BCS Learning Group

BCS Learning Group

DISCIPLINE WITH READING

28/05/2024

➝ বাংলাদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় 'রিমাল' এর নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ⎯ ওমান।
➝ ‘রিমাল’ একটি আরবি শব্দ।
➝ 'রিমাল' শব্দের অর্থ বালি। ওমানে বালিঝড়কে বলা হয় ‘রিমাল’। সেখান থেকেই এ নামকরণ।

⭕️ ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিহাস অবশ্য অনেক পুরোনো। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো আলাদা করে চেনা ও এগুলো সম্পর্কে তথ্য সংরক্ষণের সুবিধার জন্য প্রতিটির আগাম নামকরণ করা হয়।
⭕️ বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) নামকরণের বিষয়টি তদারক করে থাকে। উত্তর আটলান্টিক ও উত্তর–পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে নামকরণ শুরু হয় ১৯৭৫ সাল থেকে। তিন বছর পর ঘূর্ণিঝড়গুলোর নামের আগাম তালিকা করার রেওয়াজ চালু হয়।

28/02/2024

💐একবার রিভিউ দেন।

★ বাংলাদেশ রোড অবস্থিত → আইভরি কোস্ট।
★ বাংলাদেশ জেলা অবস্থিত →আর্মেনিয়া।
★ বাংলাদেশ অ্যাভিনিউ অবস্থিত → মিশিগান, যুক্তরাষ্ট্র।
★বাংলাবাজার সিটি অবস্থিত → নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
★বাংলাদেশ স্কয়ার অবস্থিত → লাইবেরিয়া।
★ লিটল বাংলাদেশ অবস্থিত →লস অ্যাঞ্জেলস।
★ বাংলাদেশ ভবন অবস্থিত → বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত।
★বঙ্গবন্ধু স্কয়ার অবস্থিত → ফ্রান্স।
★ বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ অবস্থিত - কলকাতা, ভারত।
★বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবস্থিত → দিল্লি, ভারত।
★বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণি অবস্থিত → কলকাতা, ভারত।
★বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক (বুলভারি) অবস্থিত → আঙ্কারা, তুরস্ক।
★শেখ মুজিব ওয়ে অবস্থিত →শিকাগো, যুক্তরাষ্ট্র।
★ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবস্থিত → নমপেন, কম্বোডিয়া।

পড়া শেষে ডান লিখুন। সবাইকে ধন্যবাদ

05/01/2024

একই নাম বা প্রায় একই নামের বিভিন্ন গ্রন্থ:
১।
→ পদ্মাবতী (কাব্য)- আলাওল
→ পদ্মাবতী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
→ পদ্মাবতী (প্রবন্ধ)- সৈয়দ আলী আহসান
২।
→ তারাবাঈ (উপন্যাস)- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
→ তারাবাঈ (নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়
৩।
→ বাংলার মাটি বাংলার জল (কাব্যগ্রন্থ) নির্মলেন্দু গুন
→ বাংলার মাটি বাংলার জল (কাব্যনাট্য)- সৈয়দ শামসুল হক
→ বাংলার মাটি বাংলার জল (সনেট জাতীয় রচনা)- রবীন্দ্রনাথ ঠাকুর
৪।
→রজনী (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
→ রজনী (উপন্যাস)- হুমায়ুন আহমেদ
৫।
→রেখাচিত্র (আত্মজীবনী)- আবুল ফজল
→ রেখাচিত্র (গল্প)- বুদ্ধদেব বসু
৬।
→ অপরাজিতা (উপন্যাস)- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
→ অপরাজিতা (কাব্য)- যতীন্দ্রমোহন বাগচী
৭।
→ কঙ্কাবতী (কাব্য)- বুদ্ধদেব বসু
→ কঙ্কাবতী (উপন্যাস)- অন্নদাশংকর রায়
৮।
→ মানচিত্র (উপন্যাস)- আলাউদ্দীন আল আজাদ
→ মানচিত্র (নাটক)- আনিস চৌধুরী
৯।
→ ঘুম নেই (কাব্যগ্রন্থ) - সুকান্ত ভট্টাচার্য
→ ঘুম নেই (নাটক)- সেলিম আল দীন
১০।
→ নূরজাহান (উপন্যাস)- ইমদাদুল হক মিলন
→ নূরজাহান (নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়
১১।
→জননী (উপন্যাস)- মানিক বন্দ্যোপাধ্যায়
→ জননী (উপন্যাস)- শওকত উসমান
→ জননী (উপন্যাস)- হুমায়ুন আহমেদ
১২।
→ রত্নবতী (উপন্যাস)- মীর মশাররফ হোসেন
→ রত্নদ্বীপ (উপন্যাস)- প্রভাতকুমার মুখোপাধ্যায়
→ রত্নাবলী (নাটক)- রামনারায়ণ তর্করত্ন
→ রত্নপরীক্ষা (গদ্যগ্রন্থ)- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৩।
→ কথামালা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
→ লিপিমালা - রামরাম বসু
১৪।
→ স্পেন বিজয় কাব্য (মহাকাব্য) - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
→ গোরক্ষ বিজয় (কাব্য)- শেখ ফয়জুল্লাহ
→ সিংহল বিজয় (ঐতাহাসিক নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়
১৫।
→ জীবন বন্দনা (কবিতা)- কাজী নজরুল ইসলাম
→ বন্দীর বন্দনা (কাব্য)- বুদ্ধদেব বসু
১৬।
→ দুর্গেশনন্দিনী (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
→ রায়নন্দিনী (উপন্যাস)- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
১৭।
→ পঞ্চতন্ত্র - সৈয়দ মুজতবা অালী
→ পঞ্চগ্রাম (উপন্যাস)- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
→ পঞ্চভূত (প্রবন্ধ) - রবীন্দ্রনাথ ঠাকুর
১৮।
→ ছেলেবেলা (অাত্মজীবনী) - রবীন্দ্রনাথ ঠাকুর
→ আমার ছেলেবেলা (আত্মজীবনী) - নির্মলেন্দু গুন
→ আমার ছেলেবেলা (আত্মজীবনী) - বুদ্ধদেব বসু
১৯।
→বেদের মেয়ে (নাটক)- জসিম উদদীন
→ গ্রামের মেয়ে (নাটক)- জসিম উদদীন
→ বেণের মেয়ে (উপন্যাস)- হরপ্রসাদ শাস্ত্রী
→ আগুনের মেয়ে (উপন্যাস)- আল মাহমুদ
→ বামুনের মেয়ে (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
→ গরীবের মেয়ে (উপন্যাস)- নজীবর রহমান
→ শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)- জহির রায়হান
২০।
→ দেনা পাওনা (ছোট গল্প)- রবীন্দ্রনাথ ঠাকুর
→ দেনা পাওনা (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২১।
→ সংস্কৃতির ভাঙ্গা সেতু (সমালোচনা গ্রন্থ)- অাখতারুজ্জামান ইলিয়াস
→ সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ) - শওকত ওসমান
→ সংস্কৃতি কথা (প্রবন্ধ) - কাজী মোতাহার হোসেন
→ সংস্কৃতির সংকট (প্রবন্ধ) - বদরুদ্দিন ওমর
→ সভ্যতার সংকট ()- রবীন্দ্রনাথ ঠাকুর
২২।
→ বাংলা ভাষার ইতিবৃত্ত (পবন্ধ) - ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ ভাষার ইতিবৃত্ত (প্রবন্ধ) - সুকুমার সেন
→ বাংলা ভাষার ব্যাকরণ - ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ বাংলা সাহিত্যের কথা (প্রবন্ধ) - ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (প্রবন্ধ) - মুহম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান।
২৩।
→ শেষ লেখা (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর
→ শেষ সপ্তক (কবিতা)- ঐ
→ শেষ প্রশ্ন (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
→ শেষ পাণ্ডুলিপি (উপন্যাস)- বুদ্ধদেব বসু
→ শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)- জহির রায়হান
→ শেষ রাত্রির তারা (উপন্যাস)- আবু জাফর শাসসুদ্দিন
২৪।
→ রাজবন্দীর জবানবন্দি - কাজী নজরুল ইসলাম
→ রাজবন্দীর রোজনামচা - শহীদুল্লা কায়সার
→ কারাগারের রোজনামচা - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ম্যানুয়াল সিরিজের এ পাঁচটি বই ১৫০০৳ নিতে পারবেন সারাদেশে কুরিয়ারে ( ১৮০০৳ বইয়ে ৩০০৳ ছাড়)। কুরিয়ারে নিতে ইনবক্সে নক দিন।

01/12/2023

430. কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর?

ক. ২০ তম
খ. ২১ তম
গ. ২২ তম
ঘ. ২৩ তম

01/12/2023

429. স্মার্ট বাংলাদেশ দিবস -

ক. ১ জানুয়ারি
খ. ১৭ মার্চ
গ. ২৬ জুন
ঘ. ১২ ডিসেম্বর

05/11/2023

♦ কাজী নজরুল ইসলাম ♦
জন্মঃ ১৮৯৯ সালের ২৪ মে, ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ
পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।

মৃত্যুঃ ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

পিতাঃ কাজী ফকির আহমেদ
মাতাঃ জাহেদা খাতুন
ডাক নামঃ দুঃখু মিয়া
সাহিত্যিক ছদ্মনামঃ ধূমকেতু

★উপাধিঃ
-'বাংলাদেশের জাতীয় কবি'
-‘বিদ্রোহী কবি’
-আধুনিক বাংলা গানের জগতের ‘বুলবুল’

-তার সাহিত্য জীবনের শুরু হয় লেটোর গানের দলে (১৯০৯-১৯১০)। ১৯১৪ সালে তিনি বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন।

★সৈনিক জীবনঃ
১৯১৭ সালের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে
যোগ দেন। এই সময়ের মধ্যে তিনি ৪৯ বেঙ্গল রেজিমেন্টে সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। তিনি করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। ১৯২০ সালে সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন।

★পত্রিকার সম্পাদকঃ
১) নবযুগ (১৯২০)
কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমেদের যুগ্ম সম্পাদনায় ১৯২০ সালের ১২ জুলাই ‘নবযুগ’ সান্ধ্য পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।

২) ধূমকেতু (১৯২২)
১৯২২ সালের ১২ আগস্ট তার সম্পাদনায় তিনি ধূমকেতু পত্রিকাটি প্রকাশ করেন। এটি সপ্তাহে দুইবার প্রকাশিত হত। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন-
‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।'

ধূমকেতুর ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশের পর উক্ত সংখ্যা নিষিদ্ধ হয়।

-একই বছর ২৩ নভেম্বর ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত হয় এবং ঐ দিনই তাঁকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। ১৯২৩ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন। তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে 'রাজবন্দীর জবানবন্দী' নামে বিশেষ প্রবন্ধ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে।

-১৯২৩ সালের ১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

-তাঁর বন্দী অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বসন্ত’ গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন। এই আনন্দে জেলে বসে নজরুল, ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি রচনা করেন।

৩) লাঙ্গল ১৯২৫

★ বিবাহ :
-১ম সৈয়দা খাতুন (নার্গিস) বেগম। ১৯২১
-তাঁর ২য় স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত। ১৯২৪ সালে বিয়ের পর তাঁর নাম পাল্টে প্রমীলা রাখেন।

★অসুস্থতা : ১৯৪২ সালে চল্লিশ বছর বয়সে ‘পিকস্ ডিজিজ' নামক মস্তিস্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন।

★পুরস্কার / স্বীকৃতি

⏩ ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘জগত্তারিণী’ উপাধি প্রদান করে।

⏩ ১৯৬০ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ পদক প্রদান করে।

⏩ ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী তাঁকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

⏩ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

⏩ ১৯৭৬ সালে সাহিত্যে তিনি একুশে পদক লাভ করেন

⏩ বিবিসি জরিপে ৩য় সর্বসেরা বাঙালি

★বাংলাদেশে আগমনঃ
১৯২৬ সালে প্রথম। ১৯২৭ সালের ২৮ ফেব্রুয়ারি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা মুসলিম সাহিত্য সমাজ-এর প্রথম বার্ষিক সম্মেলনে যোগদান করেন। ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজ-এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য পুনরায় ঢাকা আসেন। ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে ভারত হতে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ১৯৭৪ সালে এক সংবর্ধনায় তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।

-তিনি বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি কবি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন।

★নিষিদ্ধ গ্রন্থ (৫টি)
-যুগবাণী (১ম)
-বিষের বাঁশী
-ভাঙার গান
-চন্দ্রবিন্দু
-প্রলয় শিখা (১৯৩১ শেষে)


★ উপন্যাস ৩টিঃ
মৃ কু বা -
⏩ বাধনহারা (তার ১ম উপন্যাস) ১৯২৭
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। ১৮টি পত্র আছে। উৎসর্গ করেন - নলিনীকান্ত সরকারকে
⏩ মৃত্যুক্ষুধা ১৯৩০
⏩ কুহেলিকা ১৯৩১

★ গল্পগ্রন্থ
⏩ ব্যাথার দান
১৯২২ এটি কবির ১ম প্রকাশিত গ্রন্থ এবং ১ম গল্পগ্রন্থ। এ গ্রন্থের গল্পঃ ব্যাথার দান, হেনা, রাজবন্দীর চিঠি
⏩ রিক্তের বেদন
⏩ শিউলিমালা

★গল্পঃ
-বাউন্ডেলের আত্মকাহিনী (১ম প্রকাশিত লেখা ১৯১৯), -দুরন্ত পথিক
-পদ্মগোখরা, জিনের বাদশা, অগ্নিগিরি

★নাটক :
-আলেয়া
-মধুমালা
-ঝিলিমিলি (১ম নাটক ১৯৩০)
-পুতুলের বিয়ে
(আলেয়া ও মধুমালা মিলে - ঝিলিমিলি নামের পুতুলের বিয়ে দিলো)

★ প্রবন্ধ :
-যুগবাণী ১৯২২ (প্রথম প্রবন্ধগ্রন্থ) কিন্তু প্রথম প্রবন্ধ 'তুর্ক মহিলার ঘোমটা খোলা (১৯১৯)
-রাজবন্দীর জবানবন্দি (১৯২৩ সালের ৭ জানুয়ারি আদালতে)
-রুদ্রমঙ্গল
-দুর্দিনের যাত্রী
-আমি সৈনিক
-মসজিদ ও মন্দির

★অনুবাদ গ্রন্থ:
-রুবাইয়াত-ই-হাফিজ
-রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
-কাব্যে আমপারা

★কাব্যগ্রন্থ :
⏩ অগ্নিবীণা ১৯২২ (১ম কাব্যগ্রন্থ)
বিপ্লবী বারিন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ
কবিতাসমূহঃ ১২টি
প্রলোয়ল্লাস (১ম), বিদ্রোহী (২য়), খেয়াপাড়ের তরণী, আনোয়ার, আগমনী, রক্তাম্বধারিনী মা, মহররম, সাত-ইল-আরব, কোরবানি, কামাল পাশা, রণভেরী, ধূমকেতু,

⏩ বিষের বাঁশী
⏩ ভাঙার গান
⏩ সর্বহারা
কবিতাঃ কাণ্ডারী হুঁশিয়ার, আমার কৈফিয়ত
⏩ ফণি-মনসা
কবিতাঃ সব্যসাচী
⏩ সন্ধ্যা (১৯২৯)
বিখ্যাত কবিতাঃ
১) চল চল চল (বাংলাদেশের রণসঙ্গীত)
১৯২৮ সালে শিখা পত্রিকায় 'নতুনের গান' শিরোনামে প্রকাশিত হয়েছিল।
২) জীবন বন্দনা ৩) গাহি তাহাদেরই গান
⏩ সঞ্চিতাঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
⏩ দোলনচাঁপা (প্রেমপ্রধান) (স্ত্রী আশালতা/ প্রমীলা / দুলিকে নিয়ে ১৯২৩ সালে জেলে থাকা অবস্থায়।)
কবিতাঃ আজ সৃষ্টি সুখের উল্লাসে, পূবের চাতক, পুজারিনী

⏩ জিঞ্জির
কবিতাঃ উমর ফারুক, অগ্রপথিক
⏩ প্রলয়শিখা
⏩ ছায়ানট
⏩ চক্রবাক
⏩ সিন্দু-হিন্দোল
কবিতাঃ দারিদ্র্য
⏩ সাম্যবাদী (১৯২৫) লাঙল পত্রিকায়।
কবিতাঃ নারী, মানুষ, কুলি-মজুর
⏩ মরুভাস্কর (১৯৫৭) - হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পবিত্র জীবনী ভিত্তিক।
⏩ চিত্তনামা (দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক)
⏩ ঝিঙেফুল (শিশুতোষ)
⏩ সাতভাই চম্পা (শিশুতোষ)
⏩ চন্দ্রবিন্দু (হাসি ও ব্যঙ্গের কাব্য)
⏩ ঝড় (জীবনীমূলক)
⏩ নতুন চাঁদ (জীবনীমূলক) (শেষ কাব্য)

