Dr. Md Emran Pk

Dr. Md Emran Pk

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md Emran Pk, Doctor, .

17/03/2024
18/02/2024

পুরুষাঙ্গর উত্থান জনিত সমস্যা ঃ বেশিরভাগ পুরুষ যথাসময়ে পুরুষাঙ্গের উত্থান না হওয়ারব্যাপারে ডাক্তারের কাছে অভিযোগ করে থাকেন। এটা পুরুষদের গুরুতর যৌন সমস্যা। অসংখ্যলোক এই সমস্যায় ভুগছেন। আমাদের দেশে এ সমস্যার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও আমেরিকান পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ১কোটি লোকের পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা রয়েছে। যার জন্য প্রতিবছর ৩০,০০০ লোক হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে। অনেকেই আবার যৌনতায় সক্ষম বলে জানালেও পুরুষাঙ্গের উত্থান ধরে রাখার ব্যাপারে অসুবিধার কথা বলে থাকে। কারন এটি পরুষদের একটি সাধারণ যৌন সমস্যা। পুরুষাঙ্গ একেবারে উত্থান না হলে সমস্যাটাকে পুরুষত্বহীনতা নামে অভিহিত করা হয়। পুরুষত্বহীনতা হচ্ছে পুরুষাঙ্গের ততটুকু উত্থানের অসামর্থতা, যার ফলে সহবাসকালীন স্রীর অঙ্গে সম্পুর্ণ প্রবেশ সম্ভব হয়ে উঠে না। কাউকে পুরুষত্বহীন তখনই বলা যাবে যদি তার উত্থানজনিত সমস্যা যৌন জীবনের ২৫ ভাগ সময়ে দেখা দেয়। কারনঃ বিভিন্ন কারনে পুষাঙ্গের উত্থান সমস্যা বা পুরুষত্বহীনতা দেখা দেয়। যদি কারো দীঘদিন ব্লাডপ্রেসার,মাত্রাতিরিক্ত ডায়াবেটিস কিংবা অন্য কোনো রোগের কারনে রক্তে চর্বির মাত্রা বেশি থাকে তবে রক্তনালীতে চর্বি সন্চিত হয়ে পুরুষাঙ্গে স্হায়ীভাবে রক্তের প্রবাহ কমিয়ে দিতে পারে ১। মদ্যপানের কারণে ২৷ মস্তিস্কের টিউমার কারণে ৩। হরমোন জনিত কারণে মানসিক চাপ জনিত কারণে ৪। মানসিক চাপ জনিত কারনে ৫।বার্ধজ্য জনিত কারনে ইত্যাদি। ডাঃ মোঃ ইমরান হোসেন

08/02/2024

আলকুশী বিজের উপকারিতা যৌন দুবলতা রোগে বহু আগে থেকে ব্যাবহার হয়ে আসছে এছারাও পারকিনসস্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত এল ডোপা নামক রাসায়নিক পদার্থটির প্রাকৃতিক উৎস হচ্ছে আলকুশী গাছ তায় এই ভয়াবহ রোগের চিকিৎসায় আলকুশী গাছের অবদান অপরিসীম আর যেহেতু আলকুচী গাছ থেকে প্রাকৃতিকভাবে এল ডোপা পাওয়া যায় তাই এর পাশ্বপ্রতিক্রিয়া কম হয় আর এ কারণে উন্নত বিশ্বে হারবাল চিকিৎসার মাধ্যমে পারকিনসস্ন নিরাময়ে ব্যবহৃত হচ্ছে আলকুশী গাছ এমনকি আমেরিকাতেও আলকুশী গাছ থেকে উৎপন্ন ডোপামিন মিউকুনা ও এল ডোপা নামে তিনটি বিখ্যাত ব্রান্ডের ঔষধ রয়েছে এছাড়াও গবেষণায় আরও দেখা যায় যে যাদের যৌন দুবলতা রয়েছে তারা এই ঔষধ ব্যবহারে উপকার পেয়ে থাকেন এ গাছ বিদ্যমান এলকালয়েড পিউরিনিন ও পিউরিনিডিল পুরুষের টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বাড়ায় ফলে লিঙ্গ দৃঢ় হয় এবং শুক্রকীটের সংখ্যা বেড়ে যায় ডাঃ মোঃ ইমরান হোসিন

Website