আলোক সমাবেশ
'আলোক সমাবেশ', সামাজিক সংগঠন 'জাগ্রত তরুণ এর লাইব্রেরি ও শিক্ষামূলক অঙ্গসংগঠন।
বর্তমানে শিক্ষার্থীরা সাজেশন মুখস্ত করে পাবলিক পরীক্ষায় উৎরে গেলেও বেসিক ক্লিয়ার না থাকায় বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পায়না । বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বেসিক ভালো না থাকায় শহরাঞ্চলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।
তাই শিক্ষার্থীদের বেসিক ক্লিয়ার করার জন্য JAAGROTO TARUN এর শিক্ষামূলক অঙ্গ-প্রতিষ্ঠান "আলোক সমাবেশ" নিয়ে আসছে "বেসিক জানো" নামের একটি অনলাইন কোর্স। এ কোর্সে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের ক্লাসগুলোতে অনলাইনে জয়েন করছে।
আমাদের এই কোর্সটির বিষয়ে আরো শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে লিফলেট দিয়ে গ্রামের বিভিন্ন স্কুলে প্রচারণা চালানো হয়েছ যেন তারা বেসিক জানো অনলাইন কোর্সের মাধ্যমে #ফ্রিতে বেসিক জ্ঞান অর্জন করতে পারে।
তাই, দেরি না করে তোমরা যারা সামনে নবম এবং দশম শ্রেণীতে পড়তে যাচ্ছো বা যারা বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছো তারা অবশ্যই এই বেসিক জানো( অনলাইন কোর্স)- এ ফ্রিতে জয়েন হয়ে নাও।
ধন্যবাদ,তাদেরকে যারা লিফলেট প্রচারণের কাজে জড়িত ছিল। ইনশাআল্লাহ সামনে আরো শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারবো।
সুখবর! সুখবর!! সুখবর!!!
শিক্ষার্থীদের কথা চিন্তা করে সামাজিক সংগঠন JAAGROTO TARUN, বেসিক জানো( অনলাইন কোর্স)টি চৌদ্দগ্রাম তথা বাংলাদেশের অস্টম-দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে!
এখন দায়িত্ব আপনার ও আপনাদের। সকলে আপনাদের পরিচিত শিক্ষার্থীদের এই বার্তা পৌঁছে দিন যাতে করা আমরা ভবিষ্যতে একদল মেধাবী প্রজন্ম তৈরি করতে পারি।
যেসব শিক্ষক ক্লাস নিবেন তাঁদের পরিচয় ও ক্লাসের সময়সূচি ছবিতে সংযুক্ত করা হল:
চাইলেই সব সম্ভব। কোন কিছুই কঠিন নয় ইচ্ছাটা থাকতে হবে শুধু....
ষাটের দশক। আহমদ ছফা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে সময় এক ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল ঢাকায়। পুরান ঢাকার এক হিন্দু বাড়ি পাহারা দেয়ার জন্য এক বন্ধুর সাথে সেই বাড়িতে গিয়েছিল ছফা। তার বন্ধুর আত্মীয়ের বাড়ি ছিল সেটা। সারারাত জেগে ছিলেন বাড়িটাতে।
সেই বাড়িতে ছিল পুরানো ধুলোয় জমা এক বুকশেলফ। সেখান থেকে বেছে একটা বই হাতে নিয়ে পড়া শুরু করেছিলেন ছফা। ছেড়া বই। কাভার নেই। বইটার নামটাও ছিল না কোথাও। তারপরও অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে পড়তে থাকেন বইটা।
এরই মধ্যে রাত্রী শেষে ভোর হয়। বইটাও পুরোটা পড়ে শেষ করতে পারেনি ছফা। বন্ধুর সাথে আবারও ফিরে আসেন হলে। কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে সেই বইয়ের লাইন-
"All theory, dear friend, is grey, but the golden tree of actual life springs ever green. "
কয়েকটা দিন যায় এভাবে। নাহ! বইটা মাথা থেকে যাচ্ছেই না। বইটা পুরোটা পড়ে শেষ করতেই হবে। কিন্তু ছফা তো নাম জানে না বইটার। কোথায় পাবে আর সেই বই?
