Aboni Islam
Welcome my page ❤️
And follow this page 🧡
ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
🍀ফরজ নামাজের পর যেসব আমল করবেন
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায়— সে কখনো ক্ষতিগ্রস্থ হয় না। (সহিহ মুসলিম, হাদিস : ১২৩৭)
এখানে পাঠকদের জন্য প্রত্যেক নামাজের পরের তাসবিহ, জিকির ও আমল উল্লেখ করা হলো।
🍀এক.
রাসুল (সা.) প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্ বলতেন। (মুসলিম, হাদিস : ১২২২)
🍀দুই.
তারপর ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম’ – এটি পরতেন । (মুসলিম, হাদিস : ১২২১)
🍀তিন.
সুবহানাল্লাহ [৩৩ বার], আলহাদুলিল্লাহ [৩৩ বার], আল্লাহু আকবার [৩৩ বার], [লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু; লাহুল মুলকু; ওয়ালাহুল হামদু; ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বাদির) (১ বার)। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। (মুসলিম, হাদিস : ১২৪০)
🍀চার.
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাঁধা থাকবে না।’ (নাসায়ি, হাদিস : ৯৪৪৮; তাবারানি, হাদিস : ৭৮৩২)
🍀পাঁচ.
‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ ৭ বার, ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। (আবু দাউদ, হাদিস : ৫০৮০)
🍀ছয়.
সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস, প্রত্যেকটি ৩ বার করে, ফজর ও মাগরিবের পর। রাসুল (সা.) বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।
🍀সাত.
দরুদ শরিফ ১০ বার, ফজর ও মাগরিবের পর। কেয়ামতের দিন রাসুল (সা.)-এর শাফাআত লাভ হবে।
🍀আট.
রাদ্বিতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনাঁও, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা— এই দোয়াটি ৩ বার, ফজর ও মাগরিবের পর। এটা পড়লে রাসুল (সা.) হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। (ইবনে আবি শাইবা, হাদিস : ০৬/৩৬)
🍀নয়.
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ» (সুব্হানাল্লা-হি ওয়াবিহামদিহি) তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। (বুখারি, হাদিস : ৬৪০৫; মুসলিম, হাদিস : ২৬৯১)
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।
অনেক সুন্দর একটা জায়গা ছিলো বাট ছবি তোলা নিষেধ ছিলো তাই ঘুরে ঘুরে সব জায়গা দেখেছিলাম 😇
তোমাকে নিয়ে একদিন রিকশায় পুরো শহর ঘুরার খুব ইচ্ছে আছে।😌🖇️🌸🦋
একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার দিনশেষে তার নিজের একটা পরিচয় থাকে, কারো পরিচয় এ পরিচিত হওয়ার থেকে নিজের একটা নিজস্বতা থাকা দরকার, তাহলে হয়তো অনেক মেয়েই মানুষিক ভাবে ভালো থাকবে,
আর একটা কথা হলো এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই তাহলে সে অবশ্যই আপনার সরলতা কে কাজে লাগিয়ে কষ্ট দিবে.......দুনিয়াটা আসলে নিঃস্বার্থ মানুষের জন্য না,,
যারা স্বার্থপর তাদের জন্য, আপনি যতো বেশি স্বার্থপর হতে পারবেন ততো ভালো থাকতে পারবেন🥲
ফিরে এসো এই শহরে,
রাঙিয়ে নিও নিজেকে কৃষ্ণচূড়ার রঙে 💞
এই কথাটার মূল্য যদি সবাই বুঝতো তাইলে মনে হয় কাউকে ছোট করে কথা বলতো না 🙂
নিল আকাশে জ্বলজ্বল করছে সাদা মেঘের ভেলা, 🤍🤍🤍
আমি একটু অবুঝ হবো আপনি বুঝিয়ে দিবেন আমি ঠিক বুঝে নিবো,,😌আপনি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে রাইখেন,, 🙈আমি সারাজীবন আপনাকে ভালোবেসে যাবো...!! ❤️
~অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যাথা না থাকলে মন বোঝা যায় না আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না...!!! 🙂
মেয়েদের চাওয়া অনেক তাই না ?
মেয়েরা চায় জীবনে এমন একটা মানুষ
যাকে আপনার বোঝাতে হবেনা আপনি কি চাচ্ছেন, আপনার কি ভালো লাগে , কি খারাপ লাগে । যাকে আপনার কিছু বলতে হবে না । আপনার বলার আগেই সে সব বুঝে যাবে সব । চোখ দেখেই বলে দিবে , আপনি কষ্ট পেয়েছেন , কথার টোনে বোঝে যাবে আপনার মন খারাপ।আপনার চোখের পানি সহ্য হবে না তার,
আপনি একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে কারণ জানতে । সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে , যত্ন করবে , শাসন করবে , দরকার হলে বকাও দিবে ।
হম মেয়েরা একটু বেশি ই চায় ❤️🩹
কিন্তু কী যানেন ? তারা চাইলেই এমন মানুষ হয়তবা তারা পায় না ।এই চাওয়াগুলি মেয়েরা ডিজার্ভ করে কারণ মেয়েদেড় আল্লাহ বানিয়েছে স্যাক্রিফাইস করার জন্য ,,,, তাই সেই টিনেজার থেকে স্যাক্রিফাইস টা শুরু হয় একদম বৃদ্ধ পর্যন্ত সব ত্যাগ করতেই থাকে এই কখনো পরিবারের জন্য কখনো স্বামীর জন্য আর কখনো সন্তানের জন্য ! তাই মেয়েরা একটু বেশি এ চায় । এই যে এতো ত্যাগ এর কোনো উপহার কিন্তু আমরা পাই না আর এই ত্যাগের কোনো শেষ ও নেই মৃত্যুর আগে পর্যন্ত !
