Johura's recipe & vlogz

Johura's recipe & vlogz

Cooking & vlogz

17/07/2024

17/07/2024

তোমার জীবন ত্যাগে এখনো যার বিবেক জাগ্রত হয় নাই.... তারাই প্রকৃত রাজাকার🔥🔥🔥

17/07/2024

সবাই শুধু এইটা কপি করে যত বেশি বেশি পোস্ট করতে পারেন করেন,,, 1M হতে আর বেশি সময় নেই






























(Collected)

17/07/2024

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো!
অথচ আমরা বোকারা ভাবতাম,
এটা ১৯৫২ সালের চিত্র😅


#কোটাআন্দলন

17/07/2024

Shame !! 😞😞😭😭
We all are speechless!!
Did we lost all our humanity?


#কোটাআন্দলন

13/07/2024

একাউন্টিং নিয়ে পড়াশোনা করলে যা হয়... ফেইস প্যাকেও একাউন্টিং... তুই আর আমার পিছন ছাড়লি না 🙃🫠🤧

21/06/2024

রাসেল ভাইপার নামক এক প্রকার বিষধর সাপ নিয়ে খুব নিউজ হচ্ছে। যার কামড়ে মানুষ মারা যায় দ্রুত এমনকিছু তথ্য বলা হচ্ছে নিউজে।এবং সেই সাপ নাকি বর্তমানে সারা দেশে ছড়িয়ে গেছে + বাসার ভেতর ও ডুকে যায় সুযোগ পেলে। নিউজটা কিন্তু স্বাভাবিক ভাবে সবার কাছে চিন্তারই,কিন্তু এসব বিষধর প্রাণী থেকে পরিত্রাণের দুআ কিন্তু আমাদের জন্য রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সুতরাং সকাল সন্ধ্যায় হেফাজতের আমল হিসেবে বাধ্যতামূলকভাবে দুআটা সবাই নিয়মিত পড়তে পারি ইং শা আল্লহ।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটি যারা নিয়মিত সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন।

দোয়াটি হলো-

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররী মা খালাক্বা।

অর্থ : আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্টতা থেকে।

হাদিসে ঘোষিত এ দোয়ার ফজিলতসমূহ

- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারল না, সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি জানালে তিনি বললেন, যদি সন্ধ্যা বেলায় এ দোয়াটি পড়তে তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারতো না।

(মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ)

16/06/2024

যারা ভালোবাসার চিন্হ হিসেবে চকলেট উপহার দিয়ে থাকেন । তারা অনেকে এই চকলেটের করুন ইতিহাস জানেন কি জানিনা ।


বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য
সামগ্ৰীটি। কিন্তু এর পিছনে রয়েছে শুধুইঅন্ধকার। এতটাই যেখানে নিশ্বাস নেওয়াও বারণ...
১.৮ মিলিয়ন আফ্রিকান শিশু যারা তাদের শৈশব র‍্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আমার আপনার সন্তানের মুখে। আইভরি কোস্ট আর ঘানা। পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকোর ৭০% চাষ করা হয়। কালো মানুষ, কালো মাটি, কালো চকোলেট।
প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি, বুরকিনা ফাসো এইসব প্রতিবেশী দেশ থেকে ঘানা, আইভরির কোকো ফার্মগুলোতে। স্কুল, কাজ, ডলারের লোভ দেখিয়ে বা রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের। সকাল ছটা থেকে রাত ৯ টা পর্যন্ত অমানুষিক পরিশ্রম করানো হয়। খাদ্য বলতে সস্তার ভুট্টা সেদ্ধ আর কলা। রাত্রে জানোয়ারের মত জানলা দরজা হীন কাঠের আস্তাবলে ফেলে রাখা হয়। কখনো শিকল দিয়ে বেঁধে। তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধরক মার। মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছুঁড়ে দেওয়া হয় শরীর।
ভয় লাগছে? ঘেন্না লাগছে? আপনার শিশুটির মুখে লেগে থাকা চকোলেটের খয়েরী দাগের দিকে তাকাচ্ছেন? তাহলে আর পড়বেন না। কারণ ইন্টারন্যাশনাল লেবার ল এখানে অকেজো। মায়া, ভালোবাসা নেই এখানে। আছে নৃশংসতা, আছে রক্ত। যা শুকিয়ে কালো হয়ে আছে আপনার ফ্রিজে রাখা চকোলেটে...
বিশ্ববিখ্যাত চকোলেট কোম্পানিগুলো যেমন নেসলে, হার্সেস, মার্স এখান থেকে কোকো কেনে। প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার। কারণ ৫-১২ বছর বয়সীরা মজুরী পায় না। তার ওপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে, যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না। হ্যা, পোকা, সাপ আর বিছের কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায়, কিন্তু তাতে মালিকদের কিছু যায় আসে না। দারিদ্র‍্য থাকবে, বাচ্চার যোগানও থাকবে। বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য।কোকো ফার্মের শিশু শ্রমিকদের ৪০% মেয়ে। তাদের বয়সন্ধি আসে, যৌবন আসে এই কোকো বাগানেই। এদের অধিকাংশই সারা জীবনে তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না। কারণ এখানে আসা সোজা, বেরোনো কঠিন না, অসম্ভব। মালিক, ঠিকাদার, সুপারভাইজার, পুলিশ এমনকি মজুরদের যৌনতৃপ্তি মেটায় মেয়েরা। ১১ বছরে গর্ভবতী হয়ে পড়ে। পাল্লা দিয়ে বাড়ে যৌনরোগ। পচে, গলে যায় শৈশব।
কাজের নমুনা? মেছেটে হল এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেওয়া যায় কয়েক মিনিটে। বাচ্চাদের কে মেছেটে ধরিয়ে দেওয়া হয় কোকো বিন পেড়ে সেটাকে বস্তায় পুড়ে ঝাড়াই বাছাই করার জন্য। কারোর আঙুল কাটা যায়, কারোর গায়ে গভীর ক্ষত। ১০ বছরের বাচ্চাকে পিঠে ১০০ কেজির বস্তা নিয়ে চলতে হয়। একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে। এই ফেসবুকের যুগেই এই ক্রীতদাস প্রথা চলছে এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু ডার্ক চকোলেট।
ক্রেডিট: দ্য ডার্ক সাইড অফ চকোলেট (২০২8)।
সংগৃহীত।

15/06/2024

তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানী কর।

-সূরা কাওসার: ০২

14/06/2024

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ💜💜💜

Photos from Johura's recipe & vlogz's post 12/06/2024

দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈরি করা সোনালী ব্যাগ। ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। রাস্তাঘাটে ফেললে সেটা ড্রেনে পৌঁছুলেও জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কারণ কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে। এ এক জাদুকরী উদ্ভাবন, যার উদ্ভাবক জনাব মোবারক আহমদ খান-- মানিকগঞ্জের কৃতি সন্তান, এ বছর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী।

স্যারের সঙ্গে আজ দীর্ঘ আলাপচারিতা হলো। মাটি রক্ষা না হলে গাছ বুনে প্রকৃতি বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না নদীনালাও। বাজারে গিয়ে পাঁচ পদের জিনিস কিনলে পাঁচটা পলিব্যাগ ধরিয়ে দেবে। সেগুলোর মেয়াদ বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত। পরবর্তী গন্তব্য বাংলার নদীনালা, খালবিল, পুকুর কিংবা জমিন। বিষয়গুলো সচেতন মানুষমাত্রই অনুভব করেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে, এর সমাধান কী? সোনালী ব্যাগ কোথায় পাওয়া যাবে? সাধারণ পলিব্যাগের সাথে দামের পার্থক্য কতটা?

আপনি চাইলে সোনালী ব্যাগ আপনার বাড়ির পাশের দোকানেই পাওয়া সম্ভব। কেবল আগ্রহটুকু দেখাতে হবে, প্লাস্টিকের পলিব্যাগ বর্জন করতে হবে। আপনার পক্ষ থেকে এটুকুই যথেষ্ট। ক্রেতার আগ্রহ থাকলে বিক্রেতা সে জিনিস দোকানে রাখবেই। সোনালী ব্যাগের দাম খুব বেশি নয়। ব্যবহার এবং আকারের ভিন্নতা অনুসারে বিভিন্ন রকম সোনালী ব্যাগ তৈরি করা হয়। ছবির ব্যাগটির দাম ৮/১০ টাকা, খানিকটা পুরু। এটা শুকনো বাজারের জন্য ব্যবহার করা যাবে, এবং কয়েকবার ব্যবহার করা যাবে। ওদিকে, পাতলা ব্যাগের দাম পড়বে ৫/৬ টাকা । মোবারক স্যার আজ বলছিলেন, সোনালী ব্যাগের দাম আরও কমিয়ে প্রায় শূণ্যের কোঠায় নামানো সম্ভব! কারণ, এক কেজি পাট থেকে এক কেজি সোনালী ব্যাগ তৈরি করা যায়। এক কেজি পাটের দাম ৬০/৭০ টাকার বেশি নয়।

পুরো ব্যাপারটা নির্ভর করছে ভোক্তা পর্যায়ে ব্যবহারের ওপর। আমরা যদি বেশি করে ব্যবহার করি, তাহলে সোনালী ব্যাগ বিনামূল্যেও পাওয়া যাবে। কিভাবে? বাজার করার সময় আপনি বিনামূল্যে যে প্লাস্টিকের পলিব্যাগগুলো পাচ্ছেন, দোকানদারকে সেগুলো ৩২০-৩৫০ টাকা কেজি দরে কিনতে হয়। অতএব, বুঝতেই পারছেন, ৬০/৭০ টাকা কেজি দরে কেনা সোনালী ব্যাগের দাম রাখার প্রশ্নই ওঠেনা। সেদিক থেকে দোকানদারের বরং লাভই হবে। এটা কেবল তখনই সম্ভব হবে যখন আমরা প্লাস্টিক ব্যাগের জায়গাটি সোনালী ব্যাগকে দেবো।

আলাপচারিতা শেষে আজ হরিরামপুর শ্যামল নিসর্গ'র পক্ষ থেকে মোবারক আহমদ স্যারকে ফুলেল ভালোবাসার পাশাপাশি উপহার দেয়া হলো 'নিসর্গপত্র'-- সংগঠনের পরিবেশ বিষয়ক পত্রিকা।

স্যারের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। ছেলেবেলা থেকে রচনা লেখায় 'Government should take some necessary steps' লাইনটা লিখেই তো সব দায় সারলাম! এবার নিজে কিছু করি। 'দেশ বদলাবো', 'সমাজ বদলাবো' এগুলো অনেক বড় কথা, দিনশেষে ফলাফলশূণ্য। তারচে ছোট্ট একটা কাজ করি, নিজেকে বদলাই। প্লাস্টিকের পলিব্যাগ বর্জন করি। নিজে সোনালী ব্যাগ ব্যবহার করি, অন্যকে উৎসাহিত করি। দোকানদারকে বারবার জিজ্ঞেস করি, 'ভাই, সোনালী ব্যাগ এনেছেন?'

মাহবুব সিদ্দিকী

11/06/2024

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়ে গেছে। এটা আমার বন্ধুও কিছুদিন আগে বলেছিল। যারজন্য coke বর্জন করলেও না জানার কারনে অন্যান্য drinks গুলো কেনার সম্ভাবনা থেকে যায়।

নিচে coca-cola এবং pepsico-র drinks আর mineral water-এর তালিকা দেওয়া হলোঃ

Coca-Cola Company:
1. Coca-Cola
2. Coca-Cola Zero Sugar
3. Sprite
4. Fanta
5. Diet Coke
6. Kinley



PepsiCo:
1. Pepsi
2. Diet Pepsi
3. Pepsi Zero Sugar
4. 7UP
5. Mountain Dew
6. Mirinda
7. Aquafina