ছফা দ্বারস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইংরেজির অধ্যাপকের। ভীষণ রাগী ছিলেন সেই শিক্ষক। ধুকপুক বুকে সাহস সঞ্চয় করে অধ্যাপকের সামনে গিয়ে বলেন, " স্যার কয়েকদিন আগে আমি একটা বই পড়েছি, পুরোটা শেষ করতে পারিনি। বইটাও নেই আমার কাছে। বইটার নামও জানি না। কে লিখেছেন তাও জানি না। কিন্তু বইটা আমি পড়তে চাই। বইটাতে একটা লাইন আছে এমন, 'all theory is grey...' ছেড়া বই হওয়ায় নাম লেখা ছিল না বইটাতে। তবে হ্যাঁ, ফোলিও লাইনে লেখা ছিল ফাউস্ট।"
একথা শুনে অধ্যাপক সাহেব রক্তচক্ষু করে ছফার দিকে তাকায়। বলেন, "আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে জার্মান কবি গ্যোটেকে চিনো না। ফাউস্ট গ্যোটের বিখ্যাত মহাকাব্য।"
ছফার এক প্রবন্ধে এই ঘটনা পড়ার সময় ঠিক এই জায়গায় এসে শিউরে উঠেছিলাম আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জার্মান কবি গ্যোটেকে চেনে না, এটা মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
আর আজ? কে-ই বা কাকে চেনে, কাকেই বা পড়ে!
পরের গল্পটা তো সবারই জানা। গ্যোটের প্রেমে পড়ে ছফা বেশ কয়েকবার গেছেন গ্যোটের শহরে। জার্মানিতে ছিলেন অনেকদিন। অনুবাদও করেছেন ফাউস্ট।
সেদিন ফেসবুকে দেখলাম। জার্মানির ভেৎসলার শহরের মহাকবি গ্যোটের স্মৃতিবিজড়িত কিয়স্কটি(পানশালা) আহমদ ছফার নামে নামকরণ করা হয়েছে। খবরটা পড়ে ভীষণ আনন্দ হয়েছে আমার।
লেখা কৃতজ্ঞতা- আঞ্জুমান
শুরু হয়ে গেল আলোক সমাবেশের বেসিক শেখার অনলাইন কোর্স 'বেসিক জানো'। যেখানে প্রতিদিন ক্লাস নিচ্ছেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।
নিচে Hamidur Rashid ভাইয়ার একটি ফ্রী ক্লাস দেওয়া হলো। আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
পুরোদমে শুরু হয়ে গেল আলোক সমাবেশের আয়োজনে বেসিক শেখার অনলাইন কোর্স 'বেসিক জানো'। যেখানে প্রতিদিন ক্লাস নিচ্ছেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।
এখনো যারা চিন্তায় আছো কোর্সটি করার দ্রুত জয়েন করে ফেলো। কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দেয়া আছে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো।
যারা ক্লাস করছ, তাদের প্রতি অনুরোধ কোর্সটা সম্পূর্ণ তোমাদের। আমরা অনেক সময় ক্লাসে প্রশ্ন করি না, সাব্জেক্ট রিলেটেড যার মনে যত প্রশ্ন আছে করতে দ্বিধা করবে না।
সবার জন্য অনেক অনেক শুভকামনা।
আসসালামু আলাইকুম সবাইকে,
আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর অবশেষে আজকে থেকে আমাদের বেসিক যেন বেসিক জানো( অনলাইন কোর্স) ক্লাস শুরু হবে।আজকে সন্ধ্যা ৭ টায় পদার্থবিজ্ঞান ক্লাস দিয়ে আমাদের বেসিক জানো অনলাইন কোর্সের ক্লাস শুরু হবে। তাই এখনো যারা রেজিস্ট্রেশন করনি বা এই কোর্সটি করতে চাও তারা দ্রুত সম্ভব যোগাযোগ কর।
ক্লাসটি নেওয়া হবে বেসিক জানো গ্রুপের ফেসবুক লাইভে।আমাদের আজকের ক্লাস নিবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত মাসুদ রানা।
আশা করি যারা রেজিস্ট্রেশন করেছে তারা সবাই উপস্থিত থাকবে। আশা করি খুব সুন্দর শুরু হবে এবং খুব সুন্দর ভাবে পোস্টটি শেষ করতে পারবো ইনশাল্লাহ।
ধন্যবাদ সবাইকে।
কোর্স কনজেনার-নেওয়াজ মাহমুদ
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের বেসিক জানো (অনলাইন ক্লাস) শুরু করতে যাচ্ছি।
আমাদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর(পরিবর্তিত সময়) থেকে শুরু করার কথা।
কিছু সমস্যার কারণে শুরু করতে পারিনি যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এই পর্যন্ত আমাদের যতজন শিক্ষার্থী হয়েছে তাদের নিয়ে ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার ২৪ অক্টোবর থেকে পদার্থবিজ্ঞান বিষয় দিয়ে আমাদের বেসিক জানো অনলাইন ক্লাস শুরু করব।
তাই এখনো যারা রেজিস্ট্রেশন করনি দ্রুত করে ফেলো।
রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSek5mjLBBl4fTz1kCoNwW2ZlDzXuFNPYlNA5qBjjz_91oc2EQ/viewform?usp=pp_url
নিচে ক্লাস রুটিন দিয়ে দেওয়া হল:
JAAGROTO TARUN এর শিক্ষা বিষয়ক অঙ্গসংগঠন আলোক সমাবেশ দেশের অস্টম-নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে বেসিক জানো( অনলাইন কোর্স)
দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরচালিত হতে যাচ্ছে এই কোর্স যার মাধ্যমে সহজে বুঝিয়ে দেয়া হবে একাডেমিক বিষয়গুলো।
আগ্রহী শিক্ষার্থীরা আজই এনরোল করে ফেলো। স্বল্পমূল্যে কোর্সে অংশ নিতে কমেন্ট করে অথবা পেজের মেসেজের মাধ্যমে জানিয়ে দাও তোমার আগ্রহের কথা। অনলাইনে লাইভ ক্লাস শেষে ক্লাসের ভিডিও প্রাইভেট গ্রুপে ভিডিও আপ্লোড করা হবে যাতে পরবর্তীতে দেখে নিতে পারো।
যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা যাতে কোনভাবে পিছিয়ে না পড়ে তাই তাদের জন্য রয়েছে ১০০% স্কলারশিপের ব্যবস্থা।
বর্তমানে শিক্ষার্থীরা সাজেশন মুখস্ত করে পাবলিক পরীক্ষায় উৎরে গেলেও বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পায়না। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণেও প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় বেসিকের ঘাটতি। যার ফলে আইএলটিএস, টোফেল, জিআরই এর মতো প্রফেসিয়েন্সি প্রমাণের পরীক্ষায় পর্যাপ্ত স্কোর তোলা সম্ভব হয়ে উঠে না।
বেসিক দুর্বলতায় সব থেকে বেশী সমস্যায় পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা। অদম্য মেধা ও পরিশ্রমী মানসিকতা থাকা সত্ত্বেও শহরাঞ্চলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পরতে হয় শুধুমাত্র বেসিক দৃঢ় না হওয়ায়।
এই সমস্যা নিয়ে জাগ্রত তরুণ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অতীতে বিভিন্ন সময়ে শিক্ষাদানের কার্যক্রম জাগ্রত তরুণ পরিচালনা করেছে মুলত সল্পমেয়াদে সংগঠনের সদস্য ও স্থানীয় স্কুলের এসএসসি ব্যাচকে কেন্দ্র করে। এবার জাগ্রত তরুণ কাজটি করতে যাচ্ছে দীর্ঘ মেয়াদে এবং বৃহৎ পরিসরে।
শিক্ষার্থীদের বেসিক ক্লিয়ার করার জন্য জাগ্রত তরুণের শিক্ষামূলক অঙ্গসংগঠন আলোক সমাবেশ নিয়ে আসছে "বেসিক জানো" অনলাইন কোর্স। এ কোর্সে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বেসিক জানো কোর্সসমূহ এবং কোর্স ফি :
১-ইংরেজি এবং সাধারণ গণিত-৬০০ টাকা
২- বিজ্ঞান বিভাগের গ্রুপ সাবজেক্ট(পদার্থবিজ্ঞান, রসায়ন,জীববিজ্ঞান) - ৩০০ টাকা
৩- ব্যবসায় শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্ট(হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স) - ৩০০ টাকা
[ Note- একজন শিক্ষার্থী চাইলে যেকোনো সাবজেক্টে পড়তে পারে। তখন প্রতি সাবজেক্টের জন্য ৩০০ টাকা ফি]
কোর্স সময়কাল- ২ মাস(পরিবর্তনযোগ্য)
[Note- যেহেতু আমাদের মূল উদ্দেশ্য বেসিক ক্লিয়ার করা তাই একজন শিক্ষার্থীর বেসিক ক্লিয়ার করতে যতদিন সময় লাগবে বা যতটুকু সময় লাগবে আমরা তা দিবো]
কোর্স ফি প্রদান করার ম্যাধম-
বিকাশ- ০১৩২৬১৪০৩২২
