Ranaturja Admission Aid
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ranaturja Admission Aid, Education, .
1971 সালের এই অক্টোবর মাসে জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের দ্বিতীয় আয়োজিত কনসার্টে Joan Baez - 'The Song Of Bangladesh ' গানটি করে। যার প্রতিটি লাইন মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তোলে।
Song of Bangladesh
by Joan Bayez
Bangladesh Bangladesh
Bangladesh Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind men who carry out commands
Which flow out of the laws upon which nation stands
Which say to sacrifice a people for a land
Bangladesh Bangladesh
Bangladesh Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
Once again we stand aside
And watch the families crucified
See a teenage mother's vacant eyes
As she watches her feeble baby try
To fight the monsoon rains and the cholera flies
And the students at the university
Asleep at night quite peacefully
The soldiers came and shot them in their beds
And terror took the dorm awakening shrieks of dread
And silent frozen forms and pillows drenched in red
Bangladesh Bangladesh
Bangladesh Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
Did you read about the army officer's plea
For donor's blood it was given willingly
By boys who took the needles in their veins
And from their bodies every drop of blood was drained
No time to comprehend and there was little pain
And so the story of Bangladesh
Is an ancient one again made fresh
By all who carry out commands
Which flow out of the laws upon which nations stand
Which say to sacrifice a people for a land
Bangladesh Bangladesh
Bangladesh Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
01. Neither of them saw ------. [সার্কেল অ্যাডজুটেন্ট-০৪]
(দুইজনের কেউই একে অপরকে দেখেনি)
A. each other B. the other
C. one another D. other
Ans: B (the other)
Incorrect : Neither of the saw each other.
Correct: Neither of them saw the other.
ব্যাখ্যা
Neither এর সাথে each other বসে না। Neither of them মানেই তাদের দুই জনের প্রত্যককে বুঝানো হয়েছে, এক্ষেত্রে আর each other দরকার নেই, তা ব্যবহার করলে redundancy জনিত ভুল হবে।
(ইংরেজি আর বাংলা তো এক নয়। ইংরেজিতে either, neither, both এর সাথে each other হচ্ছে redundant)
Incorrect : Neither of them trusts each other.
Correct: Neither of them trusts the other.
(তাদের কেউই একে অপরকে বিশ্বাস করে না)
অনুরূপ,
Neither side trusts the other.
(দুই পক্ষের কেউই একে অপরকে বিশ্বাস করে না)
আরও উদাহরণ
Reza and Runa are spouses but neither of them loves the other (each other নয়)
Rahim and Rubel were close friends. Now neither of them (likes)/(talks to) the other.
It's an absurd situation. Neither of them will talk to the other.
02. Humans are the only factors in the ecosystem ------ are responsible for the changes in the ecology.
(বাস্তুবিদ্যায় মানুষ হচ্ছে বাস্তুসংস্থানের একমাত্র নিয়ামক যারা পরিবর্তনের জন্য দায়ী)
A. which B. whom C. who D. what
উত্তর : A (which)
ব্যাখ্যা : এই বাক্যের নিকটতম antecedent হচ্ছে factors তাই pronoun টি which নিতে হবে।
Humans আর the only factors এই দুটো হচ্ছে antecedent (Humans এখানে ecosystem নয়, বরং humans হচ্ছে factors তাই ecosystem এখানে antecedent নয়, factors অনুসারে which)
উল্লেখ্য, the only থাকায় প্রশ্নে that থাকলে which এর চেয়ে that প্রাধান্য পাবে।
Man is the only animal that uses language/fire.
03. Which one of the following sentences is correct? [DU 1999-00, IU G 2013-14]
A) Selim, you and I shall be punished.
B) I, you and Selim shall be punished.
C) You, me and Selim shall be punished.
D) You, Selim and I shall be punished.
সঠিক উত্তর D
প্রশ্নটি A text book of advanced functional English by Mohiuddin & Kashem এর বইয়ের correction অংশ থেকে সেট করা হয়েছিল।
ব্যাখ্যা:
You, Selim and I shall be punished.
