Radio Nalta

Radio Nalta

Radio Nalta is a first generation community radio and one of the 14 Community Radios permitted by th

One of the major objectives of this community radio is to serve and benefit that community and also to broadcast special programs on public health of coastal area, climate changes, its affects, problems and solution as the community is on coastal area and very under develop. People of this area are suffering and facing a lot of problems of climate changes. As per Government rule Radio Nalta Statio

26/10/2024

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলেক্ষ বিশেষ ফোন-ইন লাইভ অনুষ্ঠান “নিরাপদ জীবন”। অনুষ্ঠান সঞ্চলনায় রাশিদা আক্তার।
আজকের অতিথি মাহামুদুন্নবী খান, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ।
জনসচেতনতায়: দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্যাক।

24/10/2024
24/10/2024

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪ অক্টোবর ২০২৪ (বৃহস্পতিবার) সকালে ৪৭৫ কিমি দূরে অবস্থান করছে। ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাত থেকে ২৫ অক্টোবর (শুক্রবার) সকালের মধ্যে ঘূর্ণিঝড় ‘দানা‘ স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে বলে বলছেন আবহাওয়া অধিদপ্তর। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও ১২০ কিলোমিটারও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমাদের সকলের সচেতনতা ক্ষয়-ক্ষতি কমিয়ে আনতে সহযোগিতা করবে।
নিচে ঘূর্ণিঝড়ের আগে ও পরে এবং ঘূর্ণিঝড়ের সময় করনীয় সম্পর্কে কিছু সতর্কতা বার্তা দেওয়া হলো।

20/10/2024

২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে ০৭ টি বিভাগে (ঢাকা বিভাগ ব্যতীত) ইপিআই কর্তৃক ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
০১ ডোজ এইচপিভি টিকা পেতে https://vaxepi.gov.bd/ ওয়েবসাইটে জন্মসনদের তথ্য দিয়ে আজই নিবন্ধন করুন।

Citizen Portal

18/10/2024

ভিমরুল কামড়ালে কী করবেন
ডা. হিমেল বিশ্বাস

খবরটা ভীষণ মর্মান্তিক। ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও বোনের পর সাড়ে তিন বছর বয়সী সিফাত উল্লাহ মারা গেছে। গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পোকামাকড়ের কামড় আগে খুব একটা গুরুত্ব পেত না, তবে ইদানীং এ ধরনের ঘটনা গুরুত্ব পাচ্ছে এমন প্রাণহানির কারণে। জেনে রাখুন, ভিমরুল কামড়ালে কী করবেন। ভিমরুলের বিষ আদতে কী এটা একধরনের অ্যালক্যালাইন পদার্থ। এসিটাইলকোলিন ও হিস্টামিনের সঙ্গে আরও কিছু রাসায়নিক দিয়ে এই বিষ সৃষ্টি হয়। একটা ভিমরুল প্রতিবার হুল ফোটালে ২-৫ মিলিগ্রাম বিষ ছাড়ে। বয়সভেদে প্রতি কেজিতে ৫-১০ মিলিগ্রাম বিষ শরীরে ঢুকলে নির্ঘাত মৃত্যু। মানে কারও শরীরে ভিমরুল ১৫ বারের বেশি কামড়ালে তার জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। ১০০-১৫০ গ্রামের বেশি বিষ শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ অকেজো করে ফেলতে পারে। আরেকটা ভয়ের ব্যাপার হচ্ছে, একটা মৌমাছি একবারই হুল ফোটাতে পারলেও একটা ভিমরুল কয়েকবার হুল ফোটাতে পারে।

ভিমরুল কামড়ালে কী হয়
আক্রান্ত স্থান ফুলে যায়, লাল হয়, ফুসকুড়ি ওঠে, দাগ হয়, ব্যথা হয়—এসব হচ্ছে প্রাথমিক লক্ষণ। তবে বিপজ্জনক লক্ষণগুলো হলো—

