Natore Online Shopping BD
সরাসরি Ali Express থেকে সর্বচ্চ কম মুল্যে সারা বাংলাদেশে পণ্য নিতে আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
N.O.S BD আপনাদের দিচ্ছে ওয়ার্ল্ড এর বিখ্যাত এবং বিশ্বস্ত ওয়েব সাইটের সেরা সেরা প্রডাক্ট গুলোর লিংক।যা আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে আরো সহজ ও স্মার্ট। এখানে আপনারা নিজে অর্ডার করতে পারেন অথবা,আমাদের মাধ্যমেও অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার অর্ডার করা পন্য আপনার হাতে তুলে দেয়া পর্যন্ত সম্পুর্ণ দায়িত্যই থাকবে আমাদের নস বিডি এর।আপনি এখানে টাকা অথবা ডলার এর বিনিময়ে অর্ডার করতে পারবেন।সেক্ষেত্রে
N.O.S BD | Smart Shopping with BDT from Aliexpress
Aliexpress এর নাম হয়তো আমরা সবাই শুনেছি।
এটি একটি অনলাইন মার্কেট প্লেস। এটি বিখ্যাত Alibaba’র সহযোগী প্রতিষ্ঠান।
আর আমরা আমাদের গ্রূপের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমদানি করার কাজটি করে দিবো।
Aliexpress ওয়েবসাইটঃ https://aliexpress.com/
Products
Contact the business
Telephone
Website
General information
তাই আর দেরি নয়, এখনই অর্ডার করুন! কারণ এই অফার সীমিত সময়ের জন্য...
যারা গ্রূপ এ নতুন , তারা অর্ডার করার পূর্বে পিন পোস্টটি ভাল ভাবে পড়ে নিবেন 🙂
এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় Aliexpress importing গ্রূপ । এখান হতে আপনি Aliexpress এর সকল পণ্য আনাতে পারবেন । কম Dollar রেটে এবং কোন প্রকার ঝুঁকি ছাড়া পণ্য আমদানিতে আমরা সবসময় অঙ্গিকারবদ্ধ ।
আপনি Aliexpress এর কোন পণ্য আমাদের মাধমে আনাতে চাইলে অবশ্যই নিম্নলিখিত নিয়মগুলো দেখে নিনঃ
(ভালোভাবে পড়ে অর্ডার করার জন্য অনুরোধ রইল)
১) যেভাবে অর্ডার করবেনঃ
# প্রথমে Aliexpress.com ওয়েবসাইট থেকে অথবা Aliexpress App থেকে প্রবেশ করে আপনি যে পণ্যটি ক্রয় করতে চান তার লিংক গ্রূপে পোস্ট করুন। ছবিও দিতে পারেন সেক্ষেত্রে তার নাম সহ উল্লেক্ষ করুন অথবা তার নাম সহ স্ক্রিনসট সেন্ড করুন।
# লিংকের সাথে পণ্যের কালার, সাইজ অন্যান্য আনুষাঙ্গিক (যদি থাকে) তথ্য উল্লেখ করুন।
# আপনার আকাংক্ষিত পণ্যের দাম আপনার পোস্টে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অথবা আপনি চাইলে ইনবক্সেও জানতে পারবেন।
# Aliexpress App থেকে কিভাবে প্রোডাক্ট পছন্দ করবেন, লিঙ্ক শেয়ার করবেন , জানার জন্য এই ভিডিওটি দেখতে পারেন 🙂
ভিডিও লিঙ্কঃ https://goo.gl/XSGr84
২) যেভাবে অর্ডার কনফার্ম করবেনঃ
## অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই ১০০% অগ্রিম bKash, DBBL (Rocket), নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট প্রদান করতে হবে।
# পণ্য আসার সময়কালঃ
পণ্য আসতে সাধারণত 15-25 দিন সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে কম-বেশি হতে পারে।
৩) ডেলিভারি চার্জঃ
# নাটোর সিটির জন্য কুরিয়ার খরচ ফ্রী।
বাংলাদেশে কুরিয়ার চার্জ ৬০ টাকা , সুন্দরবান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে । এক্ষেত্রে প্রোডাক্ট এর মূল্যের সাথে কুরিয়ার চার্জ র্পরিশোধ করতে হবে ।
৪)ট্যাক্সঃ
