FGC Career Club
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FGC Career Club, College & University, .
IELTS নিয়ে জানতে চান?
কিংবা আপনার রিডিং এ সমস্যা, রাইটিং এ বাক্য তৈরি করতে পারি না, স্পিকিং করতে পারি না, ভোকাবুলারি মনে থাকে না এমন সমস্যা হচ্ছে?
এমন অসংখ্য সমস্যা সমাধানের উপায় ও আইইএলটিএস নিয়ে আপনার যেকোন প্রশ্নের উত্তর জানতে আমাদের ফ্রী ক্লাসে যুক্ত হতে পারেন।
ফ্রী ক্লাস করতে চাইলে এই লিংকে জয়েন করুন: https://m.me/j/AbYVChTVkChrWpMY/
ফ্রী ক্লাসটি আগামীকাল(মঙ্গলবার), রাত ৮ টায় অনুষ্ঠিত হবে।
বস! জীবনটা অক্সিজেনের, কিন্তু জীবিকাটা কৌশলের। চাকরি করেন আর ব্যবসায় করেন- আপনার আয়ের টাকাগুলো অন্যের পকেট থেকেই আসে। আবার আপনার খরচ করা টাকাগুলোও অন্যের পকেটে যায়। এখানে যে যত বেশি কৌশলী, সে তত বেশি উপার্জনকারী। একই অফিসে, একই মানের সার্টিফিকেট নিয়ে কাজ করা সত্ত্বেও কারো বেতন হয় ৩০ হাজার আবার কারো বেতন হয় ১ লাখ টাকা। বস, এই দুই বেতনের পার্থক্য তার অনার্সের জিপিএ দিয়ে হয়নি, হয়েছে কৌশলের কারণে। কোম্পানী আপনাকে কেন ১ লাখ টাকা বেতন দিবেন যদি আপনার মাধ্যমে তিনি ১০ লাখ টাকা আয় করতে না পারেন? আপনি যত বড় বিচক্ষন হোন না কেন, ৫টাকার বাদামওয়ালাও আপনার কাছে বাদাম বিক্রি করে ২ টাকা লাভ করে। "কেনা দামেই শার্টটি বিক্রি করছি" বলে যে দোকানদার আপনাকে হাসিমুখে শার্টটি প্যাকেট করে দেয়, সেখানেও তার ৫০ টাকা লাভ থাকে। এই লাভ তার কৌশলের কারণেই।
:
যে আপনি সবাইকে কৌশল শিখান, সেই আপনাকেই বোকা বানাতে একজন বাদামওয়ালাই যথেষ্ট। ভাইভাতে আপনার চেয়েও কম জিপিএ নিয়ে আপনার বন্ধুটি এমনি এমনি কোয়ালিফাই হোননি, কৌশল দিয়েই ভাইভা বোর্ডকে কনভিন্স করে এপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঘরে এসেছে। পৃথিবীর নেতৃত্ব কৌশলীদের হাতেই। বিল গেটস শীর্ষ ধনী হয়েছেন তার একাডেমিক জিপিএ দিয়ে নয়, কৌশল দিয়ে।
★ অসময়ের ভাবনাঃ সত্যজিৎ চক্রবর্ত্তী ★
[email protected]
' যে ইউনিভার্সিটিতে অামি ভর্তি হতে পারিনি যোগ্যতা ছিল না বলে, অাজ অামি তার চ্যান্সেলর !!! '........... ঢাবির ৫০তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি
স্যালারিতে ইসলামী ব্যাংকে
নিয়োগ বিজ্ঞপ্তি
দীর্ঘ দিন পর
ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করা হয়েছে। প্রবেশনারি
অফিসার পদে লোকবল নেয়া হচ্ছে। বেতন
৪০ হাজার টাকা। প্রবেশনারি পিরিয়ড
শেষে আপনার বেতন হবে ৫৫ হাজার
টাকা।
চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :
যোগ্যতা : যেকোন স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস
এডমিনিস্ট্রেশন, ফিনান্স, ফিনান্স এন্ড
ব্যাংকিং, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স,
একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং,
ইকোনোমিক্স, ইংরেজি, গণিত,
পরিসংখ্যান, ব্যাংক ম্যানেজমেন্ট,
ইন্টারন্যাশনাল রিলেশন্স, পাবলিক
এডমিনিস্ট্রেশন, পদার্থ বিজ্ঞান,
ফলিত পদার্থ বিজ্ঞান, রসায়ন, ফলিত
রসায়ন, বোটানি ও জুয়োলজিতে
মাস্টার্স ও ৪ বছর মেয়াদী অনার্স
থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই প্রথম শ্রেণিতে
উন্নীত হতে হবে। এছাড়া এসএসসি ও
এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪ থাকতে
হবে।
বয়স লিমিট : ৩০ বছর
আবেদন করবেন যেভাবে : অনলাইনে
www.bdjobs.com/ibbl ওয়েবসাইটে গিয়ে
আবেদন করতে হবে। সেখানে আপনার সদ্য
পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করতে
হবে।
আবেদনের তারিখ : ২৪ জানুয়ারি থেকে
শুরু হবে আবেদন গ্রহণ। আবেদনের শেষ
তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৭।
