Quiz Canvas

Quiz Canvas

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quiz Canvas, Education Website, .

Photos from Quiz Canvas's post 15/05/2024

আজ এত বড় মঞ্চে....
এত দিদিদের নিয়ে.....
এত টা জম জমাট একটা দিদি নং -১ সত্যি আশা করিনি।
এই এত সবের পেছনে যাদের কথা না বললে নয় তারা হলেন Uttar Kotebarh Nazrul Sangha এর সকল সদস্য।
প্রকৃতির বিরুপতাকে হারমানিয়ে সমস্ত অনুষ্ঠান গুলো সুন্দরভাবে সবাইকে উপহার দিচ্ছেন।
যাই হোক আজ আমরা প্রায় ৪৫ টা টিম নিয়ে শুরু করি আজকের জার্নি, ক্রমে আমর বাছাই পর্বের শেষে আটটি দল নিয়ে মূলপর্বে পৌঁছাই।
তবে দুঃখিত সেই সকল টিম গুলোর জন্য যারা ৭০পেয়েও মঞ্চ থেকে বিদায় নিলেন কেবল তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরগুলি কম দিয়ে টাইব্রেকের মাধ্যমে....
এর পরে আমরা দূর-দুরান্ত থেকে আসা টিম গুলো নিয়ে মূলপর্বের খেলা শুরু করি,টান টান উত্তেজনা নিয়ে সব গুলোটিম দুর্দান্ত খেলে নম্বরের ভিত্তিতে প্রথম স্থান পায়
জুখিয়া থেকে আসা Tarpana Patra Mou এবং উনার পার্টনার।
দ্বিতীয় স্থানাধিকারিনী স্থানীয় টিম Dipanwita Panda এবং উনার পার্টনার।
তৃতীয় স্থানাধিকারিনী কাঁথি থেকে আগতা Soumita Maity এবং Nilima Bhunia
বাকিরাও দারুন খেলেছে।
তবে আর যেটা না বলে পারছি না,সেটা হলো টিম গুলোর গানের গলা,সত্যিই সবাই অসাধারণ কন্ঠের অধিকারিনী।
আরও হয়তো অনেক প্রতিভা আছে, বাট আমরা সময়ের অভাবে জানতে পারিনি।
যাই হোক দিদি নং -১ জোড়ি কে আমাদের Quiz Canvas এর পক্ষথেকে মুকুট ও উত্তরিয় এবং নজরুল সংঘের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিনী কে সোনার নাকছাবি এবং নগদ পাঁচশত টাকা পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হলো।
পরিশেষে ধন্যবাদ উত্তর কোটবাড় নজরুল সংঘ❤️❤️❤️
আর যাকে ধন্যবাদ না দিলে আমার পাপ হবে তিনি হলেন Prabir Kumar Mahapatra দাদাকে।❤️❤️❤️
প্রথম থেকে টিম গুলোর সাথে যোগাযোগ ও শেষ পর্যন্ত দূরবর্তী টিম গুলোকে দায়িত্ব সহকারে বাজকুল পৌঁছে দেওয়া সত্যি অকল্পনীয়।
এমন সংঘ যেন পাড়ায় পাড়ায় থাকে যার ফলে আমরা কুইজ পাগলের দল কুইজ নিয়ে বাড়ী বাড়ী পৌঁছে যেতে পারি...

Photos from Quiz Canvas's post 12/05/2024

আজ আমরা ছিলাম উত্তর কোটবাড় নজরুল সংঘের মঞ্চে কচি কাঁচা দের নিয়ে এক শিক্ষা মূলক কুইজ প্রতিযোগিতায়।
দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা মোট ১১ টি টিম পেয়েছিলাম,তারপর অডিশানের মধ্য দিয়ে আমরা নম্বরের ভিত্তিতে আটটি টিম কে মঞ্চে ফাইনাল খেলার ছাড়পত্র দেই।
ফাইনালে পাঁচটি রাউন্ডে এগিয়ে পিছিয়ে সবাই স্কোর করার চেষ্টা করেছে।সবাই কুইজ টা উপভোগ করেছে।
উপভোগ্য কুইজের শেষে প্রথম স্থান অধিকার করেছে
🏆দীপঙ্কর মহাপাত্র ও অভিজিৎ পাহাড়ি।
🏆🏆দ্বিতীয় স্থানাধিকার করেছে সুপর্ণা মহাপাত্র ও বিনীতা ভক্তা।
🏆🏆🏆 তৃতীয় স্থান অধিকার করেছে অরিত্র পাহাড়ি ও স্নেহা পাহাড়ি।
আর সবাই দারুন ফাইট দিয়েছে,
তাই সকল ফাইনলিস্ট এর জন্য বিশেষ পুরষ্কার রয়েছে
যাই হোক ছোট ছোট শিক্ষার্থী দের আমাদের Quiz Canvas পক্ষ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা থাকলো আগামীর জন্য।

এরপর আসি নজরুল সংঘের সংস্কৃতিক মানসিকতা নিয়ে,যাদের পাঁচদিনের অনুষ্ঠান সূচীতে প্রত্যেকদিন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সবার জন্য।আছে নর নারায়ন সেবা,রক্তদান শিবির। নজরুল সংঘ কে কুর্নিশ জানাই আমাদের কুইজ ক্যানভাসের পক্ষ থেকে।
এবং বিশেষ ভাবে ধন্যবাদ জানাবো Prabir Kumar Mahapatra দাদা কে এবং অন্যান্য সকল সদস্য দের কে সুন্দর আতিথেয়তার জন্য❤️❤️❤
দর্শকের কথা কি বলবো ছবিতেই দেখা যাচ্ছে কেমন সাড়া ফেলেছিলো দর্শকরা।

01/05/2024
Photos from Quiz Canvas's post 27/04/2024

গতকাল আমরা ছিলাম পূর্ব গড়বাড়ী নবোদয় সংঘের নারায়ন পুজা উপলক্ষ্যে স্থানীয় দিদিদের নিয়ে এক চিত্তাকর্ষক প্রশ্ন উত্তর ও গেম শো, দিদি নং-১ অনুষ্ঠানে, প্রথমে আমরা ১৫ টি টিম কে নিয়ে অডিশান পর্ব শুরু করি,এরপর ওদের থেকে নম্বরের ভিত্তিতে ৮ টি টিম কে মঞ্চে ডেকে নেই।
এই আটটি টিমকে নিয়েই আমরা মূলপর্বের খেলা শুরু করি...
পাঁচটি রাউন্ডের পর হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান ছিনিয়ে নেয় টিম E,F এবং D...
দুরন্ত প্রশ্নের দারুন দারুন মজাদার উত্তর নিয়ে সব দিদিরা খুশি।
এবং দর্শক দের কথা যতই বলবো কম বলা হবে,দারুন উৎসাহ সহকারে শেষ পর্যন্ত সাথ দিয়েছেন ও উপভোগ করেছেন।
কমিটির দুর্দান্ত আতিথেয়তা...
সব মিলিয়ে দারুন একটা সন্ধ্যা কটালাম।
কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ। ...

Photos from Quiz Canvas's post 01/04/2024

শুভ জন্মদিন স‍্যার Arunangshu Pradhan
কুইজ ক্যানভাস টিমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

আমাদের পরম সৌভাগ্য, আপনার মতো একজন গুরুর সান্নিধ্যে আসতে পেরেছি,প্রনাম নেবেন 🙏 ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের পাশে থাকুন।

Photos from Quiz Canvas's post 13/02/2024

১২/২/২৪ , সোমবার আমরা উপস্থিত ছিলাম SND স্পোটস্ অ্যাসোসিয়েশান এর পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষ্যে সর্ব সাধারণ কুইজ প্রতিযোগিতা নিয়ে। এতো সুন্দর সুসজ্জিত মঞ্চ, দারুন দর্শক সঙ্গে আয়োজক কমিটির আতিথেয়তা সত্যি খুব ভালো লাগলো । ধন্যবাদ সবাইকে কে।

09/02/2024

আমরা থাকছি....আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় পেতে...
রয়েছে অসংখ্য আকর্ষনীয় পুরস্কার।।

Website