ঘুম ঘুম ভাব হওয়া
মাথা ঝিমঝিম করা
সারা শরীরে চুলকানি
শরীরে জ্বালাপোড়া
সারা শরীরে বড় বড় বা ছোট ছোট লাল লাল চাকার মতো হওয়া
চোখ লাল হওয়া
বেশি বেশি ঘাম হওয়া
ঠোঁট-জিব ফুলে যাওয়া
শ্বাসকষ্ট
ডায়রিয়া
আবার বিষের কারণে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়ায় অ্যানাফাইলেকটিক শকও হতে পারে, তখন নিচের জরুরি লক্ষণগুলো প্রকাশ পায়—

রক্তচাপ আকস্মিক কমে যাওয়া
দ্রুত হৃৎস্পন্দন
পেটে-বুকে-মাথায় ব্যথা
জ্ঞান হারিয়ে ফেলা

কি করতে হবে:
আক্রান্ত স্থানে হুল থাকলে তা খুব সাবধানে উঠিয়ে ফেলতে হবে
জীবাণুনাশক সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে
জ্বালা কমানোর জন্য ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে
জীবাণুনাশক ক্রিম লাগিয়ে রাখতে হবে
ওপরে দেওয়া লক্ষণের যেকোনো একটি দেখা দিলে বা শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের বেলায় একটি ভিমরুল কামড়ালেও হাসপাতালে নেওয়া বাধ্যতামূলক

ভিমরুল ১-২ বার কামড়ালে বেশির ভাগ ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা নিলেই ঠিক হয়ে যায়। তবে তিন বা তার বেশিবার কামড়ালে হাসপাতালে নেওয়া জরুরি। কারণ, বোলতা, মৌমাছি, ভিমরুল বা এ-জাতীয় পতঙ্গের মধ্যে ভিমরুলের বিষ সবচেয়ে বেশি বিপজ্জনক। এসব ক্ষেত্রে কোনো ঝাড়ফুঁক কিংবা কোনো ওঝা-কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করাই সবচেয়ে যুক্তিযুক্ত।

ডা. হিমেল বিশ্বাস, নিউরোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, পান্থপথ, ঢাকা

Photos from Radio Nalta's post 15/10/2024

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৪ উপলক্ষে রেডিও নলতা প্রতিবছর একজনকে বিশেষ সম্মানের সম্মানিত করেন। এ বছর দক্ষ নারী সংগঠক তালিকায়ে আছেন অষ্টমী মালো, পরিচালক,জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, শ্যামনগর সাতক্ষীরা।

09/10/2024

এইচপিভি ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করুন।
তথ্যসূত্র ইউনিসেফ বাংলাদেশ

27/09/2024

Training on 'Communication and Program Production Lab
Sep 27-28,2024| Satkhira.
implemented by SoMaSHTe & Radio Nalta
Supported by
Funded by

23/09/2024

আপনারা দেখছেন Safe Digital Space for Girls and Youth প্রকল্পের বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠান "উত্তরণ"। আলোচকঃ শুকলা দাস, সিনিয়র প্রভাষক সমাজকর্ম, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আলোচনার বিষয়বস্তুঃ বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ। আপনার মতামত ও প্রশ্ন করতে ফোন করুন 01919-108992 এই নম্বরে
অনুষ্ঠানটির সঞ্চালনায়: প্রতিমা রানী।
অনুষ্ঠানটির সহযোগিতায় গ্রামীনফোন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বাস্তবায়নে রেডিও নলতা ৯৯.২ এফএম এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ)।

18/09/2024

আগামীকাল থেকে ৩ দিন ব্যাপি রেডিও নলতার প্রশিক্ষণে যারা গ্রহণ করার জন্য আবেদন পত্র জমা দিয়েছিলেন তাদের সবাই কে ধন্যবাদ। আপনাদের সবাইকে ইতিমধ্যে ফোনের মাধ্যমে জানানো হয়েছে... যারা প্রশিক্ষণে ১২ জনের মধ্যে অংশগ্রহণকারী নির্বাচিত হয়েছেন রেডিও নলতার পক্ষ থেকে অভিনন্দন।

11/09/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও নলতা সরাসরি সম্প্রচার করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে কান রাখুন রেডিও নলতা ৯৯.২ এফ এম।

