CricReel
Stay with us to get your favorite videos.
আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো হয়। তামিমকে কে না দলে চায়? সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। গতকাল জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতেই পারি একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই।
- গাজী আশরাফ হোসেন লিপু ( প্রধান নির্বাচক)
শেষ পাঁচ ইনিংসের চারটায় ফিফটি... আজ ৫ চারে পঞ্চাশ স্পর্শ ৬২ বলে... লিস্ট 'এ' ক্রিকেটের ৭০ তম ফিফটি তামিম ইকবালের ব্যাটে...
মোস্তাফিজ ঢাকায় ফিরছেন যুক্তরাষ্ট্রের ভিসাপ্রক্রিয়া শেষ করতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সম্ভাব্য সব ক্রিকেটারকে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেতে হবে বায়োমেট্রিকের কাজ সারতে। ভিসাপ্রক্রিয়া সারতেই মোস্তাফিজ ঢাকায় আসছেন।
বৃহস্পতিবারের পর ভিসাপ্রক্রিয়ার আরও কিছু কাজ থাকবে, যেটি হতে পারে রোববার ও সোমবারে। সে হিসেবে ৫ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ হয়তো খেলা হবে না মোস্তাফিজের।
এমনকি হাতছাড়া হতে পারে ৮ এপ্রিল চেন্নাইয়ে হতে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিও।
আর যদি ঈদের ছুটিতে পড়ে যায় ভিসাপ্রক্রিয়ার কাজ, তাহলে আরও ম্যাচ মিস হতে পারে তাঁর।