ShiMuls Fabrics
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShiMuls Fabrics, Clothing (Brand), .
“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।
সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।
আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।
এখন জানতে চাইতে পারেন কেন?
STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।
আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ
১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।
২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।
৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।
৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।
৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।
৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।
৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।
৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।
চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।
জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০
৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।
সংগৃহীত
👉👉প্রাইড কাপড়ের উপর করা লক্ষ্ণৌ কাজের টুপিস। আলোর তারতম্যের কারণে কালার সামান্য উনিশ বিশ হতে পারে।
এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের ShiMuls Fabrics এর পক্ষ থেকে অভিনন্দন ‼️
এই গরমে সবার পছন্দ আরামদায়ক সুতির পোশাক। আরামের কথা চিন্তা করেই নরম বেক্সি ভয়েলের উপর করা হয়েছে কাঁথা স্টিচের নিখুঁত কাজের এই টুপিসটি 😍। ওড়নায় পাইপিন এবং টার্সেল লাগিয়ে ড্রেসটিকে আরও বেশি আকর্ষণীয় করা হয়েছে। যেকোনো প্রোগ্রামে মিষ্টি কালারের এই টুপিসটি আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে নি:সন্দেহে‼️
ক্যামেরা এবং লাইটিংয়ের তারতম্যের কারণে কিছু কিছু আনকমন কালার সঠিকভাবে আনা সম্ভব হয় না। এটা ঠিক তেমনি চোখের আরাম দেয় এমন একটি স্নিগ্ধ কালার। বাস্তবে ছবির চেয়ে অনেক বেশি সুন্দর ❗
ShiMuls Fabrics এর পেইজে পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসটি😍😍
এই গরমে কিশোরী থেকে শুরু করে বড়রাও পড়তে পারেন হাতের কাজের এধরনের ওয়ান পিস। নরম সুতি ভয়েল কাপড়ের উপর করা এই ওয়ানপিসগুলো জিন্স অথবা ম্যাচিং প্লাজো দিয়ে পড়লে দারুণ স্মার্ট লাগবে। পছন্দমতো লেস অথবা পাইপিন দিয়ে ডিজাইন করে আরও আকর্ষণীয় করা যায়🥰
আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে বেশি ভালো মানুষে- ( শায়খ মুফতি ইসমাইল মেঙ্ক)
শুভ সকাল সবাইকে 🥀🥀🥀
ফুল বাগানে যেন অজস্র ফুল ফুটে আছে! চমৎকার কালার কম্বিনেশনে করা এই কাজটি আজই উঠে এলো 🥰। ওড়নায় পার্ট বাই পার্ট করে কুরুশের কাজ করা হয়েছে। যা ড্রেসটিকে আনকমন একটি লুক দিয়েছে।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স করুন।
স্বপ্ন সবসময় বড় করে দেখা উচিত। তবে কাজ শুরু করতে হবে ছোট ছোট ধাপে। পরিকল্পনা করে। একটা একটা করে ধাপ পার হয়ে পরবর্তী ধাপে যাওয়া উচিত। আমরা যদি কাজ শুরু করার পরপরই লাখপতি হতে চাই সেটা সম্ভব নয়। তবে শুরুতে ৫০,১০০, ২০০ এভাবে যদি ধাপে ধাপে লাভের এমাউন্টটা বাড়তে থাকে তাহলে একসময় টার্গেট পূরণ করা পসিবল। কাজেই ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনা মাথায় রেখে শুরুতে অল্পতেই সন্তুষ্ট থেকে কাজ শেখার চেষ্টা করা উচিত....
ঈদ উপলক্ষে ShiMuls Fabrics থেকে নেয়া ড্রেসের কাস্টমার মডেলের ছবি 🥰🥰
স্বপ্নের পথে ছুটে চলার লক্ষ্যে মানুষ যদি কোথাও ধাক্কা খায় তবে বুঝে নিতে হবে এই ধাক্কা সাময়িক এবং এটা অবশ্যই তার ভবিষ্যৎ মঙ্গলের লক্ষ্যেই....
টিনএজ মেয়েদের জন্য, গরমে সুতির আরামদায়ক শর্ট কাপ্তান ও কামিজ....
নিজের পছন্দমতো কাস্টমাইজ করে বানিয়ে নেওয়ার সুযোগ আছে🥰🥰
গরমে সবার চাই ঢিলাঢালা আরামদায়ক সুতি কাপড়ের পোশাক। কিশোরী থেকে শুরু করে বড়রাও পড়তে পারেন এধরণের ফ্রি সাইজের কুর্তি এবং শর্ট কাপ্তান। সেলাই এবং ডিজাইন সম্পুর্ণ আমার নিজের করা🥰🥰।
রাসুল (সা.)বলেছেন, "দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না"- (সুনানে তিরমিযি, হাদিস:২১৩৯)।
কঠোর পরিশ্রম এবং মহান আল্লাহপাকের উপর অবিচল বিশ্বাস রেখে দোয়া করা, এই দুটোর মাধ্যমেই কেবল সফলতার মুখ দেখা সম্ভব। শর্টকাট পদ্ধতিতে তাড়াহুড়ো করে ভালো কিছুর ভিত্তি তৈরী করা কখনো সম্ভব নয়।
ShiMuls Fabrics এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ❤️❤️❤️
ঈদ উপলক্ষে ShiMuls Fabrics দিচ্ছে ফাটাফাটি অফার!! দুইটি থ্রিপিস একসাথে নিলে কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি ‼️‼️
ইউনিক ডিজাইনের এই থ্রিপিসগুলো আরামদায়ক বেক্সি ভয়েলের উপর করা। নিতে চাইলে জলদি অর্ডার কনফার্ম করতে হবে। কারণ রেডি হয়ে উঠে আসামাত্রই খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে😍
আজ এই সাদা শুভ্র এপ্লিকের বেডশিটের পোস্ট দিয়েছিলাম। দুইটি বেডশিটের অর্ডার কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ 🥰🥰।
এটি টুইল কাপড়ের উপর করা হয়েছে। সাথে রয়েছে লার্জ সাইজের দুইটি রেডি পিলো কভার। এপ্লিকের পাশাপাশি সুতার নিখুঁত কাজ একে আরও বেশি সৌন্দর্যমন্ডিত করে তুলেছে।