নগদ- ০১৩০২০২৬৬৫৩
[ কেউ যদি সামনা-সামনি টাকা দিতে চায় তাহলে আমাদের কো-অর্ডিনেটর আশিক এর সাথে যোগাযোগ করুন]
আজই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSetZS_t8OnxC1QRZNTHhJ5pfSecIayEsgmOu3R8IY1WCegS9Q/viewform?usp=pp_url
Note-অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করেছি। যেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাকে বেসিক জানো কোর্সের ১০০% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
যারা আগ্রহী তারা- বেসিক জানো কোর্সের কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করুন।
রেজিস্ট্রেশন করার শেষ সময় - আগামী ১৭অক্টোবর ২০২৩
ক্লাস শুরু- ২০ অক্টোবর।
যে কোন প্রয়োজনে,
কো-অর্ডিনেটর- নেওয়াজ মাহমুদ(01326140322)
সহ কো-অর্ডিনেটর- কাজী আকিল মাহমুদ(01608955659)
"নদীর জলে আগুন ছিলো
আগুন ছিলো বৃষ্টিতে
আগুন ছিলো বীরাঙ্গনার
উদাস-করা দৃষ্টিতে"
বিদায় কবি আসাদ চৌধুরী।
আর্ট : মিতা মেহেদী।
সকলেই ইতিমধ্যে অবগত আছেন JAAGROTO TARUN এর শিক্ষা বিষয়ক অঙ্গসংগঠন আলোক সমাবেশ থেকে বেসিক জানো( অনলাইন কোর্স) নামের একটি কোর্স ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা দেয়া যায়।
রুবাইয়াত শরীফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি আমাদের ব্যাবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিষয়ে পড়াবেন ও বেসিক বিষয়গুলো ভালো করে বুঝতে সহায়তা করবেন।
#বেসিক_জানো
#আলোক_সমাবেশ
#জাগ্রত_তরুণ
তোমরা কি কখনো ভেবে দেখেছো কেনই বা রসায়নের ১১৮ টা মোল সম্পর্কে জানতে হয়..?
রসায়ন পড়তে কি আসলেই আমরা রসায়নের আসল রস খুঁজে পাই...!🤔🤔🤔🤔
ইলেকট্রন বিন্যাস শিখে ভবিষ্যতে আমাদের লাভ কি...?
জীববিজ্ঞানে এত মুখস্ত কেন....😵
আসলেই কি জীববিজ্ঞানে অনেক মুখস্ত করা লাগে....!🤔
এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখো আলোক সমাবেশ পেইজে।
সকলেই ইতিমধ্যে অবগত আছেন JAAGROTO TARUN এর শিক্ষা বিষয়ক অঙ্গসংগঠন আলোক সমাবেশ থেকে বেসিক জানো( অনলাইন কোর্স) নামের একটি কোর্স ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা দেয়া যায়।
মাসুদ রানা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। তিনি আমাদের শিক্ষার্থীদের ফিজিক্স এবং উচ্চতর গণিতের বেসিক শেখাতে সহায়তা করবেন।
#বেসিক_জানো
#আলোক_সমাবেশ
#জাগ্রত_তরুণ
সকলে ইতিমধ্যে জেনেছেন যে JAAGROTO TARUN এর শিক্ষা বিষয়ক অঙ্গসংগঠন আলোক সমাবেশ থেকে বেসিক জানো( অনলাইন কোর্স) এর আয়োজন করা হয়েছে। যেখানে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ক্লাস নেবেন।
কাজী হামিদুর রশিদ রিয়াজ, বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসয়ান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। তিনি আমাদের এই কোর্সে জীববিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান পড়াবেন।
সকলেই ইতিমধ্যে অবগত আছেন JAAGROTO TARUN এর শিক্ষা বিষয়ক অঙ্গসংগঠন আলোক সমাবেশ থেকে বেসিক জানো( অনলাইন কোর্স) নামের একটি কোর্স ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা দেয়া যায়।
শফিউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি আমাদের সাধারণ গণিতের বেসিক শেখাতে সহায়তা করবেন।
#বেসিক_জানো
#আলোক_সমাবেশ
#জাগ্রত_তরুণ
ফিন্যান্স এর মূল কাজ কী? অর্থের আবার টাইম ভ্যালু কী? একজন ফাইন্যান্স অফিসারকে কি কি বিষয় নিয়ে কাজ করতে হয়?
