Barigram" Thana Bnp's Program News and Photos".
Go straight & Say right
জনগনকে সাথে নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে ---- #দুলু # ---নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির কাউন্সিলে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্যে এই এক বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার |
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা
বিএনপির তদন্ত কমিটি
আহ্বায়ক—
আডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী
ভাইসচেয়ারম্যান, বিএনপি
সদস্য —
অনিন্দ ইসলাম অমিত
জয়ন্ত কুমার কুন্ডু
অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি
ব্যরিস্টার রুমিন ফারহানা, এমপি
অমলেন্দু অপু
নিপুন রায় চৌধুরী
তন্নি মল্লিক আপু সহ ছাত্রদলের সকল আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করি।
#বাংলাদেশের_জনগণ_রুখে_দাড়াও
প্রস্তুত আছেন তো সবাই?
সাড়া দিন।
শেয়ার করে ছড়িয়ে দিন সকল বিএনপি নেতা-কর্মীদের মাঝে।
সুদূর ময়মনসিংহের মদন থানার পরাশখালী গ্রাম থেকে নাতীর হাত ধরে মহান নেতার মাজারে এসেছেন বৃদ্ধ হাজী সোনাপুর মুলী। তিনি তার নেতার কবরের মাটি ছুঁয়ে দেখতে চান। শহীদ জিয়ার কবরে ফুলের পাহাড়। মাটিতো ঢেকে গেছে ফুলে আর ফুলে।বৃদ্ধের দাবী উপেক্ষা করে সাধ্য কার। শহীদ প্রেসিডেন্টের মাজারে কর্তব্যরত সেনাবাহিনীর লোকেরা সমাধির উপর থেকেএকে একে উঠিয়ে ফেললেন ফুলের স্তবক। লাখ লাখ মানুষের নিবেদিত ফুলের এই রাশি যত্বের সাথে তুলে পাশে রাখা হলো ।কবরের মাটি দেখতে পেয়েই বৃদ্ধ কান্নায় ভেঙ্গে লুটিয়ে পড়লো কবরের উপর।অন্যান্য লোকজন তখন ঝেষ্টনীর বাইরে ভিড় করে দাড়িয়ে দেখছে এই অভূতপূর্ব বেদনাবিধুর দৃশ্য । শুরু হলো কান্নার রোল। যেন সমগ্র বাংলাদেশ কেঁদে উঠলো আবার। কান্নাজড়িত কণ্ঠে বললেন 'আমি তীকে দেখতে পারিনি।আমাকে দেখতে দাও।আমি আমার প্রেসিডেন্টকে দেখবো। একজন সিপাহী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বাধানো ছবি এনে বৃদ্ধের সামনে ধরলেন। বৃদ্ধ দুই হাতে ছবিটি ধরে আবারো কান্নায় ভেঙ্গে পড়লেন। বর্ণনাতীত এই দৃশ্য দেখে উপস্থিত শোকাকুল অন্যান্য সব মানুষের চোখেও অশ্রুর ধারা নেমে এলো ।
সূত্রঃ দৈনিক দেশ, ১১জুন ১৯৮১.
রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।
ইভিএম টিভিএম বুঝি না, এ সরকারের অধীনে নির্বাচন নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের পর নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
মে ১২, ২০২২ লালমনিরহাট জেলার বিএনপির বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে।
শোক সংবাদ
বিএনপি ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান বৃহস্পতিবার, এপ্রিল ২৮,২০২২, বিকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
https://www.facebook.com/163059227060505/posts/5758729614160077/
‘একটা মানুষ মারতে কয়টা গুলি করা লাগে’ গুম ও খুন হওয়া ৪৮ ব্যক্তির পরিবারের স্বজনদের নিয়ে রাজধানীতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
বগুড়া শহর ছাত্রদলের সাবেক সভাপতি, বগুড়া শহর যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, শ্রদ্ধেয় বড় ভাই সৌরভ হাসান শিবলুকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি চাই।
বিএনপিকে ছাড়া বাংলাদেশে
আগামী নির্বাচন সম্ভব না,ক্লিয়ার ম্যাসেজ দিলেন
..........যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী.. অ্যান্টনি ব্লিনকেন।
জনতার মেয়র ইশরাক ভাই গ্রেফতার
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসচেতনামূলক লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ - ইশরাক হোসেন ভাইকে গ্রেফতার করে।
আমরা বড়াইগ্রাম থানা বিএনপি এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বার্তাঃ
পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।
বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। রমজান মাসে গুণাহ বা পাপ বিমোচিত হয়, পূণ্য বা নেয়ামত বৃদ্ধি পায়। সারাদিন সকল ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। মহান আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নেয়ামত হলো কোরআন মজিদ। এই রমজান মাসেই কোরআন মজিদ নাজিল হয়েছিল। তাতে রমজানের নিজস্ব ফজিলতের সঙ্গে যুক্ত হয়েছে পবিত্র কোরআন মজিদের ফজিলত।
হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শণের মাস এবং এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়।
মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
১৯৭১ সালে ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার যে আহ্বান জানিয়েছিলেন সেই দিনটিকে এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করতে যেতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বাধা দেয় পুলিশ।
আজ রবিবার (২৭ মার্চ). বেলা একটায় নগরের ষোলশহর দুই নম্বর গেইট এলাকার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশে রওনা দেন বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু ২ নম্বর গেট মোড়ে পুলিশ তাঁদের বাধা দেয়।
পুলিশের বাধার মুখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি থেকে নেমে আসেন। এ সময় তাঁর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়। শেষ পর্যন্ত আর যেতে দেওয়া হয়নি। এর একপর্যায়ে ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী স্লোগান দিতে থাকেন। তবে পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
এ সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। দেশের মানুষ এখন কথা বলতে পারছে না। তারা সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের ওপর চেপে বসে আছে। এখন মুক্তি পেতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে জনগণকে এ অবস্থা থেকে মুক্ত করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার সঠিক ইতিহাস জাতির সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। আমরা তা করতে চাই। আজ যারা সরকারে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ইতিহাসকে বিকৃত করেছে।
মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য, আজ আমাদের কালুরঘাট বেতারকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। আমি যতটুকু জানি বিএনপিকে সেখানে যেতে মানা করা হয়েছে। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ সশস্ত্র মাস্তানদের দিয়ে পুরো কালুরঘাট এলাকা দখল করে রেখেছে।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ যারা সরকারে তারা ইতিহাস বিকৃত করছে। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা কেউ অস্বীকার করতে পারবে না। এটা ইতিহাসের কথা। এটি যারা অস্বীকার করে, তারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে। তিনি বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সামনে এলে আওয়ামী লীগের রাজনীতি টিকবে না। এজন্য তারা গায়ের জোরে ইতিহাসকে বিকৃত করছে। জনগণের প্রতি আহ্বান, সঠিক ইতিহাসটা জানুন।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তাই সেখানকার কর্মসূচি বাদ দিয়ে পলোগ্রাউন্ড মাঠে চলে আসতে হয়েছে।
চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। অপ্রীতিকর ঘটনা এড়াতেই পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করে বিএনপি।
মিথ্যা মামলায় বড়াইগ্রাম উপজেলা বিএনপির,সংগ্রামী যুগ্ম --আহবায়ক,বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম রনি ভাই এর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।
স্বাধীনতার ৫০ বছর পরেও কি আজ আমরা স্বাধীন হতে পেরেছি? জ্বি না!
যতদিন এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমি, আপনি, আমরা কেউ ই স্বাধীন ভাবে বাঁচতে পারবো না।২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চাটমোহর উপজেলা ছাত্রদল এর কর্মসুচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়াতে ওসি আনোয়ার অকথ্য ভাষায় গালাগালি করে এবং বলে জিয়ার নামে কোন স্লোগান দেওয়া যাবে না শহীদ মিনারে ফুল দিতে অনুমতি দিয়েছি তাই না কত আবার স্লোগান। ওসি গেট দিয়ে না এসে প্রাচীর টপকিয়ে এসে তাদের উপর হামলা করে আর ধর পাকড়ের চেষ্টা করে।।এতে অসংখ্য নেতাকর্মী আহত হন। চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল নাঈম জুঁই, যুগ্ম আহবায়ক শিমুল, সাইকোলা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিবুল হাসান রাকিব, নিমাইচড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম, ছাত্রনেতা সজীব সহ আরও অনেকেই আহত হন। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ছাত্রদলের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রকৃত ইতিহাস
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাঃ
সময়ঃ রাত ০২ঃ১৫ টা, ২৬/০৩/১৯৭১
স্থানঃ বিপ্লব উদ্যান, চট্রগ্রাম।
ঘোষকঃ মেজর জিয়াউর রহমান,
প্রথম ঘোষণাঃ "We Revolt. Everyone follow me. We will win."