এক মুঠো বিকেল দিও,দিও কিছু সন্ধা,তোমার খোঁপায় বেঁধে দিবো,কাঠ গোলাপ কিংবা রজনীগন্ধা...! 🌸🌼
একদিন আকাশ হবো বলে
নীলের দরদামে বেচে দিই;
যত জমানো দীর্ঘশ্বাস।
একদিন নীল ছুঁবো বলে
অচিন পাখির ডানায় লিখে দিই;
তোমার নামে শূন্য বুকের বাঁপাশ!
রূপ
আলিয়া রুপি
আমি কখনো কঠিন কখনো শান্ত
কখনো রই নিশ্চুপ।
আমি সময়কে যখন চিনতে শিখেছি
তখন ধারণ করেছি এই রূপ।
কেউ বলে আমায় হৃদয়হীনা
কেউ বলে আবেগী।
কেউ বলে বোকা তুমি
কেউ বলে চালাক নাকি।
আমি রহস্যের মাঝে রয়েছি লুকিয়ে
রহস্যের মাঝে করি বাস।
আমারে যে খুঁজে পাইবে
তার কাছে হইবে সকল তথ্য ফাঁস।
আমি চিরকাল সহজ খুঁজি
সহজেরে খুঁজে পাই না।
তাই নিজেই নিজেরে লুকিয়ে রাখি
রহস্যের তালা খুলি না।
আমার কাব্যগ্রন্থ (রূপে তার মুগ্ধ হয় আঁখি)
আমার এই শূন্য ভুবনে, ☘
কবিতার কাব্য
রাঙানো।🍂
ক্যানভাসে,
তুমি কী? আমাকে।
🖤 তোমার প্রেমে গোধূলিতে,
রাঙাবে
📖এই শূন্য ভুবনটাকে।
বুকপকেট কাব্য,🌼
🖤 লেখা গল্পটাকে✍
মায়ার আড়ালে তুমি তো শেখালে পৃথিবীতে কেউ কারো নয়, কথা ছিলো পাসে রবে চিরিদিন আসলে কি সব অভিনয়, যাবে যদি কেনো বার কাছে এতোটা এসেছিলে, সে হতে না হতে কাহিনী সব কেড়ে নিলে 🙂
তুমি আমার জীবনে
সুখের এক ফোটা রোদ্দুর ,
তোমায় নিয়ে ছুটবো আমি
জীবন যায় যতদ্দুর !
হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে
জুরাব তোমার প্রাণ ,
তোমার জীবনে এনে দেব
কাঁচা বকুলের ঘ্রাণ!
লাইফের জার্নিতে পাশের সিটে একটা অনেস্ট মানুষ খুব প্রয়োজন। যে মানুষটা আপনার ব্যপারে ভীষণ অনেস্ট। আপনি যে মানুষটার সাথে খুব সহজে মিশতে পারবেন। যার সাথে থাকলে আপনি খুশিতে থাকেন, প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে পারেন। যে আপনাকে আপনার মতো ট্রিট করে। যে আপনার সকল পাগলামো হাসিমুখে মেনে নেয়।
জীবনটা তো খুব ছোট, অপ্রিয় মানুষের সাথে হাজারটা দিন কাটানের চেয়ে প্রিয় মানুষটার সাথে জীবনের সুন্দর একটা মুহূর্ত অনেক ভালো এবং অনেক আনন্দের!'❤️
Raihan Ahamad
সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো 🕌
ঈদ মোবারক🌙
তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম ।
সবার জন্য দোয়া রইলো সবার ঈদ ভালো কাটুক 🥰
Eid Mubarak beautiful people, salami lagbena doa koiro amar jonne, shobar jonne. ❤️
আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক, আমায় ছাড়া কিছু না বুঝুক, ভোর-সন্ধ্যায় পাগলের মতো আমারে খুঁজুক..!!!
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি
বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে।
মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন
কড়াই,গরম তেল, আগুন আছে..! যাতে করে তাকে ফ্রাই করা হবে।🔥
তখন মাছ কখনো বিশ্বাস করতেন না..🚫
করলে এই বড়শির ধারের কাছেও আসতো না।
_তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে..☝🏻
আমরা বিশ্বাস করি না,যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ।
-আমরা ঘুষ,সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া,শিরক ও বিদআত থেকে দূরে থাকতাম।
__এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রাখুন..! __আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন.🤲🏻🤲🏻আমিন🤲
"ইতিকথা "