#বেসিক_জানো
যোগ বিয়োগ করে সনাতন পদ্ধতিতেও তো হিসাব রাখা যায়, তাহলে হিসাববিজ্ঞান এর দরকার কী? ডেবিট-ক্রেডিট সমান-ই বা হতে হবে কেন?
#বেসিক_জানো
বিজ্ঞান কী? বিজ্ঞানের প্রয়োজনীয়তা কী? বিজ্ঞান কি আনন্দের সাথে পড়া যায়? স্কুলগুলোতে বিজ্ঞান কি আনন্দের সাথে পড়ানো হয়?
#বেসিক_জানো
গণিত আবিষ্কার হল কিভাবে? সংখ্যা কি? সেট কি? অংক কি মুখস্থ করে শিখছি নাকি বুঝে শিখছি? জীবনে অংকের গুরুত্বই বা কি?
#বেসিক_জানো
গতকাল রাত (১৫-০৯-২৩) একটি মেয়েকে পাওয়া গেছে। মেয়েটির কাছ থেকে যা ইনফরমেশন পেয়েছি।
মেয়েটির নাম ইভা।
মেয়ের মায়ের নাম ইয়ানুর
মেয়ের বাবার নাম খালেক
সৎ বাবার নাম মাহাবুব
মেয়ের নানার বাড়ি
দালালবাড়ি, চরসমাইয়া ইউনিয়ন, ভোলা।
আলীনগর মাদ্রাসা বাজার।
মেয়ের নানার নাম সাহালম (রিক্সা চালক)
মেয়ের মামার নাম ফারুক (রাজ মিস্ত্রি) ঢাকা থাকে
মেয়ের প্রথম খালার নাম শানু
মেয়ের দ্বিতীয় খালা কোহিনুর
মেয়ের তৃতীয় খালা নাজমা
মেয়ে নানীর নাম রৌসোনা বেগম
মেয়েটি বলেছে তার মা কুমিল্লা চকবাজার থাকে তাই মেয়েটি ভোলা থেকে কুমিল্লা চলে এসেছে।
মেয়েটি এখন কুমিল্লা চকবাজার আছে।
যোগাযোগের জন্য
আলমগীর 01972510506
জোবায়ের 01850105789
রাশেদ 01843645961
অনুগ্রহ করে মেয়েটির মায়ের নাম্বার টি দিন। অথবা মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন।
১২ বছর ইংরেজি পড়েও আমরা কেন ইংরেজিতে কথা বলতে বা লিখতে বা একটা গল্প বুঝে পড়তে পারি না???
#বেসিক_জানো
অনেক ধন্যবাদ 'দৈনিক খবর চিত্র' মুক্ত শৈশব উৎসব - মুক্তমঞ্চ, জাগ্রত তরুণ এর সংবাদ প্রকাশ করবার জন্য।
জাতীয় পর্যায়ে জাগ্রত তরুণের মুক্ত শৈশব উৎসব পালিত মো: হামিদুর রহমান ২০০৮ সাল থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নে থেকে সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হি....
অনেক ধন্যবাদ 'সকালের কন্ঠ' কে মুক্ত শৈশব উৎসব - মুক্তমঞ্চ, জাগ্রত তরুণ এর খবর গুরুত্ব দিয়ে ছাপানোর জন্য।
জাতীয় পর্যায়ে জাগ্রত তরুণের মুক্ত শৈশব উৎসব পালিত | সকালের কণ্ঠ সারাদেশ জাতীয় পর্যায়ে জাগ্রত তরুণের মুক্ত শৈশব উৎসব পালিত মো কামরুল ইসলাম, সহবার্তা সম্পাদক আপডেট: সেপ্টেম্বর ১০...
বছর বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাচ্ছি। এমনকি সার্টিফিকেট পরীক্ষাতেও উত্তীর্ণ হচ্ছি। কিন্তু #বেসিক শেখা হয়েছে কি সেভাবে???
পাঠদান কেন্দ্রগুলোতে অপেক্ষাকৃত দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কিছু করা হয় কি?
গুগলের সেরা বিজ্ঞানী তাসিফ খান চলতি বছর গুগলের সেরা বিজ্ঞানীর সম্মাননা ‘গুগল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ....