Muslim's Goal

Muslim's Goal

I have created the page to spread the world of islam to the people.. (In sha Allah)

27/01/2024

মাঝে মাঝে এমন হয়, দু'আ করতে মুখ দিয়ে এক চিলতে শব্দও বের হয়না৷ শুধু মনে হয় 'ইয়া রব আপনি তো সব জানেন' 🖤

27/01/2024

যখন আপনি আল্লাহকে বিশ্বাস করতে শিখবেন। তখন শক্ত আঘাতেও অন্তরে শীতলতা অনুভব করবেন.!❤️

26/01/2024

হজরত আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূল (সা.) বলেছেন- আল্লাহ তা'আলা যার ক ল্যা ন চান মৃ ত্যু র আগে তাকে স ৎ কাজের সুযোগ দান করেন।

_____সুনান আত তিরমিজি-(২১৪২)

25/01/2024

ইয়া আল্লাহ্ আমি আমার দিনগুলি আপনাকে উপেক্ষা করে,আমার রাতগুলি আপনার অবাধ্য হয়ে কাটাই।

কিন্তু, আপনি আমাকে এক সেকেন্ডের জন্যও ভুলে যাননি।

আপনি আমাকে পথ দেখান, ইয়া রব,
আমাকে পরিবর্তন করুন, আমার হৃদয়কে আপনার দিকে ধাবিত করুন।

আপনার দ্বীন ইসলামের জন্য কবুল করুন।
আমীন ছুম্মা আমীন!! 🤲

24/01/2024

হালাল রুজগার সহজ হয় না🌸

24/01/2024

ইয়া রব, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, আমাকে আরও একবার হেদায়েত দিন! ♥

23/01/2024

'যে ব্যক্তি কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায় সে কখনো লজ্জাস্থানের হেফাজত করতে সক্ষম হয় না।'
'এখন যৌবন যার' বই থেকে

23/01/2024

অনলাইনে নির্দিষ্ট কাউকে মুগ্ধ করার জন্য, দ্বীনদার সাজা—নিকৃষ্টতম রিয়া। রিয়া আমল বাতিল করে দেয়। রিয়া গোপন শিরক।

শাইখ আতিক উল্লাহ হাফি.

22/01/2024

নারীরা যেন অন্য নারীকে নিয়ে বিদ্রুপ না করে। হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উওম।🌸

(সূরাঃ হুজুরাত- ১১)

22/01/2024

যৌবন এমন একটি সময়!
ইনকাম না করলে
পৃথিবী হারাবেন,
আর ইবাদত না করলে জান্নাত হারাবেন। 🌸

22/01/2024

যে ব্যাক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকাজ করে এবং বলে, আমি তো আত্মসমর্পণকারী। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে?🌸✨

[ সূরাঃ হা-মীম সাজদাহঃ ৩৩ ]

21/01/2024

একদিকে কত আশা, আকাঙ্খা, পরিকল্পনা আর অন্যদিকে 'কুল্লু নাফসিন জাইকাতুল মাউত'😢

21/01/2024

যতটা সম্ভব জ্ঞান অর্জনের চেষ্টা করুন, কারণ জ্ঞান হেদায়েতের দিকে নিয়ে যায় এবং হেদায়েত আল্লাহর দিকে নিয়ে যায়।🌸🌸🌸

Dr.Bilal philips

21/01/2024

An important reminder for every Muslim 🌸

20/01/2024

মুখের কথা হলো থুতুর মতো, যা একবার বাহিরে বের করে দিলে আর দ্বিতীয়বার ভেতরে ফেরত নেওয়া যায় না।তাই কোনো কথা বলার আগে শতবার ভেবে বলা উচিৎ। আল্লাহ তায়ালা আমাদের জিহ্বা নামক তলোয়ারের ধার থেকে আমাদের সকল ভাই-বোন দের হেফাজত করুন।
আমিন🌸🤲

19/01/2024

জুমার দিনের আমল
'যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নুর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে।' [মিশকাত ২১৭৫]
রাসূলুল্লাহ সা. আরও বলেছেন, “যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দিক থেকে দশটি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের (ফিতনা) থেকে পরিত্রাণ পাবে।” অন্য বর্ণনায় ‘কাহাফ সূরার শেষ দিক থেকে’ উল্লেখ হয়েছে। [মুসলিম ৮০৯, তিরমিযী ২৮৮৬]

Alhamdulillah 🤲

19/01/2024

রাসুলের স্ত্রী হওয়ার আগেই উম্মু সালামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে একটা হাদিস শোনেন। হাদিসটি হলো এই---
—‘যখন কোনো মুসলিম বিপদে পড়ে, তখন যদি সে আল্লাহর নির্দেশ মোতাবেক ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে এবং এই দুআ পাঠ করে—‘আল্লাহ, আপনি আমাকে বিপদে ধৈর্যধারণের সাওয়াব দান করুন এবং (আমার থেকে যা চলে যাচ্ছে ) তার চেয়ে ভালো শূন্যতাপূরণকারী দান করুন’, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো শূন্যতাপূরণকারী দিয়ে ধন্য করবেন।’ (১)

রেফারেন্সঃ (১) সহিহ মুসলিম, হাদিস ৯১৮

19/01/2024

🙏

17/01/2024

এতিম খানার দেয়ালে ইটের টুকরো দিয়ে লেখা ছিলো!

চাওয়ার ছিলো অনেক কিছু পাইনি আমি কিছু, আরেকটিবার বাবা ফিরে এসো কথা ছিলো কিছু!! 💔😢😢

17/01/2024

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"যে তোমার নিচের লোক তার দিকে তাকাও,যে তোমার চেয়ে বড় তার দিকে তাকিও না। এর মাধ্যমে আপনি আল্লাহ আপনাকে যে অনুগ্রহ দান করেছেন তা আরও ভালভাবে উপলব্ধি করতে সক্ষম হবেন।"🌸

17/01/2024

"ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তখনই বাড়ে, যখন বান্দার আমল কমে যায়।"

— বিশর বিন হারিস (রহ.)

সূত্র: হিলইয়াতুল আউলিয়া ৮/৩৪৪

17/01/2024
17/01/2024

🌸🤲

17/01/2024

- অন্তর যত বেশি ক্ষত হয় আল্লাহর সাথে কথা বলে ততো বেশি'ই তৃপ্তি পাওয়া যায়, কারন ক্ষত অন্তর'ই আমাদের আল্লাহর মুখাপেক্ষী করে বেশি ❤️

16/01/2024

‘‘যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে, সে যেন মানুষের ব্যাপারে ভাল ধারণা পোষণ করে।’’
— ইমাম আশ-শাফেঈ রাহিমাহুল্লাহ
[ আত ত্ববাকাতুল কুবরা, শারানি: ১/৯৪ ]

আর আমরা একজন মানুষ সম্পর্কে কত সাবলিল ভাবে যা নয় তা ভেবে নেই যাচাই ছাড়া😢🤲

16/01/2024

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলো যে, ইয়া আল্লাহ! খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম। তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেনো?
আল্লাহ উত্তরে বললেন- তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘর ঢুকেছিলো তোমাকে খাবার জন্য। তাই আমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিয়েছি।

আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেন ঠিক এজন্যই যেনো তারা আমাদের ক্ষতির কারণ না হয়

আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ উত্তম পরিকল্পনাকারী!❤️

16/01/2024

বই পড়ার ইচ্ছা হারিয়ে ফেলার চাইতে খারাপ বইটা কে জিবন থেকে বাদ দিয়ে দিন🙏🌸

বিষাক্ত মানুষ এর ক্ষেত্রেও লেখাটা প্রজয্য🌿

16/01/2024

পরিবার পরিজন আর বন্ধুদের মধ্যে সেসকল প্রিয়জন দের কাছে চিরকৃতজ্ঞ আমি,,যারা আমায় ইসলামের সৌন্দর্য্য দেখিয়েছে💜
যাদের অভিমান, শাসন আমায় মন্দ কাজ থেকে একটু হলেও দুরে রেখেছে💜

.S.J

Videos (show all)

#reelsvideo #reelsfb
একদিকে কত আশা, আকাঙ্খা, পরিকল্পনা আর অন্যদিকে 'কুল্লু নাফসিন জাইকাতুল মাউত'😢
🌸🤲
😢😢🤲🤲🤲
Peace, 🌸
NAMAZ🌸💜

Website