BDCyclists

BDCyclists

A Cycling Community, based in Bangladesh. Please spare a few minutes to fill up the registration form of the group. Go there!

FB group: facebook.com/groups/bdcyclists/
Register: bdcyclists.com/register/
QA/FAQ: bdcyclists.com/qa/
Plz Post your query at our FB Group/Website. Join our FB Group ( www.facebook.com/groups/bdcyclists/ )

We are neither an elite athlete group, nor people who are training only to compete in races. We are general people like you who is either a student, a service holder, a business person having

04/09/2024

পূর্বের DSBDC গ্রুপটি ডিজেবল হয়ে যাওয়ায় নতুন করে আবার গ্রুপটা রিক্রিয়েট করা হইসে।

সাইক্লিং রিলেটেড প্রশ্ন-উত্তর, কেনা-বেচা বা জানার জন্য বিডিসাইক্লিস্টের অফিসিয়াল সাব গ্রুপ DSBDC - Desperately Seeking BDCyclists এ জয়েন করতে পারেন।

ইনভাইট করতে পারেন যাদের প্রয়োজন তাদের। সাইক্লিং এর টেকনিকাল ব্যাপারগুলো সম্পর্কে জানাশোনা থাকলে বা অন্য প্রশ্নগুলোর উত্তর দিয়ে কাউকে উপকার করতে চাইলে আপনাকেই খুঁজছি আমরা 🙂

হ্যাপি সিকিং! হ্যাপি সাইক্লিং!

29/08/2024

বাইসাইকেল ও এক্সেসরিজ কেনা/বেচা, জিজ্ঞাসার জন্য বিডিসাইক্লিস্টের সাব গ্রুপ DSBDC Desperately Seeking BDCyclists আজকে বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। যতদূর ধারণা করতেসি ফেসবুক থেকে রিমুভ করা হইসে। তবে কোন পলিসি ভায়োলেশন এর ওয়ার্নিং বা কোন নোটিফিকেশন আমরা পাই নাই।

কেউ কি আছেন আমাদের গ্রুপটা রিকভার করতে সাহায্য করতে পারেন? এই ধরণের সমস্যা কখনো ফেস করিনাই তাই বুঝতেও পারছিনা কি করা উচিত।

প্রতিদিন প্রায় ৫০+/- জন মানুষের পারপাস সার্ভ করতো ভলান্টারি এই প্ল্যাটফর্মটা। শুক্রবার দিন বিজনেস ওনাররা পোস্ট দিতে পারতো, সেদিন এক্টিভিটিও থাকতো বেশ বেশি।

দেশে সাইক্লিং রিলেটেড লার্জেস্ট হাব ছিলো এটা আর ২০১৫ সালে ক্রিয়েট করা গ্রুপটার মেম্বারো ছিলো ৮০+ হাজার।

কোনভাবে সাহায্য করতে পারলে আমাদের জানানোর অনুরোধ রইলো।

ধন্যবাদ।

23/08/2024

Today we shall be discussing with Imtiaz Ilahi about his Norseman journey. We shall also be discussing our plans to support Khagrachhori, one of our favourite places, during this flood

22/08/2024

আপনারা সবাই বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্পর্কে অবগত। অনেকেই চাচ্ছেন ফান্ড ডোনেট করতে বা কোনো ভাবে বন্যা দুর্গতদের পাশে দাড়াতে।

নতুন করে ফান্ড রেইজ করার থেকে যারা ইতিমধ্যে সেখানে পৌছে গিয়েছেন, কাজ করছেন তাদের মাধ্যমে হেল্প করাটা আমাদের দৃষ্টিতে শ্রেয় বলে মনে হয়েছে।

