ILMMY

ILMMY

ILMMY, an online learning platform, arranges Islamic courses on various Islamic sciences aiming to make the knowledge easily accessible to everyone.

28/05/2021

আমি বিশ বছর ধরে আল্লাহর কাছে একটা প্রয়োজনে চেয়েছি, তিনি আমার সেই চাওয়া কবুল করেননি। তবু আমি দোয়া করতে বিরক্ত হই না, নিস্পৃহ হয়ে পড়ি না।
- তাবেয়ী মুওয়ার্‌রিক্ব আল-ইজলী (রাহিমাহুল্লাহ)

25/05/2021

মুমিনরা আখিরাতে নিজ চোখে আল্লাহকে দেখবে, তাকে পরিদর্শন করতে যাবে। তিনি তাদের সাথে কথা বলবেন, তারা তার সাথে কথা বলবে।
- ইবন কুদামা (রাহিমাহুল্লাহ)

21/05/2021

মুসলিমের উচিত বেশি করে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়া। কারণ এই বাক্যের শব্দগুলো পড়ার জন্য শুধু জিহ্বা নাড়ালেই চলে, ঠোঁট নড়ানোর প্রয়োজন হয় না। পাশে কেউ বসে থাকলেও সে টের পায় না।
~ ইবন হাযম (রাহিমাহুল্লাহ)

18/05/2021

ওহে!
গাফলতির মত ভারী কোনো ঘুম নেই!
প্রবৃত্তির মত ক্ষমতাধর কোনো দাসত্ব নেই!
অন্তর মরে যাওয়ার মত বড় বিপদ আর নেই!
বার্ধক্যের মত গভীর কোনো সতর্ক-সংকেত নেই!
~ ইবনুল জাওযী

14/05/2021

এখনো যদি তিরস্কার শুনলে আপনার মন ভেঙে পড়ে,
ধমক শুনলে আপনার চোখ ভিজে যায়;
তাহলে বুঝবেন আপনার অন্তর জীবিত আছে, হৃদয়ে প্রাণ আছে।
- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)

11/05/2021

আল্লাহর নিয়ামতগুলোর ব্যাপারে বান্দার একঘেয়েমি চলে আসা বা সেগুলো তার কাছে গতানুগতিক হয়ে যাওয়ার মত ক্ষতিকর আর কিছুই নেই।
- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

07/05/2021

বন্দি তো সে-ই, যার হৃদয় রবের থেকে আটক রয়ে গেছে।
মোহগ্রস্ত তো সে-ই, যার কামনা-বাসনা তাকে মোহাবিষ্ট করে ফেলেছে।
- ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)

04/05/2021

যদি তুমি দেখতে পাও সালাতে তোমার মন বসছে না, বুঝে নিবে এর কারণ ঈমানের দুর্বলতা। তাই তখন ঈমান শক্তিশালী করার জন্য চেষ্টা চালাবে।
- ইবন কুদামা (রাহিমাহুল্লাহ)

30/04/2021

গাফলতির মাতলামি যাকে পেয়ে বসেছে, কেবল সে-ই তো পাপে স্বাদ খুঁজে পায়। অথচ মুমিন কখনো এতে স্বাদ পায় না, বরং তার সামনে বাধ সাধে হারামের ঝাণ্ডা আর পরিণতির ভয়।
- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)

27/04/2021

রাগের বশে কখনো একজন মানুষ এমন কথাও বলে, যার মাধ্যমে সে নিজের ষাট-সত্তর বছরের আমল ধ্বংস করে ফেলে।
- ‘আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)

23/04/2021

দোয়া কবুল আর বিপদাপদ থেকে মুক্তির ক্ষেত্রে আল্লাহর ‘আল-হাইয়্যুল ক্বাইয়্যুম’ নামের এক বিশেষ প্রভাব আছে।
- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

