Jene Nin Ekhon E-জেনে নিন এখন ই
জানার কোন শেষ নেই,তাই জেনে নিন এখন ই�
আলহামদুলিল্লাহ
নতুন আরেকটি বছর।
মহান আল্লাহ তায়ালা আমাদের মুসলমানদের উপর রহমত বর্ষন করুন,আমিন।
আসসালামু আলাইকুম
গ্রামে প্রচন্ড লোডশেডিং হচ্ছে, অমানবিক অবস্থা যাকে বলে।অথচ শহরের শপিং মল গুলো দেখুন ২ টার জায়গায় ৭/৮ টা লাইট জ্বালাচ্ছে।
শপিংমল/ মার্কেট যদি ৫/৬ টায় বন্ধ করার নির্দেশ দিতো কিছুটা তো উন্নতি ইনশাহআল্লাহ হবে।
এই #পোস্ট কপি পেস্ট করে ছড়িয়ে দিন সবাই,কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
#শিশুকে শেখাবেন কারো বাসায় #বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।
দেয়ালে যেন না আকে।
সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।
এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।
পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।
যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে নষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।
#সোফা থেকে যেন লাফ না দেয়।
না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।
এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।
যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।
আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মারতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।
সবাই বাচ্চা পছন্দ করে, অসহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।
তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।
আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।
উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।
মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।
চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।
কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।
কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,
কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।
না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।
collected...
ব্রেকিং নিউজ
❌❌❌❌❌❌
তিতাস গ্যাস এর কিছু কিছু সরবরাহ লাইনে লিকেজ,ঢাকার কয়েকটি এলাকায় আগুন না জ্বালানোর পরামর্শ।
#সফল মানুষ কিন্তু আসলেই কি #সফল?
আপনি এমন এক সফল মানুষ হলেন যে, আপনার আত্মীয়স্বজন আগের মতো আপন ভেবে কথা বলতে ভয় পায়,ইতস্তত করে কথা বলে,ভয়ে ভয়ে কথা বলে, আত্মীয় স্বজন আপনার থেকে যোজন যোজন দূরে চলে গেলো মনের দিক থেকে। আপনার ব্যবহারে তারা মনে কষ্ট পেলো! আপনি যে আসলেই অহংকারী, সেটা আপনি উপলব্ধি ও করতে পারছেন না।
কিন্তু আসলেই কি আপনি #সফল হলেন?মহান আল্লাহ তায়ালার কাছে কিন্তু সবাই তাঁর বান্দা।
এ বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ের প্রথম সপ্তাহে এ বছরের এইচএসসি পরীক্ষা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হতে পারে।
সরকারি শহীদ #সোহরাওয়ার্দী কলেজের অফিশিয়াল ওয়েবসাইট #হ্যাক হয়েছে। হ্যাকিং করে ওয়েবসাইটে পাকিস্তান জিন্দাবাদ লিখা হয়েছে।
somoynews.tv তে নীচে শিরোনাম দিচ্ছে ফানুস না ওড়ানোর জন্য করা ফায়ার সার্ভিসের অনুরোধ এর খবর,আর আনন্দের সাথে প্রচার করছে ফানুস ওড়ানো ভিডিও।
আহারে।।
হে দয়াময় আল্লাহ, তুমি বাচ্চাটার উত্তম ব্যবস্থা করে দাও,আমিন
এই শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়েছে পরিবার,পাশে থাকা চিরকুটে যা লেখা ছিল...
