Maa Tara Temple - Tarapith

Maa Tara Temple - Tarapith

It is a Tantrapith. It located Dist-Birbhum.

Photos from Maa Tara Temple - Tarapith's post 12/11/2023

ঘোর অন্ধকারের নিবিড় অমা নিশিতে আলোর স্পর্শে প্রদীপ প্রজ্বলিত হয়ে ঘুচে যাক করাল অন্ধকারের ভ্রুকুটি।দীপাবলির উৎসবের আলোয় আলোকিত হয়ে অবির্ভুতা হলেন করালবদনী মা খর্গ ধারিণী মা শ্যামাময়ী।কি অপরূপ জ্যোতি মায়ের আলোক জ্যোতির ছটায়।তার রক্তিম আভায় অনুভবের অনুকম্পায় যেন টের পাই মায়ের উপস্থিতি।মা আছেন জগতের মাঝে তিনি তো অনন্ত ব্রম্ভ্যান্ডের শক্তি রুপিনী অশুভ শক্তির বিনাশ কারী রূপে।নিবিড় অমার তিমির নিশির সমস্ত অন্ধকার ঘুচে যাক দীপাবলির প্রদীপ প্রজ্বলিত আলোক মালায়।তামাম বিশ্ব মেতে উঠুক আজকের আলোর উৎসবে।মা আছেন হৃদয় বীণার সুরের সংগীতে অন্তরের অন্তঃস্থলে মায়ের গান বেজে উঠলেই টের পেয়ে যায়।মৃন্ময়ী মা আজ চিন্ময়ীরূপে পুজিতা হবেন।যেদিকে চোখ মেলে টাকায় ভেসে উঠবে সেই আলোর রোশনাই।তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি---

("যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো--

জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥

জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥")

সকল ভক্তদের আমার তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

পলাশ চন্দ্র ব্যানার্জী।

10/11/2023

ভরসা রাখুন মায়ের উপর।

আহা!একি এ সুন্দর শোভা।আত্মার সঙ্গে পরমাত্মার কি অপূর্ব মেলবন্ধন।মাকে সাকার নিরাকার যে রূপেই কল্পনা করি না কেন তিনিই হলেন জগৎ মাতা ব্রহ্মময়ী তারা।দীপাবলির আলোর স্পর্শে চেতনার উন্মেষে দূর হোক সব অশুভ শক্তি।আগত দীপাবলির পুণ্য তিথিতে আকন্ঠ দুর্নীতির পাঁকে ডুবে থাকা কিছু বক ধার্মিকের পাদস্পর্শে ধন্য হবে তারাপীঠের আকাশ বাতাস।কলকাতাওয়ালী কিছু সিদ্ধযোগী কাটমানির দয়ায় আকন্ঠ সূরা পান করে জয়তারা জয়তারা বলে বিকট শব্দে কল্লোলিত করবেন,ধ্বনিত হবে তারাপীঠের আকাশ বাতাস।ভক্তি নয় চাই দেখনধারী ভড়ংবাজী,শাস্ত্র মতের পুজো নয় পুরোহিতকে দেখাতে হবে তামসিক ও ভন্ডামী তাতেই ওরা সন্তুষ্ট।সাধনার আড়ালে মহাশ্মশানে কত বহিরাগত সিদ্ধযোগী তন্ত্রযোগীর আকর্ষণীয় ভড়ংবাজিতে আকৃষ্ট হবেন কত মানুষজন,এদের কারোর বিবাহের সমস্যা,কারোর চাই একটা সরকারি চাকরি কারোর চাই সুন্দরী বউ কারোর চাই ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র,কারোর চাই ব্যবসার শ্রী বৃদ্ধি,কারোর চাই দামি ফ্ল্যাট গাড়ী।কারোর চাই বশিকরণ।চিন্তা করবেন না ওইসব সিদ্ধ যোগী তন্ত্রযোগী এদের কেউ কাঁচা বাবা কেউ সিদ্ধ বাবা,কেউ হইস্কি বাবা কেউ ব্লেন্ডার্স বাবা কেই জেডি বাবা কেউ বা গাঁজা বাবা।চিন্তা কিসের!ওইসব সিদ্ধয়োগীর সংস্পর্শে এলেই সব সমস্যার সমাধান এক নিমেষেই।ওইসব ভেকধারী বাবাজীদের পদতলে আশ্রয় নিলেই হল।এদের পৃষ্ঠপোষক তো ওই শহুরে কাটমানিখোররাই।এরা হলেন দিনের বেলায় হরি হরি রাতের বেলায় তোলাবাজে পকেট ভরি।যত রকম লোক ঠকানো আর ঠগ বাজের পৃষ্ঠপোষক তো তারাই।ভক্তের ছদ্দবেশে যত রকম অপকীর্তি করে শ্যামাপুজোর দিন এরা কেউ সাধক বামাক্ষেপা বাবা,কেউ সাধক রামপ্রসাদ আবার কেউ ঠাকুর রামকৃষ্ণ।

