Bangladesh PSC JSC SSC HSC Exam Result Information

Bangladesh PSC JSC SSC HSC Exam Result Information

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh PSC JSC SSC HSC Exam Result Information, Education, .

23/10/2020

আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযুদ্ধা: ৬৭৭ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৭টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৩টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৬টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪পাবলিক বিশ্ববিদ্যালয়: ৪১টি
✪আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়: ২টি (এশিয়ান উইমেনস্
ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক
ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)
✪সরকারি মেডিকেল কলেজ: ৩১টি
✪মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১টি (বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়)
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ২৯টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।

Photos from Bangladesh PSC JSC SSC HSC Exam Result Information's post 25/11/2017

Ssc routine 2018

30/10/2017

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।
প্রয়োজনে তথ্য গুলো সংরক্ষণ করুন, ভাল লাগলে শেয়ার করুন। কম্পিউটার টাইপের ক্ষেত্রে কিবোর্ডের ইংরেজি G লিংক যুক্ত অক্ষরের ক্ষেত্রে ব্যবহার করুন।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে ল
িখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব = দ+দ+ব
স্ত্রী = n g k z Shift+d
বউ = n g+s
হৃদয় = i a l Shift+w
সর্ব = n h Shift+a
পর্ব = r h Shif

20/02/2017

বিখ্যাত সংবাদ সংস্থা
বাসস - বাংলাদেশ সংবাদ সংস্থা।
এপি -- এসোসিয়েটেড প্রেস, যুক্তরাষ্ট্র।
সিনহুয়া -- চীনের সংবাদ সংস্থা।
রয়টার -- যুক্তরাজ্যের সংবাদ সংস্থা।
পিটিআই -- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ভারত।
এ পি পি -- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান।
তাস -- রাশিয়ার সংবাদ সংস্থা।
ইরনা -- ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সী, ইরান।
ইনা -- ইরাকী নিউজ এজেন্সী, ইরাক।
আনতারা -- ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা।
ইউ এন আই -- ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া, ভারত।
ইউ পি আই -- মার্কিন যুক্তরাষ্ট্র।
এ এফ পি -- এজেন্সী অব ফ্রান্স প্রেস, ফ্রান্স।
এ এন এ -- আরব নিউজ এজেন্সী, মিশন।
এন সি এন এ -- নিউ চায়না নিউজ এজেন্সি, চীন।
এম ই এন এ -- মিডল ইস্ট নিউজ এজেন্সী, মিশর।
জানা -- লিবিয়া সংবাদ সংস্থা।
সানা -- সিরিয়ার সংবাদ সংস্থা।
এ ডি এন -- জার্মানীর সংবাদ সংস্থা।
তানযুগ -- যুগোশ্লাভিয়ার সংবাদ সংস্থা।
নভেস্তি -- রাশিয়ার সংবাদ সংস্থা।
মেনা -- মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
সমাচার ভারতী -- ভারতের সংবাদ সংস্থা।
সিপি -- দি কানাডিয়ান প্রেস, কানাডা।
এস পি এ -- সৌদি প্রেস এজেন্সি, সৌদি আরব।
কে এন আই -- ক্যান্টারবেরিটা ন্যাশনাল ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া।
জে এন আই -- জিউস টেলিগ্রাফিক এজেন্সী, ইসরাইল।
আর এস এস -- রাষ্ট্রীয় সমাচার সমিতি, নেপাল।
এ এন এ -- এথেনাজেন্স, গ্রীস।
এ পি এস -- আলজেরিয়ার সংবাদ সংস্থা।
হিন্দুস্থান সমাচার -- ভারতের সংবাদ সংস্থা।....

09/01/2017

এস এস সি সাজেশন-- ১৭
SSC Exam- 2017
___________________
English First Paper
All Board Follow
# Important
# Paragraph :
1/ Load Shedding
2/ A Street Accident
3/ Traffic Jam
4/ The Life of a Farmer
5/ A School Magazine
Completing Story:
A liar shepherd
A thirsty crow
The fox without a tail
Unity is strength
An honest wood cutter
Graphs and Charts:
Population growth
poverty and health care
Results of different exams
Literacy and illiteracy rate
Internet and Facebook users
Informal Letter:
A letter to your friend about your aim
in life.
A letter to your friend congratulating
him on his brilliant result.
A letter to your friend describing a
road accident.
A letter to your friend advising him to
give up smoking.
A letter to your friend telling him
about the importance of learning
English.
Dialogue Writing:
Preparation for the SSC Exam
Necessity of reading newspaper
Importance of learning English
Doctor and patient
About Load Shedding