এবার ৩৮তম
বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার
বিজ্ঞপ্তির ঘোষণা আসছে। সরকারি
কর্ম কমিশনের পক্ষ থেকে ফেব্রুয়ারির
শেষদিকে অথবা মার্চের প্রথমদিকে ওই
বিজ্ঞপ্তির ঘোষণা আসতে পারে বলে
জানা গেছে। এবার দুই হাজারেরও বেশি
শূন্য পদে নিয়োগ দেয়া হবে। ইতিমধ্যে
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত
পদসংখ্যা চূড়ান্ত করেছে।
জানা গেছে, গত ডিসেম্বরে বিভিন্ন
মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার
চাহিদাপত্রের আলোকে পদসংখ্যা
চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চলতি মাসের আগামী সপ্তাহের মধ্যে
চূড়ান্ত সুপারিশ সম্বলিত একটি
সারসংক্ষেপ বাংলাদেশ পাবলিক
সার্ভিস কমিশন ‘পিএসসি’তে পাঠাবে
জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর পিএসসি
সেই সুপারিশের আলোকে বিজ্ঞপ্তি
প্রকাশ করবে।
এদিকে পিএসসি সূত্র জানিয়েছে,
জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী
সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ
পাঠালে পিএসসি সব প্রস্তুতি শেষ করে
ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম
দিকে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি
প্রকাশ করবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, দুই
হাজারেরও বেশি শূন্য পদে সাধারণের
জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি হবে।
এরমধ্যে প্রশাসন ক্যাডারের জন্য ৩০০টি,
পররাষ্ট্র ক্যাডারের জন্য ২০টি, পুলিশ
ক্যাডারের জন্য প্রায় ১০০ টি পদ থাকবে।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ
সাদিক বলেন, আশা করছি মার্চের মধ্যে
৩৮তম বিসিএসের কাজ শুরু করতে
পারবো। তিনি আরো বলেন, ৩৫তম
বিসিএসের ননক্যাডারের নিয়োগ এখনো
শেষ হয়নি। এটি শেষ করে ৩৬তম
বিসিএসের লিখিত পরীক্ষার ফল দিতে
হবে। এরপর ৩৭তম বিসিএসের লিখিত
পরীক্ষা নিতে হবে। এসব প্রক্রিয়া শেষ
করে ৩৮তম বিসিএসের জন্য বিজ্ঞপ্তি
দেয়া হবে।
এবার ৩৮তম বিসিএসেও প্রিলিমিনারি
পরীক্ষার প্রশ্ন করা হবে ১০টি টপিক এর
উপর। নম্বর বণ্টন হবে এভাবে- বাংলা
ভাষা ও সাহিত্য- ৩৫, ইংরেজি ভাষা ও
সাহিত্য- ৩৫, বাংলাদেশ বিষয়াবলি-
৩০, আন্তর্জাতিক বিষয়াবলি- ২০, ভূগোল
(বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও
দূর্যোগ ব্যবস্থাপনা- ১০, সাধারণ
বিজ্ঞান-১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-
১৫, গাণিতিক যুক্তি- ১৫, মানসিক
দক্ষতা- ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও
সুশাসন- ১০। সর্বমোট ২০০ নম্বরের
পরীক্ষা হবে।
নতুন নিয়মে পিএসসি পরীক্ষা নিচ্ছে ৩৫
তম বিসিএস থেকে। এর আগে ১০০ নম্বরের
উপর বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
নেয়া হত।
উল্লেখ্য, ২০০৯ সালে বর্তমান সরকার
ক্ষমতায় আসার পর হতে নিয়মিতভাবে
সরকারি কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া
চলমান আছে। সর্বশেষ
প্রশ্ন : Li - Fi কি?
উত্তর: Wi - Fi থেকে শতগুন দ্রুতগতির
ইন্টারনেট প্রযুক্তির নাম হচ্ছে Li- Fi। ে
প্রযুক্তিতে ডাটা ট্রান্সপার স্পিড প্রতি
সেকেন্ডে ১ গিগাবাইট।
পুলিশের এস. আই নিয়োগ পরীক্ষা পদ্ধতি
সম্প্রতি বাংলাদেশ পুলিশের এস. আই
(নিরস্ত্র) পদে বিজ্ঞপ্তি প্রকাশিত
হয়েছে। অনেকে এই চাকরির পরীক্ষা
পদ্ধতি এবং সুযোগ-সুবিধা সম্পর্কে
জানতে চেয়েছেন। পুলিশের উচ্চ পদস্থ
কর্মকর্তার প্রদত্ত তথ্য, ইন্টারনেট এবং
নিজের অর্জিত জ্ঞানের আলোকে এই
সম্পর্কে কিছু লিখার চেষ্টা করেছি।
আশা করি চাকরি প্রার্থীরা উপকৃত
হবে। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার
দৃষ্টিতে দেখবেন।
এস.আই (নিরস্ত্র):
