জানার আছে অনেক কিছু

জানার আছে অনেক কিছু

Tell people more about your page (255 character maximum)

29/09/2022

**অনুপ্রেরণা**

জীবন বদলে দেওয়া ১৫টি কথা

জীবনে বার বার কষ্ট পেয়েছেন, প্রতারিত হয়েছেন, ব্যর্থ হয়েছে,
নিজেকে ভীষণ মূল্যহীন মনে হয়েছে ? তাহলে এই লেখাটি
আপনার জন্যই ।। লেখাটি পড়ুন এবং মেনে চলুন, দেখুন চোখের পলকে কেমন বদলে যেতে শুরু করেছে আপনার জীবন।।
১) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট,দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা
২) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।৷
৩) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ
দিন।৷
৪) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক
না কেন ...... যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷৷
৫) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ
রাখবেন না।৷
৬) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।৷
৭) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
৮) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো
অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷৷
৯) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।৷
১০) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি
গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।৷
১২) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে
করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।৷
১৩) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ”
বলতে শিখুন।৷
১৪) জীবনে সবকিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে
হবে এমনটা ভাববেন না ৷৷
১৫) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।৷
শুভ কামনা সবার জন্য।দেখা হবে বিজয়ের মিছিলে!
==================
লেখাটা কার জানি না ,ইন্টারনেটে পেলাম, ভালো লেগেছে...
তাই দিলাম....

24/09/2022

কে লিখেছেন জানি না কিন্তু অসাধারণ।

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন।

সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

যার বাবা নাই হয়তো সেই জানে পৃথিবীটা কত ছোট !!!

21/09/2022

কে দরিদ্র?
একজন বিত্তশালী মহিলা একটি শাড়ীর দোকানে গিয়ে সেলসম্যান কে বললেন, "ভাইয়া আমাকে কিছু সস্তা শাড়ী দেখান তো। আমার ছেলের বিয়ে, কাজের বুয়াকে কিছু দিতে হবে।"

কিছুক্ষণ পরে, কাজের ওই বুয়া সেই দোকানেই এসে বলল,
"ভাইয়া আমাকে কিছু দামী দামী শাড়ী দেখান তো, আমার মেম সাহেবের ছেলের বিয়ে, ভালো কিছু গিফট দিতে চাই।"

দারিদ্র্যতা কি মানসিকতায় নাকি ব্যাঙ্ক ব্যালেন্সে?
কে বিত্তশালী?

একদিন এক ভদ্রমহিলা তার পরিবার পরিজন সহ একটি ফাইভ স্টার হোটেলে পিকনিক এর জন্যে সময় কাটাচ্ছিলেন।

তার একজন ছয় মাস বয়সী বাচ্চা ছিল।

"আমি কি এক কাপ দুধ পেতে পারি?" মহিলা ফাইভ স্টার হোটেলের ম্যানেজার কে জিজ্ঞাসা করলেন।

"জি ম্যাডাম" তার উত্তর। "কিন্তু এটার জন্যে এক্সট্রা চার্জ লাগবে"

"সমস্যা নেই" মহিলা বললেন।

হোটেল থেকে গাড়িতে করে যখন তারা ফিরছিলেন, হঠাত করে বাচ্চার আবার ক্ষুধা পেয়ে গেল।

তারা রাস্তার পাশে একটি চায়ের দোকানে থামলেন এবং চা বিক্রেতা থেকে দুধ চেয়ে নিলেন।

"কত হল?" মহিলা জিজ্ঞাসা করলেন।

"ম্যাডাম, আপনার বাচ্চার জন্য নেয়া দুধের পয়সা লাগবে না"

বৃদ্ধ লোকটি হাসিমুখে বল্ল। "যাবার পথে আরো লাগলে নিয়ে যেতে পারেন।"

মহিলা আরেক কাপ দুধ নিয়ে চলে গেলেন। যেতে যেতে তিনি ভাবছিলেন, কে বিত্তশালী?

হোটেলের সেই ম্যানেজার নাকি এই বৃদ্ধ চা ওয়ালা লোকটি?

অনেক সময়ই, অর্থের পিছে ছুটতে ছুটতে, আমরা ভুলে যাই যে আমরা আসলে মানুষ। আসুন সবাই অসহায় কে সাহায্য করি, কোন প্রতিদানের আশা না করে।।

কফি কখনই জানত না সে কতটা মিষ্টি এবং সুস্বাদু হতে পারে, যদি না সে দুধ এবং চিনির সাথে মিশত।

আমরা একা একা খারাপ নই কিন্তু আমরা সবচেয়ে ভালো তখনি হই যখন আমরা সত্যিকারের মানুষের সাথে মিলি এবং মিশে যাই।

সাথে থাকুন, পাশে থাকুন।

পৃথিবী ভরা অসংখ্য সব সুন্দর মনের মানুষ যদি কাউকে খুজে না পান,

তবে আপনি নিজেই একজন হয়ে যান!

অন্তত, মহান আল্লাহ তায়ালার রহমত আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ।

Website