SH Hasib

SH Hasib

মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হওয়ার জন্য।

29/03/2024

⛰️🫶🏻

14/03/2024

যারা মনে করেন আল্লাহ আমায় কিছুই দেয় না, তারা একটু রাস্তার অসহায় পথচারী মানুষগুলোর জীবনযাপন দেখে আসো, হয়তো তুমি যেই অবস্থায় আছো ওই অবস্থায় যাওয়ার জন্য কিছু মানুষ হাহাকার করে..!!

10/03/2024

জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত সময় /মুহূর্ত /ঘটনা আমাদের জীবনে আসে,
হয়তো, যার জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না।

পরিস্থিতি যেমনি হোক আপনাকে মানিয়ে নিতে হবে,
কারণ, মানুষ কখনো তার নিজের ভুল ধরতে জানে না।

এটাই মনে হয় চরম সত্য যে, মানুষ কখনো আমাদের নিয়ে সন্তুষ্ট না, কারণ তাদের প্রত্যাশা আমাদের সাধ্যের বাইরে....!!!
জীবনে কিছু জিনিস এড়িয়ে চলুন দেখবেন জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে..!!!!

Md Pikul sir🖋️

08/03/2024

💖💖

07/03/2024

কিছু মানুষ সেচ্ছায় একা হয়ে যায়। কি অদ্ভুত কারণে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেয়। সব কিছু ছেড়ে ছুড়ে এক নিঃসঙ্গ জীবন। যেন, একা থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই!

22/02/2024

১৯৫৮ সাল ঈদের দিন ঢাকায় নারীদের রিকশায় ঘোরাঘুরি।

22/02/2024

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

20/02/2024

Real🤍

20/02/2024

একটা মানুষ থাকবে।
যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"
গায়ে গা ঘেঁষে চলবে।
রাস্তা পার হতে তোমার ডান হাতের একটা আঙুল শক্ত মুঠোয় ধরবে,
রাস্তায় দাঁড়িয়ে লাল চা, একটা পশম দেওয়া সস্তার পুতুল।
গোলাপ না হলেও চলবে,
তবে রামধনু রঙা হাসি আঁকড়ে নিয়ে থাকবে।
একটা মানুষ,
যে হঠাৎ করেই বলবে, " সাথে থাকবো, ব্যস।"
--- অনিবেন্দ্র 🍁

Picture Credit - Neelava Das

15/02/2024

Prem korle biye kormu final, hudai timepass koira kaw re kosto dewar manush na ami💯

14/02/2024

আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে🫂

[Band Music Fans Of Banglad.]

14/02/2024
03/02/2024

Life ❤️‍🩹

[ ratul ]

02/02/2024

Respect from heart to you sister 💖
_tawhid bhuiyan

30/01/2024

The pain of separation from the person You love is sometimes worst than death"💬💔

credit: Rifat🖤

29/01/2024

No matter how busy I am. I am always ready to reply your message.💬🫶🏻

28/01/2024

Infinity love for my mother ♾️

25/01/2024

প্রতিটা সম্পর্কের এমন একটা সুন্দর সমাপ্তি হোক🌸

25/01/2024

She's Always In My Mind! 💫🤍

[Sohaib]

25/01/2024

A love language ft, Holding hands😊🫶🏻

25/01/2024

তুমি চইলা যাওনের পর; মাইনসে আমারে কইছে আমি নাকি পাগল হইয়া গেছি, মায়ে জোর কইরা আমারে লইয়া গেলো ডাক্টারের কাছে, ডাক্টার আমারে দেইখা লম্বা একটা ঔষুধের লিস্ট ধরাইয়া দেয়। অথচ আমি প্রেসক্রিপশন চাইয়া দেহি কোথাও তোমার নামডা লেহা নাই.!

[Bimur-বিমুঢ়]

25/01/2024

বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিলো!❤️‍🩹

[FILM BY CHAYON]

25/01/2024

TSC
Dhaka University💖

Videos (show all)

🗿🫶🏻
She is perfect💗
Today's Kids: It's just a background music! 🤡Meanwhile :
Florian wirtz's🫡only it’s possible of Germany🔥💯
Real💯💯
Halal always beautiful💟🫶🏻
⛰️🫶🏻
King strikes again🗿
Me without dad money:((
🇵🇸❤️‍🩹
Men😄
Allah maf koro..😓

Website