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে এই সবগুলো product boycott করার তাওফীক্ব দান করুক, আমীন।

08/06/2024



নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’টি কলেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহ্‌র কাছে অতি প্রিয়, উচ্চারনে খুবই সহজ (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দু’টি হচ্ছে), সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান্নাল্লাহিল আযীম’—আমরা আল্লাহ্ তা’আলার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতীব পবিত্র।

সহিহ বুখারী, হাদিস নং ৭৫৬৩
হাদিসের মান: সহিহ হাদিস

08/06/2024

🤲"অভিবাবক হিসেবে আল্লাহ যথেষ্ট
আর সাহায্যকারী হিসেবেও আল্লহই যথেষ্ট"🤲
🌸(সূরা নিসা:৪৫)🌸
🌸আলহামদুলিল্লাহ 🌸

07/06/2024

৪টি কাজ রিজিক বাড়িয়ে দেয় —
১. রাত জেগে তাহাজ্জুদ পড়া।
২. সূর্য উঠার আগেই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া।
৩. প্রতিদিন দান-সদকা করা।
৪. দিনের শুরুতে ও শেষে আল্লাহর যিকির করা💜💜💜

07/06/2024

"যে ব্যক্তি জুম্মার দিন সূরা আল কাহাফ পড়বে,
তার ঈমানের নূর এই জুম্মা হতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে"।
[মিশকাত_২১৭৫]

07/06/2024

শিরক❌

যেসব কসম করলে শিরক হয়।
১। মায়ের কসম সন্তানের কসম শিরক হয়🚫
২। দুই চোখের কসম করলে শিরক হয়🚫
৩। কুরআনের উপর হাত রেখে কসম করলে শিরক হয়🚫
৪। মরা কাঠে হাত রেখে বলছি এমন কসম করলে শিরক হয়🚫
৫। মাটির উপর দাঁড়িয়ে বলছি এমন কসম করলে শিরক হয়🚫
৬। কারো মাথায় হাত রেখে কসম করলে শিরক হয়🚫
৭। বই ছুয়ে কসম করলে শিরক হয়🚫
৮। মসজিদে দাঁড়িয়ে বলছি এমন কসম করলে শিরক হয়🚫
৯। পশ্চিম দিকে তাকিয়ে বলছি এমন কসম করলে শিরক হয়🚫

কারণ,,,কসম হবে একমাত্র আল্লাহ তাআলার নামে.....
~শিরক করলে আমল কবুল হয় না❗আল্লাহ সকল গোনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গোনাহ ক্ষমা করবেন না, ❎
যদি তওবা ছাড়া মৃত্যু বরণ করে, তাহলে শিরক কারীর জন্য জান্নাত হারাম। ❌