✪ To be honest - সত্যি বলতে
✪ Come what may - যাই ঘটুক না কেন
✪ If you do care - যদি আপনি চান
✪ Next to nothing - না বললেও চলে
✪ As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
✪ As far as I’m concerned - আমার জানামতে ।
✪ Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
✪ On the other hand - অন্যদিকে ।
✪ In this connection - এ বিষয়ে ।
✪ In addition - অধিকন্তু, মোটের উপর
✪ Infact - প্রকৃতপক্ষে
✪ Furthermore - অধিকন্তু
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
✪ Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
✪ To sum up - সংক্ষেপে বলতে গেলে
✪ Although - যদিও
✪ Though - যদিও,সত্বেও
✪ Incidentally - ঘটনাক্রমে
✪ Then - তারপর ,তখন
✪ Than - চেয়ে , থেকে
✪ For a while - কিছুক্ষণের জন্য
✪ In order to - উদ্দেশ্যে, জন্যে
✪ Suddenly - হঠাৎ
✪ Unless - যদিও না
✪ Above all - সর্বপরি
✪ Usually - সাধারনত
collected
দেখার মত - Worth-watching
মনে রাখার মত - Worth-remembering
অনিন্দ্য সুন্দর - Irreproachable beauty
অশ্রুসিক্ত নয়নে - With tearful eyes
বাপরে বাপ! - Holy cow!
নাক চুলকানো - Scratching nose
ঠেলা সামলানো - Face the music
ডিগবাজি খাওয়া - Turn a some
ভোজবাজি করা - Hanky panky
দেমাগ দেখানো- haughtiness
সব নষ্টের গোড়া - The root of all spoil
চুরিচামারী - Pilferage
পাগল করে দেওয়া - Drive wild
পার পাওয়া- Get away
ধমক দেত্তয়া – Scold
মিষ্ঠ ভাষী - Silver tongue
লাফানো - Hop
ছিনিয়ে নেওয়া - sn**ch আওয়ায়
সত্যি আনন্দিত ➞ Really pleased
আমি আনন্দিত। ➞ I am delighted
আপনার দয়া। ➞ So kind of you!
এবার তোমার পালা ➞ It’s your turn
আমার কিছু যায় আসেনা! ➞ I don’t care!
এটা সত্যি চমৎকার ➞ That’s fantastic
বলতে গেলে কিছুই না ➞ Next to nothing
ভাষা সংযত করো ➞ Mind your language
আসল কথা বল ➞ Come to the point
খোলাখুলি ভাবে বলতে গেলে। ➞ To be frank
ভাল একটি দিন কাটাও। ➞ Have a good day
------------------------------
Collected
আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে।
সাপে কামড়ানোর ৩০ মিনিটের মধ্যেই জেলা সদর হাসপাতালে এনেও চিকিৎসা মিললোনা ফেনীর বক্স মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর, জেলা সদর থেকে এন্টিভেনম নেই বলে চট্টগ্রামে রেফার করলে যাত্রাপথে ছেলেটা মারা যায়। ছেলের বাবা একজন পল্লী চিকিৎসক হওয়ায় ওঝা কবিরাজ এর কাছে না নিয়ে দ্রুত জেলা সদর হাসপাতালে এনেও চিকিৎসা পেলোনা।
আমার কথা হচ্ছে একটা জেলা সদরে কিভাবে এন্টিভেনম না থাকে? এই ছেলেটা মরেছে বললে ভুল হবে, ছেলেটাকে মেরে ফেলা হয়েছে অবহেলা করে। যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রাখা জরুরি কেননা সাপে কামড়ালে যেন দ্রুত নিকটস্থ হাসপাতালে সেবা পাওয়া যায়, সেখানে একটা জেলা সদর হাসপাতালে এন্টিভেনম নেই, ব্যপারটা খুবই দুঃখজনক। collected
রিযিক বৃদ্ধির ছয়টি উপায়ঃ
১) তাক্বওয়া:
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন।
[সূরা তালাক(৬৫): ২-৩]
২) তাওয়াক্কুল:
“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ্ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।“
[সূরা তালাক(৬৫): ৩]
৩) দান-সদকা:
কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন?
[সূরা বাক্বারাহ(২): ২৪৫]
৪) কৃতজ্ঞতা:
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।
[সূরা ইবরাহিম(১৪): ৭]
৫) ইস্তিগফার:
“অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।“
[সূরা নূহ(৭১): ১০-১২]
৬) পারিবারিক বন্ধন দৃঢ় করা:
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে কামনা করে যে তার রিযিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।“
[সহীহ বুখারী]
আল্লাহ্ তাআ'লা আমাদের সবাইকে আমল
করার তাওফীক দান করুন। আমীন..!
শুরু সেপ্টেম্বর
নভেম্বর এ