এটা (শাস্তি পাওয়া) সাধারণ বিবৃতি তাই 231 অনুসারে Subject pronoun বসেছে। এতে কোনো দোষ অথবা অপরাধ স্বীকার করা প্রকাশ পায়নি।
অপরাধ স্বীকার করার বাক্যগুলো
নিম্নোক্ত ধরনের হয়। সেক্ষেত্রে 123 অথবা 132 নিয়ম অনুসারে Subject pronoun বসে।
I, you and he committed the crime/murder.
I, you and he are to blame.
I, you and he are guilty.
I, you and he are at fault ( = responsible) for this.
I and you broke the glass.
I and you stole the bicycle.
04. Let - introduce - to - . [CU E, Law 2015-16]
A. my, you, his
B. me, you, him
C. myself, yourself, himself
D. mine, yours, he
E. him, she, their
Ans:B
verb এবং preposition এর পরে pronoun এর object form বসে।
তাই বাক্যটি হবে
Let me introduce you to him.
(তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই)
উল্লেখ্য, একসাথে থাকলে 231 নিয়ম অনুসরণ করে
কিন্তু প্রশ্নে তো আলাদা আলাদা জায়গায় শূন্যস্থান।
তাই এখানে 231 এই ক্রম অনুসরণ করবে না।
এক সাথে থাকলে 231
The man kindly helped you, him and me.
05. Choose the correct sentence.
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ২০০৬]
A. The presents are for you and me.
B. The presents are for you and I.
C. The presents are for me and you.
D. The presents are for I and we.
Ans:A
এখানে be verb এর পরে preposition 'for' আছে তাই এর পরে pronoun এর object form বসবে এবং 231 ক্রম অনুসারে বসবে।
তাই সঠিক হচ্ছে The presents are for you and me.
(উপহারগুলো তোমার এবং আমার জন্য)
অনুরূপ,
This room is for him and me. (me and him নয়)
ধামাকা!
One of + possessive determiner + plural noun এর পরিবর্তে A + noun + of + possessive pronoun ব্যবহার করা হয়ে থাকে।
[এক্ষেত্রে of এর পরে objective pronoun (me, him, you) এর ব্যবহার ভুল]
possessive pronouns:
mine, yours, his, hers, ours, theirs
One of my brothers is a doctor.
= A brother of mine is a doctor.
One of my laptops has been lost.
= A laptop of mine has been lost.
He is a friend of mine. ( = one of my friends)
I heard the news from a relative of his.
( = one of his relatives)
He is an old friend of mine. = He is one of my friends and we have been friends for a long time/I have known him for a long time.
06. When a man tended to know how I had got - contact number, I told him that I was given it by a relative of --. [BSMRSTU (F) 18-19]
A. him/him B. his/bim
C. him/his D. his/his
Ans:D
a relative of his = one of his relatives
07. A laptop of - has been lost. [MBSTU (B) 16-17]
(আমার একটা ল্যাপটপ হারিয়ে গেছে)
A. my B. mine C. me D. I
Ans:B
A laptop of mine = one of my laptops
08. You shouldn’t say nasty things about Jessica.
She is a friend of ---. [CU E 02-03]
A. her B. you C. ours D. me
Ans:C
She is a friend of ours = She is one of our friends.
09. A snake can eat and digest animals much larger than -------------. [DU B 2013-14]
(একটা সাপ তার নিজের চেয়ে বেশ বড় আকারের জীবকে খেয়ে হজম করতে পারে)
A. it B. itself C. its D. it has
সঠিক উত্তর B. itself
যখন subject এবং verb/preposition এর object একই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে তখন object এর স্থলে reflexive pronoun ব্যবহৃত হয়।
Incorrect: I love me.
Correct: I love myself.
