Shafiq Sarker

Shafiq Sarker

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shafiq Sarker, Political Party, .

02/11/2023
05/08/2023
05/08/2023

বঙ্গবন্ধুই বাংলাদেশ

বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের গর্ব ও অহংকার। বাংলা নামের যে দেশ প্রতিষ্ঠিত হয়, তার স্থপতি।সে দেশের ভাষা সংস্কৃতি বিশ্বাস সাহস ও সারল্য নিয়ে যে পরিচয় আছে, সবটাই ভেতরে-বাইরে দারুণ পরিস্ফুট এই মহান আদর্শমানব চরিতাভিধানে। এই মহান ব্যক্তির ব্যক্তিত্বে যে রূপ-রস-গন্ধ মুগ্ধতার মোহজালে বেঁধে ফেলে বিশ্বকে।সারা বিশ্বের বিস্ময়, তিনি আমার অহংকার।

ব্যক্তির চেয়ে দেশ বড়। কিন্তু কখনও-কখনও দেশের চেয়েও বড় হয়ে যায় ব্যক্তি। যে ব্যক্তির পরিচয়ে পরিচিত হয় দেশ।তেমনই এক মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব।তাই তিনি একটি দেশ তথা জাতির পিতা।বঙ্গ দেশের বন্ধু তিনি।তিনি বঙ্গবন্ধু। বঙ্গ জাতির ত্রাতা ও পিতা তিনি।তিনি জাতির পিতা। তাঁর জীবনালেখ্য পাঠে বাংলাদেশের পরিচয়ই যেন পরিস্ফুট হয়। তাই তিনিই বাংলাদেশ।

জীবন তাপস তন্ময়
চেয়ারম্যান, জয়বাংলা টেলিভিশন
চেয়ারম্যান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অনুশীলন কেন্দ্র
[email protected]

11/05/2023

অ-তে--অজগর আসছে তেড়ে
আ-তে-আমিটি আমি খাবো পেরে
ই-তে-ইদুর ছানা ভয়ে মরে,
ঈ-তে-ঈগল পাখি উড়ে চলে,

06/03/2023

ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭১
কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি...

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।।

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের...!
ঐতিহাসিক ৭ই মার্চে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

#বঙ্গবন্ধু #শেখমুজিব #অগ্নিঝরামার্চ

06/03/2023

শুভ জন্মদিন, সকলের নিকট দোয়া চাই, ইয়াশি মা মনির জন্য,

25/02/2023
25/02/2023

আওয়ামী লীগ ও বিএনপি
এক হয় কীভাবে, প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
------------
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা চলে না উল্লেখ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলেন। কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করেন। কেউ কেউ বলেন বড় দুই দল। যারা দুই বড় দল বলবেন, তারা ভুল করেন। আওয়ামী লীগ মানুষের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। আর বিএনপির সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসের সৃষ্টি হয়। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তারা মানুষকে কিছু দেয়নি। মানুষের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গার হাটের টিটি (তালিমপুর তেলিহাটি) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও সরকারপ্রধান ঘোষণা দেন।
যারা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান তাদের উদ্দেশ করে শেখ হাসিনা আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে ৩০০ সিটের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পেয়েছিল মাত্র ৩০টি সিট। আর বাকি সিট আওয়ামী লীগ জোট। তাহলে দুই দল এক পর্যায়ের হয় কীভাবে?
তিনি বলেন, বিএনপির সময়ে দেশ ছিল জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিকে চ্যাম্পিয়ন। তারা মানুষকে কিছু দেয়নি। মানুষের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা নিজেদের গঠনতন্ত্র মানে না। খালেদা জিয়া ও তার ছেলে দুজনই সাজাপ্রাপ্ত আসামি। তারা সেই দলের নেতা। যারা দলের নিয়ম আইন ও গঠনতন্ত্র মানে না সেই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না।
তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের সংগঠন। এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ দল গড়ে উঠেছে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। এদেশের মাটি মানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে।
কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসীকে উদ্দেশ করে সরকারপ্রধান বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসী সবসময় আমার পাশে থাকেন বলে আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারি। সুসময়-দুঃসময়ে সব সময় আমি কাছে পাই। এটাই আমার সব থেকে বড় শক্তি।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও আমরা অর্থনীতির গতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা তার নির্বাচনি এলাকাসহ সারা দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এসব বিশেষ উপহার (উন্নয়ন প্রকল্প) আজ আপনাদের দিয়ে যাচ্ছি। এতগুলো ব্রিজ এর আগেও করেছি। কোটালীপাড়াবাসীর আগে শুধু পানি-খাল-বিল বাঁশের সাঁকো পার হতে হতো। আজ রাস্তঘাট, পুল, ব্রিজ, স্কুল কলেজ করে এই অঞ্চলের মানুষের সুবিধা করে দিয়েছি। একদিনে শত সড়ক উদ্বোধন করেছি। একদিনে শত সেতু উদ্বোধন করেছি।
পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অপবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দুর্নীতির অপবাদ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি। জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই কোনও মিথ্যা অপবাদ নিতে আমি রাজি নই। বিশ্বব্যাংক অপবাদ দিতে চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়েই চলে। আমাদের কেউ অপবাদ দিলে আমরা তা মানবো না। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি বলেই দ্রুত সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আপনাদের সন্তানেরা যেন মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত না হয়।
তিনি বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। এখন বিশ্ববাজারে তেল-গ্যাসসহ সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সবাই সতর্ক হবেন। যত কম ব্যবহার করা যায়। লন্ডনে দেড়শ ভাগ বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা কিন্তু যে টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক মূল্যে মানুষকে দিচ্ছি। আর সেচ কাজের জন্য আমরা ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছি। সোলার প্যানেলের মাধ্যমে সেচের ব্যবস্থা করছি।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো।
-----------
News: https://www.banglatribune.com/politics/awami-league/787068/%E0%A6%86.-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0

Mobile uploads 11/02/2023
Photos from Asaduzzaman Khan's post 06/02/2023
05/02/2023
26/12/2022

বঙ্গবন্ধুকন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার (২৬ ডিসেম্বর ২০২২) গণভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

01/12/2022

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে রেবন্ড আরং কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ বক্তব্য রাখছেন।

21/11/2022
21/11/2022

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের একমাত্র নিরাপদ আশ্রয় স্থল জননেত্রী শেখ হাসিনা,, জয় বাংলা জয় বঙ্গবন্ধু,,

09/11/2022

স্মৃতি বিজড়িত ছবি...

Photos from আহসানুল ইসলাম টিটু Ahasanul Islam Titu's post 09/11/2022
09/11/2022
09/11/2022

ভালোবাসা 🥰

Videos (show all)

আচারগাঁও ইউনিয়ন আমোদাবাদ পুরহরি রাস্তা,,,,
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন,সাবেক সাংসদ মেজর জেনারেল আব্দুস সালাম মহোদয়,,,
৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক,,,,
আমরা আছি,আমরা থাকব,,,,,,,,,,,,,৷৷,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,,,,

Website