11/09/2024

প্রিয় শ্রোতা, এখন শুনবেন ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক বিশেষ রেডিও অনুষ্ঠান “উৎকর্ষ”। আজ প্রচারিত হচ্ছে উৎকর্ষ অনুষ্ঠানের ৩৬ তম পর্ব। আজকের পর্বের বিষয়: নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে পুরুষের সম্পৃক্ততা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর সহযোগিতায়।অনুষ্ঠানটির প্রকৌশল দায়িত্বে সাব্বির হোসাইন। নির্দেশনায় মামুন হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় সেলিম হোসাইন।

11/09/2024

আপনি কি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহী?
আপনি আপনার দক্ষতা উন্নয়ন করতে চান?
আপনি কি সাংবাদিক প্রশিক্ষণ নিতে চান?
তবে রেডিও নলতার এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য।

04/09/2024

দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে অমরা সবাই জানি। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ ১১ জেলার বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়। এই বন্যায় প্রায় ৫৮ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলা। অক্সফাম এর তথ্য অনুযায়ি দুই জেলার ৯০ শতাংশের বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ৪৮ শতাংশ বাড়িঘর। এ ছাড়া দুই জেলার পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল হয়েছে। বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় বন্যাকবলিত এলাকাগুলোর ক্ষতচিহ্ন ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় খোলা জায়গায় মলত্যাগ বাড়ছে, যা ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে। চলমান এই পরিস্থিতিতে হাত ধোয়া এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকা জরুরি।
দেখা যায় বেশিরভাগ মানুষ টয়লেট থেকে এসে হাত ধোয়ার জন্য টিউবওয়েলে হাতলে হাত দিয়ে দেয়, কিংবা টিউবওয়েলের মুখে হাত ঘষে হাত পরিস্কার করছে, যা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। এতে করে অন্য একজন পরবর্তীতে এসে সেই হাতল ধরলে রোগ জীবাণু ছড়াতে পারে। এই ক্ষেত্রে টিউবওয়েলের পাশে সাবান পানির ব্যবস্থা করলে এই ধরনের ঝুঁকিমুক্ত থাকবে সকলে।
এই ক্ষেত্রে ঘরে তৈরি খুব সাশ্রয়ী এবং ঘরে থাকা উপাদান দিয়ে সহজে সাবান পানি ব্যবহার করা যায় যা সকলের স্বাস্থ্য সুরক্ষা দিবে।
সহজলভ্য উপাদান দিয়ে ঘরে তৈরি হাত পরিষ্কারের একটি সহজ পদ্ধতি, এবং এর সাথে প্রাথমিকভাবে তৈরি একটি সহায়ক ভিডিও ক্লিপ এবং ছবির মাধ্যমে দেয়া হলো। এটা তৈরি করে টয়লেটের দরজার সামনে বা টিউবওয়েলের পাশে ঝুলিয়ে দিয়ে হাত পরিস্কারের ব্যবস্থা করা যায়।
ডিটারজেন্ট বা কাপড় ধোয়ার পাউডার দিয়ে হাত ধোয়ার এই মিশ্রনটি তৈরির জন্য আমাদের লাগবে:
১। একটি হাফ লিটার প্লাস্টিকের পানি ভর্তি বোতল,
২। কাপড় ধোয়ার পাউডার এবং
৩। ছোট আলপিন বা সেফটি পিন।
ক) প্রথমেই আমরা পানি ভর্তি বোতলে এক চা চামচ পরিমাণ কাপড় ধোয়ার পাউডার ঢেলে নিব। খেয়াল রাখতে হবে বোতলটা যেন পানি দিয়ে সম্পূর্ণ ভরা থাকে।
খ) এবার ভাল করে বোতলটি ঝাঁকিয়ে পাউডার পানির সাথে মিশিয়ে নিব।
গ) পাউডার মিশানো হয়ে গেলে বোতলের নিচের দিকে যে কোন একপাশে আলপিন বা সেফটিফিন দিয়ে একটি ছিদ্র করে নিই। (বোতলের ছিপি বা মুখটিতেও ছিদ্র করে নেয়া যায়। সেক্ষেত্রে ব্যবহারের স্থানে বোতলটি উল্টো করে ঝুলাতে হবে।)
ঘ) এবার বোতলটি উপরের দিকে ধরে হালকা চাপ দিলে দেখা যাবে নিচের ছোট ছিদ্র বা মুখটির ছিদ্র দিয়ে ডিটারজেন্ট/কাপড় ধোয়ার পাউডার মিশ্রিত পানি বের হচ্ছে, যা দিয়ে আমরা আমাদের হাত ধোয়ার কাজটি সারতে পারি। মনে রাখবেন কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। নিচের দিকে মিশ্রনটি জমে গেলে আবার বোতলটি একবার ঝাঁকিয়ে নিলেই চলবে।
এই প্লাস্টিক বোতলটি পুনরায় সাবান পানি ভরে ব্যবহার করতে পারবেন।

