Lokayata

Lokayata

Official page of Lokayata Multidimensional Research Society Lokayata Multidimensional Research Society was established in 2014.

Lokayata was initially a wall magazine for 2 years(1990-91) at Serampore Railway station. In 1992, first issue of printed magazine was published from Serampore, Hooghly,West Bengal. Lokayata Multidimensional Research Society is a socio-economic and cultural organisation. We have been promoting community culture in the field of economic as well as social activities.

Photos from Lokayata's post 27/06/2024

২০২১ সালের ২৭ জুন লোকায়ত'র শুভানুধ্যায়ী সীতাংশু ভাদুড়ির জীবনাবসান হয়েছিল। শ্রমজীবী হাসপাতাল, মরণোত্তর দেহদান, চক্ষুদান, রক্তদান থেকে শুরু করে সীতাংশুদা নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মৃত ব্যক্তির চোখ সংগ্রহ হোক বা কারোর মরণোত্তর দেহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া - সীতাংশু দা এসব কাজে ছিলেন অক্লান্ত। লোকায়ত পত্রিকায় লিখেছেন, পত্রিকার প্রচার করেছেন। মৃত্যুর পর রোগ নির্ণায়ক ময়না তদন্তে তাঁর প্রত্যঙ্গ কাজে লেগেছিল। দেহদান আন্দোলনের সংগঠকের কাছে এরচেয়ে বড় মরণোত্তর সম্মান আর কি হতে পারে?
শ্রীরামপুর হেরিটেজ রেস্টোরেশন ইনিশিয়েটিভের পক্ষ থেকে আগামী ৩০ শে জুন ( রবিবার) তাঁর স্মরণে হতে চলেছে রক্তদান শিবির। স্থান ডেনিশ গভর্নমেন্ট হাউস, শ্রীরামপুর

Photos from Lokayata's post 17/03/2024

বন্ধু,
লোকায়ত মাল্টিডাইমেনশনাল রিসার্চ সোসাইটি নথিভুক্ত হওয়ার পর দেখতে দেখতে পেরিয়ে গেলো দশ বছর। যদিও আমাদের পথ চলা শুরু হয়েছিল ১৯৯০-৯১ সালে। আর প্রথম মুদ্রিত পত্রিকা প্রকাশিত হয় ১৯৯২ সালে ( প্রথমটি যার প্রচ্ছদের ছবি)।
২০১৪ সালে সোসাইটি হিসেবে নথিবদ্ধ হওয়ার পরেও পত্রিকা, বই প্রকাশ, আলোচনা সভা, মত বিনিময় সভার মধ্য দিয়ে আমরা পথ চলছি। বিশিষ্ট জনদের সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি গ্রাম ও শহরের প্রান্তিক মানুষদের। এক বছরের বেশি সময় #যৌথ_জীবনযাপন এর সাথী হিসেবে নানা কাজে আমরা যুক্ত।
আমরা কোনো অর্থ বা শর্তের বিনিময়ে কোনো প্রকল্পের কাজ করি না। কোনো ব্যক্তি বা সংস্থার ওপর থেকে চাপানো কর্মসূচিতে সামিল হই না। বরং চাই মত বিনিময়ের মাধ্যমে যৌথতার ভিত্তিতে কাজ করতে। আমরা সমাজসেবকও নই, কারোর উপকার করার স্পর্ধাও দেখাই না। বুঝতে চাই, আলোচনা করতে চাই এই সময়কে, সমাজকে। আমাদের প্রত্যেকের জানা, বোঝা, যোগ্যতা, মেধা, প্রতিভা - কোনো কিছুই ব্যক্তিগত নয়। সবই সামাজিক সম্পদ। তাই যৌথতার ভিত্তিতে সবাই মিলে বেঁচে থাকার অনুশীলন আমাদের অন্যতম উদ্দেশ্য।
চাই আপনাদের অংশগ্রহণ।
আর্থিক সহায়তার জন্য আমাদের ব্যাঙ্ক একাউন্টের বিবরণ দেওয়া হল

A/C NAME: LOKAYATA MULTI DIMENSIONAL RESEARCH SOCIETY
BANK: CENTRAL BANK OF INDIA
SERAMPORE BRANCH
SERAMPORE, HOOGHLY, 712201