20/04/2021

আদম সন্তান!
তুমি যদি জানতে চাও আল্লাহ তোমাকে কতটা নিয়ামত দিয়েছেন, তাহলে চোখ দুটো বন্ধ করো।
- বকর আল-মুযানী (রাহিমাহুল্লাহ)

16/04/2021

তোমাদের আমল তো সামান্য। এই অল্প আমলটুকুও অন্তত ইখলাসের সাথে করো!
~ মাইমুন ইবন মিহরান (রাহিমাহুল্লাহ)

13/04/2021

বুদ্ধিমান ব্যক্তির দৃষ্টিতে তার জীবনের মূল্য কেবল জান্নাতই হতে পারে!
- ইবন হাযম (রাহিমাহুল্লাহ)

09/04/2021

আলী ইবনুল হোসাইন রাহিমাহুল্লাহুর বাড়িতে কোনো সাহায্যপ্রার্থী এলে তিনি বলতেন, “যে আমার পাথেয় আখিরাতে নিয়ে যায়, তাকে স্বাগতম!”

30/03/2021

তুলনা করুন...
তাঁর নিয়ামতের সাথে আপনার অপরাধের। আল্লাহর থেকে কী পেয়েছেন আর আপনি কী করেছেন!
তফাৎটা ধরা পড়বে। আপনি বুঝতে পারবেন, যদি তার ক্ষমা ও অনুগ্রহ না থাকত, তাহলে ধ্বংস সুনিশ্চিত ছিল!
- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

26/03/2021

যদি সৃষ্টিকূলের সকল সৃষ্টির দৃশ্যমান ও লুকায়িত সমস্ত সৌন্দর্য একত্র করা হয় এবং সেটাকে তুলনা করা হয় রবের সৌন্দর্যের সাথে, তাহলে তার অবস্থা হবে সূর্যের উজ্জ্বল আলোর তুলনায় একটা নিভুনিভু বাতির আলোর চাইতেও ক্ষীণ!
- ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)

22/03/2021

অন্তরের পাপরাশি সামান্য হলে চোখ দ্রুতই অশ্রুসিক্ত হয়!
- হাফেয ইবন রজব (রাহিমাহুল্লাহ)

19/03/2021

আমি বেশ কিছু মানুষকে পেয়েছিলাম, যাদের কোনো দোষ-ত্রুটি ছিল না। এরপর তারা মানুষদের দোষ-ত্রুটি নিয়ে কথা বলা শুরু করলে আল্লাহ তাদের কিছু দোষ-ত্রুটি তৈরি করে দিলেন।
আবার এমন কিছু মানুষকে পেয়েছিলাম, যাদের দোষ-ত্রুটি ছিল। তারা মানুষের দোষ-ত্রুটির ব্যাপারে নীরবতা অবলম্বন করেছিল, ফলে আল্লাহও তাদের দোষ-ত্রুটি ঢেকে দিয়েছিলেন।
- ইমাম মালেক (রাহিমাহুল্লাহ)

16/03/2021

আপনার ভাইকে ক্ষমা করে দিন! আপনার কারণে যদি আপনার ভাইকে শাস্তি দেওয়া হয় তাহলে কীইবা উপকার আপনার?
- ইমাম আহমদ [রাহিমাহুল্লাহ]

12/03/2021

আল্লাহ! আমার সব আমলকে সংশোধন করে দিন, আপনার জন্য খালেস (একনিষ্ঠ) করে দিন, কারো জন্য সেগুলোতে কোনো অংশ রাখবেন না!
~ উমর ইবনুল খাত্তাব [রাদিয়াল্লাহু আনহু]

08/03/2021

হৃদয়ের প্রাণশক্তি যত পরিপূর্ণ হয়, আল্লাহ ও তার রাসূলের ﷺ জন্য হৃদয়ের রাগ ততই দৃঢ় হয় এবং দ্বীনের জন্য তার সমর্থন ততই পূর্ণতর হয়ে থাকে।
- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