পুলিশের এই পদটি সেকেন্ড ক্লাস
গেজেটেড অফিসার। সাব-ইন্সপেক্টরক
ে পুলিশের বাহিনীর মেরুদন্ড বলা হয়।
কারণ, তারা ইনভেস্টিগেশন অফিসার
হিসাবে প্রায় সকল মামলার তদন্ত করা
সহ মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ
করে। আর নিরস্ত্র মানে যারা মামলার
তদন্ত করতে পারবে এবং অস্ত্র বহন করতে
পারবে। যা সশস্ত্র পুলিশ বাহিনী
পারবে না।
সুযোগ-সুবিধা:
১। শুরুতে প্রায় ত্রিশ হাজার টাকা
বেতন +মামলা তদন্ত ভাতা ও টিএ, ডি
এ+রেশন ও পোশাক+বিশেষ ইউনিট এর
ক্ষেত্রে অতিরিক্ত ভাতা।
২। যোগ্যতা থাকলে পদোন্নতি পেয়ে
SP/ Addl. SP/ASP পর্যন্ত হওয়ার সুযোগ
আছে।
৩। যোগ্যতা থাকলে প্রতিটি ১ বছরের
মিশনে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা
সম্ভব। সাধারণত চাকরি জীবনে ৩টার
বেশি মিশন পাওয়া যায় না।
৪। মিশন বা প্রশিক্ষনের সুবিধার্থে
বিনা খরচে বিশ্বের বিভিন্ন দেশে
ভ্রমণের সুযোগ।
৫। সাধারণ মানুষ থেকে মন্ত্রী-এমপি
পর্যন্ত যোগাযোগ ও প্রত্যন্ত গ্রাম
থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত
বিচরণ করার সুযোগ।
৫। এখানে চাকরির বৈচিত্র্য আছে।
আপনি চাইলে ইউনিফর্ম পরে থানায়
ব্যস্ততম জীবন-যাপন করতে পারেন অথবা
পুলিশের অন্য ইউনিট-এ সিভিলের মতো
এসি রুমে ৯টা-৫টা অফিস করতে
পারেন।
৬।পারিবারিক ও সামাজিক
নিরাপত্তা।
অসুবিধা:
১। চ্যালেঞ্জিং জব। সর্বদা বিচক্ষণ
থাকতে হয়।
২। মাঝে মাঝে চরম বিরূপ পরিবেশে
কাজ করতে হয়। আপনার সামান্য ভুলের
কারণে অপূরণীয় ক্ষতি হতে পারে।
৩। আপনি সৎ হওয়া সত্বেও, কতিপয় লোক
আপনার সমালোচনা করতে পারে।
কিছুটা আশার বাণী:
১। পূর্বে এসআই থেকে ইন্সপেক্টর(Popularly
known as OC of a thana) এ প্রমোশন পেতে
১৫/১৬ বছর লেগে যেত। সরকারের
আন্তরিকতায় বর্তমানে চাকরির
মেয়াদ ৫ বছর ও ইন্সপেক্টরশীপ পাস
করলেই প্রমোশন হয়ে যায়।
২। পুলিশের সাব-ইন্সপেক্টর টু আইজিপি
পর্যন্ত পদের রাঙ্ক ব্যাজ এক ধাপ উন্নতি
করার প্রক্রিয়া চলছে। আশা করি খুব
শীঘ্রই হয়ে যাবে।
পরীক্ষা পদ্ধতি:
১ম ধাপ: শারীরিক পরীক্ষা
২য় ধাপ:লিখিত পরীক্ষা-২২৫মার্ক:
পরীক্ষা হয় ৩ দিন।
প্রথম দিন মনস্তাত্বিক পরীক্ষা-২৫ মার্ক
দ্বিতীয় দিন বাংলা ও ইংলিশ-১০০
মার্ক
তৃতীয় দিন গনিত ও সাধারণ জ্ঞান-১০০
মার্ক।
বাংলা রচনা, ভাবসম্প্রসারন,
এককথায় প্রকাশ, বাগধারা ইত্যাদি
আসে। ইংলিশে paragraph, essay,
application, grammar etc থেকে প্রশ্ন হয়।
গনিত লাভ ক্ষতি, সুদ কষা,
অংশীদারি, সরল অংকের চ্যাপ্টার
গুলো ভালো করে দেখতে পারেন।
সাধারন জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন গুলো
একটু দেখবেন। মনে রাখবেন, সাধারণ
জ্ঞান অবশ্যই written question
হবে।
৩য় ধাপ: ভাইভা-১০০ মার্ক।
৪র্থ ধাপ: মেডিকেল টেস্ট ও
ভেরিফিকেশন।
সকল পরীক্ষা সফলতার সহিত পাস করলে
প্রশিক্ষণ ও নিয়োগের জন্য
চূড়ান্তভাবে মনোনীত হবেন।
চাকরি পাওয়ার জন্য অবশ্যই
কারো সাথে যোগাযোগ করবেন
না। পুলিশের চাকরি বিনা টাকায়
হয় না, এটা সম্পুর্ন মিথ্যা কথা।
চাকরি বিনা টাকায় হবে যদি
আপনি যোগ্য হয়ে থাকেন। আমি যখন
ভাইভা দিতে গিয়েছিলাম তখন
পুলিশের অতিরিক্ত আইজিপি ও
নিয়োগ বোর্ডের সভাপতি
বলেছিলেন,
" গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে স্বচ্ছতার
সহিত যোগ্য ও মেধাবীদের নিয়োগ
দেওয়া হোক এবং আমিও চাচ্ছি।
নিশ্চিত থাকেন, এস আই নিয়োগ স্বচ্ছ
হবে।"
পরে বুঝলাম স্যারের কথাই সঠিক।
পরিশেষে, মনে রাখতে হবে আপনার
তদন্তের উপর একজন নিরপরাধ/অপরাধীর
জীবন/মরব নির্ভর করবে। প্রত্যক্ষভাবে
জনসেবা করা, চ্যালেঞ্জ গ্রহণের সৎ
মন-মানসিকতা এবং সু-শৃংখলভাবে
জীবন-যাপন করতে চাইলে বাংলাদেশ
পুলিশে আপনাকে স্বাগতম।
৩৮তম বিসিএস ফ্রি সেমিনার!!!
