদিবাসী যুব পরিষদ, রাজশাহী জেলা, মোঃ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বরেন্দ্র ইয়ুথ ফোরাম, আব্দুর রহিম, বিভাগীয় সমন্বয়ক, গ্রীন ভয়েস, মোঃ সামিউল আলীম, সভাপতি ইয়াশ, মোঃ শহীদুল ইসলাম, বারসিক, মাইশা মারিয়াম, অনেস্বর, মোঃ এনামুল হক, সাধারন সম্পাদক, রাজশাহী পোল্ট্রি এ্যাসোসিয়েশন, নাদিম সিনা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী, শাইখ তাসনীম জামাল, সভাপতি সূর্য কিরন সমাজ কল্যাণ সংস্থা, সম্রাট রায়হান, সাধারণ সম্পাদক, সামাজিক কল্যাণ সংস্থা প্রমুখ।

বার্তা প্রেরক-
মোঃ নাজমুল হোসেন রাজু,
সদস্য সচিব, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ

Photos from Rajshahi A1's post 25/05/2024

গাছেদের বাঁচাতে হবে,
এই লড়াইয়ে জিততে হবে।

পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, রাজশাহী।

Photos from Rajshahi A1's post 23/05/2024

গাছও থাকবে শহীদ মিনারও করতে হবে। গানে গানে দাবীতে 'অনেস্বর '।

21/05/2024

প্রতিবাদ হোক সমস্বরে

আগামী ২২/০৫/২০২৪রোজ বুধবার বিকাল সাড়ে পাঁচটায় " গানে ভালবাসায়" আমিও উপস্থিত থাকবো, রাজশাহীর একজন হয়ে।
★★গান গাইবে অনুস্বের
সিটি কলেজের সামনে।

Website