🍂___আল্লাহুম্মাগফিরলী!___🍂

আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন,

___আমিন💜💜💜

07/06/2024

༊রাসুলুল্লাহ(স)বলেছেন,
দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে ৫০ ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়।
সুবাহানাল্লাহ 💜💜💜
তিরমিজি:২১৩)
~~~(....)~~~

05/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও,,,,

04/06/2024

"অচিরেই তোমার প্রতিপালক(আল্লাহ)তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে।"

সূরা আদ দুহা-০৫

03/06/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিলের মতো মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে💜💜💜

23/05/2024

সবসময় রাস্তায় দেখবেন রিক্সা ড্রাইভারকে এই রিক্সা/মামা অথবা মুখ দিয়ে/শীষ দিয়ে ডাকে।
কিন্তূ কখনো দেখেছেন কি প্লেন কে কেউ এই বিমান নতুবা শীষ দিয়ে ডাক দেয়?
বরঞ্চ এয়ারপোর্টে দুই ঘন্টা আগে গিয়ে অপেক্ষা করতে হয়।

জানেন কি একটা রিক্সা বানাতে এক দিন সময় লাগে, কিন্তু একটা বিমান বানাতে এক বছর সময় লাগে।

আজকে নিজেকে বানাতে যদি সময় লাগে ভয় পাবার কিছু নাই। যেদিন সফল হয়ে যাবেন সেদিন অন্যরা আপনার সাক্ষাতের জন্য দুই ঘন্টা আগে থেকেই অপেক্ষা করবে ইনশাআল্লাহ্, এজন্য ভয় পাবেন না কারণ, বড় কিছু হতে হলে সময় লাগবে।স্বল্প সময় কখনো অধিক বড় হওয়া যায় না💜💜💜

আঁধারে ভয় পেয়োনা
আলো আছে আড়ালে।
অন্ধকার পালিয়ে যাবে
তুমি উঠে দাঁড়ালে।

#আলহামদুলিল্লাহ #ইনশাআল্লাহ

23/05/2024

নবী (ﷺ) বলেছেনঃ আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ মুসলিম- ৬২৮৯)

20/05/2024

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
সূরা বাকারাঃ ১৫৩

11/05/2024

“যারা নিজের শারীরিক গঠন নিয়ে হীনমন্যতায় ভোগেন। নিজেকে নিজের কাছে অসুন্দর লাগে। তাদের জন্য ছোট্ট
একটি রিমাইন্ডার পেশ করছি...

কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা বলে দিয়েছেন -

“ আমি মানুষ কে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে “
[ সুরা আত-তীন, ৪]

অতএব, সারা দুনিয়ার মানুষ আপনার দিকে আঙ্গুল তুলুক, আপনাকে অপছন্দ করুক, কিন্তু আপনি জেনে নিন - আপনার রব যখন বলেছেন, তিনি আপনাকে সুন্দর করে বানিয়েছেন তবে আপনি সুন্দর, আপনি অবশ্যই সুন্দর।

আপনার তো অভিযোগের পরিবর্তে
শুকরিয়া আদায় করা উচিত💜💜💜

24/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু💜💜💜

এই তো চলে এলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে যেটার টেস্ট এতটাই মজাদার যা মুখে লেগে থাকার মতো আর পেট ভরলেও মন ভরবে না
আর সেই রেসিপি হচ্ছে মাহালাবিয়া💜💜💜

রেসিপি লিংক : https://youtu.be/a1HOuJ8Dsaw?si=3zR6eZxeHsWjbk2d

সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো

জাজাকাল্লাহু খাইরান💜💜💜

21/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু💜💜💜
নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম
মজার ফিশ কাটলেট একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ্ হতাশ হবেন না 💜💜💜

রেসিপি লিংক : https://youtu.be/qNzsBRvz3TU?si=Poau8TxPNGz_voj1

চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো 💜💜💜

21/04/2024

কমপক্ষে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ। আমাদের বায়ুমণ্ডল হয়ে উঠবে ১০০ বছর আগের মতো। সুইজারল্যান্ডের জুরিখে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির (ইটিএইচ জুরিখ) হালের একটি গবেষণা এ তথ্য জানিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এ।