এইসব ঠগবাজ বহিরাগত ভন্ড তান্ত্রিকদের থেকে দুরে থাকুন।এমন কোন কাজ করবেন না যাতে মায়ের ভাবমূর্তিতে ব্যাঘাত ঘটে।ভক্তি রাখুন মনে মনে দেখনধারী ভড়ংবাজির কোন প্রয়োজন নেই।তারাপীঠ মন্দির বা মন্দিরের কোন সেবাইত এইসব ভড়ংবাজিকে কখনোই সমর্থন করেন না।মন্দিরের তরফ থেকে এই জাতীয় লোক ঠকানো ব্যবসায় কাউকে প্রশ্রয় দেওয়া হয় না।সকলকে আগত দীপাবলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাখলাম।

পলাশ চন্দ্র ব্যানার্জী।

09/11/2023
27/10/2023

আজ তারামায়ের আবির্ভাব তিথি উপলক্ষে তারামায়ের বিরাম মঞ্চে চলছে বিশেষ পুজো।এইদিন মাকে মূল মন্দির থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয়।আজ সারাদিন এই বিরাম মঞ্চেই চলবে বিশেষ পুজো।এরপর সূর্যাস্তের পর মাকে আবার নিয়ে আসা হবে মায়ের মূল মন্দিরে।

24/10/2023

সকলে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।মা তারার আশীর্বাদে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

22/10/2023

তারাপীঠ মায়ের মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হল মহাষ্টমীর মহাযজ্ঞ।

22/10/2023

আজ মহাষ্টমী উপলক্ষে তারাপীঠ মায়ের মন্দিরে চলছে কুমারী পুজো।

22/10/2023

শুভ মহাঅষ্টমীর সকালে মা তারার দর্শন করুন।

20/10/2023

আজ মহাষষ্ঠী তিথিতে তারামায়ের দর্শন করুন।

Photos from Maa Tara Temple - Tarapith's post 18/10/2023

শুভ পঞ্চমী তিথিতে মা তারার দর্শন করুন।

05/10/2023

সাধক বামাক্ষেপা বাবার সময়ের মা তারার দুষ্প্রাপ্য বিগ্রহ।

14/09/2023

আজ কৌশি অমাবস্যা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।মা তারার আশীর্বাদে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

Photos from Maa Tara Temple - Tarapith's post 12/09/2023

কৌশি অমাবস্যা ও সতর্কতা

আগামী ২৭শে ভাদ্র বৃহস্পতিবার ইংরেজি 14/09/2023 ভোর 4টা 31 মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা এবং ছাড়ছে পরের দিন 15/09/2023 ২৮শে ভাদ্র শুক্রবার 6টা 32 মিনিট অবধি থাকছে।

আগামী কৌশিকি অমাবস্যা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের সমাবেশ ঘটবে এই তারাপীঠে। গরুচোর,কয়লাচোর,বালিচোর,রক্ত চোষা প্রমোটারদের সমাবেশে চাঁদের হাট বসবে।এনারাই তো ভন্ড বাবাজিদের পৃষ্ঠপোষক।কত ভন্ড যোগী তান্ত্রিকদের পদধূলিতে ধন্য হবে এই পবিত্র সিদ্ধপীঠ।চারিপাশে ঘুরে বেড়াবে কত বাবাজী এদের কেউ তারাপীঠ সিদ্ধ,কেউ কামাখ্যা সিদ্ধ,কেউ কালীঘাট সিদ্ধ,কেউ দক্ষিণেশ্বর সিদ্ধ কেউ বা ফুরফুরা সিদ্ধ,।দেখবেন কত কাঁচা বাবা সিদ্ধ বাবা,পোড়া বাবা।এ তো গেল শুধু সিদ্ধ বাবাজিদের ঘটনা।এ ছাড়া আছে হইস্কি বাবা,ব্লেন্ডার্স বাবা,থ্রী এক্স রাম বাবা,100 পাইপার্স বাবা,ব্ল্যাকডগ বাবা,বি সেভেন বাবা,নাম্বার 1 বাবা,জেডি বাবা,গাঁজা বাবা।

আর আছে কত মুকুট প্রাপ্ত ভন্ড যোগী তান্ত্রিক জ্যোতিষীদের দল শাস্ত্রী,তর্কালঙ্কার,বাক্যালঙ্কার,স্বর্ণ মুকুটধারী রৌপ্য মুকুট ধারী, ব্রোঞ্জ মুকুট ধারী,তামা মুকুটধারী,চাঁদি মুকুটধারী লোহা মুকুটধারী,পিতল মুকুটধারী সিদ্ধযোগী,তন্ত্রযোগী,রাজ জ্যোতিষী।এইসব ঠগবাজ অমূল্য রতন রাই তো তারাপীঠের কৌশি অমাবস্যার সম্পদ।

এছাড়া আছে পটল বাবা,ঘুগনি বাবা,চা বাবা,চানাচুর বাবা,খাসি বাবা,পাঁঠা বাবা,মোরগ বাবা আর কত বলবো।মূলত এরাই আলোকিত করেন তারাপীঠের কৌশিকি অমাবস্যার অনুষ্ঠান।এরা কেউই কোন স্থানীয় মানুষজন নন।বেশিরভাগই বহিরাগত।মানুষকে ধোকা দিয়ে মানুষের দুর্বল জায়গায় ঘা দিয়ে এরা মূলত লোক ঠকানোর ব্যবসায় মত্ত থাকেন।এদের খপ্পরে পড়ে কখনোই সর্ব শান্ত হতে যাবেন না।আমি ঈশ্বরে বিশ্বাস করি তা তিনি সাকার অথবা নিরাকার যায় হোন না কেন।তারাপীঠে মা তারার উর্ধে কেউই নন।মায়ের উপরে বিশ্বাস রাখুন।কামনা বাসনা দূর করে মায়ের কাছে নিজেকে সঁপে দিন দেখবেন মন গঙ্গা জলের মত পবিত্র হবে।আড়ম্বরে নয় মনের ভক্তিতে মায়ের আরাধনা করুন।কোন রকম ঠগবাজ চিটিংবাজ ধান্দাবাজদের খপ্পরে পড়বেন না।এটাই আমার আবেদন।

পলাশ চন্দ্র ব্যানার্জী।

20/06/2023

তারামায়ের রথযাত্রা 2023

19/05/2023

ফলহারিনি অমাবস্যার দিনে মা তারা কে দর্শন করুন।

Videos (show all)

তারাপীঠ মায়ের মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হল মহাষ্টমীর মহাযজ্ঞ।
আজ 3/10/2022 তারিখ তারাপীঠ মায়ের মন্দিরে সম্পন্ন হল মহাষ্টমীর মহাযজ্ঞ।
ভক্ত শূন্য তারাপীঠে কৌশিকি অমাবস্যা উপলক্ষে মায়ের মন্দিরে চলছে বিশেষ পুজো।

Website