22/11/2016

____খাবারের জন্য ব্যবহৃত শব্দ__________
1.Eat – খাওয়া,
-
2.Drink – পান করা,
-
3.Suck – চুষে খাওয়া,
-
4.Lick – লেহন করা বা চাটা,
-
5.Bite – কামড়ানো,
-
6.Swallow – গিলে ফেলা,
-
7.Sip – চুমুক দেওয়া,
-
8.Taste – আস্বাদন করা,
-
9.Chew – চিবানো,
-
10.Bite off – কামড়ে ছিঁড়ে নেওয়া,
-
11.Eat voraciously – গোগ্রাসে খাওয়া,
-
12.Eat like a bird – অল্পখাওয়া,
-
13.Throw up – বমি করা,
-
14.Eat too much → অত্যধিক আহার করা,
-
15.Vegetarian – নিরামিষভোজী,
-
16.Breakfast – সকালের নাস্তা,
-
17.Lunch – দুপুরের খাবার,
-
18.Dinner – রাতের খাবার,
-
19.Supper – দিনের শেষ খাবার,
-
20.Feast – আনন্দময় ভোজ,
-
21.Starve – অনাহারে কাটানো,
-
22.Fast – রোজা রাখা,
-
23.Overeat – পরিমাণে বেশী খাওয়া,
-
24.Go without food – না খেয়ে থাকা।
______________________________ _________
__________________________________________
Please accept my salam
- আমার সালাম গ্রহণ করুন
_(আস্সালামু আলাইকুম) ________________________________________
আশা করি পোস্টগুলো থেকে বিন্দু
পরিমাণ উপকৃত হলে কমেন্ট করে
জানাতে ভূল করবেনা।
কারণ আপনারা বেশী-বেশী পোস্টে
লাইক,কমেন্ট এবং বন্ধুদের সাথে
শেয়ার করলে আমরা সুন্দর-সুন্দর
পোস্ট করতে উৎসাহিত হই।
_________________________________________
বি:দ্র:একটা পোস্ট তোমাদের কাছে
নিয়ে আসতে কমপক্ষে ত্রিশ মিনিট
সময় ব্যয় করতে হয় তাই আপনারা
পাঁচ সেকেন্ট সময় ব্যয় করে সকল
পাঠক ভাইওবোনদেরকে ভালো-মন্দ
মন্তব্য করতে বিশেষভাবে বলা গেল।
কথা দিলাম:কিন্তু তাতে তোমরা হারবে না
বরং তোমরাই জিতবে।
note,
একটি পোস্ট আপডেট দেয়ার সাথে
দেখা যায় সকল পেইজে আপডেট
wink emoticon,আমার মনে আমার পেইজের পোস্ট
লাইক,কমেন্ট ও সেয়ারের চেয়ে কপির
সংখ্যাই বেশী।
প্রধান এডমিন
_____________________________________
(`*•.¸(`*•.¸,, ¸.•*´)¸.•*´)¸.•*´)¸.•*´)
«´ •.*PR Raj. ' *.`• `»
(¸.•*´(¸.•*´`* •.¸)`*•.¸)`*•.¸)`*•.¸)