বর্তমান সিচুয়েশনে বন্যার্তদের রেসকিউ করাটাই মেইন কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। গতকাল থেকে স্রোত ও অন্যান্য প্রতিকূলতায় অনেক জায়গায় স্পিডবোট যেতে পারছে না, ছোট ট্রলার গুলিও কাজে দিচ্ছে না। ওয়েদারের কারণে রেস্কিউ এর হেলিকপ্টারগুলোও পজ রাখতে হচ্ছে অনেক সময়। আবার অপরিকল্পিত ভাবে সাহায্য করতে গিয়েও অনেকে বিপদে পড়ে গেছেন।

যারা সাহায্য করতে চান তারা প্রচেষ্টা ফাউন্ডেশন, গিভ বাংলাদেশ, আস সুন্নাহ ফাউন্ডেশন অথবা আপনাদের ট্রাস্টেড কারো পাশে দাড়াতে পারেন।

অতীতে বিডিসাইক্লিস্ট থেকে বেশ ক'বার বন্যা, কোভিড চলাকালীন সময়ে গিভ বাংলাদেশ এবং তাদের পার্টনার দের সাথে মাঠ পর্যায়ে কাজ করেছি। এ ধরণের কাজে তারা যথেষ্ট অভিজ্ঞ এবং রেকমেন্ডেড।

ফাইনালি কিছু সময় থাকে যখন হাজার চেষ্টার থেকেও নিয়তি আর সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছাড়া খুব কম উপায় থাকে। সবাই দোয়া করি এবং যারা কাজ করছে তাদের সাহায্য করি।

Give Bangladesh
Prochesta Foundation
As sunnah Foundation

07/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি (Bangladesh Army)

সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর

ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার): সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

