Nirav Asif

Nirav Asif

Mohammad Asif is a Digital Marketing Strategist, Consultant, Mentor, Public Speaker & Blogger!

09/01/2024

আমাদের জীবনে আমরা অনেক সময় বিভিন্ন জিনিস এচিভ করার জন্য শর্টকাট চিন্তা করি। এই শর্টকাটে অর্জনের জন্য বেশিরভাগক্ষেত্রেই আমাদের প্রচুর প্যাচে পড়ে যেতে হয়। দেখা যায় সেই প্যাচ থেকে নানান বিপদ আপদও সৃষ্টি হয়!

এই দুনিয়ায় যারা নিজেদের কাজে সফল হয়েছে, তাদের কেউই শর্টকাটে অর্জনের দিকে মনোযোগ দেন নাই।

বস্তুত, আমরা হয়তো এক্সিডেন্টলি কখনো কখনো হুট করে কোনও কাজে সফল হয়ে যেতে পারি। কিন্তু এটা আমাদের জন্য কখনোই ধারাবাহিক সাফল্য বয়ে আনবে না।

তাই আসুন, শর্টকাট ভুলে পরিকল্পনা মোতাবেক নিজেদের সফলতা অর্জনে মনোযোগী হই।

09/01/2024

প্রতি বছরেই, শুরুর দিকে আমরা অনেক গুলো কাজের প্ল্যান করি। প্রচুর পরিকল্পনা করি। কিন্তু দেখা যায় শুরুতে আমাদের মধ্যে যেমন এক্সাইটমেন্ট কাজ করে, ধীরে ধীরে সেটা কমে যায়।

এর কারণ কি বলে আপনার মনে হয়?

08/01/2024

⭐ 7 Most Important Points While Optimizing Single Product Landing Page 👇

1️⃣ Clear and Compelling Headline:

🌟 Craft a concise and attention-grabbing headline that clearly communicates the primary benefit or value proposition of your product. Make it compelling to encourage visitors to continue reading.

2️⃣ High-Quality Visuals:

🌟 Use high-resolution images and videos to showcase your product from different angles and highlight its key features. Visuals play a crucial role in capturing the attention of visitors and conveying the product's value.

3️⃣ Concise and Persuasive Copy:

🌟 Write concise and persuasive copy that emphasizes the unique selling points of your product. Clearly outline how the product solves a problem or fulfills a need for the user. Break up the text into short paragraphs for easy readability.

4️⃣ Call-to-Action (CTA):

🌟 Place a prominent and compelling call-to-action button that encourages visitors to take the desired action, whether it's making a purchase, signing up for a trial, or requesting more information. Use action-oriented language for the CTA.

5️⃣ Mobile Responsiveness:

🌟 Ensure that the landing page is optimized for mobile devices. With an increasing number of users accessing websites from smartphones and tablets, it's crucial that the page layout, images, and text are responsive and provide a seamless experience across various screen sizes.

6️⃣ Social Proof and Testimonials:

🌟 Incorporate customer testimonials, reviews, or endorsements to build trust and credibility. Social proof helps potential customers feel more confident in their decision to purchase by showcasing the positive experiences of others.

7️⃣ Limited Distractions:

🌟 Minimize distractions on the landing page by keeping the focus on the product and the desired action. Remove unnecessary navigation links or extraneous information that may divert visitors from the main goal of the page. The design should guide visitors toward the CTA without causing confusion.

✅ Remember to continuously test and analyze the performance of your landing page through analytics tools to identify areas for improvement and optimize the user experience over time. 👊

03/01/2024

👊 SIX LAWS OF MATURITY: 👇

1️⃣ Stop Telling People Everything : Most people don't care, and some secretly want you to fail.

2️⃣ Choose Your Friends Wisely : The fastest way to become better is to surround yourself with better people.


3️⃣ Expect Nothing, Appreciate Everything : Be grateful for the little things in your life to find inner peace.

4️⃣ Do Your Best And Trust The Process : The harder you work, the luckier you will get.

5️⃣ Control Yourself, Not Others : Controlling others is strength. Controlling yourself is true power.

6️⃣ Learn To React Less : When you control your reaction, nobody can manipulate you.

📷 Image Generated by AI, Prompt by Nirav Asif 🙏

02/01/2024

Mastering Facebook Ads in 2024 requires a dynamic and data-driven approach. 👊

✅ Understand your audience, craft compelling creatives, and leverage the platform's powerful targeting options.

✅ Stay agile by conducting A/B tests, embracing video content, and optimizing for mobile.

✅ Utilize tools like the Facebook Pixel to refine your strategy based on user interactions.

✅With a keen eye on performance metrics and a commitment to ongoing optimization, you'll be well-positioned to navigate the ever-evolving landscape of Facebook advertising.

All the Super Best for 2024 🤝🙏

01/01/2024

🌟 Keeping The Mindset Strong and Focusing the Goals 👊

24/12/2023

Exactly!

28/06/2023

ঈদ মোবারাক

24/03/2023

এই রামাদানের সাহরি এবং ইফতারের সময়সূচী।

23/03/2023

পবিত্র রামাদান হলো আমাদের পেট কে খালি করে রুহকে পরিপূর্ণ করার সব চেয়ে ভালো সময়।

সবাইকে রমজানুল মোবারাক ।

19/03/2023
21/02/2023

আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

04/01/2023

16/12/2022

১৬ ডিসেম্বর সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন।

আজকের দিনটি খুব বিশেষ দিন যা এদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে - যখন ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করি এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

এই দিনে, আমরা তাদের সকলকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করে শহীদ হয়েছেন। আমরা আমাদের সাহসী সৈনিকদের সাহস এবং সংকল্পকেও উদযাপন করি যারা আমাদের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য এত কঠিন লড়াই করেছিল।

এটি শুধু আমাদের জন্যই নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্যও একটি বিশেষ দিন যারা ন্যায়বিচার, শান্তি ও স্বাধীনতায় বিশ্বাসী।

আজ, আসুন আমরা একত্রিত হয়ে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে স্মরণ করি যারা এটি সম্ভব করেছিলেন এবং তাদের আত্মত্যাগকে কখনও ভুলে না যাওয়ার অঙ্গীকার করি।

11/12/2022

আল্লাহ বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে ❤️
[ সূরা আদ দুহাঃ৫ ]

10/12/2022

আপনারা হয়তো অনেকেই ট্রাস্টেড এজেন্সি থেকে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস নিতে চান।

কিন্তু দেশে প্রচুর পরিমাণ ভুয়া মিডিয়া বায়িং এক্সপার্ট, ফেইক লাইক/শেয়ার সেলার, কুপন/থ্রেশহোল্ড বা ডিউ জমিয়ে রাখা সার্ভিস প্রভাইডারদের নিয়ে অনেক অনলাইন উদ্যোক্তাই অতিষ্ঠ!

আপনাদের জন্য আছে XaneTech Digital! ১০০% ট্রাস্টেড এবং জেনে বুঝে আপনার অ্যাড অপ্টিমাইজ করতে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ্‌।

মান্থলি প্যাকেজ তো আছেই, সাথে আছে আপনার বাজেট অনুযায়ী ক্যাম্পেইন করার সুযোগ।

আমাদের এজেন্সির পেজে নক দিতে পারেন কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারেঃ +880 1780-030504

06/12/2022

Digital marketing creates a two-way communication between businesses and consumers, allowing your online business to have direct conversations with customers.

25/11/2022

নিজের প্রয়োজনের ডিজিটাল প্রোডাক্টসের সারা বছরের সবচেয়ে বেষ্ট ডিল বা অফারের জন্য আমাদের মতো অনেক টেক প্রিয় মানুষ অপেক্ষা করি Black Friday দিনটার জন্য। আমি নিজেও প্রতি বছর কিছু টাকা আলাদা করে এই দিনের কিছু দুর্দান্ত ডিল কালেক্ট করতে।

আজকে আমি আমার পছন্দের কিছু প্রোডাক্টের লাইফ টাইম ডিল অফার নিয়ে লিখছি। ২০২২ সালের ব্ল্যাক ফ্রাইডে অফারের এই টুলস গুলো আপনার কাজে লাগলে কিনে রাখতে পারেন। এবং যেহেতু এগুলো Appsumo প্ল্যাটফর্মের অফার।

জরুরি একটা রিমাইন্ডার দিয়ে দেইঃ ব্ল্যাক ফ্রাই ডে’র সেল মানেই অহেতুক জিনিস পত্র কেনা ফেলা নয়। বেশিরভাগ সময়ই আমরা এক্সাইট্মেন্টের জোরে অনেক কিছু কিনে ফেলি যেটা পরবর্তীতে আর কাজে লাগে না। তাই কেনার আগে ভালো করে চিনতে করে নিবেন আসলেই আপনার জন্য এই ইনভেস্টমেন্ট গুলো কাজের হবে কিনা।

তাই আপনার পছন্দ না হলে ৬০ দিনের মধ্যে রিফান্ডও করতে পারবেন।
নিচের সব গুলো লিঙ্কই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমার লিঙ্ক থেকে আপনি নতুন একাউন্ট ক্রিয়েট করলে একটা এক্সট্রা ডিস্কাউন্ট পাবেন। এতে আপনার লস হবে না, আমারও কিছু বেনিফিট হবে।

আজকে ৩টি টুলসের কথা বলবো আপনাদেরকে। যেগুলো আমাদের রেগুলার অনেক কাজ ইজি করে দিবে।

Ocoya:

মোটামোটি একটা বিরতির পর মার্কেটে লাইফটাইম ডিল নিয়ে আবারো হাজির হয়েছে আমাদের অনেকের অপেক্ষমান টুল ওকোয়া।

সোশ্যাল মিডিয়া কনটেন্ট শিডিউলিং এর অটোমেশন নিয়ে শুরু করলেও এখন এটার টুলস এবং ডেভেলপমেন্ট রোডম্যাপ দেখার পর ৫৯ ডলারের ইনভেস্টমেন্ট পজেটিভই মনে হচ্ছে আমার কাছে। আমি অবশ্য বেশ কয়েক মাস ধরেই ব্যবহার করছি। ওদের ফাউন্ডার এবং কমিউনিটি বেশ একটিভ। শর্ট ফর্ম AI Writing কিছুদিন আগে নিয়ে আসলেও লং ফর্ম কনটেন্ট হয়তো কিছুদিন পর আসবে।

তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য দারুন টুল এটি, কারণ এটাতে আছে ইমেজ ক্রিয়েশন, এনালিটিক্স সহ আর কিছু দরকারি জিনিস।

৬০ দিনের রিফান্ড সুযোগ সহ Ocoya কিনতে পারবেন এই লিঙ্ক থেকেঃ https://appsumo.8odi.net/QOoxKM

Niches:

কোনও রকম রাখ ঢাক না করেই বলা যায় এই সময়ের AI Writing Assistant Tools গুলোর মধ্যে বেশ প্রমিজিং। মাত্র ৫৯ ডলারের লাইফটাইম দিলে পাবেন এখন অ্যাপসুমোতে। ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটি টুল বলতে পারেন। রিভিউ রেটিংস এবং অন্যান্য ফিচার্স গুলো চেক করে নিতে পারেন আপনার সুবিধার জন্য।

৬০ দিনের রিফান্ড সুযোগ সহ Niches কিনতে পারবেন এই লিঙ্ক থেকেঃ https://appsumo.8odi.net/qn7ymn

SendFox:

এন্ট্রি লেভেল মার্কেটারদের জন্য সীমিত বাজেটের মধ্যে ইমেইল মার্কেটিং টুল হতে পারে সেন্ডফক্স। মাত্র ৪৯ ডলারের লাইফটাইম দিলে আপনি নার্চার করতে পারবেন ৫ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবারকে। এর মধ্যে আনলিমিটেড ইমেইল ক্যাম্পেইন, শিডিউল, অটোমেশান, ল্যান্ডিং পেজ এসব ফিচার্স তো থাকছেই!

৬০ দিনের রিফান্ড সুযোগ সহ কিনতে পারবেন SendFox এই লিঙ্ক থেকেঃ https://appsumo.8odi.net/9WRBe0

ওয়েবসাইট হোস্ট করার জন্য একটা দুর্দান্ত ডিলও শেয়ার করতে চাই এটার সাথেঃ

চার বছরের জন্য ১০০টি সাইট হোস্ট করার হোস্টিং প্যাকেজ মাত্র ৮৫.৯৭ ডলার! অর্থাৎ, মাসে আপনার খরচ পড়বে মাত্র ১ ডলার ৭৯ সেন্ট।

দেশের বাইরের কোম্পানিগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসের জন্য আমি গত বছর ধরে Hostinger ইউজ করতেসি। বলা যায় বেশ স্মুথ এবং ইজিলি ম্যানেজেবল প্ল্যাটফর্ম। ওয়েবে একটু সার্চ করে দেখতে পারেন ওদের রিভিউ ভালোই। এবং রেগুলার আরো ইম্প্রুভ করার চেষ্টা করছে।

ওদের একটা প্যাকেজ আছে (WordPress Starter) , চার বছরের জন্য ১০০টি ডোমেইনের জন্য দাম পড়বে মাত্র ৯৫ ডলার ৫২ সেন্ট। মানে প্রতি মাসে ১.৯৯ ডলার খরচ, ১০০টি ডোমেইনের জন্য! আপনি চাইলে সেইম অফারে ১ বা ২ বছরের প্যাকেজও নিতে পারেন।

আমার মতো অনেকেই আছেন যারা মাল্টিপল ডোমেইন ইউজ করেন বিভিন্ন *ছোট ছোট ল্যান্ডিং পেজ বা *মাইক্রো সাইটের কাজের জন্য। তাদের জন্য এটা ওয়ান অফ দ্যা বেষ্ট ডিল হতে পারে।

অবশ্যই আপনি লিঙ্ক থেকে ওদের অন্যান্য ফিচার্স গুলো ভালো করে চেক করে নিবেন। যদি আপনার মনে হয় এটা আপনার পারপাজ সল্ভ করবে তাহলে আপনি এই লিঙ্ক থেকে ওদের ব্ল্যাক ফ্রাইডে অফার নিতে পারেন।
কিনতে পারবেন এখান থেকেঃ https://hostinger.sjv.io/Ao9PBR

এছাড়াও আপনি চাইলে ফ্রিপিকের অফার নিতে পারেন। তাদের সাইটেই চলছে ৫০% অফার। মাত্র ৫৪ ইউরো ইনভেস্ট করে ১ বছরের জন্য ফ্রিপিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন।

:)

Photos from Nirav Asif's post 21/11/2022

It was an honor to share the same platform with some amazing entrepreneurs at day long conference in Khulna. Around 700+ Online Professionals joined this event.

Thanks to the Organizers, Guests, Sponsors and all the Awesome People who participated from around the country! 👏
BITPA Conference 2022 Rocked 👊

14/11/2022

এক টুইটে ১৬ বিলিয়ন ডলার লস!

ঘটনাটি জাস্ট ২ দিন আগের!

টুইটারে Eli Lilly And Co কোম্পানির নাম ধরে একটা ফেইক অ্যাকাউন্ট যেটি মাত্র ৮ ডলারের সাবস্ক্রিপশন নিয়ে ভেরিফিকেশন টিক মার্ক নিয়েছিল সেটা মূল কোম্পানির জন্য প্রায় ১৬ বিলিয়ন ডলার মার্কেট শেয়ার ডাউন করে দিয়েছে।

জাস্ট একটা টুইটের মাধ্যমে তারা ঘোষণা করেছিল যে এলি লিলি আর ইনসুলিনের জন্য চার্জ নিচ্ছে না। এটার পর Eli Lilly কোম্পানির শেয়ার ভ্যালু রাতারাতি ১৬ বিলিয়ন ডলারে নেমে গেছে।

সোশ্যাল মিডিয়া একটি কোম্পানির জন্য কতোটুকু ইমপ্যাক্টফুল সেটা এই ঘটনার মাধ্যমে সহজেই বুঝা যায়।

25/10/2022

এক বাদশাহর স্বপ্ন 🤍💥💫

এক বাদশাহ দুনিয়ার লোভ-লালসা নিয়ে ব্যস্ত আছেন। এক রাত্রে বাদশাহ স্বপ্নে দেখেন, বিরাট একটা বাঘ তাকে তাড়াইতেছে, সে দৌড়ে গিয়ে একটা গাছে উঠেছে, বাঘ হাঁ করে তার দিকে তাকায়ে আছে, এর মধ্যে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা কতটুকু কেটে দিল, এরপর আর একটা কালো ইঁদুর এসে ঐ গাছের গোড়াটা আরো কতটুকু কেটে দিল, এভাবে সাদা ইঁদুর যায় কালো ইঁদুর আসে, কালো ইঁদুর যায় সাদা ইঁদুর আসে।

পর্যায়ক্রমে একের পর এক গাছের গোড়া কেটেই চলেছে, নিচের দিকে চেয়ে দেখে একটা গর্ত তার মধ্যে আগুন জ্বলতেছে। আর সাপ বিচ্ছু গিজগিজ করতেছে। উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধুর ভাণ্ডার বা মৌচাক, ঐ মৌচাক থেকে মধু পড়তেছে। আর বাদশাহ জিহ্বা পেতে ঐ মধু খাইতেছে।

তার স্বপ্ন ভেঙ্গে গেল।

সকাল বেলা তিনি রাজ দরবারে বসে বলতে লাগলেন, আমি আজ রাত্রে ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পার নাকি? কেউ পারলো না, ঐ মজলিসের কোণায় ছিল এক ওলী, তিনি বললেন, জাঁহাপনা আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি।

ঐ যে বাঘটা তা হলো আপনার মউত, আর ঐ গাছটা হলো আপনার হায়াত, আপনি মউতের ভয়ে হায়াতের গাছে উঠেছিলেন, আর সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত্র, দিনে কতটুকু হায়াত কাটে, আবার রাত্রে কতটুকু হায়াত কাটে, এভাবে কাটা শেষ হয়ে গেলে ঐ মউতে আপনাকে ধরবে, আর ঐ যে গর্তের ভিতরে আগুন আর সাপ বিচ্ছু দেখেছেন, উহা হলো আপনার কবরের আযাব, আর উপরে যে মৌচাক দেখেছেন, আর আপনি এত বিপদ দেখেও মধু খেয়েছেন তা হলো আপনার দুনিয়ার লোভ-লালসা। ইহা শুনে বাদশাহ চমকিয়ে উঠলেন, আর দুনিয়ার লোভ-লালসা ছেড়ে দিয়ে আখেরাতের কাজ শুরু করে দিলেন।

এই ঘটনা শুধু ঐ বাদশাহর জন্য নয়, সারা জাহানের মানুষের জন্যই শিক্ষণীয় ঘটনা।

*এটি বহুল প্রচলিত সংগ্রহীত একটি গল্প।

24/10/2022

ফেসবুক অ্যাডের নতুন কিছু গাইডলাইন আসছে। কার্যকর হবে আগামী জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে।

এই ঝলক দেখে নিতে পারেন এখানে থেকেঃ

https://www.facebook.com/legal/self_service_ads_terms_update

19/10/2022

ডিজিটাল মার্কেটিং এ আমাদের প্রতিটি ক্যাম্পেইনের আলাদা আলাদা অবজেক্টিভ থাকে। সেই অবজেক্টিভকে ফুলফিল করার জন্য আমাদের প্রোডাক্টের প্রিসাইজ টার্গেট অডিয়েন্স রিসার্চ, মার্কেটিং চ্যানেলস এবং কনটেন্ট প্ল্যান করতে হয়।

আপনি যদি এসব না করেই হুট করে র‍্যান্ডম একটা ক্যাম্পেইন করে সেখান থেকে ভালো ROI নিয়ে আসতে পারেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সাক্সেস হবে এক্সিডেন্টাল। অর্থাৎ By Chance সাক্সেস।

আপনি এই ধরণের আনপ্লান্ড ক্যাম্পেইন করে হয়তো পরবর্তী ৯০% কেসে কোনও পজেটিভ রেজাল্ট পাবেন না।

তাই ডিজিটাল স্পেসে কোনও প্রোডাক্ট/অফার প্রমোট করার ক্ষেত্রে অবশ্যই আগে ডিফাইন করতে হবে আপনার ক্যাম্পেইনের গোলকে।

এরপর আপনার টার্গেট অডিয়েন্সকে ব্রেক ডাউন করে তাদের জন্য রিলেভেন্ট কনটেন্ট সাজাতে হবে যেন তাদের সাথে কমিউনিকেশন ঠিক মতো করা যায়।

সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোল্ড অডিয়েন্সকে ওয়ার্মআপ করে সেখান থেকে কোয়ালিফাইড লীড জেনারেট করা বা কনভার্সন জেনারেট করা চ্যালেঞ্জিং কাজ। এটা এমনি এমনিতেই হয়ে যাবে না।

আর অন্য চ্যানেলগুলার ক্ষেত্রেও কাজ গুলো খুব সহজ নয়।

মনে রাখবেন, ডিজিটাল স্পেসে আপনার অডিয়েন্স কিন্তু রক্ত মাংসের মানুষই। তাই তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে তাদের সাইকোলজি ধরেই কাজ করতে হবে।

03/10/2022

Let's not waste our precious time 👊

02/10/2022

ভুলেও ফেসবুক পেজের জন্য কোনও সার্ভার বা বট থেকে অটো লাইক বা ফেইক লাইক কিনবেন না। 🚫

কারণ 👇

✔ ফেসবুক আপনার পেজের রিচ এবং অ্যাড পারফর্মেন্স নষ্ট করে দিতে পারে।
✔ আপনার পেজ অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যেত পারে।
✔ যেকোনো সময় আপনার পেজ ফেসবুক ডিলিট কিংবা আনপাবলিশ করে দিতে পারে।

😱

তাই ভুলেও অটো লাইক কিংবা ফেইক লাইক নিয়ে নিজের বিজনেস পেজকে ক্ষতিগ্রস্থ করবেন না।

23/09/2022

মাশাআল্লাহ 🥰

20/09/2022

“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে এমন উৎস থেকে রিযিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না।”

(সুরা ত্বলাক; আয়াত ২-৩)

16/09/2022

"মানুষ তাঁর সুন্দর ব্যবহারের বিনিময়ে নফল সালাত ও সিয়াম পালনকারীর মর্যাদা লাভ করতে পারে।" (সহীহুল জামে, ৪/৯৯৮)

15/09/2022

Last Minute Call

আমার ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী রবিবার, ইনশাআল্লাহ্‌। যদি কেউ পারটিসিপেট করতে ইন্টারেস্টেড হোন তাহলে যোগাযোগ করতে পারেন এই পেজে 🙂

Digital Marketer Mohammad Asif

Mohammad Asif is a professional Digital Marketer and a famous name in Bangladesh’s Digital Marketing field. Throughout the last 5 years, he has been polishing his marketing skills and helping enthusiastic to learn and reach their goals.

He is currently the head of the digital marketing department of UY Lab, country’s famous and reputed institute and Professional digital marketing course mentor at BITM

Asif has shown his talent and vast knowledge by creating successful online marketing campaigning contents both locally and internationally. He has not only to help brands to grow but thanks to him many have found a road to their dreams.

His great motivational speech, experience sharing, and influencing character have taken him to a height of fame in his realm. The man is a one-man show with his expertise in Google Adsense Publisher, Amazon Affiliate, Video Marketing, Print-on-Demand, E-commerce, CPA, Digital Advertising, Facebook Advertising, Content Strategy, Mentoring, Public Speaking and of course motivating the lost.

Videos (show all)

⭐ আপনার স্মার্ট ক্যারিয়ারের জন্য স্মার্ট ইনভেস্টমেন্ট  💯
Random Discussion
আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান?
Eid Mubarak
মুহম্মদ আসিফ এর ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সটি কাদের জন্য? এই কোর্স থেকে আপনি কি কি শিখবেন?কিভাবে এই কোর্সটি আপনার ক্য...
Urban Ladder এর চমৎকার কন্টেন্ট!
KFC এর প্রতিষ্ঠাতা Colonel Harland Sanders এর জীবনের কাহিনী।
মাশাআল্লাহ্‌ কত্ত কিউট একটা বাচ্চা ^_^
একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন।
How To Hack Microsoft Windows System!
আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক কথা
বাংলাদেশ-কেনিয়ার সেই ঐতিহাসিক ম্যাচ!