22/11/2016

আসুন উল্টাপাল্টা কিছু শব্দার্থ শিখে নি,
_________________________________________
Keep up রক্ষা করা
Upkeep পরিচালনা
Lay-Out টাকা খাটানো/ ব্যয় করা
Outlay মূলধন
Let in ভিতরে আসতে দেয়া
Inlet ক্ষুদ্র ছিদ্র
Let out ভাড়া দেয়া
Out let যা দিয়ে কোন কিছু বাইরে আসে
Look out খোঁজ করা
Out look ভবিষ্যৎ সম্ভাবনা/দৃষ্টিভঙ্গি
Fall dawn পড়ে যাওয়া
downfall পতন
Fit out সাজানো
Outfit সমস্ত আসবাবপত্র ও পোশাক পরিচ্ছদ
Go out নিভে যাওয়া
Outgo ব্যায়
Grow out জন্মানো
Outgrow বেশি বেড়ে যাওয়া
Hold up উপরে তোলা
Uphold রক্ষা করা
Hold with একমত হওয়া
Withhold স্থগিত করা
Holiday ছুটির দিন
Holy day পবিত্র দিন
__________________________________________
Please accept my thanks
- আমার ধন্যবাদ গ্রহণ করুন
_________________________________________
আশা করি পোস্টগুলো থেকে বিন্দু
পরিমাণ উপকৃত হলে কমেন্ট করে
জানাতে ভূল করবেনা।
কারণ আপনারা বেশী-বেশী পোস্টে
লাইক,কমেন্ট এবং বন্ধুদের সাথে
শেয়ার করলে আমরা সুন্দর-সুন্দর
পোস্ট করতে উৎসাহিত হই।
_________________________________________
বি:দ্র:একটা পোস্ট তোমাদের কাছে
নিয়ে আসতে কমপক্ষে ত্রিশ মিনিট
সময় ব্যয় করতে হয় তাই আপনারা
পাঁচ সেকেন্ট সময় ব্যয় করে সকল
পাঠক ভাইওবোনদেরকে ভালো-মন্দ
মন্তব্য করতে বিশেষভাবে বলা গেল।
কথা দিলাম:কিন্তু তাতে তোমরা হারবে
না
বরং তোমরাই জিতবে।
প্রধান এডমিন
_____________________________________
(`*•.¸(`*•.¸,, ¸.•*´)¸.•*´)¸.•*´)¸.•*´)
«´ •.* PR Raj *.`• `»
(¸.•*´(¸.•*´`* •.¸)`*•.¸)`*•.¸)`*•.¸)

12/11/2016

গণিতের সর্টকাট
--------------------
ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে
ভাগ করার একটি effective টেকনিক!
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার
একটি
effective টেকনিক
(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া
মাত্র

সেকেন্ডে এটি সমাধান করা যায়)
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে
ভাগ
করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর
ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক
বসিয়ে
দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর
থেকে
1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।
(০২) 213/5=42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর
আগে
দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5=
66,666,666.6 (এই গুলা করতে আবার
ক্যালকুলেটর লাগে না কি!)
(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে
কোন
সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫
সেকেন্ডের বেশি লাগবে না!!
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার
একটি
effective টেকনিক
০১. 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া
মাত্র
৩ সেকেন্ডে এটিও সমাধান করা
যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে
সংখ্যাকে
ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন
তারপর ডানদিক থেকে 2 ঘর আগে
দশমিক
বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52,
তারপর থেকে 2 ঘর আগে দশমিক
বসিয়ে
দিলে 0.52 ।
০২. 210/25 = 8.40
০৩. 0.03/25 = 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার
একটি
effective টেকনিক
০১. 7/125 = 0.056
টেকনিকঃ 125 দিয়ে যে
সংখ্যাকে
ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন
তারপর ডানদিক থেকে 3 ঘর আগে
দশমিক
বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56,
তারপর
থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে
দিলে
0.056 ।
০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.80

12/11/2016

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কার কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লাগবে বিশ্ববিদ্যালয়ের নাম এবং ইউনিটের নাম লিখে পেজে Check in করুন । এবং পোস্টটি শেয়ার করুন। আপনাদেরকে সম্পূর্ন বিনামূল্যে প্রশ্ন দেওয়া হবে ।

29/04/2016

❑ প্যাসকেল প্রথম থিওরেম প্রমাণ
করেন
ষোল বছর বয়সে!!!
❑ রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ
পনেরো বছর বয়সে, ভানুসিংহের
পদাবলী লিখেছেন বিশের আগেই!!!
❑ বিল গেটস ১৭ বছরে মিলিয়নিয়ার
হয়েছে!!!
❑ আশরাফুল সেঞ্চুরী করেছিলো ১৪
বছরে!!!
❑ শ্বেত বামনের ভরসীমা 'চন্দ্রশেখর
সীমা' প্রমাণ করেছিলেন তেইশ বছর
বয়সে!!!
❑ অনিশ্চয়তা তত্ত্ব আবিষ্কারের
সময়
হাইজেনবার্গের বয়স ছিল পঁচিশ!!!
❑ বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব
প্রকাশের সময় আইনস্টাইন ছিলেন
ছাব্বিশ বছরের!!!
❑ জুকারবার্গ, ২৫ বছর বয়সে তার
দেশের
প্রেসিডেন্টের (ওবামার)সাথে
সাথে কফি খায়,মার্কিন অর্থনীতি
নিয়ে আলাপ আলোচনা করে!!!
জিনিয়াস তরুনদের বলছি, আমাদের
এখনি সময় কিছু করে দেখাবার।
সময়ের
সাথে সাথে দেহের প্রান নিঃশেষ
হতে থাকে। বসে থাকার দিন
শেষ... এগিয়ে যেতে হবে
নিজেদেরকেই...!!!! পৃথিবীতে অসম্ভব
বলে কিছুই নেই, আপনিও পারবেন।
-
✏Raj