আজ বিকাল ৩ টা।
বিসিএস কনফিডেন্স ফেনী শাখা।
প্রধান আলোচক : বেলাল আহম্মেদ রাজু
স্থান : সুজাত ম্যানশান, ব্যাংক এশিয়ার
বিপরীতে, এসএসকে রোড।
নিম্নে ভাল সিভি লেখার কয়েকটি নির্দেশনা বা পরামর্শ দেওয়া হলঃ
১. ভাল মানের কাগজ ব্যাবহার করাঃ-
প্রথমেই আপনার সিভি লিখতে ভাল মানের কাগজ নির্বাচন করুন। আমি মনে করি এখন খুব কম প্রতিষ্ঠানই কাগজের তৈরি সিভি চায়। আপনাকে আপনার সিভি ইন্টারনেটের যেকোন জব সাইট বা সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড বা ইমেইল করতে বলে। তাই আপনি যেখানেই লিখুন না কেন ফন্ট ও লে-আউট যেন সুন্দর ও ঝকঝকে হয়। তাই সিভি লেখার ক্ষেত্রে আপনি কিছু পরিচিত ফন্ট যেমনঃ টাইমস নিউ রোমান, আরিএল বা ভারদানা ফন্ট ব্যাবহার করতে পেরেন। এসব ফন্ট দেখতে যেমন সুন্দর, তেমনি সহজে পড়াও যায়। ফন্ট সাইজের দিকে একটু নজর রাখবেন। ফন্ট সাইজ যেন ১১- এর কম না হয়। এতে আপনার যত্নের ও আন্তরিকতার ছাপ ফুটে উঠবে। এতে চাকরিদাতাও বুঝতে পারবেন, আপনি চাকরি করতে কতটা আগ্রহী।
২. বানান ও ব্যাকরনঃ
একটা ভাল মানের সিভি লিখতে গেলে আপনাকে সব দিকে নজর দিতে হবে। সিভির বানান যেন একটাও ভুল না হয়। সিভিতে বানান ভুল করা যেন বড় ধরনের পাপ। নিয়োগদাতা যেন কোন ভাবেই ধরতে না পারে যে আপনার সিভির বানান ভুল আছে। যদি কখনো বানান চোখে পড়ে তাহলে আপনার সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি হবে। আর নেতিবাচক ধারনা তৈরি হলে আপনার চাকরি পাওয়ার ৩০% কমে গেল ভেবে নিবেন। আর ব্যাকরণের দিকটাও ভাবতে হবে। ব্যাকরণগত ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই মাথা ঠান্ডা করে একটি ভাল মানের সিভি বানাবেন।
৩. সিভির মাপযোগ বা লে-আউট এবং দৈর্ঘ্যঃ
যেমন তেমন মাপের সিভি বানালেই হবেনা সেগুলোর ভাল মত মাপযোগ দিয়ে তৈরি করতে হবে। আজকাল বেশির ভাগ কোম্পানিই অনলাইনে সিভি পাঠাতে বলে। আবার কোন কোন কোম্পানি এখনও কাগজে টাইপ করা সিভি পাঠাতে বলে। তাই লে-আউট ও দৈর্ঘ্য- এই দুটো সিভির জন্য একই রকম হওয়া উচিত।
৪. কিছু বিশেষ গুনাবলিঃ
বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনে দেখবেন নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর মধ্যে কিছু বিশেষ গুণাবলি বা সফট স্কিল চান। এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার ইতিবাচক দিক হবে। যেমনঃ
১. নমনীয়তা
২. ইতিবাচক হওয়া
৩. যোগাযোগ দক্ষতা
৪. উদ্যোগী মনোভাগ
৫. দলগত ভাবে কাজ করার ক্ষমতা
৫. সব চাকরিতে একই আবেদন সমীচীন নয়ঃ
আপনার মূল বা প্রধান জীবনবৃত্তান্ত কয়েক পৃষ্ঠার হতে পারে। কিন্তু যখন কোথাও আবেদন করবেন, তখন সেই সিভিকে যে পদে আবেদন করবেন, সেই পদের চাহিদা অনুযায়ী সাজাতে হবে। একটি জীবনবৃত্তান্ত দিয়ে সব চাকরিতে আবেদন করা যাবেনা। আরও খেয়াল রাখতে হবে, প্রতিটি পদের জন্য সিভি দুই পৃষ্ঠার বেশি বড় যেন না হয়। প্রথম পৃষ্ঠাই সবচেয়ে জরুরি বিষয় যেমন আপনি যদি কলেজে ফুটবল টিমের দলনায়ক হয়ে থাকেন, তাহলে আপনি বলতে পারেন আপনার নেতৃত্বদানের দক্ষতা রয়েছে। যারা একটি চাকরি থেকে আর একটি চাকরিতে যাবেন, তারা অবশ্যই আপনার বর্তমান কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও সফলতার কথা লিখবেন। মনে রাখবেন, চাকরিদাতা কিন্তু প্রথম পৃষ্ঠার প্রথম দিকের কয়েকটি লাইনই আসলে মনোযোগ দিয়ে পড়েন। সুতরাং প্রথম পৃষ্ঠা ভাল না হলে দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত তিনি যাবেনই না। এভাবে প্রথম পৃষ্ঠাই আপনার প্রমাণ করতে হবে যে আপনিই একমাত্র প্রার্থী এই পদটির জন্য। এরপর দ্বিতীয় পৃষ্ঠাই আপনার পূর্ববর্তী চাকরি, পড়াশোনা ও ব্যক্তিগত অন্যান্য তথ্য দিবেন।
৬. সঠিক রেফারেন্স ব্যাবহার করাঃ
সিভি লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক রেফারেন্স ব্যাবহার করা। সিভিতে রেফারেন্স হিসেবে জার নাম ব্যাবহার করেছেন তাকে অবগত করুন ও অনুমতি নিন। তাঁর নাম, পদবি ও যোগাযোগের সঠিক তথ্য ব্যাবহার করুন। কারণ, নিয়োগদাতা আপনার দেওয়া রেফারেন্সকে ফোন করে আপনার সম্পর্কে কিছু জানতে পারে। আর আপনি যদি আহামরি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আশাই গুরেবালি ছাড়া কিছুই হবেনা। তাই সঠিক রেফারেল ব্যাবহার করুন।
এতক্ষণ আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম মাত্র। এবার জেনে নিন কিভাবে সিভি লিখতে হয়ঃ
১. Title/শিরোনামঃ
২. Career Objective/ক্যারিয়ারের উদ্দেশ্য পরিষ্কারভাবে গুছিয়ে লিখুনঃ
৩. Experience/কাজের অভিজ্ঞতার বিবরণ দিনঃ
৪. Objective of Career/ক্যারিয়ারের উদ্দেশ্যঃ
৫. Educational Background/শিক্ষাগত যোগ্যতাঃ
৬. Internship/ইন্টার্নশিপঃ
৭. Computer Skill/কম্পিউটারে দক্ষতাঃ
৮. Training/প্রশিক্ষণঃ
৯. Language Proficiency/ভাষাগত দক্ষতাঃ
১০. Scholarship / Award/বৃত্তি বা পুরষ্কারঃ
১১. Hobbies and Interests/শখ এবং আগ্রহঃ
১২. Personal Information/ব্যক্তিগত তথ্যঃ
