Medi Logic

Medi Logic

ফ্রি ক্লাস, নোট, পিডিএফ For Medical and Varsity Admission. Follow Please

28/03/2024

Thanks everyone🥰

17/03/2024

মেধাবী এবং পরিশ্রমী দের স্বপ্ন প্রাণের ' DMC '

17/03/2024

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শর্তাবলী (২০২৩-২৪)

16/03/2024

"ব্রেকিং নিউজ"

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ফলাফল ১৮ মার্চ।
-উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়

09/03/2024

সঠিক গাইডলাইন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ন । গাইডলাইন ঠিক থাকলে নিজে থেকে পড়েও চান্স পাওয়া যায় !

08/03/2024

সাধারণ জ্ঞান:
DAT:2023-24

১. বাংলাদেশের মুদ্রা হিসেবে "টাকা "চালু হয় কবে?

= ১৯৭২ সালের ৪ মার্চ

২. বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে

ঘোষণা করে কবে?

= ২০১৫ সালের ১ জুলাই

৩. সূর্য সেনকে ফাঁসি দেওয়া হবে কত সালে?

= ১৯৩৪ সালে

৪. আসাদ দিবস কত তারিখ,

= ২০ জানুয়ারি

৫. সর্বশেষ শহিদ বীরশ্রেষ্ঠ কে?

= ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

৬. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

= কমনওয়েলথ

৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ কোন ধরনের স্যাটেলাইট?

= আর্থঅবজারভেশন

৮. কোন বীরশ্রেষ্ঠ নৌ বাহিনীতে ছিলেন-?

= রুহুল আমিন

৯. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি?

= চাকমা

১০. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ডের আওয়ামীলীগ লীগের প্রতীক কি ছিল,?

= নৌকা

Follow: Medi Logic

06/03/2024

সেন্ট্রোসোম ও সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্যঃ

=সেন্ট্রোসোমঃপ্রধানত প্রাণিকোষে থাকে।এটি একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু।মাকুতন্তু গঠনে সহায়তা করে।RNA ও প্রোটিন দিয়ে এটি গঠিত।সেন্ট্রিওল থাকে।

=সেন্ট্রোমিয়ারঃউদ্ভিদ ও প্রাণিকোষের ক্রোমোসোমের দুই বাহুর সংযোগস্থলে থাকে।এটি একটি নিউক্লিও বস্তু।মাকুতন্তুর সাথে ক্রোমোসোমকে সংযুক্ত রাখে।DNA ও প্রোটিন দিয়ে এটি গঠিত।সেন্ট্রিওল অনুপস্থিত।

Question:
সেন্ট্রোমিয়ার সম্পর্কে কোনটি সঠিক? MAT23-24

A.সেন্ট্রিওল থাকে
B.শুধুমাত্র প্রাণী কোষে থাকে
C.মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে
D.আরএনএ(RNA)এবং প্রোটিন দিয়ে গঠিত

___অধ্যায়ঃ কোষ ও এর গঠন
___টপিকঃ ক্রোমোসোম

06/03/2024

সাধারণ জ্ঞান প্রশ্নঃ
MAT 23-24

১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থে লিপিবদ্ধ আছে?
উত্তরঃ ১৯৫৫

২.মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ মৌলানা ভাষানী(মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী )

৩.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মুল করার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃত লাভ করে কোন তারিখে?
উত্তরঃ ৩১ অক্টোবর ২০২৩

৪.ইপিআই কর্মসূচীতে সর্বশেষ অন্তর্ভূক্ত টিকা কোনটি?উত্তরঃহিউম্যান প্যাপিলোমা ভাইরাস

৫. বাংলাদেশে 'গণঅভ্যুত্থান দিবস' পালিত হয় কোন তারিখ?
উত্তরঃ ২৪ জানুয়ারী

৬. কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্ল্যাটুন কমান্ডার হিসাবে অংশগ্রহণ করেছিলেন?
উত্তরঃ শাহাবুদ্দিন আহমদ

৭. 'ঢাকা গেইট' কে নির্মাণ করেছেন?
উত্তরঃ মীর জুমলা

৮. সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তরঃ হরিকেল

৯. বাংলাভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তরঃ পিপীলিকা

১০."সেপ্টেম্বর অন যশোর রোড" কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ

Videos (show all)

মেধাবী এবং পরিশ্রমী দের স্বপ্ন প্রাণের ' DMC '

Website