14/09/2015

◄█▓▒░ ব্রেকিং নিউজ ░▒▓█►
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি
বিজ্ঞপ্তি
২০১৫-২০১৬ প্রকাশিত হয়েছে।
আবেদন শুরু : ১/১০/২০১৫
আবেদন শেষ: ২৫/১০/২০১৫
কোন ভর্তি পরীক্ষা হবে না . জিপিএ
এর ভিত্তিতে ভর্তি করানো হবে।

29/08/2015

টাকা সমাচার
================
১) বাংলাদেশে প্রচলিত
টাকার ব্যাংক নোট নয় = এক
ও দুই টাকার নোট।
-
২)"এক টাকার, দুই টাকার নোটে
স্বাক্ষর থাকে = অর্থ
সচিবের।
-
৩)বাংলাদেশে টাকা ছাপার
জন্য বিশেষ কাগজ আমদানি করা
হয় = সুইজারল্যান্ড থেকে।
৪) বর্তমানে বাংলাদেশে
কাগজের নোট রয়েছে = ৯টি।
-
৫)এর মধ্যে বাংলাদেশ
ব্যাংকের নোট = ৭টি।
-
৬)'সবার জন্য শিক্ষা'
স্লোগানটি আছে = দুই টাকার
মুদ্রায়।
-
৭) বাংলাদেশে চালু পলিমার
মুদ্রা মুদ্রিত হয় =
অস্ট্রেলিয়ায়।
-
৮) ৫০০ টাকার নোট কোন দেশে
ছাপা হয় = জার্মানিতে।
-
৯) ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা
তৈরি করা হয় = কানাডায়।
-
১০) সরকারি নোট = ১ ও ২ টাকার
নোট।
-
১১) বিশ্বের সবচেয়ে সুন্দর
কাগুজে মুদ্রা =বাংলাদেশের
২ টাকার নোট।

20/08/2015

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও
বিশ্বপরিচয়
বহু নির্বাচনী প্রশ্ন
মো. আসাদুজ্জামান
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ
উত্তরা, ঢাকা
১। বর্তমান বিশ্বে সবচেয়ে
শক্তিশালী ও জনপ্রিয় গনমাধ্যম
কোনটি?
ক. রেডিও
খ. টেলিভিশন
গ. সংবাদপত্র
ঘ. ইন্টারনেট
২। যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো
হলো-
i. আওয়ামী মুসলিম লীগ
ii. কৃষক প্রজা পার্টি
iii. পাকিস্তান পিপলস পার্টি
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
৩। অপারেশন সার্চলাইটের সঙ্গে
সংশ্লিষ্ট ছিলেন যাঁরা-
i. টিক্কা খান
ii. রাও ফরমান আলী
iii. মোহাম্মদ আলী জিন্নাহ
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
৪। পার্বত্য চট্টগ্রাম কত নম্বর
সেক্টরের অধীনে ছিল?
ক. ৪ নম্বর
খ. ৫ নম্বর
গ. ৩ নম্বর
ঘ. ১ নম্বর
৫। ১৯৭১-এ মুক্তিবাহিনীর প্রধান
সেনাপতি কে ছিলেন?
ক. এ কে খন্দকার
খ. এম এ জি ওসমানী
গ. জিয়াউর রহমান
ঘ. তাজউদ্দীন আহমেদ
৬। কুষ্টিয়া ও যশোর কোন সেক্টরের
অধীনে ছিল?
ক. ৫ নং সেক্টর
খ. ৬ নং সেক্টর
গ. ৭ নং সেক্টর
ঘ. ৮ নং সেক্টর
৭। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায়
অবস্থিত?
ক. কুষ্টিয়া খ. নাটোর
গ. রাজশাহী ঘ. রংপুর
৮। জাপানে কত সালে ভয়াবহ সুনামি
আঘাত হানে?
ক. ২০০৭ সাল
খ. ২০০৯ সাল
গ. ২০১০ সাল
ঘ. ২০১১ সাল
৯। একটি দেশের মোট আয়তনের শতকরা
কত ভাগ বনভূমি থাকা অবশ্যক?
ক. ১৫% খ. ২০%
গ. ২৫% ঘ. ৩০%
১০। বাংলাদেশের মোট আয়তনের কত
ভাগ বনভূমি রয়েছে?
ক. ১২% খ. ১৪%
গ. ১৬% ঘ. ২০%
১১। আমেরিকায় প্রতি
বর্গকিলোমিটারে কত জন লোক বাস
করে?
ক. ২৬ জন
খ. ৩০ জন
গ. ৩১ জন
ঘ. ৩২ জন
১২। বাংলাদেশের শতকরা কত ভাগ
জমি পাহাড়ি অঞ্চল?
ক. ৫ ভাগ
খ. ১০ ভাগ
গ. ১৫ ভাগ
ঘ. ২০ ভাগ
১৩। বাংলাদেশের মোট বনভূমির
পরিমাণ কত?
ক. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার খ.
৪২,৮৩৯ বর্গকিলোমিটার গ.
৪২,৯৩৮ বর্গকিলোমিটার ঘ.
৪২,৮৩৯ বর্গকিলোমিটার
১৪। আদমজী পাটকল কত সালে
প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪১ সাল
খ. ১৯৫১ সাল
গ. ১৯৬১ সাল
ঘ. ১৯৬৯ সাল
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭.
ক ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. খ
১৩. ক ১৪. খ