গবেষণায় বলা হয়েছে, শুধুমাত্র গাছ লাগালেই জীবন বাঁচবে। তা না হলে যে হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাতে ফুলে-ফেঁপে ওঠা সমুদ্রের জলেই তলিয়ে যেতে হবে আমাদের। কারণ উষ্ণায়নের জেরে বরফ গলছে অস্বাভাবিক দ্রুত হারে। আর বিশ্বজোড়া শিল্পায়নের দৌলতে বাতাস ভয়ঙ্করভাবে বিষিয়ে উঠছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইডসহ নানা ধরনের গ্রিন হাউস গ্যাসে। যা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর।

এক লাখ কোটি গাছ লাগাতে জমির অভাব হবে না বলে জানানো হয়েছে গবেষণায়। গবেষণা হিসাব কষে দেখানো হয়েছে, যদি আমার আপনার সদিচ্ছা আর আন্তরিকতা থাকে দ্রুত এক লাখ কোটি গাছ বসিয়ে ফেলার তাহলে অন্তত জায়গার অভাবে সেসব গাছের বেড়ে উঠতে ও বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না।

পৃথিবীর স্থলভাগের যতটা নিয়েছে শহর আর গ্রাম, চাষাবাদের জন্য সেই জমিতে যতটা ভাগ বসানো হয়েছে, তাকে হিসাবের বাইরে রেখেও গবেষকরা দেখিয়েছেন, গাছ বসানোর জন্য ৩৫ লাখ বর্গমাইল বা ৯০ লাখ বর্গকিলোমিটার এলাকা পড়ে রয়েছে পৃথিবীতে। জায়গাটা মোটেই কম নয় কিন্তু।

গবেষণা এও জানিয়েছে, প্রচুর পরিমাণে গ্রীনহাউস গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণে কার্বন জমা হয়েছে, এক লাখ কোটি গাছ খুব তড়িঘড়ি বসিয়ে ফেলা সম্ভব হলে তার ২৫ শতাংশই বায়ুমণ্ডল থেকে সরে যাবে। বায়ুমণ্ডল হয়ে যাবে ১০০ বছর আগেকার মতো।

"

21/04/2024

📌আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না। আপনার সুখ দেখেও অন্যরা কষ্ট পেতে পারে। তারা হিংসা করতে পারে। আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়। আর এটা বর্তমানে আমাদের সমাজ, পরিবার, কর্মক্ষেত্রসহ মোটামুটি সর্বত্রই বিরাজমান!

বদনজর এমন একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”। [বুখারি: ১০/১১৩]

তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]

তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে।
তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।

হাদিস নম্বরঃ ২০৫৯

Videos (show all)

একাউন্টিং নিয়ে পড়াশোনা করলে যা হয়... ফেইস প্যাকেও একাউন্টিং... তুই আর আমার পিছন ছাড়লি না 🙃🫠🤧
আম্মু যদি প্রতিদিন এমন ট্রিট দিতো 😜😜😜 #fypシ゚viralシ #viralreelschallenge #viralvideoシ #viralreelsシ #viralpost2024 #virals...
Yummy chocolate cake  #fypシ゚viralシ #viralreelschallenge #SaveGazaPalestine #BoycottIsrealProducts #BdVlogger #bangladesh...
অসম্ভব মজার ফিশ কাটলেট 💜💜💜 #reel #viralreelschallenge #fishcutlets #FreePalestine #SaveTheChildren #SaveGazaPalestine #B...
Alhamdulillah its raining💜💜💜#Allahuakbar #subhanallahwabihamdihi_subhanallahhiladzim #rainyday #savepalestine #SaveGaza ...
Yummy custard pudding রেসিপি লিংক : https://youtu.be/j9b-cgCDXzE?si=-fDgyriUUmGvQZNIসবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর...
ইফতারের পর যখন ঝাল তেঁতুলের টক দিয়ে ফুচকা খাওয়ার cravings শুরু হয়😜😜😜#fypシ゚viralシ #viralreelsfb #fuchkachallenge #BdVlogg...
আমাদের ইফতার সাথে আম্মুর হাতে বানানো মজাদার দুধ সেমাই💜💜💜#viralreelsfb #fypシ゚viralシ #iftar2024 #Ramadan #dudhsemai #BdVlo...
মুচমুচে পিয়াজু#viralreelsfb #everyone #fypシ゚viralシ #piyaju #BdVlogger #Bangladesh Johura's recipe & vlogz Everyone @foll...
Yummy chocolate cake#viralreelsfb #fypシ゚viralシ #chocolatecake #BdVlogger #Bangladesh #everyone #followers Johura's recip...
আম্মুর হাতে বানানো দুধ লাউ💜💜💜  #viralreelsfb #fypシ゚viralシ #dudhlao #BdVlogger #Bangladesh  @followers Everyone Johura's ...
My favourite yummy chocolate overloaded & nutrela ice waffle#viralreelsfb #fypシ゚viralシ #Chocolate #chocolatelovers #choc...

Website

https://youtube.com/@priya.rahman998?si=jw_ZEn7a3lIRRsVi, http