১৩.Reference:
১৪. Declaration/ঘোষণাঃ
১৫. Signature & Date/সই এবং তারিখঃ
এগুলোর বিশদ বর্ণনা দিলাম না, কারণ আপনার ব্যাক্তিগত তথ্যগুলো আপনি নিজেই লিখতে পারবেন।
বিসিএস ছাড়া আমার কোন গত্যন্তর
ছিলনা।ব্যাংকের
সিনিয়র অফিসার পদে এপ্লাই করার
যোগ্যতা নেই।
এসএসসি তে ২.৮৮।এটা আমাকে এই পথে
হাটার পথ
দেখিয়েছে।আসলে ব্যর্থতা সাফল্যের পথ
দেখায়।এক সময় ভাবতাম বিসিএস ক্যাডার
হতে হলে
স্মার্ট হতে হয়,সুন্দরভাবে কথা বলা
শিখতে হয়,আমি
অজপাড়াগায়ের ছেলে,জাতীয়
বিশ্ববিদ্যালয়ের
ছাত্র,তাই এসবের কোনটাই আমার মধ্যে
নেই।তবু
উপায়ন্তর না হয়ে এ পথেই লেগে থাকলাম।
অবশেষে সত্যটা আবিষ্কার করলাম যে
ক্যাডার হতে
এসবের কিছুই লাগেনা,শুধু মন থেকে চাইতে
হয়।
সৃষ্টকর্তা আমাকে নিরাশ করেনি।সকলের
দোয়াই
আমি ৩৫ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে
সুপারিশপ্রাপ্ত।
একজন সংগ্রামী বীবের বিসিএস কথা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য
সে
সফলতার উজ্জ্ল দৃষ্টান্ত।সফলতার প্রতীক।
মো: সোহাগ
আনন্দমোহন কলেজ।
এক ছোট ভাইয়ের অনুরোধ
Group member দের কিছু প্রশ্নের উত্তরঃ
১। BB Cash এর admit হারায় ফেলেছি কি
ভাবে পাবো?
উত্তরঃ আমি চেষ্টা করে ছিলাম but এই
বেপারে কাউকে help করতে পারব না। BB
Head Office এ যোগাযোগ করেন।
২। Sonali, Janata, Krishi Bank Exam কবে হবে?
উত্তরঃ যেহেতু এখনও Tender দেয় নাই তাই
আসা করি August মাস পর্যন্ত exam হওয়ার
possibility খুবই কম।
৩। BB AD cut off mark কত এবং result কবে
দিবে?
উত্তরঃ আমার জানা মতে এখনও AD cut off
mark fixed হয় নাই। এই বেপারে কোন তথ্য
পাওয়া গেলে group এ দিব। probable cut off
mark around 50!!!
৪। Cash written exam কবে হবে?
উত্তরঃ No news.
কোন probable date জানতে পারলে group এ
দিব।
Speak your mind! Raise your voice! Share your
ideas and perspectives at the BYLC Youth
Leadership Summit 2016 where you will have the
chance to engage in positive dialogue with world
renowned experts and change makers!
বাংলাদেশ পুলিশ বেশকিছু পদে জনবল
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
তিনটি পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া
হবে। আবেদনের জন্য বিস্তারিত :
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
১৩ জনকে নিয়োগ দেওয়া হবে
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদে। এইচএসসি বা সমমান পাস
প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীদের সাঁটলিপিতে প্রতি মিনিটে
ইংরেজিতে ১০০ ও বাংলায় ৭০ শব্দ গতি
থাকতে হবে। এ ছাড়া ওয়ার্ড
প্রসেসিংয়ে প্রতি মিনিটে গতি ন্যূনতম
ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে
হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১
হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০
টাকা।
পরিসংখ্যান সহকারী
পরিসংখ্যানে স্নাতক পা প্রার্থীরা
আবেদন করতে পারবেন একটি শূন্য পদে।
পদটি শুধু মুক্তিযোদ্ধা কোটার জন্য
সংরক্ষিত। নিয়োগপ্রাপ্তরা বেতন
পাবেন ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪
হাজার ৬৮০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক
পদটিতে নিয়োগ দেওয়া হবে ৩০ জন।
এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা
আবেদন করতে পারবেন। আবেদনকারীদের
ওয়ার্ড প্রসেসিংয়ে প্রতি মিনিটে গতি
ন্যূনতম ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ
হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয়
হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০
টাকা।
আবেদনের বয়স
১ এপ্রিল-২০১৬ তারিখে আবেদনকারীদের
বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা বা
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে
মুক্তিযোদ্ধার সন্তানদের ছেলেমেয়ের
ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন ফরম
পূরণ করে ১০০ টাকা পরীক্ষার ফিসহ
আবেদনপত্র জমা দিতে পারবেন ২
মে-২০১৬ তারিখ পর্যন্ত। বিজ্ঞাপনে
উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা
দেওয়া যাবে।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ
প্রতিদিন পত্রিকায় ২ এপ্রিল-২০১৬
তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
ইচ্ছে থাকলে যেতে পারেন।
The Daily star Editorial : 08-04-16
Cheat: প্রতারণা, (Fraud, hype)
Fest: সমাহার, (Combination, Gathering)
Allegation:অভিযোগ(Complaint, Charge,
Grievance)
Dog: বিরক্তকর পদ্ধতি অনুসরণ করা (Follow in an
annoying way)
Equivalent:সমতুল্য, সমমান (Equiponderant)
Expose:খুলা, প্রকাশ করা, দৃষ্টিগোচর করানো
(Disclose, Reveal)
Defy:তুচ্ছ করা, অবজ্ঞা করা (Ignore, Disregard)
Imagination:কল্পনা, ভাবমূর্তি
Aiding:সাহায্য, সহযোগিতা (Help, assistance)