11/08/2015

▓▓▓▓ BREAKING NEWS ▓▓▓▓
পরীক্ষার মাধ্যমেই জাতীয়
বিশ্ববিদ্যালয়ের
২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্সে
ভর্তি হতে
হবে
~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~
এসএসসি ও এইচএসসির ফলাফলের
ভিত্তিতে
শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত থেকে
সরে আসছে
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে
প্রতিবারের মত এবারো জাতীয়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে
ভর্তি
পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে বলে
দায়িত্বশীল সূত্রে জানা গেছ।
সূত্র জানায়, খুব অল্প সময়ের মধ্যেই
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ
সিদ্ধান্তের কথা
আনুষ্ঠানিকভাবে জানাবে। এনিয়ে
একাধিক
বৈঠকও করেছেন জাতীয়
বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ। নতুন এ সিদ্ধান্তের ফলে ১
অক্টোবর
ভর্তির প্রক্রিয়া শুরুর তারিখেও
পরিবর্তন
আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত
কলেজসমূহে
অনার্স (সম্মান) কোর্সে ভর্তির জন্য
প্রতি
বছর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী
ভর্তি
পরীক্ষায় অংশ নেয়। ভালো কলেজে
ভর্তির
জন্য শিক্ষার্থীদের কোচিং করতে
হয়। ভর্তি
নিয়ে বাণিজ্যের অভিযোগ তো
রয়েছেই। এতো
শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা শেষ
করতে অনেক
সময়ও পার হয়ে যায়। তাই ভর্তি
পরীক্ষা
পদ্ধতি উঠিয়ে দেয়ার প্রাথমিক
সিদ্ধান্ত
নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের ১৩ জুন
বিশ্ববিদ্যালয়ের
সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে

সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
অধিবেশন শেষে
বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্য
অধ্যাপক ড.
হারুন অর রশিদ জানিয়েছিলেন, এ
বছর থেকে
ভর্তির জন্য আর পরীক্ষা দিতে হবে
না।
ফলাফলের ভিত্তিতেই পরীক্ষা নেয়া
হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে
সমস্যা
তৈরি হয়। সম্প্রতি এইচএসসিতে
অনলাইনে
ভর্তি নিয়ে যে ‘লেজে গোবরে’
অবস্থা তৈরি
হয়েছিল সেরকম আশঙ্কাও করেছে
অনেকে।
তাই এ সিদ্ধান্ত থেকে আপাতত সরে
আসছে
কর্তৃপক্ষ। ফলে এবছর আর নতুন নিয়মে
ভর্তি
পদ্ধতি কার্যকর হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয়
বিশ্ববিদ্যালয়ে র স্নাতকোত্তর
শিক্ষা বিষয়ক
স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড.
মোবাশ্বেরা খানম একটি অনলাইন
গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভর্তি
পরীক্ষা না
রাখার সিদ্ধান্ত থেকে সরে আসছি।
কারণ
এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে
জটিলতা
তৈরি হয়েছে। তাই এ সিদ্ধান্ত থেকে
আমরা
সরে আসছি। পরীক্ষার মাধ্যমে
এবারও
শিক্ষার্থী ভর্তি করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব
শিগগিরই ভর্তি পরীক্ষার বিষয়ে
আমরা
বৈঠকে বসবো। এরপর আনুষ্ঠানিকভাবে
পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।’
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সেশন জট
দূর করতে ২৫ মে সোমবার জাতীয়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.
হারুন অর-
রশিদের সভাপতিত্বে এবং
বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য ড. আসলাম ভূঁইয়া ও ড.
মুনাজ
আহমেদ নূর, কোষাধ্যক্ষ নোমান উর
রশীদ ও
বিভিন্ন বিভাগের ডিন এর
উপস্থিতিতে
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক
কাউন্সিলের
৮২তম সভায় এসএসসি ও এইচএসসির
ফলের
ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ
হতে অনার্স
প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত
নেয়া হয়।
উক্ত সভাতে ২০১৫-১৬
শিক্ষাবর্ষেরভর্ তি
কার্যক্রম ৪ মাস এগিয়ে ১ অক্টোবর
ও১
ডিসেম্বর ক্লাস শুরুর ঘোষণা ও
দেওয়া হয়।
#সূত্রঃ ঢাকাটাইমস টোয়েন্টিফোর
ডটকম