বরিশাল বিভাগ

১। বরিশাল
০১৭৬৯০৭২৫৫৬
০১৭৬৯০৭২৪৫৬

২। পটুয়াখালী
০১৭৬৯০৭৩১২০
০১৭৬৯০৭৩১২২

৩। ঝালকাঠি
০১৭৬৯০৭২১০৮
০১৭৬৯০৭২১২২

৪। পিরোজপুর
০১৭৬৯০৭৮২৯৮
০১৭৬৯০৭৮৩০৮

চট্টগ্রাম বিভাগ

১। নোয়াখালী
০১৬৪৪-৪৬৬০৫১
০১৭২৫-০৩৮৬৭৭

২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬

৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০

৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

৬। ব্রাক্ষণবাড়ীয়া
০১৭৬৯-৩২২৪৯১
০১৭৬৯-৩৩২৬০৯

৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা
০১৭৬৯১০৭২৩১
০১৭৬৯১০৭২৩২

৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত)
০১৭৬৯২৪২০১২
০১৭৬৯২৪২০১৪

ঢাকা বিভাগ

১। মাদারীপুর
০১৭৬৯০৭২১০২
০১৭৬৯০৭২১০৩

২। কিশোরগঞ্জ
০১৭৬৯১৯২৩৮২
০১৭৬৯২০২৩৬৬

৩। টাঙ্গাইল
০১৭৬৯২১২৬৫১
০১৭৬৯২১০৮৭০

৪। গোপালগঞ্জ
০১৭৬৯-৫৫২৪৩৬
০১৭৬৯-৫৫২৪৪৮

৫। রাজবাড়ী
০১৭৬৯-৫৫২৫১৪
০১৭৬৯-৫৫২৫২৮

৬। গাজীপুর
০১৭৮৫৩৪৯৮৪২
০১৭৬৯০৯২১০৬

৭। মুন্সিগঞ্জ
০১৭৬৯০৮২৭৯৮
০১৭৬৯০৮২৭৮৪

৮। মানিকগঞ্জ
০১৭৬৯০৯২৫৪০
০১৭৬৯০৯২৫৪২

৯। নারায়ণগঞ্জ
০১৭৩২০৫১৮৫৮

১০। নরসিংদী
০১৭৬৯০৮২৭৬৬
০১৭৬৯০৮২৭৭৮

১১। শরিয়তপুর
০১৭৬৯০৯৭৬৬০
০১৭৬৯০৯৭৬৫৫

১২। ফরিদপুর
০১৭৬৯০৯২১০২
০১৭৪২৯৬৬১৬২

ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী
০১৭৬৯০১৩১০২
০১৭৬৯০৫৩১৫৪

৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
০১৭৬৯০২৪২১০
০১৭৬৯০২৪২১১

৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা
০১৭৬৯০৯২৪২৮
০১৭৬৯০৯৫৪১৯

ময়মনসিংহ বিভাগ

১। শেরপুর
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০২৫২৪

২। নেত্রকোণা
০১৭৬৯২০২৪৭৮
০১৭৬৯২০২৪৪৮

৩। জামালপুর
০১৭৬৯১৯২৫৪৫
০১৭৬৯১৯২৫৫০

৪। ময়মনসিংহ
০১৭৬৯২০৮১৫১
০১৭৬৯২০৮১৬৫

খুলনা বিভাগ

১। বাগেরহাট
০১৭৬৯০৭২৫১৪
০১৭৬৯০৭২৫৩৬

২। কুষ্টিয়া
০১৭৬৯-৫৫২৩৬২
০১৭৬৯-৫৫২৩৬৬

৩। চুয়াডাঙ্গা
০১৭৬৯-৫৫২৩৮০
০১৭৬৯-৫৫২৩৮২

৪। মেহেরপুর
০১৭৬৯-৫৫২৩৯৮
০২৪৭৯৯২১১৫৩

৫। নড়াইল
০১৭৬৯-৫৫২৪৫৬
০১৭৬৯-৫৫২৪৫৭

৬। মাগুরা
০১৭৬৯-৫৫৪৫০৫
০১৭৬৯-৫৫৪৫০৬

৭। ঝিনাইদহ
০১৭৬৯-৫৫২১৫৮
০১৭৬৯-৫৫২১৭২

৮। যশোর
০১৭৬৯-৫৫২৬১০
০১৭৬৯-০০৯২৪৫

৯। খুলনা
০১৭৬৯-৫৫২৬১৬
০১৭৬৯-৫৫২৬১৮

১০। সাতক্ষীরা
০১৭৬৯-৫৫২৫৩৬
০১৭৬৯-৫৫২৫৪৮

রাজশাহী বিভাগ

১। রাজশাহী
০১৭৬৯১১২৩৮৬
০১৭৬৯১১২৩৮৮

২। চাঁপাইনবাবগঞ্জ
০১৭৬৯১১২০৭০
০১৭৬৯১১২৩৭২

৩। পাবনা
০১৭৬৯১২২৪৭৮
০১৭৬৯১১২৪৮০

৪। সিরাজগঞ্জ
০১৭৬৯১২২৪৬২
০১৭৬৯১২২২৬৪

৫। নাটোর
০১৭৬৯১১২৪৪৬
০১৭৬৯১১২৪৪৮

৬। নওগাঁ
০১৭৬৯১২২১১৫
০১৭৬৯১২২১০৮

৭। জয়পুরহাট
০১৭৬৯১১২৬৩৪

৮। বগুড়া
০১৭৬৯১১২৫৯৪
০১৭৬৯১১২১৭০

রংপুর বিভাগ

১। রংপুর
০১৭৬৯৬৬২৫৫৪
০১৭৬৯৬৬২৫১৬

২। দিনাজপুর
০২৫৮৯৯২১৪০০
০২৫৮৯৬৮২৪১৪

৩। নীলফামারী
০১৭৬৯৬৮২৫০২
০১৭৬৯৬৮২৫১২