প্রশ্নটা Barron's TOEFL এর Problem 50 এর Part A এর উদাহরণটি একটু পরিবর্তন করে সেট করা হয়েছিল।
The jaw structure of a snake permits it to eat and digest animals much larger than ---
A. it B. itself C. its D. it has
Ans: B. (itself)
10. Any of you may take it. I don't care ---.
[বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (ব্যক্তিগত সহকারী)-২০]
A. which B. what C. who C. whom
Ans:C
Any of you may take it. I don't care who (will take it.
(তোমাদের মধ্যে যে কেউ এটা নিতে পারে; কে এটা নিবে তা নিতে আমার মাথাব্যথা নেই/আমি পরোয়া করি না)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
Sweet are the uses of adversity.
এখানে sweet কেন adjective এবং are কেন বসলো?
Sweet - the uses of adversity. [CU B1 15-26]
(ভাবার্থ: দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা, বিপর্যয় অভিশাপ নয়, আশির্বাদ)
Or, Shakespeare is of the view that "Sweet - the uses of adversity. [CU D 17-18]
A. is B. are C. has D. have
Ans:B
বাক্যটি William Shakespeare এর As You Like It (a comedy play) থেকে নেয়া।
এই বাক্যে 'Sweet' subject নয়। কারণ sweet শব্দটি (predicative) adjective আর শুধু adjective একাকি subject হতে পারে না। subject হতে সাধারণত noun বা noun equivalent হতে হয়।
জোর প্রদানের জন্য এই বাক্যে inversion হয়েছে। মানে subject এর আগে verb বসেছে।
the uses of adversity (noun phrase) হচ্ছে subject এবং এর head word হচ্ছে uses তাই plural verb (are) ব্যবহৃত হয়েছে।
স্বাভাবিকভাবে বাক্যটি লিখলে এমন হবে,
The uses of adversity are sweet. (normal)
কিন্তু জোর প্রদানের জন্য inversion করা হয়েছে।
Sweet are the uses of adversity. (Emphatic)
সাধারণত সাহিত্যে/লিখিত রূপে এমন inversion/fronting দেখা যায়।
এমন inversion হওয়া বাক্যগুলোতে verb এর পরের noun/pronoun অনুসারে verb বসবে। noun/pronoun টি singular হলে verb singular আর noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
অর্থাৎ There দিয়ে শুরু হওয়া বাক্যের নিয়ম অনুযায়ী হবে।
আর sweet যেহেতু adjective complement তাই এক্ষেত্রে have/has/had ব্যবহৃত হয় না।
have verb + Object (noun/pronoun)
I have a pen. Have it done.
Be verb + adjective/noun complement
He is a doctor. He is honest.
অনুরূপ,
He is good. সে ভালো।
Good is he. সে তো ভালোই।
Here/There এর মতো,
Adjective + singular verb + singular subject
Adjective + plural verb + plural subject
Blessed are the poor/the pious.
Loud were the cries of the victim.
Blessed is he who gets a good wife.
Blessed is the man who trusts in the Lord.
Uneasy lies the head that wears a crown.
(মুকুট না আগুনের ডালা = মুকুটধারী মাথা ঘুমের অভাবে করে ব্যথা)
Gone are the days when we went fishing.
[MASTER পড়ুন, সাথে থাকুন ]
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
চমকপ্রদ!
Go এর past participle দুইটা gone এবং been
Been is used as the past participle of go when somebody has gone sonewhere and come back.
(Oxford Advanced Learner's Dictionary, go)
She has gone to China ( = is now in China or is her way there).
সে চীনে গেছে (এখনো ফিরে আসেনি)।
She has been to China ( = she went to China and has now returned).
সে চীন ঘুরে/পরিদর্শন করে ফিরে এসেছে।
J C Nesfield এর বইয়ে দেয়া আছে
Go, wend ---- went ------ gone
(আগে যাওয়া অর্থে wendও ব্যবহৃত হতো, সেখান থেকে went এসেছে)
তুমি কি কখনো বিদেশে গিয়েছ?
