BTV WORLD

BTV WORLD

LIKE AND SHARE Bangladesh Television (BTV), a state-owned national TV station began its operations in 1964.

Besides education and entertainment, its mandate is to ensure the equitable dissemination of information to the mass people and contribute to the nation’s socio-economic development of Bangladesh. It telecasts various program comprising drama, documentaries, musicals, education and information, including 14 News bulletins in English and Bangle daily. The vision of the present Government is to make “Digital Bangladesh” by 2021 and BTV is working on it.

12/04/2024
06/04/2024

ব্যাপারটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গির।
২০১৫-১৬ তে মোজোর ব্যাপক মার্কেট ভ্যালু ছিলো। "আসমানে পাখামেলো" মোজোর এড ৯০দশকের সবার মনে থাকার কথা।মোজো সে-সময় কোকাকোলা কে টেক্কা দিয়েই চলতো। এরপর হুট করেই কম্পানি প্রোডাকশন বন্ধ করে দেয়। মার্কেট আউট হয়ে যায় মোজো, আরসি কোলার, মত সুন্দর সুন্দর সফ্ট ড্রিংস গুলো। তখন বাজারে একচেটিয়া ব্যাবসা করলো কোকাকোলা। মানুষের আসক্তি দেখে ১৮ সালের ৩৫ টাকার ৪০০ এম এল কোক ৫০ টাকায় বিক্রি শুরু করলো। কারন মানুষ খাবে বাজারে তাদের শক্ত প্রতিদন্দী নেই। তারপর তাদের কম্পানীর ওনার চেঞ্জ হলো, টেস্ট একটু খারাপ হওয়া শুরু হলো। এর মাঝে বাজারে ২৫০ এম এল মোজো আসলো। ২০২৩ সালে ১৮ টাকা মূল্যে ব্যাবসা শুরু করলো। বর্তমানে যা ২০ টাকা। আর ৫০০ এম এল ৩০ টাকা দিয়ে শুরু করলো যা বর্তমানে ৩৫ টাকা। মার্কেট ধরতেই এ টেকনিক।
তখনো প্রান্তিক পর্যায়ের দোকানগুলোতে পাওয়া যেত না। কেননা তেমন সংখ্যক মানুষ কিনতো না। কিছু মানুষ কোকাকোলা খাওয়াকে স্মর্টনেস মনে করতো। কোকাকোলা তাদের একচেটিয়া দাপট দেখিয়েই গেলো। যেখানে ১ লিটার কোক ৯০ টাকায় কিনতে হত সেখানে দেশি ব্রান্ড গুলো দিত ৬০ টাকা মূল্যে ১ লিটার সফ্ট ড্রিংস ।২০২৩ এর মাঝামাঝি ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ যখন মানুষ কোক পেপসি বর্জন করা শুরু করলো তখনও কোকাকোলা কম্পানী বিদ্রুপ করলো। কিন্তু তারা ভাবতে পারেনি এত সংখ্যক মানুষ বয়কট করে তাদের ধ্বস নামায় দিবে। যার ফলস্বরুপ বাংলাদেশের একটি কোকাকোলা প্রডাকশন কারখানা তুর্কীতে বিক্রি হতে যাচ্ছে।
এবার একটু কোকাকোলা নড়ে চড়ে বসলো। দাম কমালো।চাকরি অফার করতেছে। বেশি বিজ্ঞাপন দিচ্ছে। স্টীকার চেঞ্জ করা সহ আরো কত কি!
তবুও মানুষ বেশি সংখ্যক মানুষ ই কিনে না।
তাই তাদের খুব জ্বলতেছে।
আকিজ গ্রুপ মোজো যদি তার স্টিকারে ৫০ নয় ৩৫ লিখে তাহলে ভূল কোথায়???
কোকাকোলা তো ৫০ টাকাতেই বিক্রি করতো।
ওরা ৩৫ এ দিচ্ছে , কি প্রবলেম এটা নিয়ে। এত চুলকানী কেন? এটা ওদের বিজনেস পলিসি। আপনিও এমন পলিসি বের করে দেশি জিনিস দিয়ে বিজনেস করুন। আমরা আপনার টাও কিনবো। আর আলহামদুলিল্লাহ মোজোর স্বাধ খারাপ না।
কত রেস্টুরেন্ট কোকাকোলার নামে ওয়ান টাইম গ্লাসে মজো বিক্রি করতো। এখন সাধু সাজতে আসছে একদল...! আর বোকা বাঙ্গালী, আবেগী কত কি বলতে আসছে! খা ভাই তোরা কোক ই খা। যার যার এতই জ্বলন।

(বিঃদ্র--- "ইহা একটি মোজো ময় পোস্ট)
©কালেক্টেড

25/01/2024

A+ blood needed
Quantity: 1 bag
Khidmah Hospital, Dhaka
Contact: +880 16 2532 9540
Md Monir Hossain

25/01/2024

প্লীজ শেয়ার করুন
২৫/০১/২০২৪

10/01/2024

সুষ্ঠ তদন্ত চাই...

07/01/2024

BTV, only 90's kids know this

06/01/2024

আমাদেরই এক বড়ভাই, বর্তমানে রেলওয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার। কথা বলছিলাম তার সাথে গোপীবাগে ট্রেনে আগুন লাগার বিষয়ে।

আমার শুরুর আগেই তিনি শেষ করে দিয়ে বললেন— ‘আগুন লাগেনি, লাগানো হয়েছে। আমরা যাত্রীদের জন্য এতটাই নিরাপত্তা নিশ্চিত করি যে স্বয়ংক্রিয়ভাবে আগুন লাগার কোনো উপায় নেই’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন করায় তিনি জোর দিয়ে একপ্রকার আফসোসের সুরেই বললেন ‘যদি একটা উপায় জানা থাকত আমি হয়ত তোমাকে বলতে পারতাম শাফিন’

বিস্তারিত জানতে চাওয়ায় তিনি নির্দিষ্টভাবে কিছু উদাহরণ দিলেন, যেমন— ট্রেনের বডি স্ট্রাকচার কিন্তু কোনো এক্সপ্লোসিভ হ্যাজার্ড নয়, অর্থাৎ দাহ্য পদার্থ না যে কিছু একটা ছুড়ে মারলেই আগুন ধরে যাবে।

ট্রেনের বডি তিনটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরী- স্টেইনলেস স্টিল, কার্বন স্টিল এবং এলুমিনিয়াম।

★ স্টেইনলেস স্টিলে আগুন ধরেনা

★ কার্বন স্টিলে সাড়ে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আগুন ধরেনা, ৩৭০° সেলসিয়াসে পুড়তে শুরু করে এবং ৫০০° তে কার্বন স্টিল তার ২৫% সক্ষমতা হারায়

★ আর এলুমিনিয়ামকে বলাই হয় ‘ইউনিক ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল’

যেহেতু এসি কেবিনে আগুন ধরেছে তাই বলতে হয় এসি কেবিনে এটাচড উইন্ডো থাকে, যেগুলা হলো ফাইবারগ্লাস। ফাইবারগ্লাস ৫০০°+ তাপমাত্রাতেও কিচ্ছু হয়না।

সুতরাং বাইরে থেকে কেউ কিছু ছুড়ে মারবে- এটা অসম্ভব। আর ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরবে এমন কোনো উপায় নেই। আগুন স্বজ্ঞানে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় লাগানো হয়েছে— একদম নিশ্চিত হয়েই বললেন তিনি।

কারণ ট্রেনের সীটগুলো সিনথেটিকের; এতে সহজেই আগুন লাগবে। ভেতরের হার্ড কম্পোনেন্টগুলো ম্যাঙ্গানিজ, সালফার, সিলিকনের মত পিওর এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালে তৈরী। তারপরও তার অভিমত এত সহজেই আগুনে সব ছারখার হয়ে যাবেনা যদিনা পেট্রোল, ইথানল বা নাইট্রোসেলুলোজের মত দাহ্য পদার্থ আগে থেকে ছিটানো হয়। আর এসব রাসায়নিক পদার্থের এক্সেস সবার হাতে থাকবেনা।