★ সঙ্গীত গ্রন্থ

রাঙাজবা
বুলবুল
চোখের ছাতক
গুলবাগিচা
গানের মালা

★যা কিছু প্রথম

⏩ প্রথম রচনা ও প্রথম গল্পঃ
নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল।

⏩ প্রথম গল্পগ্রন্থ ও প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যাথার দান (১৯২২)
⏩ প্রথম কবিতা
- ‘মুক্তি’ (বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, জুলাই ১৯১৯)

⏩ প্রথম কাব্য

- অগ্নিবীণা (১৯২২)

⏩ প্রথম প্রবন্ধ

- তুর্ক মহিলার ঘোমটা খোলা (১৯১৯)

⏩ প্রথম প্রবন্ধগ্রন্থ

- যুগবাণী (১৯২২)

⏩ প্রথম নাটক

ঝিলিমিলি

⏩ প্রথম নাট্যগ্রন্থ

ঝিলিমিলি

⏩ প্রথম নিষিদ্ধ গ্রন্থ

যুগবাণী

বিষের বাঁশি ১৯২৪

প্রলয় শিখা (১৯৩১) সর্বশেষ নিষিদ্ধ

🟩 চলচ্চিত্র

ধূপছায়া - পরিচালনা করেন

ধ্রুব - সিনেমায় অভিনয় করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি 'সঞ্চিতা' কাব্য উৎসর্গ করেন।

আর কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর 'বসন্ত' গীতিনাট্য উৎসর্গ করেন।

05/11/2023

✅ Cop- প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৯৫ সালে, বার্লিন, জার্মানি।
✅ 'কপ-২৮' (COP28) অনুষ্ঠিত হবে-২০২৩ সালে, আরব আমিরাতে।
✅ 'কপ-২৯' (COP29) অনুষ্ঠিত হবে-২০২৪ সালে, অস্ট্রেলিয়া।
✅ ‘কপ-৩০’(COP30) অনুষ্ঠিত হবে-২০২৫ সালে, বেলেম, ব্রাজিল।

24/10/2023

★ প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয়, ১৯৯০।

★ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভাবে ৬৮ টির উপজেলায় চালু হয় ১ জানুয়ারী, ১৯৯২।

★ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশব্যাপী সম্প্রসারিত হয় ১ জানুয়ারী, ১৯৯৩।

★ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয়- ২০০৩ সালে।
★ প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৯৯২ সালে।

22/10/2023

428. "মুজিব: একটি জাতির রূপকার " বায়োপিক মুক্তি পায় কবে ?

ক. ১০ অক্টোবর, ২০২৩
খ. ১১ অক্টোবর, ২০২৩
গ. ১৩ অক্টোবর, ২০২৩
ঘ. ১২ অক্টোবর, ২০২৩

22/10/2023

427. 'বঙ্গবন্ধু স্কয়ার' এর অবস্থান -

ক. ঢাকা
খ. ময়মনসিংহ
গ. পঞ্চগড়
ঘ. দিনাজপুর

21/10/2023

426. পঞ্চনদের দেশ বলা হয় -

ক. লাহোরকে
খ. করাচিকে
গ. পাঞ্জাবকে
ঘ. বেলুচিস্তানকে

18/09/2023

425. ১৭ সেপ্টেম্বর, ২০২৩ জাতিসংঘের কততম অধিবেশন শুরু?

ক. ৭৬তম
খ. ৭৭তম
গ.৭৮তম
ঘ.৭৯তম

11/08/2023

424. "চিরকুমার সভা" নাটকটির রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মুনীর চৌধুরী
ঘ. মামুনুর রশিদ

10/08/2023

দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা (১০ আগস্ট, ২০২৩)।

09/08/2023

423. বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিমুখী বিদ্যুৎ চুক্তির মেয়াদ-

ক. ১০ বছর
খ. ১৫ বছর
গ. ২৫ বছর
ঘ. ৩০ বছর

06/08/2023

422. এশীয় উন্নয়ন ব্যাংক এর সদরদপ্তর কোথায়?