05/03/2021

আবুল হাসান আল-খিলায়ী (রাহিমাহুল্লাহ) হাদীসের মজলিস শেষে দোয়ায় বলতেন,
আল্লাহ!
আপনি যে অনুগ্রহ করেছেন, সেটা পূর্ণ করে দিয়েন!
আপনি যে নিয়ামত দিয়েছেন, সেটা ছিনিয়ে নিয়েন না!
আপনি যা কিছু গোপন রেখেছেন, সেগুলো ফাঁস করে দিয়েন না!
আপনি যা কিছু জেনেছেন, সেগুলো ক্ষমা করে দিয়েন!

01/03/2021

সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো, যার শাস্তি হচ্ছে, সে যদি সেটা অনুভবই করতে না পারে।
তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো যেটা আসলে শাস্তি, সেটাকে নিয়ে যদি সে আনন্দিত হয়ে যায়!
ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)

26/02/2021

কতবার যে নেকী ছুটে এসেছিল তোমার দিকে, দাঁড়িয়ে ছিল তোমারই দরজায়!
কিন্তু ‘অচিরেই’, ‘হয়তো’, ‘আশা করি’ - নামের দারোয়ান তাকে ফিরিয়ে দিয়েছিল!
- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

23/02/2021

ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘সচ্চরিত্রের সংজ্ঞা এক শব্দে দিন।’
তিনি উত্তর দিয়েছিলেন, ‘রাগ পরিহার।’

19/02/2021

তোমরা কি জানো জান্নাত কেন সুন্দর? কারণ জান্নাতের ছাদ হলো রব্বুল ‘আলামিনের আরশ।
- ফুদ্বাইল ইবন ইয়াদ্ব (রাহিমাহুল্লাহ)

15/02/2021

দোয়া কবুল হওয়া থেকে সুদূরে অবস্থান করে গুনাহগার ব্যক্তি। তাই কবুলের পথটুকু গুনাহর আবর্জনা থেকে পবিত্র করে ফেলুন।
- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)

02/02/2021

:: Job Vacancy: Project Manager, ILMMY ::
Basic salary: BDT 30,000/=
- Additional: professional graphics design and video editing skill (10000/=) [total 30000+10000]
Key responsibility:
1. To reach the appointed course instructor and have the agreement.
2. Course contents' (Course text, question, lectures recording, ) coordination.
3. Website maintenance.
4. Marketing coordination.
Skill:
1. Strong negotiation capability
2. Having familiarity in web design and development
3. Eagerness in branding, marketing especially in social media marketing skill
CV to be sent [email protected] having the below-given questions answered -
1. Why do you want to join ILMMY?
2. Why you should be hired by ILMMY?
3. What are your weaknesses?
4. Where do you see yourself in the next five years?

ILMMY: To obtain knowledge of the Hereafter

ILMMY, an online learning platform, offers Islamic courses, arranges webinars on various Islamic sciences aiming to make authentic teachings of Quran & Sunnah accessible to mass people.

It's a sister concern of IIRT (www.iirt.info).

Videos (show all)

রাসুল সঃ থেকে নির্বাচিত হাদিস - পর্ব ০২
প্রশ্ন-উত্তর:  ইসলামে তাবিজের ব্যবহার কি অনুমোদিত?
রাসুল সঃ থেকে নির্বাচিত হাদিস - পর্ব ০১
Is Islamic Banking Really Islamic?
Four months' online course by Sheikh Monzur-E-Elahi on Usool al-Fiqh
Four months' online course by Sheikh Monzur-E-Elahi on Usool al-Fiqh
Four months' online course by Sheikh Monzur-E-Elahi on Usool al-Fiqh
Islam, Economic, Islamic Economic
হাদিসের গুরুত্ব ও ইতিহাস
হাদিসের গুরুত্ব ও ইতিহাস
হাদিসের গুরুত্ব ও ইতিহাস
রমাদানের প্রস্তুতি: কী করা উচিত, কী নয়