Recipe by Choto Vabi
আসসালামু আলাইকুম,
Recipe by Choto vabi-কে ফলো👆,লাইক👍,
কমেন্ট🖊️,শেয়ার👇দিয়ে পাশে থাকবেন সবাই প্লিজ।
১. ৩ ঘন্টা দুধ চা পুড়ার পর।
২. পাতিল পরিষ্কারে পর।
এই হচ্ছে সিলেটে বর্তমান অবস্থা,
সারাদেশ যখন তাপদাহে একাকার,
সেখানে পুরাই উল্টা সিলেটের আবহাওয়া।
বাহিরে শীতল বাতাস বইছে।
বৈশাখের এই গরমে দুপুরে খেয়ে নিলাম পান্তা ভাত।
আলু-ভর্তা,পান্তা ভাত বেস্ট কমবিনেশন।
আপনিও চেষ্টা করতে পারেন।
আল্লাহ এদের উপর গজব ফেলাই না কেনো,
সামনে পিছনে মসজিদ এরা দেখে না😭😭😭
নিঃসন্দেহে শত্রুবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন🤲
ঈদের চাঁদ দেখা গিয়েছে,
আগামীকাল ঈদ,
সবাইকে ঈদের শুভেচ্ছা,
ঈদ মোবারক🌙
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন পূর্ণ করো।
(সহিহ বুখারী, হাদিস : ১৯০০)
আমিই জীবন দেই,
আমিই মৃত্যু দেই,
আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে।
সূরা: ক্বাফ(আয়াত-৪৩)
না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে,
আকাশে যিনি আছেন,
তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন,
অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী।
সূরা: মূলক(আয়াত-১৭)
(নিচের বরফটি ঝড়ের সময় আমার পায়ে কাছে এসে পড়ছিলো।)
স্বামীর মন জয় করার নি*ঞ্জা টেকনিক😁
গরীবের ইলিশ দিয়ে মাওয়া ঘাটের স্টাইলে বেগুন,ইলিশ, শুকনা মরিচ ভাজি😋😋
মজাদার হালিম তৈরীর সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
১) হাড় ছাড়া গরুর মাংস
২) ভোজ্য তেল
৩) রাধুনী হালিম মিক্স
৪) পেঁয়াজকুচি
৫) কাঁচামরিচ কুচি
৬) আদাকুচি
৭) ধনিয়াপাতা
৮) লেবু
৯) রসুন
১০) লবণ
ভালো লাগলে সবাই ফলো,লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।
চিকেন সাসলিক🥰
ফেসবুকের গুরুত্ব অপরিসীম🥰🥰🥰
রোজায় ইফতারে এরকম স্বাস্থ্যকর সালাদ আমাদের সবারই প্রয়োজন🥰
স্বাস্থ্যসচেতন অনেকেই সকালের নাস্তায় বিভিন্ন ধরণের সালাদ খেতে পছন্দ করেন। পুষ্টি উপাদান সমৃদ্ধ সালাদের রয়েছে নানা উপকারীতা। ছোট-বড় সবাই যে কোন বেলার খাবারে খেতে পারেন সালাদ।
আমরা বাঙ্গালিরা ভোজন রসিক,
রমজানে ইফতারে এরকম ফুলকপির মজাদার পাকড়া আইটেম রাখলে ক্ষতি কি।
ফুলকপি পাকড়ার সহজ রেসিপি।
বড়ই ভর্তার রেসিপির প্রয়োজনীয় উপকরণ:
১) বড়ই
২) কাঁচা-শুকনা মরিচ
৩) লবণ
৪) ভাজা ধনিয়া
৫) ভাজা জিরা
৬) সরিষার তেল
বড়ই ভর্তার জন্য প্রস্তুত😋😋😋
সব একসাথে ছেচানো পর মিক্স করলেই তৈরী হবে মজাদার বড়ই ভর্তা।
ভালো লাগলে প্লিজ লাইক,কমেন্ট,শেয়ার করবেন।
চা বাগান বরই শুকনা মরিচ🔥🔥🥰🥰🥰
ছোট মাছের জনপ্রিয় চচ্চড়ি(রংপুরে বিরান)
রান্নার প্রয়োজনীয় টিপস:
১) রান্নার সময় গরম পানি ব্যবহার করুন।
২) ফ্রিজের মধ্যে আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।
৩) মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিন।
৪) মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন। স্বাদ ঠিক হয়ে যাবে।
চিংড়ি দিয়ে মজাদার সবজি 🥰🥰🥰