ক. ম্যানিলা, ফিলিপাইন
খ. আদিস আবাবা, ইথিওপিয়া
গ. কুয়েত সিটি, কুয়েত
ঘ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

28/07/2023

421 ‘ থিসরাস ‘ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো –

ক. ধারাবাহিকতা
খ. শব্দার্থ
গ. রত্নাগার
ঘ. বিপরীতার্থ

28/07/2023

420. "আনন্দমঠ" উপন্যাসের লেখক কে?

ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. আনন্দমোহন বাগচি

28/07/2023

419. '‘আউলিয়া চাঁদ'' বাগধারার অর্থ –

ক. পবিত্র তিথি
খ. হাতের নাগালে
গ. বিচলিত ব্যক্তি
ঘ. দুর্লভ বস্তু.

27/07/2023

▪️দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প- মংলা, বাগেরহাট।
▪️দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমী- রাজশাহী।
▪️দেশের প্রথম এলএনজি টার্মিনাল হচ্ছে- কক্সবাজারের মহেশখালীতে।
▪️দেশে তৈরি প্রথম স্মার্টফোন এনেছে- ওয়ালটন, নাম প্রিমো ই৮
▪️দেশের প্রথম উন্মুক্ত কারাগার অবস্থিত- কক্সবাজারের উখিয়ায়।
▪️দেশের প্রথম পানি জাদুঘর- পটুয়াখালীর কলাপাড়ায়।
▪️ম্যাগসেসে পুরস্কার বিজয়ী প্রথম বাংলাদেশী- তাহেরুন্নেসা আব্দুল্লাহ।
▪️দেশের প্রথম উচ্চপ্রযুক্তি পার্ক- কালিয়াকৈর, গাজীপুর।
▪️দেশের প্রথম নারী ওসি- হোসনেয়ারা।
▪️দেশের প্রথম নো কন্টেইনার টার্মিনাল- পানগাঁও, ঢাকা।
▪️দেশের প্রথম মেরিন জাদুঘর অবস্থিত- কুয়াকাটা, পটুয়াখালী।
▪️দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট- রামু, কক্সবাজার।

26/07/2023

যা কনফিউশন তৈরি করে:

★ কবি মুকুন্দরাম চক্রবর্তীকে 'কবিকঙ্কণ' উপাধি দিয়েছিলেন- জমিদার রঘুনাথ রায়।
★ বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধি দিয়েছিলেন- রাজা শিবসিংহ।
★ ভারতচন্দ্র কে 'রায়গুণাকর' উপাধি দিয়েছিলেন- রাজা কৃষ্ণচন্দ্র।

26/07/2023

🔷 COP- Conference of The Parties 🔷

✅ প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে।
✅ সর্বশেষ COP-27 অনুষ্ঠিত হয়েছে- ২০২২, মিশরের শারম আল শেখ।
✅ পরবর্তী COP-28 সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে- দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

25/07/2023

418. বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় -

ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৭ সালে

25/07/2023

417. দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত ?

ক. নবীনগর, সাভার
খ. কালিয়াকৈর, গাজীপুর
গ. অভয়নগর, যশোর
ঘ. আলমনগর, রংপুর

25/07/2023

416. 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

ক. হাসান হাফিজুর রহমান
খ. বেগম সুফিয়া কামাল
গ. মুনীর চৌধুরী
ঘ. আবুল বরকত

25/07/2023

415. কোথায় শেনজেন (Schengen ) চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. লুক্সেমবার্গ
ঘ. হাঙ্গেরি

25/07/2023

414. "চার ইয়ারী কথা" গ্রন্থটির রচয়িতা-

ক. সমরেশ মজুমদার
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

24/07/2023

413. খুলনার পুর্বনাম কি?

ক. সুধারাম
খ. মনিরামপুর
গ. রুপসা
ঘ. জাহানাবাদ

24/07/2023

412. এসডিজি -এর কোন লক্ষ্যটি 'জেন্ডার' সম্পর্কিত?

ক. এসডিজি- ৬
খ. এসডিজি- ৯
গ. এসডিজি- ৭
ঘ. এসডিজি- ৫

Website

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00