৪। লালমনিরহাট
০১৭৬৯৬৮২৩৬৬
০১৭৬৯৬৮২৩৬২

৫। কুড়িগ্রাম
০১৭৬৯৬৬২৫৩৪
০১৭৬৯৬৬২৫৩৬

৬। ঠাকুরগাঁও
০১৭৬৯৬৬৬০৬২
০১৭৬৯৬৭২৬১৬

৭। পঞ্চগড়
০১৯৭৩০০০৬৬২
০১৭৬৯৬৬২৬৬১

৮। গাইবান্ধা
০১৬১০৬৫২৫২৫
০১৭৫৪৫৮৫৪৮৬

সিলেট বিভাগ

১। সিলেট
০১৭৬৯১৭৭২৬৮
০১৯৮৭৮৩৩৩০১

২। হবিগঞ্জ
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬১৬

৩। সুনামগঞ্জ
০১৭৬৯১৭২৪২০
০১৭৬৯১৭২৪৩০

৪। মৌলভীবাজার
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

Photos from Turtle Squad's post 06/08/2024

তামিম আব্দুল্লাহ মাত্র কারাগার থেকে মুক্তি পেয়েছে।

06/08/2024

এই দেশ আমাদের সকলের। এই দেশের প্রতিটা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যেমন আমাদের সকলের দায়িত্ব, ঠিক তেমনি আমাদের পাশের সংখ্যালঘু ভাইদের পাশে থাকা, তাঁদের সহায়তা করাও আমাদের কর্তব্য।
আসুন দলমত, ধর্ম নির্বিশেষে আমরা সকলেই মানবিক হই। আসুন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি আর প্রতিহিংসাপরায়ণ হয়ে ভিন্নমত, ভিন্ন আদর্শ কিংবা ভিন্ন ধর্ম অনুসারী কারো কোন রকমের ক্ষতির কারন না হই।

বিডিসাইক্লিস্টসের সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনার আশেপাশের সবাইকে রক্ষা করুন আর বিপদেআপদে সবার পাশে দাড়ান।

সাইক্লিস্টস আর গুড পিপল! আরো একবার সময় এসেছে তা প্রমাণ করার!!

Photos from Turtle Squad's post 01/08/2024

Tamim Abdullah, আমাদের এক ভাই, ২০১৯ সালে বিডিসাইক্লিস্ট হল অব ফেইম এচিভার।

আমরা অন্যায় ভাবে তার কর্মস্থল থেকে তাকে গ্রেফতার এর প্রতিবাদ জানাই এবং নিঃশর্ত মুক্তি চাই।

বিস্তারিত Turtle Squad এর পেইজে।

04/07/2024

গতকাল রাতে স্পোর্টিং ইতিহাস হয়েছে। তবে আমি নিশ্চিত আপনি এই সম্পর্কে জানেন না। সাইক্লিং এর ইতিহাস না। সব স্পোর্টস এর জন্যই ঐতিহাসিক এক ঘটনার কথা লিখছি।

ভদ্রলোকের নাম মার্ক ক্যাভেন্ডিশ। বয়স ৩৯। পেশাদার সাইক্লিস্ট। টাইপ, স্প্রিন্টার। অনেক লম্বা রেসের শেষে যারা ৭০-৭৫ কিলোমিটার স্পিড তুলে শেষ করে, ওটাই।

২০১৮ সালের এক ইন্টারভিউয়ে ক্যাভেন্ডিশ কাঁদতে কাঁদতে বলেছিল যে তার আর কোন প্রফেশনাল কন্ট্রাক্ট নেই এবং তার ক্যারিয়ার সম্ভবতঃ শেষ। গল্পটা সেখান থেকে গতকাল রাতের।

ক্যাভেন্ডিশের ক্যারিয়ার শুরু ট্র‍্যাক সাইক্লিং এ। ২০০৫ এবং ২০০৮ এ অলিম্পিকে ব্রিটেনকে মেডেল এনে দেয়া ক্যাভেন্ডিশ প্রো সাইক্লিং এ আসে, ২০০৫ সালে। ছোট্টখাট্ট একটা মানুষ দেখে কেউ তাকে স্প্রিন্টার হিসেবে মানতেই রাজি ছিল না। কিন্তু ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত ক্যাভেন্ডিশের ক্যারিয়ার শুধু উপরেই উঠেছে। ট্যুর ডে ফ্রান্সের ৩০টা স্টেজ জেতার পর সামনে ছিল শুধু এডি মার্ক্সের রেকর্ড, ৩৪টা স্টেজের। ঝামেলার শুরু ২০১৮তে।

অসুখটা ধরা পরে নি তখনো, কিন্তু এপ্সটিন বার নামের এক ভাইরাসে ক্যাভেন্ডিশের পার্ফর্মেন্স একদম তলানিতে গিয়ে ঠেকে। এতই বাজে সময় যাচ্ছিল যে তার টিম তার কন্ট্রাক্ট রিনিউ করে নি।

শেষ মুহুর্তে এসে ক্যাভেন্ডিশকে একটা সুযোগ দেয় তার পুরোনো টিমে কুইকস্টেপ। তাও নাটক কম হয় নি। ২০২১ এর টুরে ক্যাভেন্ডিশকে চান্স দেবে না টিম। কিন্তু টুর অফ টার্কিতে টানা ৪টা স্টেজ জিতে আর ওদিকে টিমের মেইন স্প্রিন্টার খারাপ করায় শেষ মুহুর্তে চান্স পায় ক্যাভ।

আর ২০২১এ ফাটিয়ে দেয় ক্যাভেন্ডিশ। ৪টা স্প্রিন্ট স্টেজ জিতে এডির ৩৪ স্টেজের রেকর্ডে ভাগ বসায়। কিন্তু ২০২২ এ কুইকস্টেপ ক্যাভেন্ডিশকে ট্যুর ডে ফ্রান্সের টিম থেকে বাদ দিয়ে দেয়।

আবারো রিটায়ার করবে নাকি এই টেনশন করা ক্যাভকে ফেরায় আস্তানা কাজাকস্তান নামের একটা টিম। এই টিম একটা মাত্র গোল নিয়ে নামে, ক্যাভেন্ডিশকে ৩৫নম্বর স্টেজ জেতাতে হবে। টিমের ডিরেক্টর হিসেবে আসে মার্ক রেনশ, ক্যাভেন্ডিশের এককালের টিমমেট।

২০২৩এর টুরে ক্যাভেন্ডিশের ফর্ম ছিল জোস। এক স্টেজে সেকেন্ডও হয়েছিল। হয়ত পরেরদিনেই হয়ে যাবে রেকর্ড। এই ট্যুরের আগেই ক্যাভ বলেছিল এটাই তার শেষ বছর। কিন্তু তারপর একটা ফালতু ক্র‍্যাশে কলারবোন ভেঙে ট্যুর থেকে বাদ পরে ক্যাভ।

ওদিন রাতেই মার্ক রেনশ ফোন করে মাইকেল মরকভকে। মাইকেল মরকভ ক্যাভের আরেক পুরানো টিমমেট এবং তাকে বলা হয় দুনিয়ার সেরা লিডআউট ম্যান, যে স্প্রিন্টারদের ফিনিশ লাইনের একদম কাছে নিয়ে আসে।

আরেকবার কনভিন্স করা হয় ক্যাভেন্ডিশকে। আরেকবার শুরু হয় প্রজেক্ট থার্টি ফাইভ।

২০২৪। প্রথম স্টেজ। পাহাড়, প্রচন্ড গরম। হিট এক্সশনের কারনে ক্যাভেন্ডিশ বাইকে বসেই বমি করতে শুরু করে। সবাই ধরে নেয়, হবে না। লোকজন বলতে থাকে এই বুড়া রিটায়ার করে না কেন?

স্টেজ ফাইভ। প্রথম স্প্রিন্ট স্টেজ। গতকাল। প্রচন্ড কেওটিক এক স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে একদম সহজে মার্ক ক্যাভেন্ডিশ নিয়েছে তার ৩৫তম স্টেজ।

ট্যুর ডে ফ্রান্সের সব চাইতে বেশি স্টেজের উইনার, সর্বকালের সেরা স্প্রিন্টার, চরম হতাশার পরে ফিরে আসার এক অসাধারন গল্পের নাম মার্ক ক্যাভেন্ডিশ।

গতকাল রাতেই হয়েছে এই হিস্টোরি। আর কয়েকদিন আগেই মার্ক পেয়েছেন নাইট উপাধি।

আজ আবার স্প্রিন্ট স্টেজ। আজ আবার দেখতে বসবো পারবে নাকি ক্যাভেন্ডিশ।

প্রজেক্ট ছত্রিশ কি হবে স্যার মার্ক?

16/06/2024

ঈদের মহিমা সকলের জীবনে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদ মোবারক।

10/06/2024

বাংলাদেশ গেমস ও জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় স্বর্ণজয়ী আমাদের রাকিবুল এবার এক ভিন্ন রকম উচ্চতায় ওঠার রেকর্ডে বাংলাদেশকে তালিকাভুক্ত করার চেষ্টা করেছেন।

পাহাড় আরোহণের ভাষায় একে বলে 'হাফ এভারেস্টিং' বা এভারেস্টের বেইজ ক্যাম্প পর্যন্ত উচ্চতায় সাইক্লিং করে ওঠা। বাকি বিস্তারিত খবরের লিংক কমেন্টে।

04/06/2024

A little effort towards saving the environment is better than no effort.

Happy World Environment Day!

Photo: Afzal Nazim

03/06/2024

বিশ্বের অনেক দেশ বেশ অনেক বছর ধরেই হাঁটা, সাইকেলকে প্রাধান্য দিয়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তুলছে। এই সকল মাধ্যমগুলোতে নিরাপদ যাতায়াত ব্যবস্থা যেমন নিশ্চিত করা সম্ভব পাশাপাশি পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনীতির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখে।

বর্তমানে ঢাকা শহরে মোট যাতায়াতের ২% সাইকেলে সংঘটিত হয়। এজন্য একটি সমন্বিত সাইকেল নেটওয়ার্ক তৈরির পাশাপাশি অন্যান্য সুবিধাদি নিশ্চিত করা প্রয়োজন।

জাতিসংঘের অন্তর্ভূক্ত মোট ১৯৩ টি দেশ কর্তৃক ২০১৮ সালে সাধারণ সভায় ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর ৩ জুন বিশ বাইসাইকেল দিবস পালিত হয়ে আসছে।

বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বিডিসাইক্লিস্টস সকল সাইক্লিস্টদের পক্ষ থেকে সরকার, বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষ ও সকলের কাছে মানুষ বান্ধব, সাইকেল বান্ধব শহর তৈরীর অনুরোধ করছি।

সবাইকে বিশ্ব বাইসাইকেল দিবসের শুভেচ্ছা।

ইউটিউবঃ https://youtu.be/vAhVwJhp6KY

02/06/2024

ওয়ার্কিং ডে বিধায় আগামীকাল ৩রা জুন বিশ্ব বাইসাইকেল ডে তে আমরা রাইড বা অন্য আয়োজন রাখিনাই তবে এই দিবস উপলক্ষে একটা ভিডিও মেসেজ কন্টেন্ট আকারে ছাড়তে চাচ্ছি। বিভিন্ন সাইক্লিং গ্রুপ থেকে ভিডিও নিয়ে একটি কম্পাইলেশন ভিডিওর মাধ্যমে। একটি গ্রুপ থেকে একজন রিপ্রেজেনটেটিভ এর ভিডিও চাই।

ক্লিপ টা হতে হবেঃ
- সর্বোচ্চ ১০-১৫ সেকেন্ড এর।
- ল্যান্ডস্কেপ এবং সাউন্ড যেনো ভালো হয়।
- আগামীকাল সকাল ১০টার ভেতর [email protected] এ ইমেইল করে অথবা ড্রাইভে আপলোড করে পাবলিক লিংক পাঠাতে হবে।