Unethical:অনৈতিক(Morally bad, Lawless)
Turn A blind eye: চোখে না দেখা, অবজ্ঞা করা
(Ignore)
Pay off: ঘুষ দেওয়া (Bribe)
Privilege:বিশেষ সুবিধা বা অধিকার( prerogative)
Favour:আনুকূল্য, পক্ষপাত (Support, Bias)
Inadequate:অপর্যাপ্ত, প্রচুর (Insufficient,
Plenty)
Bizarre:উদ্ভট(Quaint)
Glimpse:আভাস(Catch sight of, glance)
Degradation:অবনতি(Downfall, Decay)
Pupils: ছাত্র, শিষ্য (Learner, Follower)
Resort:অবলম্বন, আশ্রয়
Fibre:তন্তু, শক্তি (Strength)
Deal with : পরিচালনা করা (Handle, Take action)
♣ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার নোটিশ♣
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও
প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ত্রয়োদশ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৬–এর সময়সূচি
প্রকাশ করে।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে
উল্লেখ করা হয়, এবার তিন ধাপে এ পরীক্ষা
অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রথম ধাপে
প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি
টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয়
ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক
পরীক্ষা গ্রহণ করা হবে।
আগামী ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সকাল
১০টা হতে ১১টা পর্যন্ত এক ঘণ্টার প্রিলিমিনারি
টেস্ট এবং ১২ ও ১৩ আগস্ট (শুক্র ও শনিবার)
সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের পুরোনো ২০টি জেলায় প্রিলিমিনারি
টেস্ট এবং আটটি বিভাগীয় শহরে লিখিত
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলি প্রস্তুতিঃ ইংরেজি সাহিত্য (পর্ব
-১)
:
শুভেচ্ছান্তেঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
=============================================
===============================
:
>> Caedmon - আদিকবি।
>> Venerable Bede -Father of English Learning &
first historian.
>> King Alfred - Father of English Prose.
>> Christopher Marlowe -Father of English
Tragedy/ Drama.
>> Nicholas Udall -Father of English Comedy.
>> Sir Thomas Wytt - Father of English sonnet.
>> Ben Jonson - Father of English Realistic
Comedy.
>> Seneca - Father of English Revenge Play.
>> Franchis Bacon - Father of English Essay.
>> John Donne - Father of Metaphysical Poet.
>> George Hearbert- Religious Poet.
>> John Dryden - Father of English Criticism.
>> John Locke - Father of Modern Democracy.
>> Alexander Pope - Mock Heroic poet.
>> Jonathon Swift - The greatest satirist.
>> Dr Samuel Johnson - Father of English
Dictionary & Father of English one art play.
>> Alexander Pushkin - Father of Russian
Literature.
>> Willium Wodsworth - Poet of Nature /
Chaildhood.
>> S.T. Coleridge - Poet of Supernaturalism.
>> P.B Shelly -Revolutionary Poet / Poet of hope
& regeneration.
>> John Keats - Poet of Beauty/ Poet of
sensuousness.
জনতা ব্যাংকের পরীক্ষা তিন ধাপে
হবে। প্রথম ধাপে কেবল ১০০ নম্বরের
প্রিলি হবে। প্রিলিমিনারি পরীক্ষা
হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ
জ্ঞান এবং কম্পিউটার বিষয়ের উপর।
প্রিলিতে যারা উত্তীর্ণ হবেন কেবল
তারাই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ
করতে পারবেন। আর সর্বশেষ ধাপে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে হবে।
#সূত্র : বাংলাদেশ ব্যাংকের
মহাব্যবস্থাপক এবং ব্যাংকার্স
সিলেকশন কমিটির সদস্য সচিব লাইলা
বিলকিস।
যে সকল প্রতিযোগীগন শিক্ষক নিয়োগ( শিক্ষক নিবন্ধন)পরীক্ষায় আবেদন করবেন, তারা দ্রুত করুন। আর ৪ দিন সময় আছে।
প্রথম আলো সম্পাদকীয়
(৩১/০৩/২০১৬)
---------------------------
রেষারেষির রাজনীতির বলি হবেন আর কত তরুণ?
How many students will be prey to this
mischievous politics?
সহপাঠীর হাতে ছাত্র খুন
Student killed by peer
------------------------------
----------------
চট্টগ্রামের দুই নেতার অনুসারীদের মধ্যে
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘাতে নিহত হয়েছেন
এক ছাত্র।
A Premier University student died owing to a
clash between followers of two leaders of
Chittagong.
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
গতকাল বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের
সম্মেলনে এটি নিশ্চিত করে বলেছেন,
চট্টগ্রামের বর্তমান এবং সাবেক মেয়র এই মৃত্যুর
‘দায়িত্ব’ এড়াতে পারেন না।
Road transport and bridges minister Obaidul
Kader ascertained in a press conference that the
current and former mayor of Chittagong cannot
avoid the death charge.