# সাধারণত কম মূল্যের পণ্যে কোন ট্যাক্স আসেনা।
# কিছু কিছু ক্ষেত্রে ভারী অথবা দামী পণ্যের (মোবাইল, কম্পিউটার এক্সেসরিজ, ট্যাব, স্মার্টওয়াচ, ক্যামেরা ইত্যাদি) ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্ক/ট্যাক্স ধার্য্য করা হতে পারে যা আপনাকেই বহন করতে হবে।
# পণ্যের উপর যদি ট্যাক্স ধার্য্য করা হয় তাহলে পণ্যের সাথে ট্যাক্সের রশিদটি আপনাকে দেয়া হবে।
৫) মূল্যফেরত বা রিফান্ডঃ
# অর্ডার করার ৬০ কার্যদিবসের মধ্যে যদি পণ্যটি না পৌঁছায় তাহলে আপনি পুরো টাকাই ফেরত পাবেন।এটা আপনাকে দেয়া আমাদের প্রতিশ্রুতি কিন্তু এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ৭ - ১০ দিন অপেক্ষা করতে হবে। কারণ বিক্রেতা রিফান্ড করতে মাঝেমাঝে একটু দেরি করে।
# যদি পণ্য ভাঙ্গা বা ব্যবহার অযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি পুরো মূল্য ফেরত পাবেন অথবা পুনরায় অর্ডার করতে পারবেন।
>>> আমরা যেসব প্রোডাক্ট এর অর্ডার নেই নাঃ
১) ড্রোন = বাংলাদেশের কাস্টমস থেকে ড্রোন নিষিদ্ধ ।
২) বীজ = ফুলের/ ফলের বীজের অর্ডার নেয়া হয় না কারন এগুলোর দাম খুবই কম থাকে যার কারনে সেলার ট্র্যাকিং আইডি দেয় না, এবং বীজ দেখে সনাক্ত করা সম্ভব হয় না অনেক সময় ।
৩) মেকআপ বক্স = মেকআপ বক্স/আই শেডো অর্ডার নেয়া হয় না কারন ৯০% ডেমেজ হয়ে যায় ।
>>>আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
অর্ডার করার পূর্বে ভালোভাবে যাচাই করে নিন
* যে পণ্যটি আপনি কিনতে চাচ্ছেন সেটির রিভিউ ভালো কিনা অথবা বেশি অর্ডার হয়েছে কিনা। যদি রিভিউ ভালো বা অর্ডার বেশি হয় সেক্ষেত্রে দাম একটু বেশি হলেও সেই পণ্যটিই অর্ডার করুন।
* আপনারা অনেক সময় লক্ষ্য করবেন একই পণ্য অন্য একজন সেলার আরও কম দামে দিচ্ছে কিন্তু তার ফিডব্যাক অপশনে তেমন কিছু লেখা নেই অথবা খুব কম অর্ডার সে পেয়েছে। এই ধরনের সেলার থেকে পণ্য অর্ডার না করাই ভাল। (এক্ষেত্রে আমাদের সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমারা সহযোগিতা করবো আপনাকে সঠিক সেলার নির্বাচন করতে)
**অ্যাডমিন প্যানেলঃ
1. Natore Online Shopping BD (+8801307939564)
2. Ridoy Khan (+88 01796002161)
3. Sajibur Rahman (+8801744203378)
*এই 2 জন ছাড়া অন্য কেউ যদি ইনবক্স এ ম্যাসেজ দেয় তার সাথে কেউ ডিল করবেন না দয়া করে। এবং কেউ যদি অন্য কারও সাথে ডিল করে প্রতারিত হন, তাহলে তার জন্য আমরা দায়ী না।*
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
***আমাদের "Natore Online Shopping BD" এর নাম্বার "+8801307939564" এই নাম্বার থেকে কল করা হবে এবং আপনারা সকল প্রকার information নিতে পারবেন এই নাম্বারে কল দিয়ে (সকাল ০৮ঃ০০ থেকে রাত ০১ঃ০০ পর্যন্ত)
যেভাবে অর্ডার কনফার্ম করবেনঃ
## অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই ১০০% অগ্রিম bKash, DBBL (Rocket),Nagad অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট প্রদান করতে হবে
*Amader Customer care no.-+8801307939564*
* Bkash No.-***
01307939564(personal)
*Rocket No.-*
01307939564-1
*টাকা পাঠানোর পরে আপনার নাম,সঠিক ঠিকানা ও নম্বর আমাদের ইনবক্সে পাঠাবেন।*