টিটি থেকে শুরু করে আনসার-পুলিশ, যারা যারা নিরাপত্তার দায়িত্বে ছিল; জাস্ট উলটো করে ঝুলিয়ে দিলে সব বেরিয়ে আসবে।

লাশের রাজনীতি যারা করে, আল্লাহ আপনি তাদের এমনভাবে ধ্বংস করুন যেন দেখে মনে হয় কখনও তাদের অস্তিত্বই ছিলনা।
© Shafin Rahman

04/01/2024

গতকাল ঢাকায় একটি হাসপাতালে ফুল এ্যানেসথেশিয়া/পুরোপুরি অজ্ঞান করে একটি বাচ্চাকে সুন্নতে খাতনা করায়।

এরপর বাচ্চাটির জ্ঞান ফেরেনি। পরে আরেকটি নামকরা বেসরকারি হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে নেয়া হয় বাচ্চাটিকে।

কিন্তু ৪দিন পেরিয়ে গেলেও আয়ান নামের ৫ বছরের বাচ্চাটি এখনও লাইফসাপোর্টে।

বাবা হিসেবে সেদিনের মতো এত অসহায় আর লাগে নাই কোনো দিন।

২ বছর আগে আমার ছেলেকেও যখন ফুল এনেসথেসিয়া দিলো, ৩/৪ সেকেন্ডেই আমার হাতের ওপর অজ্ঞান হয়ে গেলো সে। অথচ চোখ খোলা

আমি ভাবছিলাম কী করলাম আমি!

দয়া করে সুন্নতে খাতনার সময় আপনার বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান/ফুল এ্যানেসথেশিয়া দিতে যেয়েন না।

বাচ্চাকে একটু ব্যাথা থেকে বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েন না।

এখন টিভির মাহমুদ রাকিবের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলিয়ে লিখলাম

04/01/2024

প্রয়োজনে হেল্প করুন

02/12/2023

blood needed.
Blood Group : B +ve.
place : Ever care hospital.
Contract number : 01794259715, 01680899730.
date :02/12/2023

01/12/2023

My teenage brothers! Let me give you a few tips for your Skin Muscle Height Voice & Intelligence!
Lift weights in the gym.
Play a sport.
Learn how to fight.
Join a debate team or watch debate videos.
Moisture your skin 2-3 times a day and APPLY sunscreen EVERYDAY.
Eat as less rice and bread as possible! Do not drink sugary drinks.
Avoid caffeine.
Do not date to marry!
If you think you are in love, its not! Its hormones.
Eat lots of eggs, bananas, spinach, beef/chicken/fish/daal, broccoli/cauliflower, thai green chilli EVERYDAY.
Wash your hair everyday, apply hair oil twice a week and avoid using hair gel/wax as much as possible.
Watch infotainment and documentaries.
Read these books-
The 7 Habits of Highly Effective Teens
48 Laws of Power
How to win friends and influence people
Think and grow rich
(rich dad poor dad is overrated)
Er theke simple aar kisu bolte parbona.
Egula koro and believe me!
**g
©ববি

31/10/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

১৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য সাবেক সাতক্ষীরা, কুড়িগ্রাম, নাটোর জেলার জনবান্ধব পুলিশ সুপার
Rapid Action Battalion-4 এর দক্ষ অধিনায়ক এবং
পরিচালক,আর & ডি সেল,র‍্যাব হেডকোয়ার্টার এর
জনাব Chowdhury Monzurul Kabir, বিপিএম, পিপিএম(বার) স্যারের ফুলের মতো ফুটফুটে কন্যা এমিলিয়া আজ দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে।

মন্জুরুল কবীর স্যার এবং ভাবীকে শোকে শান্তনা জানানোর ভাষা আমার জানা নেই।
বিশেষত ভাবী প্রিয় শিশু সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায়। হে আল্লাহ সন্তান হারানোর মত চরম শোকে এমিলিয়ার বাবা মাকে ধৈর্য্য ধারন করার সুযোগ দিন।

রাব্বুল আলামীন নিস্পাপ শিশুটিকে বেহেস্তের মেহমান হিসেবে কবুল করুন। আমীন। ❤️❤️

18/09/2023
18/09/2023

আজ সকালে মোটর সাইকেলে রাইড শেয়ার করে অফিসে যাচ্ছিলাম। মোটর সাইকেল চালক জ্যাম থাকা সত্ত্বেও বারবার হর্ণ দিচ্ছিল। সামনে ছিল একজন পুলিশ কর্মকর্তা তিনিও মোটরসাইকেলে যাচ্ছিলেন। উনার বারবার হর্ন বাজানোর ব্যাপারটা পুলিশ অফিসার লক্ষ্য করলেন। কিছুদূর যাওয়ার পর পুলিশ অফিসার ওনাকে দুই মিনিটের জন্য একটু থামতে বললেন। পুলিশ অফিসার উনাকে বললেন আমার মোটরসাইকেলের সামনে কি লেখা পড়ে দেখুন। মোটরসাইকেলের সামনে লিখা ছিল "আমি হর্ন বাজাই না"। উনি বললেন আপনি যে বারবার জ্যামের মধ্যে হর্ণ বাজাচ্ছিলেন আপনি জানেন তাতে ক্ষতিটা প্রথম আপনারই হচ্ছে তারপর আপনার সাথে আরোহীর এবং তারপর দেশবাসী সকলের। অফিসার বললেন আমি ২০১৮ সালে মোটরসাইকেল কিনার পর থেকে এখনো পর্যন্ত আমি একবারো হর্ন বাজায়নি। উনি বললেন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে বারবার হর্ন বাজানোর প্রয়োজন নেই। হর্ণ বাজানো ছাড়াও রাস্তায় চলা যায় এই দেখুন আমি চলছি। মনে করবেন না আমি পুলিশ অফিসার এই কারণে আমি সেই সুবিধা পাচ্ছি। অফিসার বললেন আমার এই ক্ষুদ্র প্রচারণা যদি আপনি মেনে চলেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। পরিশেষে তিনি মোটরসাইকেল চালকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন। এরপর থেকে আমি যতক্ষণ উনার সাথে ছিলাম উনি একবারও হর্নে বাজায়নি।

শব্দ দূষণের এই যুগে পুলিশ অফিসারের এই প্রচারণা সত্যিই প্রশংসার দাবি রাখে।
#রফিকুল ইসলাম শামীম ভাই

18/09/2023

এই তরুণ মুক্তিযোদ্ধার নাম জহর সেন। তিনি কুষ্টিয়া অঞ্চলে প্রথম যুদ্ধ করেন, পরে হবিগঞ্জের বাহুবলে। এখন তিনি থাকেন ভারতের আসামের করিমগঞ্জে। তিনি একাই ১৭ জন পাকসেনা ও দুই আলবদর মেরেছিলেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে দেখেন তার বোন রেপ হয়েছে, তাঁর বাবা মাকে হত্যা করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধার সনদ নিতে যাননি। পরে দেশে নিরাপদ বোধ না করায় '৯০ এ ভারত চলে যান। শুধু নিরাপত্তার অভাবে একজন বীর মুক্তিযোদ্ধা নিজের হাতে স্বাধীন করা দেশে থাকতে পারেননি, এ বেদনার, লজ্জার।
(তথ্যসূত্র: মুহাম্মদ আতাউল গণি ওসমানীর পিএস সালেকউদ্দিনের লেখা বই ‘সিলেটে মুক্তিযুদ্ধ’। এছাড়া দেবদুলাল মুন্না নিজেও উনার সাথে ৮৮ সালে দেখা করেন। 'প্রিয় প্রজন্ম' ম্যাগাজিনে সেটার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল।) একাত্তরের এপ্রিলে কুষ্টিয়ায় তোলা ছবি এটি। ছবি: অ্যান ডি হেনিং
সাম্প্রদায়িক পরিচয়ের জন্য শঙ্কিত হয়ে— অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য অস্ত্র হাতে রণাঙ্গণে লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধাকে নব্বইয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে— এরচেয়ে বড় বেদনার ও লজ্জার কিছু নেই।
কপি

25/07/2023

ডেংগ ঘাতক 🇧🇩

25/07/2023

- অভদ্র ছোকরা, Get out! Get out!

- ইংরেজিতে গালাগালি দেবেন না, বাংলায় গালি দিন। বাংলায় অনেক ভালো ভালো গালাগালি আছে।

- বহিষ্কার হও! বহিষ্কার হও!

- থামুন, চ্যাঁচাবেন না। ওই "Get out" এর বাংলা "বহিষ্কার হও" নয়, বাংলা হচ্ছে "বেরিয়ে যাও"। বাংলা ভাষাটা দয়া করে শিখবেন, স্লামালেকুম।

📺 বহুব্রীহি

23/07/2023

- রাস্তা বানানো শেষ হইছে,
- এবার রাস্তা কাইটা আবার পাইপ ঢুকাইতেছে,
- এরপর রাস্তার মাঝ বরাবর আগের ডিভাইডার এবং রাস্তা কাইটা নতুন দুই তলা বিশিষ্ট ডিভাইডার বানাইতেছে,
- আবার নতুন করে রাস্তার দুই পাশ কাটা হইতেছে ফুটপাথ বানানোর জন্য...

এভাবেই চলছে রাস্তার উন্নয়ন প্রকৃয়া!!!

(কিন্তু গনভবন থেকে বিজয় স্মরনী হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত রাস্তায় কেন কখনো পাইপ ঢুকায় না, তার ঢুকায় না, ডিভাইডার নতুন করে বানায় না, নতুন কইরা ফুটপাথ বানায় না, এইটাই মাথায় ধরেনা)...

সারাবছর রাস্তার উন্নয়ন করা এইসব পলিসি মেকারদের উপর গজবও পড়েনা !!!

20/07/2023

বেকারদের কষ্ট কেউ বোঝেনা 🙂

25/06/2023

🇧🇩💕

24/06/2023

B+ ব্লাড প্রয়োজন। একজন এক্সিডেন্ট করে ঢাকা মিরপুর-১৪ Hitech multicare Hospital এ ICU তে ভর্তি আছে। অনেক রক্তের প্রয়োজন। কারো B+ blood থাকলে এবং দিতে ইচ্ছুক থাকলে। pls Help them.
# রুগীর বাড়ী নরসিংদী
# রুগীর বয়স ৬৫-৭০ হবে
# সমস্যা ২ হাত, কপালের হাড়,নাক এবং মুখের হাড় ভেংগে গেছে। অনেক রক্তক্ষরন হইছে।
Date: 24 jun 2023
01837534421 ( আত্বীয়)

Videos (show all)

BTV,  only 90's kids know this#btv #BangladeshTelevision
- রাস্তা বানানো শেষ হইছে,- এবার রাস্তা কাইটা আবার পাইপ ঢুকাইতেছে,- এরপর রাস্তার মাঝ বরাবর আগের ডিভাইডার এবং রাস্তা কাইটা...
এসব ভেজাল তেল বাজারে পাচ্ছেন!  ভাবা যায়?
শিক্ষক শিক্ষিকারা যদি ছাত্র-ছাত্রীদের পাশে না থাকে তবে এই শিক্ষা ব্যাবস্থার কোন প্রয়োজন নেই। আগের মাদ্রাসার সিস্টেমই ভাল...
এটা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর সামনে,কুর্মিটোলা হাসপাতালের অপজিটে
CREDIT  :DBC NEWS DBC NEWS Daily dbcnews.tv
Next PM of India???  😳
পারমানবিক আক্রমণ শুরু  হলে আমাদের কি করনীয় ?
ইংরেজির যথার্থ প্রয়োগ ...ডেঙ্গার কামিং কামিং :P বাংলা নাটক বেশি বেশি দেখুন
Journey of jogan lakra 2018 golden boot winnerclear men bangladesh u17 championshipJourney Shonadighi to Brasil
অাজই জেনে নিন কেন সহজ সরল ছেলেদের মেয়েরা পছন্দ করেনা..  অার কি রকম ছেলেদের মেয়েরা পছন্দ করে.। সংগ্রহ - Success  Never En...