আর ভিডিওর শুরুটা আমরা এইভাবে করতে চাচ্ছিঃ

আমি "নাম", " কমিউনিটির নাম" এর এডমিন/ভলিন্টিয়ার/এক্টিভিস্ট। এরপর বাইসাইকেল ডে উপলক্ষে মেসেজ/শুভকামনা/ইত্যাদি"

যারা আগ্রহী দয়া করে রাত/কালকে সকালের ভেতর পাঠিয়ে দিয়েন। আর কমেন্টে নিজেদের গ্রুপের এডমিন/ভলিন্টিয়ার দের ট্যাগ করে দিলে খুব ভালো হয়।

ধন্যবাদ।

Photos from BDCyclists's post 30/05/2024

যারা জানেন, আর যারা জানেন না; আমরা ছোট একটা দল যাচ্ছি শ্রীমঙ্গল, BDCyclists' 13 Year Celebration পালন করতে। কাল সকালে পৌঁছে দুই দিন এক রাত থেকে আবার ঢাকা ফেরত।

এই অল্প সময় যাদের পোষাচ্ছে না তারা কয়জন আবার একদিন আগেই পৌঁছে গেসে। ছোট্ট একটা দল আছে এখন ট্রেনে, আর বাকিরা বাসে।

দুই দিন ঘুরবো এদিক সেদিক, থাকছি কমলগঞ্জ হিডে। আমাদের শ্রীমঙ্গলের বন্ধুরা রাইডে জয়েন করতে চাইলে Nazran Quader Chowdhury বা Sayem Jahan ভাই এর সাথে যোগাযোগ করে চলে আইসেন।

আর সবাই যেনো সুস্থভাবে ট্রিপ শেষ করে ফেরত আসতে পারি সেজন্য শুভকামনা চাই 🙂

16/05/2024

ছোট্ট এই কমিউনিটিটা আজ ১৩ থেকে ১৪তে পড়লো। অল্প ক'জন থেকে শুরু করে আজ আমরা অনেকেই দু'চাকার ভালোবাসায় সিক্ত।

গাড়ি রেখে সাইকেলে অফিস থেকে শুরু করে পকেট খরচ জমিয়ে দেশ দেখার অভ্যাস গুলোর পেছনের অনেক কারণগুলোর একটা হয়তো এই বিডিসাইক্লিস্ট।

বিডিসাইক্লিস্টস বেঁচে থাকুক আপনাদের ভালোবাসায়, দুই চাকায়।

শুভ জন্মদিন বিডিসাইক্লিস্টস ❤️

Videos (show all)

Norseman and Khagrachhori
বিশ্বের অনেক দেশ বেশ অনেক বছর ধরেই হাঁটা, সাইকেলকে প্রাধান্য দিয়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তুলছে। এই সকল মাধ্যমগুলোতে নিরাপদ...
Some moments of BIke Friday 478 (Old Dhaka Edition) Video: Md. Kaisar Hossain
Glimpse of today's Ride for Gaza | Stand with Palestine 🇧🇩 🇵🇸 Video by GR Hijol
Video by, Shariful Islam.
Independence Day Ride | 2024
স্বাধীনতা দিবস রাইড ২০২৪Independence Day Ride 2024 #Bangladesh #Dhaka
স্বাধীনতা দিবস রাইড ২০২৪Independence Day Ride 2024 #Bangladesh #Dhaka
'১৯ এর স্বাধীনতা রাইডের একটা ছোট্ট ক্লিপ। এবারও কিন্তু আমাদের স্বাধীনতা রাইড হচ্ছে। রোযা বিধায় একটু ছোট পরিসরে।২৬শে মার্...
স্বাধীনতা দিবস রাইড 🇧🇩২৬শে মার্চ, ২০২৪| সকাল ৭:৩০ | মানিক মিয়া এভিনিউ
Day 2, Update 3:5:05 pmPuthia Rajbari #CashlessNorthBengal#TeamBDC#bKash
Day 2, Update 2:1:05 pmBonpara #CashlessNorthBengal#TeamBDC#bKash