Have you ever been abroad/overseas?
Or, Have your ever been to a foreign country?
01. Have you ever --- to Japan?
(কখনো জাপানে গিয়েছ/গিয়েছেন?)
[প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯]
Have you ever - to London?
[CAAB এর ইন্সপেক্টর ২০২১]
A. been B. went C. go D. visit
Ans:A
02. I visit Cox's Bazar frequently. However, I have never --- Teknaf. [CGDF এর অডিটর ২০১৭, CAAB এর সিনিয়র অফিসার ২০২১]
A. went to B. visited to
C. gone D. been to
Ans:D
03. Select the right form of verb in the bracket:
You ever (be) to London?
[বিআরটিএ এর মোটরযান পরিদর্শক ২০১৭]
A. You ever been to London?
B. Have you ever been to London?
C. Have you had been to London?
D. Have you been to London?
Ans:B
04. I -- to a foreign country.
[CAAB এর অ্যারোড্রাম ফায়ার লিডার ২০২১]
A. was never been
B. am never gone
C. have never been
D. am never been
05. I have never - Tangail. [MBSTU B 2019-20]
(আমি কখনো টাঙ্গাইলে যাইনি)
A. been B. been to
C. being D. run
Ans:B
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
২০ মে ২০২২ অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি অংশের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান।
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
1. Which of the following is in plural form?
ক) analysis খ) media গ) datum. ঘ) radius
Ans: খ
Singular ------ Plural
Analysis ------ analyses
Medium ------ media
datum (ডেইঠাম) -------- data (ডেইঠা)
radius (রেইডিয়াই)--------- radii (রেইডিয়াই)/radiuses
2. I need to install an.......fan in the kitchen.
ক) exhaust খ) exsost গ) egzost ঘ) adjust
Ans: ক
exhaust (noun) = ইঞ্জিনের অথবা পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত বর্জ্য গ্যাস (waste gas)।
exhaust fan = গ্যাস বের করে দেয়ার জন্য ব্যবহৃত ফ্যান/পাখা।
3. Man did not know that the earth moves round the sun until it was---
ক) demonstrated খ) discovered
গ) experienced ঘ) invented
Ans: খ
কোনো কিছুর অস্তিত্ব খুঁজে বের করা বুঝাতে discover ব্যবহৃত হয়। তাই কোনো বস্তু, স্থান, ঘটনা বা তত্ত্বের উদঘাটন বা আবিষ্কার বুঝাতে discover ব্যবহৃত হয়।
Radium was discovered by Madame Curie.
Penicillin was discovered by Flemming.
America was discovered by Columbus.
এমন আবিষ্কার বুঝাতে discovery ব্যবহৃত হয়।
The discovery of penicillin is a sensational event.
The discovery of radium brought Curie fame and fortune.
The theory of relativity was discovered by Einstein.
পূর্বে ছিল না কোনো কিছু সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি করা বা উদ্ভাবন করা বুঝাতে invent ব্যবহৃত হয়।
I wish mobile phone had not been invented.
John Logie Baird invented television.
আর উদ্ভাবন বুঝাতে invention ব্যবহৃত হয়।
The invention of computer is an epoch-making event.
4. What does CV stand for?
ক) Curriculam Vitae খ) Curriculum Vitea
গ) Curriculum Vitae ঘ) Currient Vitae
Ans: গ
CV/Curriculum Vitae (UK) = Resume (US)
A CV is a short written record/description of your education, qualifications and the jobs you have done, and sometimes also your personal interests that you send to an employer when you are applying for a job.
5. Can you tell me where.....?
(বলতে পার কী রহিম কোথায় থাকে/বাস করে?)
ক) lives Rahim খ) does Rahim lives
গ) Rahim lives ঘ) Rahim does live
Ans: গ
Embedded question এ wh word + sub+ verb
--- sub + verb --- + wh word + sub +verb
I know where he lives.