/ দুর্যোগ ফোরাম

26/08/2024

নেপালে শুরু হয়েছে কমিউনিটি রেডিও’র প্রশিক্ষকদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিনিধি :
নেপালে ৫দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা(টিওটি) শুরু হয়েছে। এতে বাংলাদেশ সহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৫টি দেশের কমিউনিটি রেডিও’র প্রতিনিধিগণ অংশ নিয়েছে। আজ সকালে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ময় মনোর বুটিক হোটেলে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্মশালার কো-ফ্যাসিলেটেটর সুমন বাসনেট ও ওয়াং ইন্জ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন সিঙ্গাপুরের প্রশিক্ষক জুয়েলিং লিন ও উইলসোন গোহ।
কর্মশলায় বাংলাদেশের কমিউনিটি রেডিও, রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, রেডিও নলতা স্টেশন ম্যানেজার মো. সেলিম হোসাইন শাহরিয়ার, রেডিও মহানন্দার প্রযোজক মো. নয়ন আলী সহ, নেপালের ৩জন, ইন্দোনেশিয়ার ৩জন, ভারতের ২জন ও তিমুর-লেস্তের ১জন করে মোট ১২জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নিয়েছে।
CAMECO ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় ৫দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করছে AMARC এশিয়া প্যাসিফিক।
কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হলো, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিও’র কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।
এই কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া রেডিও পল্লীকন্ঠের স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এই কর্মশালা থেকে প্রশিক্ষক হিসেবে অর্জিত জ্ঞান আমার কমিউনিটি রেডিওতে কাজে লাগাতে পারব। এই কর্মশালায় বিভিন্ন দেশের বর্ডকাস্টারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। যা আমার কমিউনিটি রেডিওতে কাজে লাগানোর পাশাপাশি, দেশের অন্য কমিউনিটি রেডিওতে ছড়িয়ে দিতে পারলে তারাও উপকৃত হবে।
টিওটি কর্মশালায় অংশ নেওয়া আরেক প্রশিক্ষণার্থী রেডিও নলতা স্টেশন ম্যানেজার মো. সেলিম হোসাইন শাহরিয়ার বলেন, সিঙ্গাপুর থেকে আসা প্রশিক্ষকদ্বয়ের প্রশিক্ষণে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রশিক্ষণ কর্মশালাটি আমাকে একজন দক্ষ প্রশিক্ষক হয়ে গড়ে উঠতে সহায়তা করবে। এর ফলে আমি আগামীতে আমার অর্জিত জ্ঞান কমিউনিটি মিডিয়ার উন্নয়নে দক্ষ প্রশিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব।
এদিকে বাংলাদেশ থেকে অংশ নেওয়া আরেক প্রশিক্ষণার্থী রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এরকম কর্মশালায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান আমাকে ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। যা আমার কমিউনিটি রেডিও সহকর্মীদের মাঝে ছড়িতে দিতে পারলে, তারাও দক্ষতার সাথে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য এই প্রকল্পের আওতায় চলতি বছরের ১৩ থেকে ১৭ মে ৫দিনব্যাপী বাংলাদেশের ৫টি কমিউনিটি রেডিও’র স্টেশন ম্যানেজার সহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫টি দেশের মোট ২৯জন প্রশিক্ষর্ণার্থী অংশ নেন।

26/08/2024

পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর ব্যবহার বিধি জানুন নিরাপদ থাকুন।