08/07/2015

শিরোনামঃযদি বৃষ্টি হতাম
কন্ঠঃ পরিতোষ রায় রাজ
যদি বৃষ্টি হতাম,
তোমায় ভিজিয়ে দিতাম...
তোমাকে স্পর্শ,
থাকতো না অধরা;dj
এতোটা কাছে তুমি, তবুও যায় না
ছোঁয়া...
এতোটা ভালোবাসা, তবুও হয় না
দেয়া;
আবেগী বর্ষায়...
ভালোবাসার কবিতা লিখে
দৃষ্টির সীমানায় মন চাই
তোমাকে...
এতোটা কাছে তুমি, তবুও যায় না
ছোঁয়া...
এতোটা ভালোবাসা, তবুও হয় না
দেয়া;
অদৃশ্য সীমানা তোমার আমার
মাঝে...
চাঁদ হারিয়ে যায় রাত ফুরাবার
আগে;
এতোটা কাছে তুমি, তবুও যায় না
ছোঁয়া...
এতোটা ভালোবাসা, তবুও হয় না
দেয়া
Raj

05/04/2015

যখন কেউ সব সময় তোমার খবর নিবে
তখন
হয়তো তোমার খুব বিরক্ত লাগবে
কিন্তু কষ্ট
তো সেইদিন পাবে যে দিন
তোমায়
বিরক্ত করার
মতো কেউ থাকবে না ।

28/01/2015

ব্রেকিং নিউজ..........
২৯ জানুয়ারিতে অনুষ্ঠিত
ডিপ্লোমা-ইন-
ইঞ্জিনিয়ারিং পর্ব
সমাপনী পরীক্ষা স্থগিত
ঘোষনা করেছে বাংলাদেশ
কারিগরি শিক্ষা বোর্ড।
পরীক্ষার নতুন তারিখ দিয়েছে ৪
ফেব্রুয়ারি।
[বিঃদ্রঃ এখনো বোর্ড কোন
নোটিশ দেওয়া হয় নি কিন্তু
বিষয়টি আমাদের নিশ্চত করেছেন
বাকাশিবোর পরীক্ষা নিয়ন্ত্রক
রফিকুল ইসলাম মীর]
আরও তথ্য জানতেঃ

26/01/2015

হালকা 18+ জোকস ।
দুধের বাচ্চারা চোখ
বুজে থাকো ।
>> এক লোক নতুন
বিয়ে করছে তাই
বিয়ের পরদিন
বৌকে নিয়ে শ্বশুর
বাড়ি গেছে ।
>>কিন্তু
বৌ হল মা মরা মেয়ে,
তাই শ্বশুরের মাত্র
একটি ঘর
এবং একটি খাট । তাই
তিনজনে মিলে এক
বিছানায় ঘুমাল ।
>>প্রথমে মেয়ে তারপর
মেয়ে জামাই
এবং সবশেষে শ্বশুর
ঘুমাল ।
>>মাঝরাতে জামাই
মেয়েকে বলছেঃ বৌ লোকালে দিব
না ডাইরেকে দিব ??
(পাঠক
এখানে লোকালে =আস্তে এবং ডাইরেকে=
জোরে) ।
মেয়ে বললঃ বাবা পাশে,
লোকালেই দাও ।
জামাই
লোকালে দিতে লাগল ।
>>কিন্তু লোকালে সুখ
আসার পর আর
সামলাতে না পেরে ডাইরেকে দিতে লাগল