(I know where does he live. নয়)
6. To everyone's surprise he got.......the examination.
(প্রত্যেকে অবাক হলো সে পরীক্ষায় সফল হলো)
ক) through খ) failed গ) over ঘ) passed
Ans: ক
get through something = পরীক্ষায়, প্রতিযোগিতায় সফল হওয়া।
I got through my exams without too much difficulty. He got through his admission test.
get over = কাটিয়ে উঠা, আরোগ্য লাভ করা।
He have not got over his father's death yet.
It took a long time to get over his illness.
7. He was brought to the police station for...
ক) judgement খ) questioning
গ) confinement ঘ) punishment
Ans: খ
He was brought to the police station for questioning. (তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয়েছিল)
He was taken to the police station for questioning.
(Oxford Advanced Learner's Dictionary, questioning)
Three suspects were taken in for questioning at the pilice station. (তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে /থানায় আনা হয়েছিল।)
(Cambridge Advanced Learner's Dictionary)
questioning = interrogation (জিজ্ঞাসাবাদ, জেরা) confinement=বন্দীত্ব, আটকাবস্থা, অবরোধ।
8. What is the meaning of the word 'Vice Versa'?
ক) For example খ) Face to face
গ) Namely ঘ) The terms being exchanged
Ans: ঘ
Vice Versa= যা বলা হয়েছে তার বিপরীতটাও ঠিক।
e.g. I love her and vice versa = She also loves me).
He doesn’t like me, and vice versa (=I also don’t like him).
e.g. [ = exempli gratia (Latin)] = for example
You should eat more food containing a lot of fibre, e.g. fruit, vegetables and bread.
viz. = namely
We both shared the same ambition, viz, to make a lot of money and retire at 40.
vis-a-vis (adj, adv) = face to face, opposite, মুখোমুখি
We sat vis-a-vis at the dining table.
9. A sentence is a group of words that expresses a complete...
ক) paragraph খ) predicate গ) fragment ঘ) thought
Ans: ঘ
বাক্য হচ্ছে পূর্ণ ভাবনা ব্যক্ত করে এমন শব্দগুচ্ছ।
A sentence is a word or group of words that expresses a complete thought or makes a complete sense.
10. A lot of news in those papers......unreliable.
(ওসব পত্রিকার প্রচুর খব নির্ভরযোগ্য নয়)
ক) is খ) were গ) being ঘ) are
Ans: ক
এখানে subject এর head word হচ্ছে news যা uncountable noun তাই singular verb ব্যবহৃত হবে।
প্রশ্নের বাক্যে A lot of হচ্ছে determiner আর in those papers হচ্ছে adjective phrase (কার্যত)/ prepositional phrase (গাঠনিকভাবে) যা verb উপরে প্রভাব ফেলে না।
No news is good news.
11. 'To read between the lines' means.....
ক) To read quickly to save time
খ) To read carefully to find out any hidden meaning গ) To read carefully
ঘ) To read only some lines
Ans: খ
To read between the lines = গোপন/গুঢ় অর্থ বের করতে মনোযোগের সাথে পড়া, আসল মর্মার্থ বুঝার চেষ্টা করা।
কারো বলা বা লেখা থেকে তার উদ্দেশ্য অথবা প্রকৃত অনুভূতি বুঝতে চেষ্টা করা।
Reading between the lines, I'd say she isn't happy with the marriage.
কোনো কিছুর মধ্য থেকে সরাসরি বর্ণিত নয় এমন অর্থ আবিষ্কার করা অথবা খোঁজ করা।
Reading between the lines, I think your wife wants to leave you.
12. The word 'decade' means:
ক) rotten objects
খ) decaying old age
গ) a group of ten people
ঘ) a period of ten years
Ans: ঘ
Decade (ডিখেইড) =এক দশক, বিশেষত টানা দশ বছর যেমন ২০০০-২০০৯, ২০১০-২০১৯, ২০২০-২০২৯
A decade of misgovernment has bankrupted the country. (এক দশকের অপশাসন/কুশাসন দেশটিকে দেউলিয়া করেছে)
Amitab Bacchan's acting career spanned almost six decades.
Bangladesh attained independence in 1971, after decades of struggle.
13. পাখিরা কিচির মিচির করে।- এর অনুবাদ
ক) Birds shout at dawn.
খ) Birds cry at dawn.
গ) Birds sing at dawn.
ঘ) Birds twitter at dawn.
Ans: ঘ
Twitter = (পাখি সম্বন্ধে) কিচির মিচির করা, (মানুষ সম্বন্ধে) ভয়ে, উত্তেজনায় দ্রুত কথা বলা।
14. 'Syntax' means
ক) Supplementary text.
খ) Synchronizing act
গ) Manner of speech
ঘ) Sentence building
Ans: ঘ
Syntax (সিনট্যাক্স) = sentence building/construction
Syntax = the grammatical arrangements of words and phrases to create well-formed sentence.
15. The minister told his officials to.....a press conference. (মন্ত্রী তার কর্মকর্তাদেরকে সংবাদ সম্মেলন আয়োজন করতে বললেন
ক) announce খ) arrange
গ) prepare ঘ) speak
Ans:খ
arrange a meeting/a press conference
সভা/সংবাদ সম্মেলন আয়োজন করা।
16. 'Oncology' related to------
ক) Law খ) Medicine গ) Ecology ঘ) Environment
Ans:খ
Oncology=the study and treatment of tumours.
17. A remedy for all diseases...
ক) all cure খ) panorama গ) polyglot ঘ) panacea
@ ঘ
remedy= প্রতিকার; panorama= বিস্তৃত দৃশ্য;
polyglot =বহুভাষী ব্যক্তি ;
panacea=সর্বরোগহর, সর্বরোগের প্রতিকার।
Technology is not a panacea for all our problems.
There is no panacea for the economic problem of Sri Lanka right now.
18. 'Brain child' means....
ক) special child খ) intelligent person
গ) a person's idea ঘ) autistic child
Ans: গ
Brainchild হচ্ছে কোনো ধারণা বা উদ্ভাবন যা বিশেষ কোনো ব্যক্তির সৃজনশীলতা বিবেচনা করা হয়।
(brainchild হবে, brain child নয়)
MASTER is the brainchild of Md. Jahangir Alam.
19. A stage of shortsightedness......
(ক্ষীণদৃষ্টির একটা ধাপ/পর্যায়---)
ক) Myopia খ) Autopsy গ) Maternity ঘ) Abortion
Ans: ক
Myopia = দৃষ্টিক্ষীণতা; autopsy = post-mortem, ময়নাতদন্ত; Maternity = মাতৃত্ব; Abortion = গর্ভপাত
20. A state where all religions are respected.......
(এমন দেশ যেখানে সব ধর্মকে সম্মান করা হয়---)
ক) Good state খ) Secular
গ) Holy country ঘ) Reactor
Ans: খ
Secular (ধর্মনিরপেক্ষ)
Bangladesh is a constitutionally secular state.
4 টা (2, 7, 15, 18) বাদে বাকি ১৬ টি MASTER থেকে হুবুহু কমন এসেছে এবং সবগুলোই বিগত সালের রিপিট প্রশ্ন।
৫ টি নিয়ম মনে রেখে ইংরেজিতে ৭২ টি প্যারাগ্রাফ শিখুন খুব সহজেই
২০২২-২৩ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভকামনা জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
বিস্তারিত জানতে: http://www.rub.ac.bd/admission
#রবি #রবীন্দ্রবিশ্ববিদ্যালয়
চমক!
০১
Have = কাউকে ঠকানো, প্রতারিত করা
Don't let him have you.