22/08/2024

রেডিও নলতায় বাল্যবিয়ে নিরোধ নিয়ে বিশেষ টকশো অনুষ্ঠান। রাশিদা আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠানে আজকের অতিথি এ্যাডভোকেট নাজমুন-নাহার, জজ কোর্ট, সাতক্ষীরা, আব্দুল হাই সিদ্দিক, প্রোগ্রাম অফিসার ওসিসি, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা ও কিশোরী শিক্ষার্থী, ইশরাত জাহান। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন মিনিস্টারি এফেয়ারস অপ নেদারল্যান্ডস (টি ডি এইচ) এর অর্থায়নে, বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। প্রচারে রেডিও নলতা ৯৯.২ এফএম

08/08/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তবর্তীকালীন সরকার প্রধান ও অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রেডিও নলতা ৯৯.২ এফএম- এ সরাসরি সম্প্রচার করবে। শপথ অনুষ্ঠান শুনুন আজ রাত ৮:০০ ঘটিকায়। রেডিও নলতার সাথে থাকুন..

04/08/2024

প্রিয় শ্রোতা, এখন শুনবেন ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক বিশেষ রেডিও অনুষ্ঠান “উৎকর্ষ”। আজ প্রচারিত হচ্ছে উৎকর্ষ অনুষ্ঠানের ৩৫ তম পর্ব। আজকের পর্বের বিষয়: মাদকাসক্তি, অনলাইন গেমিং এবং স্যোশাল মিডিয়া আসক্তি। আজকের অতিথী: ওবায়দুর রহমান (বাবু), প্রধান শিক্ষক, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর সহযোগিতায়।অনুষ্ঠানটির প্রকৌশল দায়িত্বে সাব্বির হোসাইন। নির্দেশনায় মামুন হোসেন।সার্বিক ব্যবস্থাপনায় সেলিম হোসাইন।

01/08/2024

প্রিয় শ্রোতা, এখন শুনবেন ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক বিশেষ রেডিও অনুষ্ঠান “উৎকর্ষ”। আজ প্রচারিত হচ্ছে উৎকর্ষ অনুষ্ঠানের ৩৪ তম পর্ব। আজকের পর্বের বিষয়: নারী ও মেয়েদের জন্য সাইবার নিরাপত্তা। আজকের অতিথী: জাফরউল্লাহ ইব্রাহিম এ্যাডভোকেট, জজকোর্ট, সাতক্ষীরা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর সহযোগিতায়। অনুষ্ঠানটির প্রকৌশল দায়িত্বে সাব্বির হোসাইন। নির্দেশনায় মামুন হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় সেলিম হোসাইন।

30/07/2024

এখন শুনছেন রাশিদা আক্তারের সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৪ উপলক্ষে বিশেষ রেডিও টক শো"
সহযোগিতায়: সুইজারল্যান্ড এম্বাসি
বাস্তবায়নে: উইন্ডরক ইন্টারন্যাশনাল
আয়োজনে: রূপান্তর
প্রচারে: রেডিও নলতা 99.2 এফএম।

আজকের অতিথি
আব্দুল মজিদ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার, সাতক্ষীরা ও
আকরাম হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা কালীগঞ্জ সাতক্ষীরা। এবং আশ্বাস প্রকল্পের অংশগ্রহণকারী নিলুফা ইয়াসমিন ও মো শরিফুল ইসলাম।

Videos (show all)

বিশ্ব আদিবাসী দিবস ২০২২উপলক্ষে বিশেষ ঘোষণাজনস্বার্থেঃইউরোপীয় ইউনিয়নের  অর্থায়নে পরিচালিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও...
আপনি কি বিদেশ যেতে আগ্রহীআপনি কি বিদেশ যাচ্ছেনতাহলে আপনার খুবই প্রয়োজন  এই এপসটির।আপনি প্রবাস জীবনের সহয়তা এখান থেকে পেত...
সুপ্রিয় শ্রোতা, এখন শুনছেন রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান,“উৎকর্ষ” অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রগ্রামের অর্থ...
সুপ্রিয় শ্রোতা, এখন শুনছেন রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান,“উৎকর্ষ” অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রগ্রামের অর্থ...