২য় ঘোষণাঃ
কালুরঘাট বেতার কেন্দ্র, চট্রগ্রাম।
সময়ঃ বিকাল ০৪ঃ৪৫ টা, ২৭/০৩/১৯৭১
ঘোষকঃ মেজর জিয়াউর রহমান
“I, Major Ziaur Rahman, Provisional President and Commander-in-Chief of Liberation Army do hereby proclaim independence of Bangladesh and appeal for joining our liberation struggle, Bangladesh is independent. We have waged war for liberation with whatever we have. We will have to fight and liberate the country from the occupation of the Pakistan Army. Inshallah, victory is ours.”
৩য় ঘোষণাঃ
কালুরঘাট বেতার কেন্দ্র, চট্রগ্রাম।
সময়ঃ সন্ধ্যা ০৭ঃ৪৫ টা, ২৭/০৩/১৯৭১
ঘোষকঃ মেজর জিয়াউর রহমান
“This is Swadhin Bangla Betar Kendra. I, Major Ziaur Rahman, at the directive of Bangabandhu Sheikh Mujibur Rahman, hereby declare that the independent People's Republic of Bangladesh has been established.... In the name of Sheikh Mujibur Rahman, I call upon all Bangalees to rise against the attack by the West Pakistan army. We shall fight to the last to free our motherland. By the grace of Allah, victory would be ours. Joy Bangla.”
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক, সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি বিনয়াবনত শ্রদ্ধা।
২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বাণী ঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত হিরন্ময় সোনালী দিন। লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের শপথ হোক গণতন্ত্র ও বাক স্বাধীনতা পুণরুদ্ধার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার। এ দিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন সত্ত্বা প্রকাশিত হয়েছে। এ বছর আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর তথা সূবর্ণ জয়ন্তী। আজকের এই দিনে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা-যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। স্মরণ করি সেইসব বীর সন্তানদের অবদানের কথা, যাদের নয়মাস জীবন মরণ লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
এ দিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁর ঐতিহাসিক ঘোষণায় দিকভ্রান্ত জাতি পেয়েছিল মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র। ফলে দীর্ঘ নয়মাস ইতিহাসের এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশমাতৃকা মুক্তি লাভ করে।
একটি শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। নানা কারণে আমরা সে লক্ষ্য অর্জনে সক্ষম হইনি। বার বার ফ্যাসিবাদী, স্বৈরাচারী শক্তি আমাদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি। বর্তমান ক্ষমতাসীনদের কারণে ভোট, নির্বাচনসহ দেশে স্থিতিশীল প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দেশি-বিদেশী চক্রান্তের ফলে আমদের গণতান্ত্রিক পথচলা বারবার হোঁচট খেয়েছে। বেগম খালেদা জিয়াই বারবার অবিচল আপোষহীন আন্দোলনে গণতন্ত্রকে স্বৈরশাহীর লোহার খাঁচা থেকে অর্গলমুক্ত করেছিলেন। গণতন্ত্রের সেই অবিসংবাদিত নেত্রী এখন বন্দী। জনগণের সম্মিলিত উদ্যোগে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টা বেগবান করতে হবে, শক্তিশালী করতে হবে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে।
লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতা এখনও বিদ্যমান। সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের নুয়ে পড়া পতাকাকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ দেশবাসীর প্রতি আমি এ আহবান জানাই।
আমি দেশবাসী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
আজ ২৫শে মার্চ।ভয়ঙ্কর এবং ভয়াবহতার একটি দিন। এই দিন শেষে রাতে বাঙালি জাতির উপরে নৃশংসতা চালানো হয়েছিল। তা ছিল একটা জাতিকে নিশ্চিহ্ন করার প্রাথমিক পদক্ষেপ।সেই হত্যা কাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শহীদ জিয়াউর রহমান।৫০ বছর পেরিয়েও তাকে কি ভোলা যায়!