নেতারা বহাল তবিয়তে আছেন, কিন্তু একটি পরিবার
হারাল তাদের সাবালক সন্তানকে।
Yet the leaders are unaffected whereas a family
has lost a guy come of age.
দুই নেতাই সরকারে আসীন দলের; খুনি ও নিহত
ছাত্রও একই দলের।
Surprisingly, they belong to the ruling party and
even the slayer as well as the deceased are too.
এ ঘটনা হানাহানির রাজনীতির ভয়াবহতার দিকে আবারও
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
This incident has again pointed out the gruesome
picture of confrontational politics.
নিহত এমবিএর ছাত্র সোহেল (২৪) চট্টগ্রাম নগর
ছাত্রলীগের সদস্য।
Deceased, Sohel (24), was a member of
Chittagong Chatra league.
গতকাল বুধবারের প্রথম আলো জানাচ্ছে,
সোহেল ছাত্ররাজনীতিতে চট্টগ্রাম সিটি
করপোরেশনের মেয়র আ জ ম নাছির
উদ্দীনের অনুসারী ছিলেন।
The report of ‘Prothom Alo’ on Wednesday stated
that Sohel was a follower of the present mayor of
Chittagong City Corporation.
সোহেল চেয়েছিলেন মেয়রকে
বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে
আসতে।
Sohel wanted to invite the Mayor as a guest in a
function of the University.
কিন্তু তাঁর প্রতিপক্ষ, সাবেক মেয়র মহিউদ্দিন
চৌধুরীর অনুসারীরা তা হতে দিতে চাইছিলেন
না।
But the rivals, followers of former mayor
Mohiuddin Chowdhury, did not have the same idea
তাঁরা চাইছিলেন সাবেক মেয়র আওয়ামী লীগ
নেতা মহিউদ্দিন চৌধুরীকে অতিথি করতে।
Their liking was gone for Awami league leader
Mohiuddin chowdhury, as the guest.
এ জন্য তাঁরা লাঠিসোঁটা ও ছুরি নিয়ে হামলা চালান
নাছিরের পক্ষের ছাত্রদের ওপর।
Consequently they drove an assault with the
knives and sticks over Nasir’s faction.
বিরোধী দল ও সংগঠনের তৎপরতা না থাকায় সরকার–
সমর্থিত সংগঠনই অভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত
হচ্ছে।
Due to lack of actions of the opponent parties and
associations, government backed organizations
are being implicated in scuffles among them.
ইউপি নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে
এ ধরনের সংঘাত বর্তমানে বড় সমস্যা হিসেবে
হাজির হয়েছে।
Such type of problem has emerged as a major
problem from the UP election to local order.
আমাদের প্রশ্ন, এ রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার
মুখে কেন চট্টগ্রাম ছাত্রলীগ ও আওয়ামী
লীগ নেতারা প্রতিকারমূলক ব্যবস্থা নিলেন না?
The question is, why the leaders of Chatra
League and Awami League did not take any
preventive measures at this apprehension?
হত্যা হলে তার বিচার হতে হবে।
Justice should be executed if there is a murder.
আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে
দোষী ব্যক্তিদের দ্রুত আদালতের কাঠগড়ায় দাঁড়
করানো হোক।
By driving an appropriate and impartial
investigation, we yearn for that the offender will
be brought to book in no time.
এই সংঘাতের পেছনে ঊর্ধ্বতনদের ভূমিকা
থেকে থাকলে তা–ও খতিয়ে দেখা হোক।
It is needed to delve into any hand of the higher
officials behind the scene
ছাত্রের দ্বারা ছাত্র হত্যার বিরুদ্ধে সামাজিক ও
রাজনৈতিক অঙ্গীকারের আশা কি সফল হওয়ার নয়?
Is not the social and political expectation of the
triumph against the butchery by the students
going to be victorious?
দলের কেন্দ্রীয় নেতা এই মৃত্যুর জন্য
চট্টগ্রামের যে দুজন রাজনীতিককে দায়ী
করলেন, তাঁদের বিরুদ্ধে এখন দলকেও তো
ব্যবস্থা নিতে হবে।
The central leader who has said two leaders to be
responsible for the death, and, therefore, steps
have to be taken against them.
সেই প্রত্যাশা কি পূরণ হবে?
Will that expectation be fulfilled?
1.Which is the coreect spelling?
1.comite
2.commite
3.committee
4.commitee
>>>>>>>>>>>>>>>বিভিন্ন বিষয়ের
জনক
-:মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন:-
• ১৯৭১ সালের ২৬ শে মার্চ কি বার
ছিল?
- শুক্রবার।
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার
ছিল?
- বৃহস্পতিবার।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম
সেনাপতি কে ছিলেন?
- এম এ জি ওসমানী।
• বাংলাদেশের স্বাধীনতা
ঘোষণাপত্র জারি করা হয় কবে?
- ১৯৭১ সালের ১০ এপ্রিল।
• বাংলাদেশের প্রথম অস্থায়ী
প্রেসিডেন্ট কে ছিলেন?
- সৈয়দ নজরুল ইসলাম।
• ‘এ দেশের মানুষ চাই না,মাটি চাই’
কার উক্তি?
- ইয়াহিয়া খানের।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়
ঢাকা শহর কোন সেক্টরের অধীনে
ছিল?
- দুই ও তিন নং সেক্টর।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন
ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার
নাম কি?
- মাদার মারিও ভেরেনজি।
• মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমান
কে কোথায় বন্দী করে রাখা
হয়েছিল?
- পাকিস্তানের করাচি শহরের
মিয়াউয়ালি কারাগারে।
• ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী
কবে ঘটিত হয়?
- ২১ নভেম্বর, ১৯৭১।
• কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
- যশোর; ৬ ডিসেম্বর ১৯৭১।
• শেখ মুজিব কত তারিখে
পাকিস্তান কারাগার থেকে
মুক্তি পান?
- ৮ জানুয়ারি, ১৯৭২।
• বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয়
অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন
কে?
- ইন্দিরা গান্ধী।
• বাংলাদেশ নৌ বাহিনী গঠিত
হয়েছিল কয়টি জাহাজ নিয়ে?
- ২ টি; এমভি পদ্মা এবং এমভি পলাশ।
• বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম
কবে এবং কার নেত্রিত্বে?
- ২৮ সেপ্টেম্বর ১৯৭১; এ কে
খন্দকারের নেতৃত্বে।
• বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের
জন্য কোন বিদেশী কবিদ্বয় কবিতা
লিখেন এবং কবিতা পাঠের আয়জন
করেন?
- ইএভেগেনি ইএভ তুসস্কোর
(রাশিয়া) ও এলেন গিন্সবারগ
(যুক্তরাষ্ট্র)।
• মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ
বেতার কেন্দ্রের পরিচালকের নাম
কি ছিল?
- সামসুল হুদা চৌধুরী।
• কোন ফরাসি সাহিত্যিক
মুক্তিযুদ্ধে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ
করেছিলেন?
- আদ্রে ময়রা।
• কে রণাঙ্গনকে ১১ টি সেক্টরে
ভাগ করেন?
- কর্নেল এম এ জি ওসমানী।
• বাংলাদেশের কোন সেক্টরে
নিয়মিত কমান্ডার ছিলনা?
- ১০ নং।
• চরমপত্র কি?
- একটি কথিকা।
• কোন পাক সেনানায়ক প্রথম
আত্মসমর্পণ করেন?
- মেজর জেনারেল জামশেদ।
@ Rakib Al Hasan
সরকারি ব্যাংকগুলোতে যাঁরা ক্যারিয়ার
গড়তে আগ্রহী, তাঁদের জন্য সুবর্ণসুযোগ
নিয়ে এলো জনতা ব্যাংক। এ ব্যাংকটিতে
এক্সিকিউটিভ অফিসার (ইও) পদে ৮৩৪
জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে
আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর
পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন
পদটিতে। শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম
শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে
হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি
থাকলে আবেদন না করার আহ্বান
জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বয়স
আবেদনকারীদের বয়স ২৬ ফেব্রুয়ারি-২০১৬
তারিখে ২১ থেকে ৩০ বছর হতে হবে। শুধু
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের
ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত
শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২
হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ
ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ২০ মার্চ থেকে ১০
এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে
আবেদন করতে পারবেন বাংলাদেশ
ব্যাংকের ওয়েবসাইটের
(www.erecruitment.org.bd) মাধ্যমে।
বিস্তারিত জানতে ১৭ মার্চ-২০১৬
তারিখে কালেরকণ্ঠ পত্রিকায়
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত
বিজ্ঞাপনটি দেখুন :
@কিছু তথ্য@
> পৃথিবীর রাজধানী কোথায়?
উত্তর: নিউইয়ার্ক, USA.
> পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন
দেশের- USA (মাত্র- ৭ অনুচ্ছেদ)
> পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন
দেশের - India( ৩৫৭ অনুচ্ছেদ)
মুক্তিযুদ্ধ: ৫০ প্রশ্ন, ৫০ উত্তর
মুক্তিযুদ্ধ বিষয়ে বিসিএস ও অন্যান্য
প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে
এমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের
বিশেষ আয়োজন।
১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা
জাতির জনক কাকে বলা হয় ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা
কোন সেক্টরের অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের
পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার
নাম কি?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত
লোকসংক্ষা কত ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ
৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব
পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম
কি ছিলো?
উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?
উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে
পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায়
অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে
ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া
খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে
নিযুক্ত হন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি
সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা
হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি
ছিল কোনটি?
উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয়
অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত
ছিল?
উত্তরঃ ১০নং সেক্টরে
২১. শক্তিশালী পাকিস্তানি
সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের
জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের
কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে
প্রধান কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
২২. শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে
ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির
অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির
দায়িত্ব পালন করেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী
কোনটি ছিলো?
উত্তরঃ মুক্তিফৌজ
২৬.শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’
ঘোষনা করা হয় কবে?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ
বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে
বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন
২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত
দুই জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন
বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম
সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০.বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা
হয়েছিল
উত্তরঃ১৭ এপ্রিল, ১৯৭১
৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের
সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান
কে ছিলেন ?
উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান
ভাসানী
৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে
ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩.বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম
শত্রুমুক্ত জেলার নাম – উত্তরঃ যশোর
৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন
স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে
পাকিস্তানি সামরিক অভিযানের
সাংকেতিক নাম?
উত্তরঃ অপারেশন সার্চ লাইট
৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী
মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন
সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের
সাংবাদিক?
উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’
খেতাব লাভকারী একমাত্র বিদেশী
নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ
৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট
কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি
৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের
যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া
হয়?
উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি
পরিচিত?
উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের
নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?
উত্তরঃ আইভরি কোস্ট
৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল
নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার
উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে
সম্পৃক্ত?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত
তৈরিতে কার নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন,
শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’
কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ
সেনানিবাস
৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত
তারিখে?
উত্তরঃ ৩রা মার্চ
৫০. muktijodho 1971অপারেশন জ্যাকপটে মোট
কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি