BCS preparation a to z
Preparation for BCS and Other JOB
সফল মানুষদের সাধারণ বৈশিষ্ট্য
সফল মানুষেরা তাদের কাজের ধরণ বা পদ্ধতিতে সাধারণ মানুষ থেকে একটু আলাদা হন। সাধারণ মানুষ একটা কাজ যেভাবে করেন, তারা ঐ কাজ একটু অন্যভাবে বা বিশেষ নিয়ম মেনে করে, যা তাদেরকে সাফল্য এনে দেয়। সফল মানুষদের এরূপ কিছু সাধারণ বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো-
১. ভালো শ্রোতা:
আকর্ষণীয় মানুষরা খুবই ভালো শ্রোতা হয়। কেউ যখন কোনো কথা বলে তারা সেই কথা শোনে এবং তা বোঝার চেষ্টা করে। তারা কখনো নিজের প্রশংসা করতে ব্যস্ত থাকে না।
২. স্পষ্টভাষী:
তারা যখন কোনো বিষয়ে কথা বলে তখন অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু দরকারী কথা স্পষ্ট ভাষায় বলে । তারা অসংশয়ে, অসংকোচে সাবলীলভাবে । নিজের বক্তব্য অন্যের কাছে তুলে ধরে।
৩ মিষ্টি হাসি বা ভালবাসার চাহনি:
আকর্ষণীয় ব্যক্তিরা খুবই মিষ্টিভাষী হয়ে থাকেন। অন্যের সাথে কুশল বিনিময়ে তারা সর্বদা মিষ্টি হাসি দিয়ে তাকে স্বাগতম জানান। তাদের চেহারায় কোনো বিরক্তির ছাপ থাকে না ।
৪. আজীবন শিক্ষার্থী:
সফল মানুষেরা জ্ঞান অর্জন করেন সার্টিফিকেটের জন্য নয়, জীবনের জন্য। তাই তারা আজীবন কেবল শিখতেই থাকেন এবং একে কাজে । লাগিয়ে সাফল্যে পৌঁছান।
৫. নিবেদিত প্রাণ কর্মী:
সফল মানুষেরা সবসময় নিবেদিত প্রাণ কর্মী হয়ে থাকেন। তাদের ওপর অর্পিত দায়িত্বের চেয়েও তারা বেশি কাজ করেন। কেননা, তারা কাজকে ভালোবাসেন।
৬. সকলকে শ্রদ্ধা:
আকর্ষণীয় ব্যক্তিরা কাউকে অসম্মান করেন না। যে বয়স, পেশা বা অবস্থারই হোক তারা সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখেন।
৭. নিজেই নিজের নিয়ন্ত্রক:
প্রত্যেক সফল মানুষ নিজেই নিজের নিয়ন্ত্রক। তারা কখনো শুধু অন্যের কথায় চলেন না, নিজের জ্ঞান-বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেন এবং চমৎকারভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন।
৮. পরিকল্পিত স্বপ্নদ্রষ্টা:
সফলরা কখনো পরিকল্পনাহীন সময় কাটান না । তারা অবকাশ যাপন করতে গিয়ে কাজ নষ্ট করেন না আড্ডা দিতে গিয়ে সময়জ্ঞান হারিয়ে ফেলেন না । রোজ ঘুম থেকে উঠার পর সারাদিনের পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়েন ।
৯. উপকারীর উপকার স্বীকার:
সফল মানুষরা সবসময় অন্যের উপকারের কথা মনে রাখেন । কাজ শেষে কখনো তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে যান না । সবার কাছে তার প্রশংসাও করেন ।
১০. ভাগ্যের নিয়ন্ত্রক:
কোনো কাজে সাফল্য পেতে ভাগ্যের দোহায় দিয়ে বসে থাকলে চলে না । সফল মানুষেরা এ সহজ কিন্তু গভীর সূত্রটা জানেন বলেই ভাগ্যও সবসময় তাদের জন্য সুপ্রসন্ন হয়।
১১. পরামর্শ দেয়া বা গ্রহণ:
যখন কেউ আপনার পরামর্শ চায়, তখন বুঝতে হবে সে আপনার পরামর্শকে যথাযথ মূল্যায়ন করে ও আপনাকে বিশ্বাস করে। সফল মানুষরা অন্যের যৌক্তিক পরামর্শ গ্রহণও করেন ।
১২. ব্যর্থতার প্রস্তুতি:
সফল মানুষেরা সবসময় অনাকাঙ্খিত ব্যর্থতার জন্য প্রস্তুত থাকেন। তারা জানেন, সাফল্য আসে ব্যর্থতার ওপর ভিত্তি করে। ব্যর্থ হলে তারা আরও শক্ত করে হাল ধরেন, একে শিক্ষা হিসেবে নিয়ে নতুন করে সাফল্যের সোপান খোঁজেন।
১৩. জবাবদিহিতা:
সফল মানুষেরা সদা জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকেন। তারা অনেক নতুন নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে চেষ্টা করায় সবসময় জবাবদিহিতার সম্মুখীন হন। তবে ভুল করলে তা বোঝা মাত্রই অকপটে ভুল স্বীকার করেন।
১৪. আত্নকেন্দ্রিকতা বর্জন:
আকর্ষণীয় ব্যক্তিরা নিজের বিষয়ে খুব বেশি আগ্রহ না দেখিয়ে অন্যের পছন্দ- অপছন্দে বেশি আগ্রহী হন। কোনো কথপোকথনে সামনে উপস্থিত মানুষকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
১৫. প্রাণবন্ত:
অন্যরা তার সম্পর্কে কী ভাববে এ বিষয়ে চিন্তা না করে তারা তাদের যা ভালো লাগে নিশ্চিন্তে সেটি করে যান। এতে তারা সমগ্র সমাবেশ বা জমায়েতের প্রাণ বা মধ্যমণি হয়ে ওঠেন।
১. প্রশ্ন: দেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কে?
