Md Selim Ahmed

Md Selim Ahmed

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Selim Ahmed, Grocers, .

16/07/2024

বন্ধ থাকুক লেখাপড়া,
অন্ধ থাকুক জাতি,
আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধাদের নাতি !

16/07/2024

এটাই আমাদের বাংলাদেশ,,,

আমাদের ১৯৭১ সালে যুদ্ধ করে কোন লাভ হয় নি

যদি যুদ্ধ করে লাভই হতো,, তাহলে

এখন আবার যুদ্ধ করতে হতো না😥

14/07/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

লেখা- স্বপ্নীল চক্রবর্তী
কবিতার নাম - "একটা তুমির গল্প"
কাব্যগ্রন্থ - "অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন"
নিবেদিত - হুমায়ূন ফরিদী স্যার।

12/07/2024

সবাইকে জানাচ্ছি
🌹শুভ সকাল🌹

11/07/2024
10/07/2024

আমার মতো কেউ আছো যে এত এত ট্রলের পরেও ব্রাজিলকে ভালোবাসো 🇧🇷❤️

04/07/2024

বন্ধুদের কখন ভুলার নয়

07/06/2024

মহিলাদের চেয়ে
পুরুষের লজ্জা বেশী!🤭

এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"

কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ।

প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো আপা, আপনি কি করেন? তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি। প্রথম মহিলা বললো, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।

প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন। বললেন তার মানে?

প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।

আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?

#পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে।

#লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না. (আফসোস) পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়া এবং শেয়ার করার দরকার আছে।

Md Selim Ahmed
🌹🌹রোমাঞ্চকর সব গল্প পেতে সবাই পেইজটা ফলো করে রাখেন 🥰🥰 Selim Ahmed

29/05/2024

বাকি টা ইতিহাস 🤣🤣

17/05/2024

একদিন স্কুলের ম্যাডামকে বললাম, ম্যাডাম
I love you❤️
পরের সপ্তাহে দেখি পরীক্ষার খাতায় ১০
নাম্বার কম। ম্যাডামকে জিজ্ঞেস করলাম
নাম্বার কম কেনো?❤️
ম্যাডাম বললো বেয়াদবির শাস্তি।
হেড মাস্টারকে বললাম, স্যার,,
আপনাকে খুব ভালবাসি।❤️❤️
পরের দিন দেখি, স্যার আমার হাতে টিসি
ধরিয়ে দিলো। তিনি বললেন এটা পড়া-
লেখার জায়গা, ভালবাসার জায়গা না।
টিসি হাতে নিয়ে বাসায় যেতেই ভাইয়ের
সাথে দেখা। ভাইকে বললাম, ভাই
I love you❤️❤️
ভাই বললো, নতুন শার্ট কেনার ধান্দা। যা
এখান থেকে।
বোনকে বললাম
I love you❤️❤️
বোন বললো, নিশ্চই তোর জামা-কাপড়
ময়লা হয়েছে। আমার এখন সময় নাই।
বাবা বাজারে যাওয়ার পথে দেখা হল।
বাবাকে বললাম, বাবা
তোমাকে খুব ভালবাসি।❤️❤️
বাবা বললো, বুঝতে পেরেছি তোর মতলব।
আমার পকেট ফাঁকা এখন কোনো টাকা
নেই।
এসব শুনে খুবই খারাপ লাগলো। কেউই আমার
ভালবাসার দাম দিলো না। সবাই উল্টো টা
ভাবলো।
বাকি আছে মা। চিন্তা করলাম এবার
মাকে গিয়ে বলি।❤️
মা রান্নাঘরে রান্না করছিলো।
মাকে গিয়ে বললাম,
মা I love you❤️❤️
মা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে
ধরলো, আর বললো আমিও তোকে খুব
ভালবাসিরে আমার দুস্ট পাগল।❤️
সারা দিন কোথায় ছিলি, আয় খেতে বসবি
চল।❤️
তাই সবশেষে বলবো, মায়ের কোনো তুলনা
হয় না।
কোথায় মায়ের পাগল সন্তানেরা। এসো
একটিবার হলেও বলি,
" I love you ma"..❤

যারা আমার পারসোনাল আইডিতে এড হতে চান তারা নীল

লেখায় চাপ দিয়ে ফলো করে নিন 👉 Md Selim Ahmed

26/04/2024

🙂"হায়রে গরম"🙂
😥"হায়রে গরম "😥
😊" শরীলটা করলি নরম"😊
😔"কারেন্টের যে ধরন"😔
🙁" বলতে লাগে সরম"🙁
😥"ঝরছে ঘাম পড়ছে পানি "😥
🤔" বৃষ্টি হবে কখন যানি"🤔
😒"দিনের রোদে ধরলো মাথা"😒
🙂"কেউ ছিল না ধরতে ছাতা",🙂
😒"কষ্টের নাই শেষ "😒
😇" হায়রে ডিজিটাল বাংলাদেশ "😇
😔" ভালো নাই মনটা "😔
🧡I miss you ঠান্ডা 🥶🥶

21/04/2024

- যার দুঃখ বেশি তার পতি আল্লাহর রহমতও বেশি -
- আলহামদুলিল্লাহ..!😔🥀

Photos from Md Selim Ahmed's post 15/04/2024

--যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না...🖤


_-নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয় .....🤟😎

Videos (show all)

Website