বিদ্যুৎ, গ্যাস,পানি,চাল,,ডালসহ নিত্য প্রয়োজনী পণ্যের লাগামহীন উধ্বগতি সীমাহীন দূর্নীতির প্রতিবাদের
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন।
বিএনপি লুটপাটের হিসাব তুলে ধরবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়৷
কিন্তু তিনি হয় তো এই লুটপাটের হিসাবই রাখতে পারেন নাই৷ ১৪ বছরে এত লুটপাট করেছে।
" নাটোরে আওয়ামী বর্বরতার
আরেকটি নিদর্শন "
---------------------------
জানাযার নামাজ থেকে ফেরার পথে গুরদাসপুর উপজেলা বি এন পির সংগ্রামী সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান এবং গত জাতীয় নির্বাচনে বি এন পির দলীয় এম.পি প্রার্থী আব্দুল আজিজ ভাই কে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে গুরুতর জখম করেছে হত্যার উদ্দেশ্যে,
এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বি এন পির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোরের জনতার নেতা " দুলুভাই " সহ জেলা বি এন পি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে আজিজ ভাইকে যারা আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন। সাবেক বিচারপতি, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান টি এইচ খান ইন্তেকাল করেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি।
"!! প্রতিটি লাশের হিসাব এই অবৈধ সরকার'কে একদিন না একদিন দিতে হবেই হবে... ইনশাআল্লাহ।
ঢাকার ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলামের লাশ হাতকড়া পরা অবস্থায় কুষ্টিয়া থেকে উদ্ধার।
ধরল ঢাকায়, আর লাশ পরল কুষ্টিয়ায়... সেটাও হাতকড়া পরা অবস্থায়।
প্রশ্ন হলো লাশটা কুষ্টিয়ায় গেল কি করে.? !!"
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন সর্বশক্তিমান ।
আমি আপনাদের রিংগন,
আপনাদের দোয়া ও ভালবাসায় স্বৈরাচারী সরকারের বুলেটে ঝাঁজরা হয়ে বেচে আছি এখনও। আমার জন্য আমার নেতা জনাব তারেক রহমান এর অভিভাবক সূলভ মমত্ববোধ, আমাকে বেচে থাকার অনুপ্রেরণা ও শক্তি সঞ্চয় করতে সাহায্য করেছে। আমি সুস্থ্য হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে চাই। মুখোমুখি দাঁড়াতে চাই নব্য স্বৈরাচারের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনীর বুলেটের সামনে, শেষ রক্তবিন্দুটুকু ঢেলে দিতে চাই প্রানপ্রিয় নেতা জনাব তারেক রহমান এর চলমান গনতন্ত্রের মুক্তির সংগ্রামে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আবারও মিছিলে যেতে চাই.....
সারাদেশের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সহানুভূতি ও ভালোবাসার কাছে আমি রক্তঋণে আবদ্ধ রইলাম। আবারো সকলের দোয়া ও ভালবাসা চাই। কারন শরীরের এত গুলো স্প্রিন্টার বিদ্ধ হয়ে পুরো শরীরে প্রচন্ড যন্ত্রণার পরও আপনাদের দোয়া ও ভালবাসায় বেচেঁ আছি।
পরিশেষে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।। ( Shah Rajib Ahmed Ringon ).
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বাণী
মহান বিজয় দিবস উপলক্ষে আমি প্রবাসী বাংলাদেসীসহ দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাঁদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আজকের এ দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্ভিক বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- আমি জানাই তাদের সশ্রদ্ধ সালাম।
শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর গৌরবময় বিজয়ের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশীদের জয়যাত্রা শুরু। এই দিনে নিজ পরিচয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করা হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ আন্দোলন-সংগ্রামের মাধ্যমেমৌলিক অধিকার, মানবিক সাম্য, মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।
১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের চক্রান্ত আজো বিদ্যমান। আগ্রাসী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। এখনও ষড়যন্ত্রকারীরা নানাবিধ নীলনকশা রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে দুর্বল করে চলেছে। ৫ জানুয়ারী ২০১৪-তে প্রহসনের প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে। এদেশে এখন মানুষের নাগরিক স্বাধীনতা নেই। এদেশের মানুষ এখন সম্পূর্ণভাবে অধিকার হারা। এদেশে বহুমাত্রিক বহুদলীয় গণতন্ত্র নিরুদ্দেশ করা হয়েছে।
গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা, ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। ক্ষমতা জবরদখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে রক্ত ঝরাচ্ছে। বর্তমান পরিস্থিতি যেন ভয়ংকর অন্ধকারাচ্ছন্ন। যিনি জীবনের দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করছেন সেই অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে নানা শর্তের বেড়াজালে বন্দী করে রাখা হয়েছে। তিনি এখন গুরুতর অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। অথচ সরকার তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে প্রেরণের সর্বমহলের দাবিকে অগ্রাহ্য করে আসছে।
বিজয় দিবসের চেতনা আমাদের ঐক্যবদ্ধ করেছে নেত্রীর মুক্তি এবং বিদেশে তাঁর সুচিকিৎসার দাবির আন্দোলনে, গণতন্ত্র পুণ:রুদ্ধারের অঙ্গীকারে। বর্তমান অশুভ অগণতান্ত্রিক শক্তি তাদের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রীয় নিপীড়ণ ও জুলুমকেই বেছে নিয়েছে। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরনায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসে আমি দেশবাসী সকলের প্রতি সেই আহবান জানাই। বিজয় দিবস উপলক্ষে আমি সকল কর্মসূচীর সাফল্য কামনা করছি।
আল্লাহ্ হাফেজ, বাংলাদশ জিন্দাবাদ।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে বড়াইগ্রাম থানা বিএনপির পক্ষ থেকে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
❝বিজয়ের এই দিনে জিয়া তোমার মনে পড়ে। লাল-সবুজের পতাকা তলে জিয়ার সৈনিক এগিয়ে চলে।❞
১৪ই ডিসেম্বর ১৯৯৩ ইং
রায়েরবাজার বধ্যভুমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ ভিত্তি প্রস্তর স্থাপন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া❣️
ঘরে ঘরে চাকরি দেবার মত কোন ফাঁকা বুলি দেননি। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মাত্র পাঁচ বছরে বেগম খালেদা জিয়া দেশে ৮৪ লক্ষ বেকার এর কর্মসংস্থান করেছিলেন।
থমাস ফ্যারোল, ইয়োনইয়োং চো, লরাঁ বসাভি এবং রেস অ্যাতেরিদো প্রমুখ গবেষকদের গবেষণার ভিত্তিতে লেখা বিশ্ব ব্যাংকের Jobs diagnostic: Bangladesh প্রতিবেদন মতে, ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে গড়ে চাকরির সুযোগ তৈরি বেড়েছে ৩.১% হারে, যেখানে কর্মক্ষম মানুষ বেড়েছে ২.৫% হারে এবং শ্রমশক্তি বেড়েছে ২.৯% হারে। অর্থাৎ যত মানুষের চাকরির দরকার ছিল, তার চেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে।
কেন? কারণ বেগম খালেদা জিয়ার দূরদর্শী নীতি। সেই কারণেই তিনি মাত্র পাঁচ বছরে দেশের তরুণদের জন্য ৮৪ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করেছিলেন। দেশের অর্থনীতি বাড়ছিল, জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিল গড়ে ৬% হারে, মাথাপিছু আয়ও বাড়ছিল। সাথে সাথে দেশের মানুষ এই প্রবৃদ্ধির সুফলও পাচ্ছিলেন।
অন্যদিকে ২০১০ সালের পর থেকে কাগজে কলমে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়লেও তৈরি হচ্ছে না চাকরির সুযোগ। সরকারি হিসেবেই দেশে এখন প্রায় ১৩% তরুণ বেকার। প্রতিবছর এখন চাকরির সুযোগ তৈরি হচ্ছে মাত্র ১.৮% হারে।
আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের পরিবারকে সমবেদনা প্রদান করতে শহীদ ফারুকের নিজ বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ফজলুর রহমান খোকন ভাই...
জয়পুরহাটের ছাত্রদল নেতা হত্যার বিচার চাই
'''''''''""""""""""""""''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""
গতকাল রাত আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে পাঁচবিবি থানা গেটে যুবলীগের হামলায় পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ঘটনাস্থলে নিহত হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা চলাকালে যুবলীগের সাথে সংঘর্ষ হয়। তারা একটি মোটরসাইকেলে আগুন দেয়। বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে যুবলীগ সেই সময় পিছু হটে।
বিএনপির নেতাকর্মীরা থানায় মামলা করতে গেলে যুবলীগ থানার সামনে হামলা করে। ছাত্রনেতা ফারুককে ঘটনাস্থলে হত্যা করা হয়।
আল্লাহ রাব্বুল আলামীন ফারুককে শহীদি মর্যাদা দিন এবং এই বর্বর হায়নাদের হাত থেকে জাতিকে মুক্ত করার তৌফিক দিন আমাদের ... আমীন।