IFSC CODE: CBIN0281202
A/C NO: 3694495728

09/02/2024

মরণোত্তর দেহদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ তৃপ্তি চৌধুরীর আজ জীবনাবসান হয়েছে। নাট্যকর্মী-রাজনৈতিক কারণে কারাবাস, জীবনের পঞ্চাশ বছর পার হওয়ার পর মরণোত্তর দেহদান আন্দোলন শুরু করে সামাজিক জীবনে স্থায়ী সাক্ষর রাখা এই মানুষটি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাচীর কীভাবে ভাঙ্গতে হয়ে দেখিয়েছিলেন। লিখেছেন নাটক, গল্প, প্রবন্ধ। তাঁর রচিত একাধিক নাটক মঞ্চস্থও হয়েছে। গণদর্পণ পত্রিকাও সম্পাদনা করেছেন।
গত নভেম্বর মাসে যৌথ জীবনযাপনের পক্ষ থেকে ব্রজ রায়কে নিয়ে করা ইউ টিউব চ্যানেল জিরো ব্যালান্সের করা একটি উপস্থাপনার জন্য আমরা তাঁর সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। ওপরের ছবিটি সেই সময় তোলা। লোকায়ত প্রকাশিত ব্রজ রায়ের জীবনী নিয়ে রচিত গ্রন্থ ' চলতে চলতে পথ' এর প্রকাশনায় তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই গ্রন্থটিতে তৃপ্তি চৌধুরীর জীবনের নানা ঘটনারও পরিচয় পাওয়া যায়

Photos from Lokayata's post 04/02/2024

"বৈচিত্রের মাঝে বহুত্বের সন্ধানে"
শ্রীরামপুর যৌথ জীবনযাপন ও লোকায়ত'র উদ্যোগে আজ শ্রীরামপুর নেতাজী পাঠাগারে আলোচনা সভা। বললেন, অধ্যাপক শুভেন্দু দাশগুপ্ত ও ক্ষেত্র গবেষক শুভপ্রতিম রায়চৌধুরী। সঞ্চালনায় সমাজকর্মী মোহিত রণদীপ।
যৌথ জীবনযাপনের লক্ষ্য ও কাজ নিয়ে বলেন অধ্যাপক দেবাশিস মল্লিক, অধ্যাপক তাপস বর্মণ। শ্রোতাদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক দেবরাজ গোস্বামী ও মানবিকাধিকার কর্মী কিরীটি রায়।
সঙ্গীত পরিবেশন করেন অরুণ ব্যানার্জী, উপমা নির্ঝরিণী, সুব্রত মুখার্জী। স্বরচিত কবিতা পাঠে শঙ্কর চক্রবর্তী।

17/01/2024
Photos from Lokayata's post 13/01/2024

শ্রীরামপুরে দুদিনের পিঠেপুলি উৎসবে যৌথ জীবনযাপনের স্টল

12/01/2024

যৌথ জীবনযাপন
সামাজিক সেতুবন্ধন

বন্ধু,
দুনিয়ায় সকলে সকলের ওপর নির্ভরশীল। আমাদের রুটি রুজি, সামাজিক, সাংস্কৃতিক জীবন একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। আবার আমাদের চারপাশে থাকা পশু-পাখি, গাছপালা, প্রকৃতির সাথেও রয়েছে এসবের নাড়ীর টান। কিন্তু একদল মানুষের মুনাফা অর্জনের লোভ, সবাই মিলে বাঁচার মন্ত্র ভুলিয়ে দিয়েছে। সম্পদ, ধর্ম, জাত, বর্ণ, ভাষা, লিঙ্গ, দেশ ইত্যাদির ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। সেজন্য এরা গড়েছে নানা প্রতিষ্ঠান।

জগতে কোনো কিছুই চিরকালের নয়। বদলই নিয়ম। একসময়ে মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না। পরিবেশ, জীব জগতের সাথে ছিল তার বন্ধুত্ব। কিন্তু, একদলের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর লক্ষ্যে চলা এই উৎপাদন ব্যবস্থা বৈষম্য তৈরি করেছে। সহযোগিতা ভুলে আমরা একে অপরের প্রতিযোগী হয়েছি। পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদে ব্যক্তির মালিকানা ডেকে এনেছে বিপর্যয়।

সভ্যতার এই গভীর অসুখ থেকে মুক্তির পথ একসাথে চলার মন্ত্র। ছোট ছোট পরিসরে পারস্পরিক সেতুবন্ধনে আমরা নিতে চাই যৌথ জীবনযাপনের পাঠ। কৃষক, ছোট উৎপাদক, ছোট বিক্রেতা, ক্রেতারা সেতুবন্ধন গড়ে তুলব। শ্রমিকদের অধিকার নিয়ে আওয়াজ তুলব। আমাদের আইনি ও মৌলিক অধিকারগুলি জানব।

পরিবেশ রক্ষার জন্য সচেতন হওয়ার সাথে সাথে এর পক্ষে ক্ষতিকর কাজ ও প্রকল্পগুলির বিরুদ্ধে আমরা সরব হব। প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষা, লোকায়ত সংস্কৃতিকে বাঁচাতে সচেষ্ট হব। যার অঙ্গ হল, বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চা। যৌথ জীবনযাপনের পাঠ নিতে আমরা গড়ে তুলতে চাই শিক্ষাকেন্দ্র, পাঠচক্র, পাঠাগার।

‘যৌথ জীবনযাপন’ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা একটি মঞ্চ। এরমধ্যে কোনো কোনো সংগঠন দীর্ঘকাল নানা বিষয় নিয়ে কাজ করি। আবার কেউ কেউ স্থানীয় স্তরে নানা কাজে যুক্ত। সংগঠনগুলির নিজস্বতা বজায় রেখেই আমরা সেতুবন্ধন গড়ে তুলেছি।

ওপরতলা থেকে কর্মসূচি না চাপিয়ে, আমরা চাই মানুষের মত উঠে আসুক একেবারে নিচুতলা থেকে। মত বিনিময়ের মাধ্যমে কাজ করতে করতেই আমরা অংশগ্রহণমূলক গণতন্ত্র অনুশীলনের চেষ্টা করব।

গত ২০২৩ সালের ২৩শে জানুয়ারী আনুষ্ঠানিকভাবে যৌথ জীবনযাপনের পথ চলা শুরু হয়েছিল। বিগত এক বছরের মধ্যে অনেক সংগঠন ও ব্যক্তি আমাদের সাথী হয়েছেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন গ্রাম ও শহরে মত বিনিময় সভা

করেছি। কৃষি সমস্যা নিয়ে বিজ্ঞানী গ্রামে, কৃষকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে মত বিনিময় করেছেন। ঋণ সমস্যা এবং ঋণ প্রদানকারী কোম্পানিগুলির অনিয়ম নিয়ে গ্রামে হয়েছে সচেতনতা ও আইনি পরামর্শ শিবির।

সাথী সংগঠনগুলি ২০২৩ সালে বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিদ্যাসাগরের জন্মদিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করেছি। সব জায়গার অনুষ্ঠানে স্থানীয় মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিপ্লবী শহীদ ভগত সিংকে স্মরণ করে ২৩শে মার্চ, ২০২৩ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। ৮ই অক্টোবর, ২০২৩ বিজ্ঞানী ড. মেঘনাদ সাহা স্মরণে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আগামীদিনে আমরা আরও বই, পত্রিকা প্রকাশ করতে চাই। অনলাইনে একটি নিউজলেটার প্রকাশ করছি। পাশাপাশি সাথী সংগঠনগুলির প্রকাশিত বই, পত্রিকার প্রচারেও মেলবন্ধন গড়ব।

ছোট আয়তনে চলছে আর্থিক কাজ। গ্রামের মানুষের তৈরি দ্রব্য পৌঁছে যাচ্ছে শহরে। আগামীদিনে যৌথতার ভিত্তিতে আরও নানারকম আর্থিক কাজ আমরা করব। শহরাঞ্চলে ক্রেতাদের মধ্যে বন্ধন গড়ার কাজ চলছে। কোথাও আবার পুরনো খবরের কাগজ বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে বিক্রির মাধ্যমে শুরু হয়েছে তহবিল গঠনের কাজ। মানুষের থেকে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করেও তহবিল গড়ার কাজ চলছে। যে তহবিল বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হবে।

গ্রামের মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জগতের চিত্র বুঝতে আমরা ক্ষেত্র সমীক্ষার কাজ শুরু করেছি। নিছক প্রশ্নোত্তরের মাধ্যমে সমীক্ষা করলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে না। গ্রামবাসীরা এই কাজকে নিজেদের মনে করে, সরাসরি অংশ নিলেই সমীক্ষা থেকে যথাযথ চিত্র আমরা পাব। এই সমীক্ষার কাজটি চলবে ধারাবাহিকভাবে। সাথী সংগঠনগুলির কর্মী ও গ্রামবাসীরাই হলেন সমীক্ষক। ক্ষেত্র সমীক্ষার বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদসহ বহু ব্যক্তি এই কাজে আমাদের সাহায্য করছেন। সমীক্ষায় উঠে আসা চিত্র নিয়ে আমরা আবার গ্রামবাসীদের সঙ্গে বসব। দরকার হলে বিভিন্ন জেলার মানুষদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের ব্যবস্থা করব। এভাবেই গ্রামবাসী, সাথী সংগঠনগুলি মিলে আগামীদিনের কাজের পরিকল্পনা নিতে পারব।

আমাদের সব সাথী সংগঠনেরই নিজস্ব কর্মসূচি আছে। পাশাপাশি একে অপরের নানা কাজে সাধ্যমতো অংশ নিচ্ছি। দুটি সাথী সংস্থা বিভিন্ন সমাজ মাধ্যমে আমাদের কাজকে মানুষের সামনে তুলে ধরছে। এইভাবেই চলছে একসাথে চলার অনুশীলন।

আমরা চাই, আরও ব্যক্তি এবং সংগঠনের এই মঞ্চে যোগদান। চাইছি বিভিন্ন অঞ্চলের মানুষ, নিজেরাই গড়ে তুলুন সহযোগী সংগঠন। সব বিষয়ে আমরা সকলে একমত বা সমান আগ্রহী নাও হতে পারি। ভিন্ন মতকে মর্যাদা দিয়ে, বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে চলব।

যৌথ জীবনযাপনের বার্ষিক সদস্যপদ গ্রহণ করতে এবং আর্থিক অনুদানের জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি।

“কথা ছিলো একটি পতাকা পেলে/ আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,/ সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ/ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে”।

- হেলাল হাফিজ

• মেঘনাদ সাহা সামাজিক কর্মকেন্দ্র

(ফোন: ৭০০৩৩৯৭০৪৫)

• লোকায়ত মাল্টিডাইমেনশনাল রিসার্চ সোসাইটি

(ফোন: ৯৪৩২৭০৮৫৫৮)

• প্রান্তজন (ফোন: ৯৮৩০৬৭৬৯৪৫)

• বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি

(ফোন: ৯১২৩০৫৪৪৫২)

• হলিস্টিক এডুকেশন ফর অ্যাপ্লিকেশন ইন লাইফ সোসাইটি (হিলস) (ফোন: ৯১২৩৭২৩৫০৮)

• সৃষ্টি সন্ধানী (ফোন: ৭০৫৯৭২৫১২৬)

• নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন

(ফোন: ৯৮৩০৭৭৯২৯১)

• আমরা এক সচেতন প্রয়াস (ফোন: ৮৬৯৭০৯৫৭৭৬)

• মিলেমিশে (ফোন: ৯৮৩০০১৮০৮৬)

• ভাবনা মুখ (ফোন: ৯৮৩০৩৭৯৬৩৯)

• জিরো ব্যালান্স (ফোন: ৯৭৪৮৩০৬৭৬৮)

• লোকায়ত সামাজিক অনুশীলন কেন্দ্র

(ফোন: ৮৯২৭৪০১৯৫৬)

• ঋণ মুক্তি সমিতি (ফোন: ৮০১৭৭৭৮৩০৯)

• শ্রীরামপুর যৌথ জীবনযাপন (ফোন:৭০০৩৯৬৮৮৯০)

Photos from Lokayata's post 03/12/2023

আজ শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস।
আজকের দিনেই ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর, মধ্যরাতে ভোপালে গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় পঁচিশ হাজার জনের। পাঁচ লক্ষের বেশি মানুষের শরীরে বিষের সরাসরি প্রভাব পড়ে। বহুজাতিক সংস্থা ইউনিয়ন কার্বাইডের মালিকানাধীন কারখানা থেকে এই গ্যাস লিক হলেও কারোর শাস্তি হয় নি।ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ওয়ারেন আণ্ডারসন কিছুদিন জেল খেটে দিব্যি চলে যান নিউইয়র্ক।
শহীদ ক্ষুদিরাম এবং ভোপাল গণহত্যায় মৃত এই দেশের নাগরিকদের শ্রদ্ধা।
( দ্বিতীয় ছবিটি লোকায়ত পত্রিকার ২০১০ সালের ভোপাল নিয়ে করা ক্রোড়পত্রের। অলঙ্করণ করেছিলেন দেবরাজ গোস্বামী)

30/11/2023

গণ বিজ্ঞান আন্দোলনের সংগঠক, মরণোত্তর দেহদান আন্দোলনের পথিকৃৎ ব্রজ রায়ের আজ জন্মদিন।
সাথীদের সাক্ষাৎকারের মাধ্যমে #যৌথ_জীবনযাপন এর শ্রদ্ধার্ঘ।
অনুষ্ঠানটি দেখতে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হল।
সংগ্রহ করুন ব্রজ রায়ের জীবনীগ্রন্থ "চলতে চলতে পথ" লেখক মুক্তি হোম। প্রকাশক #লোকায়ত_মাল্টিডাইমেনশনাল_রিসার্চ_সোসাইটি

Photos from Lokayata's post 10/11/2023

#যৌথ_জীবনযাপন এর উত্তরবঙ্গের সাথীদের সঙ্গে মত বিনিময়, ৭-৯ নভেম্বর

৭ নভেম্বর কোচবিহারের সাথীদের সঙ্গে আলোচনায় উঠে এল কৃষি সমস্যা, ঋণ সমস্যা, তোর্ষা নদীর মজে যাওয়া, জীবন জীবিকায় তার প্রভাব....। ক্ষেত্র সমীক্ষা নিয়েও মত বিনিময় হল।
কোচবিহার জেলার মাথাভাঙ্গায় ৮ ও ৯ নভেম্বর সাথী সংগঠন হলিস্টিক এডুকেশন ফর আপ্লিকেশন ইন লাইফ এবং বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি র বন্ধুদের সঙ্গে আগামীদিনের কাজ নিয়ে আলোচনা। এই দুটি সংগঠন যেমন পারস্পরিক যৌথতার ভিত্তিতে কাজ করে, তেমন রাজ্যের বিভিন্ন জায়গাতেই এরা নানা কাজের সঙ্গে যুক্ত।
এদের মুখ্য সংগঠকরা দীর্ঘদিন #লোকায়ত_মাল্টিডাইমেনশনাল_রিসার্চ_সোসাইটির সঙ্গেও নানাভাবে যুক্ত। উত্তরবঙ্গের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সংক্রান্ত নানা বিষয় ও ক্ষেত্র সমীক্ষা নিয়ে চলল মত বিনিময়।
৯ নভেম্বর সন্ধ্যায় জলপাইগুড়িতে যৌথ জীবনযাপনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সঙ্গে আলোচনা

Convert your Club, Party office to Social Centres - Joutha Jibanjapan - an online economic solution 28/10/2023

যৌথতার ভাবনা এগোয় এমনভাবেই। ভাবনা মুখ ও মিলে মিশে - ( যাদের ইউ টিউব চ্যানেল zero balanse) যৌথ জীবনযাপনের দুই সাথী সংস্থা। যৌথ জীবনযাপনের ৮ ই অক্টোবরের সাধারণ সভায় দুই সংস্থার পারস্পরিক পরিচয়। একমাসও হয় নি, এরমধ্যেই তাঁরা মিলিত হয়েছেন, বিকল্প গণমাধ্যমে আমাদের কাজ ছড়িয়ে দেওয়া নিয়ে মত বিনিময় করতে।
বিকল্প যাপনের ভাবনা নিয়ে নানা মানুষ ও সংস্থার মত বিনিময়ের মাধ্যমে যৌথতার ভিত্তিতেই আমরা পথ চলতে চলতে পথ খুঁজে পাবো। সবাই সব বিষয়ে একমত নাও হতে পারি। কিন্তু তা নিয়ে জেদাজেদি নয়, সবাই মিলে আলোচনা ও কাজই আমাদের একসঙ্গে পথ চলতে সাহায্য করবে।
#যৌথ_জীবনযাপন
সামাজিক সেতুবন্ধন
( লিঙ্ক কমেন্ট বক্সে)

Convert your Club, Party office to Social Centres - Joutha Jibanjapan - an online economic solution When you hear bad news day after day you have to understand society is waiting for you to change the existing system for betterment of society - you don't ne...

27/10/2023

বিপ্লবী শহীদ যতীন দাস
জন্মদিনে শ্রদ্ধা
জন্ম: ২৭ অক্টোবর, ১৯০৪
মৃত্যু; ১৩ সেপ্টেম্বর, ১৯২৯
যৌবনেই কলকাতায় ত্রৈলক্যনাথ চক্রবর্তী ও প্রতুল চন্দ্র গাঙ্গুলির সান্নিধ্যে এসে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। উত্তর ভারতে হিন্দুস্তান রিপাব্লিকান আর্মির( এইচ আর এ, অনুশীলন সমিতি উত্তর ভারতে এই নামেই কাজ করত) বিপ্লবী কাজে যুক্ত ছিলেন। ১৯২৫ সালে ঐতিহাসিক কাকোরী ষড়যন্ত্র মামলায় তিনিও অন্যতম অভিযুক্ত ছিলেন। কিন্তু কালী বাবু ছদ্মনামের জন্য পুলিশ তাঁকে সেই মামলায় ধরতে পারে নি। ১৯২৮ সালে ডিসেম্বর মাসে কলকাতায় কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসুর সামরিক কায়দায় গঠিত বেঙ্গল ভলান্টিয়ার বাহিনীর ( বি ভি) তিনি মেজর হয়েছিলেন।
সেই সময়ে বিপ্লবী ভগৎ সিং ব্রিটিশ পুলিশ অফিসার সান্ডার্সকে হত্যা করে লাহোর থেকে গোপনে কলকাতায় চলে এসেছিলেন। ততদিনে ভগৎ ও চন্দ্রশেখর আজাদের প্রধান উদ্যোগে এইচ আর এ' র নাম বদলে হয়ে গেছে এইচ এস আর এ। ভগৎ অনুশীলন সমিতির বিপ্লবীদের সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করেন। অনুশীলন সমিতির পক্ষ থেকে যতীন দাসকে বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়ানোর জন্য আগ্রায় পাঠানো হয়। যতীন দাস বোমা তৈরিতে দক্ষ ছিলেন। এইচ আর এ'র কমরেড ভগৎ সিং এর সঙ্গে তাঁর যে আগেই পরিচয় ছিল, তার প্রমাণ দুজনেরই কাকোরী ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়া।
১৯২৯ সালে দিল্লীর এসেম্বলি হলে ভগৎ ও বটুকেশ্বর দত্তের বোমা ফেলার সূত্রে শুরু হয়েছিল দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা। যতীন দাসও এই মামলায় ধরা পড়েন। ১৯২৯ সালের ১৪ জুন থেকে রাজনৈতিক বন্দীদের মর্যাদার দাবিতে ভগৎ ও বটুকেশ্বর জেলে অনশন শুরু করেন। কিছুদিন পরে যতীন দাস সহ আরও দশজন এই অনশনে যোগ দেন। আন্দোলনের চাপে সরকার দাবী মেটানোর প্রতিশ্রুতি দিলে বিপ্লবীরা ২ রা সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন। কিন্তু যতীন দাস ছিলেন অনড়। তাঁর যুক্তি ছিল দাবী আদায় হলে তবেই অনশন প্রত্যাহার করবেন। ৬৪ দিন অনশন করে ১৩ সেপ্টেম্বর যতীন দাস শহীদ হন। তাঁর মৃত্যুর ঘটনায় সারা দেশ উত্তাল হয়েছিল। লাহোরে হয়েছিল হরতাল। মৃতদেহ কলকাতায় এলে হাওড়া স্টেশন থেকে সুভাষচন্দ্রের নেতৃত্বে বিশাল শোক মিছিল হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ তাতে যোগ দিয়েছিলেন।
রাজনৈতিক বন্দীদের মর্যাদার দাবিতে তাঁর এই শহীদের মৃত্যুবরণ বিশ্বের ইতিহাসেও স্মরণীয় হয়ে রয়েছে।
তথ্যসূত্র : Freedom Struggle and Anushilan Samiti
ভারতের স্বাধীনতা সংগ্রাম ও নানা বৈপ্লবিক ষড়যন্ত্র মোকদ্দমার ইতিহাস- তারাপদ লাহিড়ী
স্বাধীনতার সন্ধানে - যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়
বিপ্লবী ভগত সিং - লোকায়ত মাল্টিডাইমেনশনাল রিসার্চ সোসাইটি

Photos from Lokayata's post 17/10/2023

হুগলী জেলার খানাকুলের মহিলাদের বাড়িতে তৈরি বিউলি ডালের বড়ি।
যৌথ জীবনযাপনের একটি প্রয়াস

Bhabna Mukh 2026 War I Journalism I Cooperative Movement I Joutha jibanjapan I 3 Mrinmoy Sengupta 16/10/2023

Bhabna Mukh 2026 War I Journalism I Cooperative Movement I Joutha jibanjapan I 3 Mrinmoy Sengupta কোনোদিন যদি মনে হয় চাষীদের পাশে দাঁড়াবো , ঋণ গ্রস্ত মায়েদের পাশে দাঁড়াবো , পাড়া কে এক করবো তাহলে সময় করা নাড়ছে - সবার ...

Photos from Lokayata's post 15/10/2023

বড় নদী বাঁধ- হিমালয় বিপর্যয়- এই উপমহাদেশের ভবিষ্যৎ
আগামী দিনের কর্মসূচি গ্রহণের জন্য আজ কলকাতার ভারত সভা হলে নদী বাঁচাও জীবন বাঁচাও, যৌথ জীবনযাপন, লোকায়ত, ডি গ্রোথ সহ বিভিন্ন সংগঠনের বৈঠক। তিস্তা নদী বাঁধ, ডিভিসি, ফারাক্কা নদী বাঁধ প্রকল্পের বিপদ, সমগ্র হিমালয় পার্বত্য অঞ্চলে বড় বাঁধসহ তথাকথিত উন্নয়নের পরিণাম, এই উন্নয়ন প্রকল্পের নানা দিক আলোচনায় উঠে এল।সঞ্চালনা করেন নদী কর্মী তাপস দাস।
২০১৫ সালে সিকিম ও দার্জিলিং এর অধিবাসীদের নিয়ে উন্নয়নের নামে তিস্তা উপত্যকায় বাঁধ নির্মাণসহ নানা প্রকল্পের বিপদ নিয়ে শিলিগুড়িতে একটি গণ কনভেনশন হয়েছিল। সেই কনভেনশন নিয়ে লোকায়ত'র জানুয়ারী, ২০১৬ সংখ্যায় একটি প্রতিবেদন লিখেছিলেন লোকায়ত'র সদস্য ও বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতির সাধারণ সম্পাদক তাপস বর্মণ। এই পোস্টের তৃতীয় ছবিটি সেই প্রতিবেদনের।
#লোকায়ত_মাল্টিডাইমেনশনাল_রিসার্চ_সোসাইটি

নদীর সভ্যতা | ZERO BALANSE 11/10/2023

নদী নিয়ে বলছেন নদী কর্মী যৌথ জীবনযাপনের সাথী তাপস দাস

নদীর সভ্যতা | ZERO BALANSE নদীকে বাঁচানো ও নদীর জল কে পরিশুদ্ধ করার জন্য লড়াই করছে যাঁরা, তাঁদের একজন শ্রদ্ধেয় তাপস দাসের কাছ থেকে জানবো, নদী.....

Joutha Jiibon Japan I Cooperative Living I The Beginning I 8 Th Oct 2023 11/10/2023

যৌথ জীবনযাপনের সাধারণ সভা পর্ব : ১

Joutha Jiibon Japan I Cooperative Living I The Beginning I 8 Th Oct 2023 সাথী, ▪️যৌথ জীবনযাপনের কাজের অভিজ্ঞতা ও আগামীদিনের কাজ নিয়ে আগামী ৮ই অক্টোবর , রবিবার সকাল ঠিক ১০ টা থেকে আমরা ক্র.....

04/10/2023

#যৌথ_জীবনযাপন

Photos from Lokayata's post 01/10/2023

হুগলী জেলার খানাকুলে লোকায়ত'র উদ্যোগে এবং গোবিন্দপুর স্টার ক্লাবের সহযোগিতায় কৃষি সমস্যা ও পরিবেশ সঙ্কট নিয়ে আলোচনা ও কৃষকদের সঙ্গে মত বিনিময় সভা। আলোচনা করলেন বিজ্ঞানী ড. তুষার চক্রবর্তী।
সারা বিশ্বজুড়ে বীজ,কীটনাশক, আগাছানাশকের বাজার এখন তিন-চারটে বহুজাতিক কোম্পানির দখলে। তারাই কৃষি ব্যবস্থার নিয়ন্ত্রক। ভারতে ফসলের উৎপাদন বাড়ছে, খাদ্যশস্য রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান সামনের সারিতে। অথচ, কৃষক ফসলের দাম পাচ্ছেন না। কৃষক আত্মহত্যা বাড়ছে।সরকার চাইছে কৃষিকাজে যুক্ত মানুষের সংখ্যা কমিয়ে যন্ত্রের প্রতি নির্ভরশীলতা আরও বাড়াতে। বাজার অর্থনীতির যুক্তিতে সরকার কৃষি নীতি গ্রহণ করছে।
ওষুধের নামে আসলে পোকা মারার বিষ ব্যবহার বেড়েছে। রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে। কৃষকরা ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ক্ষতি হচ্ছে পরিবেশ, বাস্তুতন্ত্রের। বীজের অধিকার কৃষকের চাই। দেশী বীজ, জৈব সারের চাষের অভ্যাস গড়ার পাশাপাশি ফসল চাষে দরকার বৈচিত্র। প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে দেশি প্রজাতির ফসল অনেক বেশি সক্ষম। একপাক্ষিক আলোচনা বা প্রশ্নোত্তর পর্ব নয়, আলোচনার সঙ্গে সঙ্গে চলল কৃষকদের সঙ্গে মত বিনিময়।

Photos from Lokayata's post 26/09/2023

শ্রীরামপুরে বিদ্যাসাগরের জন্মদিবস পালন
#যৌথ_জীবনযাপন
#লোকায়ত_মাল্টিডাইমেনশনাল_রিসার্চ_সোসাইটি

Photos from Lokayata's post 15/09/2023

নদী বাঁচাও জীবন বাঁচাও এর উদ্যোগে বীরভূমের লাভপুরের হাঁসুলি কৃষি সংস্কৃতি পাঠশালায় ১৩-১৪ সেপ্টেম্বর হয়ে গেল পরিবেশ রাজনৈতিক প্রশিক্ষণ শিবির।
দেশের প্রখ্যাত সমাজকর্মী সন্দীপ পান্ডে, ছত্তিশগড়ের নদীকর্মী, এন এ পি এমের গৌতম বন্দোপাধ্যায়, উত্তরাখন্ডের অতুল সতি, ঝাড়খন্ড ও উড়িষ্যার নদীকর্মীসহ এই রাজ্যের সমাজ, নদী ও রাজনৈতিক কর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই দুদিনের শিবির সম্ভবপর হত না।
শিবির পরিচালনা করেন নদী বাঁচাও জীবন বাঁচাও এর তাপস দাস। দেখানো হয় গঙ্গার ভাঙ্গন নিয়ে তৈরি তথ্যচিত্র 'ভাঙ্গন'। লোকায়ত ও যৌথ জীবনযাপনের থেকে তিনজন এই শিবিরে অংশ নেন।
#লোকায়ত_মাল্টিডাইমেনশনাল_রিসার্চ_সোসাইটি
#যৌথ_জীবনযাপন

Photos from Lokayata's post 04/09/2023

নদী বাঁচাও জীবন বাঁচাও এর পক্ষ থেকে ৯ থেকে ২৪ সেপ্টেম্বর নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
৯ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন দিয়ে কর্মসূচির শুরু। শেষ ২৪ সেপ্টেম্বর কলকাতা রামমোহন লাইব্রেরি।
১৩ ও ১৪ সেপ্টেম্বর বীরভূমের লাভপুরে বিখ্যাত হাঁসুলি বাঁকে হবে পরিবেশ রাজনৈতিক কর্মী প্রশিক্ষণ। আসবেন অন্যান্য রাজ্যেরও নদী আন্দোলনের সংগঠক এবং পরিবেশ ও রাজনৈতিক কর্মীরা।
যৌথ জীবনযাপন এবং লোকায়ত এই কর্মসূচিতে সামিল হচ্ছে।

02/09/2023

"রাজভবনে মন্ত্রী গজায়
খবর পেয়ে ব্যাঙের ছাতা
চিঠি লিখেছে আড়াইপাতা,
সে-ও একটি রাজত্ব চায়"
-(অথ মন্ত্রী কথা)

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
জন্মদিনে সেলাম

24/08/2023

লোকায়ত'র উদ্যোগে শ্রীরামপুরে দেশ ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন যৌথ জীবনযাপনের প্রচার ফোল্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অধ্যাপক দেবাশিস মল্লিক।
যৌথ জীবনযাপনের প্রথম সদস্যপদ গ্রহণ করলেন লোকায়ত'র সভাপতি আনন্দ গঙ্গোপাধ্যায়।

Videos (show all)

Website