>>তাই খাট নড়তে লাগল

একটু পরে হাই
স্পীডে করার
কারনে খাট
নড়তে নড়তে শ্বশুর
মাটিতে পরে গেল ।
এখন
শ্বশুর
বলছেঃ বাবা গাড়ি চালাবা চালাও,
লোকালে চালাও
বা ডাইরেকে চালাও,
কিন্তু প্যাসেঞ্জার
পরবো কেন ???
কি বুঝলেন ???
মজা পাইলে লাইক
দিয়ে একটিভ থাকুন ।।

26/01/2015

মানে না মন মানে না
একাকি প্রহর যেন কাটে না
জড়ালে কী মায়ায়
ভাল লাগে না কিছু তুমি হীনা
তোমার ছোয়াতে হৃদয় আলেকিত।
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন
বেঁচে থাকার এই যে কারন..........

22/01/2015

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল
তো বেশি পড়তেই পারলো না।
লালন তো বুঝলই না স্কুল কি? আজ মানুষ
তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন
করছে।
*আন্ড্রু
কার্নেগীকে তো ময়লা পোশাকের
জন্যই পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর
পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর
সাইন
বোর্ড লাগিয়ে দেন "সবার জন্য উন্মুক্ত"।
*স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের
আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে গির্জায়
যেতেন।
*ভারতের সংবিধান
প্রণেতা বাবা আম্বেদকর
নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের
বারান্দায় বসে বসে ক্লাস করতেন।
কোন
গাড়ি তাঁকে নিতেন না। মাইলের র
মাইল
হেঁটে পরীক্ষা দিয়েছেন।
*বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার
থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন।
উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই
চাঁদার টাকা শোধ করতে কোন দিন
সাহস পান
নি।
**সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ
সাদী (র) এর চেহারা যথেষ্ট কদাকার
ছিল,
*লতা মুংগেস্কারের চেহারা মোটেই
সুশ্রী নয়।
*তৈমুর লং খোঁড়া ছিলেন,
*নেপোলিয়ন বেটে ছিলেন।
*শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো জানাই
আছে।
*আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড়
ছিল।
**স্মৃতি শক্তির কথা ভাবছেন?
আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও
ফোন
নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির
পিছনে বাঁধা হতে পারে না।
যদি কোন কিছু
বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার
ভিতরের
ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন
সাফল্য
ধরা দিবেই।

22/01/2015

তিন জন মানুষ কে বিশ্বাস
করো নিঃসন্দেহে ...
১. যে তোমার হাসির পিছনে
লুকানো কান্না কে বুঝতে পারে
২. যে তোমার রাগের পিছনের
ভালোবাসা কে বুঝতে পারে
৩. যে তোমার নীরবতার কারন
বুঝতে পারে

20/01/2015

বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক,
গল্প করব তোমার
সাথে আমি সারারাত
"তুমি যদি কষ্ট পাও, আমায় দিও ভাগ,
তোমার কষ্ট শেয়ার
কর,হাতে রেখে হাত.........

09/01/2015

ব্রেকআপের এক বছর পর
ছেলে মেয়েটিকে ফোন করল
ছেলেটির
ফোন দেখে মেয়েটি খুব অবাক হল
কেননা এক বছরের
মধ্যে ছেলেটি কোন
দিন মেয়েটিকে ফোন
দেইনি বরং মেয়েটি ফোন
করলে তাকে যা নয় তা বলে অপমান করত
যাই হোক
মেয়েটি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ
করল............
ছেলেঃ হ্যালো
মেয়েঃ হা বল কি বলবা কেন ফোন
করেছ
ছেলেঃ তুমি কেমন আছো জানার জন্য
মেয়েঃ কেন আমি কেমন
আছি তা জেনে তুমি কি করবে
ছেলেঃ বলনা খুব জানতে ইচ্ছা করছে
মেয়েঃ কেমন আছি বলতে পারব
না তবে এইটুকু
বলতে পারি তোমার জন্য এখন আর
চোখের
জল ঝরে না, মাঝরাতে তোমার
কথা ভেবে এখন আর ঘুম ভাঙ্গে না,
তোমার
জন্য বুকের ভিতর সেই
চিনচিনে ব্যাথাটা এখন আর অনুভব
করিনা,
তোমাকে ছাড়া একা একা পথ
চলতে এখন
আর ভয়
লাগে না আর এর নাম যদি হয়
ভালো থাকা তবে ভালো আছি তোমাকে ছাড়াই
আমি ভাল আছি।
ছেলেঃ ও তাই ঠিক
আছে ভালো থেকো। এই
কথা বলে ছেলেটি লাইনটা কেটে দিল।
ছেলেটি লাইন কাটার
সাথে সাথে মেয়েটির দুচোখ
বেঁয়ে জল ঝরতে লাগল যা প্রতিরোধ
করা গেল
না বা প্রতিরোধ করতে চাইল
না সে।
মেয়েটি তখন
মনে মনে বলল তুমি এখনও আগের মতই
আছো আগে যেমন আমার মুখের
কথা বিশ্বাস
করতে আমার মনের কথা বুজতে না ঠিক
এখন তুমি আমার মুখের কথাই বিশ্বাস
করলে একটি বারও
বুঝতে পারলে না আমার
মনের কথা।আমি ভালো নেই
তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না,কারন
তুমিই হলে আমার ভালো থাকার
মাধ্যম.
বন্ধুরা post টা কেমন
লাগলো জানাবেন।

09/01/2015

খালি পদের সংখ্যা: ২০
পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার
(সিভিল ওয়ার্ক এন্ড কন্সট্রাকশন)
চাকরির বিবরণ / দায়িত্বসমূহ:
সারা দেশের নির্মাণ সাইট
তত্ত্বাবধান ও দেখাশোনা করা।
সাইটের কর্মকাণ্ড
তদারকি করা এবং দৈনিক
ভিত্তিতে নির্দেশনা দেয়া।
নিয়মিত উপাদানের মান, মান ঠিক
রেখে যথাসময়ে বিভিন্ন কাজ সম্পন্ন
করা, এবং চলমান সাইটে বাণিজ্যিক
বিদ্যুৎ সংযোগের
নীতি নির্দিষ্টকরণ ও অনুসরণ নিশ্চিত
করা।
সাইটে সম্পাদিত প্রত্যেকটি কাজের
বিবরণ সংরক্ষণ করা, বিওকিউ প্রস্তুত
করা।
দেশব্যাপী ঘন ঘন ভ্রমণ করতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: সিভিল
ইঞ্জিনিয়ারিং-এ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা:
ভাল ফলাফল নিয়ে সদ্য
পাশকৃতরা আবেদন করতে পারবেন।
সিভিল ওয়ার্কের জ্ঞান থাকতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট
এক্সেল, অটোক্যাড উপর ভাল জ্ঞান
থাকতে হবে।
কর্মস্হল: বাংলাদেশের
যেকোনো জায়গায়
বেতন সীমা: আলোচনা সাপেক্ষ
কোম্পানীর তথ্য: এইচএস
ইঞ্জিনিয়ারিং
ঠিকানা : হাউজ # ট-১৩৩/১ - এ, লিংক
রোড, মধ্য বাড্ডা, গুলশান - ১, ঢাকা -
১২১২
ওয়েব: www.hsengineeringbd.com
ইমেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ৩১,
২০১৪
উল্লেখিত ইমেইল ঠিকানায়
জীবনবৃত্তান্ত প্রেরণ করুন।

.: HS ENGINEERING :. Company at a Glance HS Engineering is one of the largest telecom service provider & supplier in Bangladesh. HS Engineering provides Telecom infrastructure development, I&C, Maintenance, Power solution etc. in Bangladesh with various Operators for last couple of years. HS Engineering was incorporated…

23/05/2014

নেইমার vs মেসি
এখানে কথা হবে আর্জেন্টিনার
মেসি এবং ব্রাজিলের নেইমার
কে নিয়ে কারন সামনে বিশ্বকাপ।
এখানে বার্সার মেসি & নেইমারের
অনুপ্রবেশ সম্পূর্ণ নিষেধ।
মেসি আর্জেন্টিনার
হয়ে ৮৩ ম্যাচে গোল করেছে ৩৭ টি।
নেইমার ব্রাজিলের হয়ে ৪৭
ম্যাচে গোল করেছে ৩০ টি।
মেসি নেইমার থেকে ৩০ ম্যাচ
বেশী খেলে মাত্র ৭
টি গোল বেশি করতে পেরেছে।
এবার বুকে হাত
দিয়ে বলুন কে সেরা ?
আর্জেন্টিনার
মেসি নাকি ব্রাজিলের
নেইমার ?

Website