(দেখো, সে যেন তোমাকে না ঠকায়।)
Spoken এ have been had ব্যবহৃত হয়।
এর মানে কারো কাছ থেকে বেশি মূল্য নিয়ে তাকে ঠকানো হয়েছে।
I'm afraid you've been had.
(আমি দুঃখিত তোমাকে/আপনাকে ঠকানো হয়েছে)
The picture's a fake; you've been had.
If she is fool enough to want you, she can have you.
(সে যথেষ্ট বোকা হলেই তোমাকে চাইতে পারে, সে তোমাকে ঠকাতে পারে)।
০২
The man in the street
= an average or ordinary person, either male or female অর্থাৎ the man in the street মানে সাধারণ মানুষ/লোক (রাস্তার লোক নয়)।
The proper function of the press is surely to provide the man in the street with facts.
(সংবাদমাধ্যমের প্রকৃত কাজ হচ্ছে নিশ্চিতভাবে সাধারণ মানুষকে সত্য তথ্য সরবরাহ করা।)
Politicians often don't understand the views of the man in the street. (রাজনীতিকরা প্রায়শই সাধারণ মানুষের অভিমত/মতামত বুঝে না)
০৩
opinionated = having very strong opinions that you are not willing to change,
যে নিজের মতামতে অনড় থাকতে দৃঢ় মতামত দেয়।
I never met anyone so arrogant and opinionated.
He is very opinionated, but undeniably sincere.
self-opinionated = যে শুধু নিজের ধারণাকে সঠিক বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে ও প্রকাশ করে ।
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
এইবার যারা মেডিলকেল,ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছতার কারনে ভর্তি হতে পাচ্ছেন না।
যারা সত্যিকারে আর্থিকভাবে অস্বচ্ছল তারা দ্রুত আবেদন করে ফেলুন।কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ
অনলাইন সিরাত পাঠ প্রতিযোগিতা - ২০২৩
---------------------------------------------------------- সকল ধর্মের ভাই ও বোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
সীরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন । প্রিয় নবীর আদর্শ মুসলমানদের জন্যে এক বাস্তব নমুনা ও ঘটনাবহুল কর্মসূচী। এর আলোকে মুসলমানদের কথা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রব্বুল আলামীনের সাথে মানুষের সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদের সাথে মানুষের সম্পর্ক আল্লাহর রসূলের আদর্শ অনুযায়ী হওয়া উচিত। হযরত আয়েশাকে (রা:)
জিজ্ঞাসা করা হয়েছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেছিলেন, পবিত্র কোরআনই ছিল তাঁর চরিত্র। কাজেই যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজে আল্লাহ পাকের পথের পথিক দুনিয়া থেকে মুক্তি পেতে চায়, তার জন্য আল্লাহর রসূলের অনুসরণ ছাড়া অন্য কোন পথ নেই।
প্রতিযোগিতার পুরস্কার:
-------------------------
১ম পুরস্কার: ৩,০০০৳
২য় পুরস্কার: ২,০০০৳
৩য় পুরস্কার: ১,০০০৳
প্রতিযোগিতার সিলেবাস ও পরীক্ষার বিবরণ:
------------------------------------------
সিলেবাস: আর রাহীকুল মাখতূম
by আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
পরীক্ষার সময়: ১১ রমাদান, বিকাল ৩:৩০-৪:৫০ মিনিট
প্রশ্নের ধরণ : MCQ
নিজে অংশগ্রহণ করুন এবং বন্ধুদের মেনশন করুন.!
# #কাশেম বিল ভ্রমণ
শাহজাদপুর সিরাজগঞ্জ
১৮ ডিসেম্বর ২০২২
#নাটক "যুদ্ধ "
১৬ ডিসেম্বর ২০২২
স্থানঃ শাহজাদপুর সরকারি পাইলট মাঠ
আয়োজনে উপজেলা প্রশাসন শাহজাদপুর।
পরিবেশনায়ঃরবীন্দ্র থিয়েটার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
Everyone
আজকে অনুষ্ঠিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন।।।।