উত্তর: কবির বিন আনোয়ার
২. প্রশ্ন: সাম্প্রতিক নিয়োপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে?
উত্তর: মো. তোফাজ্জল হোসেন মিয়া
৩. প্রশ্ন: বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?
উত্তর: ড. আহমদ কায়কাউস
৪. প্রশ্ন: জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: ড. কামাল উদ্দিন আহমেদ
৫. প্রশ্ন: দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৮ ডিসেম্বর ২০২২
৬. প্রশ্ন: নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে?
উত্তর: ২৯ নভেম্বর ২০২২
৭. প্রশ্ন: বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর: আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৮. প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন?
উত্তর: কাঁঠাল
৯. প্রশ্ন: বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি?
উত্তর: ৩৩০টি
১০. প্রশ্ন: ২৭ নভেম্বর ২০২২ NICAR ১১৮তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়?
উত্তর: শ্যামনগর, সাতক্ষীরা
১১. প্রশ্ন: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কী নামকরণ করা হয়?
উত্তর: ঝাউদিয়া থানা
আন্তর্জাতিক -
১২. প্রশ্ন: ভারতের যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট কে?
উত্তর: সানিয়া মির্জা
১৩. প্রশ্ন: অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান বি-২১ রাইডার' কোন দেশের তৈরি ?
উত্তর: যুক্তরাষ্ট্র
১৪. প্রশ্ন: পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর: দিনা বলুয়ার্তে
১৫. প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত ২০২৩ সাল কোন বর্ষ?
উত্তর: International Year of Millets
&
International Year of Dialogue as a Guarantee of Peace
১৬. প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত International Year of Rangelands and Pastoralists কোন সাল?
উত্তর: ২০২৬ সাল
১৭. প্রশ্ন: ২০২৩ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
উত্তর: আক্রা (ঘানা)
১৮. প্রশ্ন: অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের ২০২২ সালের বর্ষসেরা শব্দ কোনটি ?
উত্তর: Goblin mode
১৯. প্রশ্ন: আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ ?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
২০. প্রশ্ন: ১১ ডিসেম্বর ২০২২ সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোভারটি পাঠায় ?
উত্তর: Rashid
সংস্থা সংগঠন সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী:
২১. প্রশ্ন: ১ জানুয়ারি ২০২৩ G-7'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: ফুমিও কিশিদা (জাপান)
২২. প্রশ্ন: আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বর্তমান সদস্য দেশ কতটি ?
উত্তর: ১৭৫টি
২৩. প্রশ্ন: ২৯ নভেম্বর ২০২২ কোন দেশ IOM'র ১৭৫তম সদস্যপদ লাভ করে?
উত্তর: বার্বাডোস
রিপোর্ট-সমীক্ষা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান:
২৪. প্রশ্ন: Forbes'র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে?
উত্তর: উরসুলা ভন ডার লেন
২৫. প্রশ্ন: Forbes'র ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
উত্তর: ৪২তম
২৬. প্রশ্ন: ২০২২ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?
উত্তর: ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেন)
২৭. প্রশ্ন: EIU'র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর)+ নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
২৮. প্রশ্ন: EIU'র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি?
উত্তর: দামেস্ক (সিরিয়া)
২৯. প্রশ্ন: প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত
৩০. প্রশ্ন: প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে কততম ?
উত্তর: সপ্তম
৩১. প্রশ্ন: প্রবাসী আয়ে GDPতে অবদানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: টোঙ্গা
৩২. প্রশ্ন: GFP'র ২০২২ সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৩৩. প্রশ্ন: GFP'র ২০২২ সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: আইসল্যান্ড
৩৪. প্রশ্ন: GFP'র ২০২২ সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৫০তম
৩৫. প্রশ্ন: ২০২২ সালে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' উপাধিতে ভূষিত হন কে?
উত্তর: শেখ হাসিনা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২২ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান:
৩৬. প্রশ্ন: বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
৩৭. প্রশ্ন: বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৩৮. প্রশ্ন: তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
৩৯. প্রশ্ন: একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২য়
৪০. প্রশ্ন: একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৪১. প্রশ্ন: একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
৪২. প্রশ্ন: একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৪৩. প্রশ্ন: একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৪র্থ
সাহিত্য-সংস্কৃতি বিষয় থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান:
৪৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই A Story of My Time গ্রন্থের লেখক কে?
উত্তর: মনজুরুল হক
৪৫. প্রশ্ন: ১৬ ডিসেম্বর ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জয় বাংলা' এর পরিচালক কে?
উত্তর: কাজী হায়াৎ
৪৬. প্রশ্ন: অক্টোবর ২০২২ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত হয়?
উত্তর: ইতালীয়
৪৭. প্রশ্ন: ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে?
উত্তর: আন্না কোক্কিয়ারেল্লা
ক্রীড়াঙ্গন বিষয় থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান:
৪৮. প্রশ্ন: ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?
উত্তর: ৩২টি
৪৯. প্রশ্ন: বাংলাদেশ ভারতের সাথে কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?
উত্তর: ২টি
৫০. প্রশ্ন: বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে?
উত্তর: জাকির হাসান
প্রায় ৫০০ পদের সরকারী চাকুরির আবেদনের লিঙ্ক একসাথে
All Government | Semi-Government | Autonomous Jobs Circular and Application Teletalk.com.bd link list all in one Bangladesh Government Jobs Circular and Application teletalk.com.bd link list
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন নয়, হাইকোর্টের রুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে যুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট...