Peaceful
Assalamulaikum brothers and sisters .
“𝐀𝐬𝐭𝐚𝐠𝐟𝐢𝐫𝐮𝐥𝐥𝐚𝐡”🥺💜
"যারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামাতের দিন তাদের দাঁড়িয়ে থাকা কে আল্লাহ সহজ করে দিবেন।"
– ইমাম আওযা'ঈ (রহ.)
[সিয়ারু আ'লামিন নুবালা: ৭/১১৯]
"বন্ধু নির্বাচনে সতর্ক হও"
Surah Al Furqan আয়াত: (২৭-২৯)
Reciter: Mohammed Al Naqeeb
ভালোবাসা মানে কি জানেন??
সূরা মারইয়ামের অন্তর কাঁপানো তিলাওয়াত....
'গুনাহ মানুষের স্বভাব নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, এমনকি রিজিকও নষ্ট করে দেয়।'
— শাইখ আস-সাদী (রহ.)
[তাফসীরুল কারীমির রহমান, ২৯১]
আমিন!♡✨🪶
Peacefull
ياأيها الذين أمنوا استعينوا بالصبر و الصلوة إن الله مع••🦋
••الصيرين🦋⊱༎-🥰
🌺︵💛🌻
❥━༊༎হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে
༅༎ღ-সাহায্য চাও...!" নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের
সাথে আছেন༎彡♡︎🌻
___🌺🌺
আল্লাহুমাগফিরলী!😥💔
তোমরা কি এ থেকে নিৰ্ভয় হয়েছ যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ যমীনকে ধ্বসিয়ে দেবেন, অতঃপর তা হঠাৎ করেই থর থর করে কাঁপতে থাকবে?
Al Quran 67:16
It's FRIDAY! 💐
The 1st day of DECEMBER. 🌼🌸
In sha Allah, this will be the best month of the year. May Allah bless us to complete this year with love and peace. ❤️
[Ameen]
Peacefull
Power of Quran.
সূরা ইয়াসিনঃ সকল ইচ্ছা পূর্ণ করে!
সূরা আর রাহমানঃ মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে"
সূরা মুলকঃ কবরের আযাব থেকে রক্ষা করে'
সূরা ওয়াক্বিয়াহ্ঃ ক্ষুধা নিবারন করে'
সুবহানআল্লাহ ❤️🩹💗
PePeaceful
ভালোবাসা মানে কি জানেন?
ভালোবাসা মানে, আমি তাঁকে স্মরণ করলে, তিনিও আমাকে স্মরন করেন। (সূরা বাক্বারাহ: ১৫২ দ্রষ্টব্য)
ভালোবাসা মানে, আমি তাঁর দিকে এক বিঘত এগিয়ে গেলে, তিনি আমার দিকে এক হাত এগিয়ে আসেন। (সহিহ বুখারী: ৭৪০৫ দ্রষ্টব্য)
ভালোবাসা মানে, আমি তাঁর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হলে, তিনি আমার দিকে দৌড়িয়ে এগিয়ে আসেন। (সহিহ বুখারী: ৭৪০৫ দ্রষ্টব্য)
ভালোবাসা মানে, আমি তাঁর সামনে পাহাড় সমান ভুলত্রুটি নিয়ে দাঁড়ালে তিনি আমার দিকে আকাশ সমান অনুগ্রহের ছায়া নিয়ে হাজির হোন। (সুনানে তিরমিজি: ৩৫৪০ দ্রষ্টব্য)
ভালোবাসা বলতে কেবল সেই মহিমাময় রবের দয়া, অনুগ্রহ, ক্ষমা কিংবা তাঁর সকল মহানুভবতাকেই বোঝায়।
এই ধোঁকাময় দুনিয়ায় আপনি যখন লোকেদের ভালোবাসার প্রতিদান হিসেবে চরম লাঞ্ছনা, প্রতারণা কিংবা ধোঁকার শিকার হয়েছেন অনবরত। তখন একবার সেই রবের ভালোবাসায় সাড়া দিয়ে দেখুন।
জগতের সমস্ত তুচ্ছ আবেগ কাটিয়ে একটিবার সেই রবের হয়েই দেখুন না। সেই রবের মহানুভবতার মাঝে একটিবার হারিয়ে গিয়ে দেখুন। নতুন এক আপনাকে খুঁজে পাবেন।
Peaceful
একটি সুন্দর হাদিস। ধরুন কেউ আপনার সামনে গীবত করলো। আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?
রাসুল ﷺ বলেন,
مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ
يُعْتِقَهُ مِنَ النَّارِ
যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে, ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)
তোমরা একে অপরকে সালাম দাও,
এটা আল্লাহ্ পক্ষ থেকে এমন এক অভিবাদন যা বরকতময় ও পবিত্র।
___সূরা নূর:৬১
Who is Allah 💖
PPeaceful
Surah Sham's
(SHEIKH UMAIR SHAMIM)
Peaceful
রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করা হয়েছিল - ইসলামের কোন আমলগুলো সবচেয়ে বেশি উত্তম? তিনি বললেন, "তুমি আহার দান করবে। চিনে হোক না চিনে হোক, সালাম দিবে"। [বুখারী, ১২]
I've never been someone's favourite, i am just always there when they need me.
Peaceful 🌺
Smile and say Alhamdulilla ❤️🌸
Peacefull
Sometimes, it is hard to utter anything. Some pains can't be said. When you can't find the words Allah still understands what you exactly mean!
He knows everything! What's happening in your life, who misbehaved with you, who injustice you, who ditched you, everything!
Have patience and strongly have faith in Allah. Undoubtedly He is the best planner
And He Almighty will heal everything, you just have to Sab'r!
Allah made you Muslim because he wants to see you in jannah.🦋🤍
যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে
তার জন্য থাকবে দু'টি জান্নাত ।✨
- সূরা আর রহমানঃ ৪৬ 🌸
✨ Daily Reminder 📌
Start your day with the glorious Qur'an 🌹
بسم الله الرحمن الرحيم
In Shaa Allah we would continue from where we stopped,
Surah An-Nisa
Qur'an 4verse 24-26.
ʀᴇᴄɪᴛᴇ ᴀɴᴅ SHARE ᴛʜᴇ POST ᴡɪᴛʜ ᴏᴛʜᴇʀs ᴀɴᴅ ɢᴇᴛ ᴛʜᴇ SIMILAR ʀᴇᴡᴀʀᴅ
ALLAH's MESSENGER (ﷺ) SAID,
" 𝙊𝙣𝙚 𝙬𝙝𝙤 𝙜𝙪𝙞𝙙𝙚𝙨 𝙩𝙤 𝙨𝙤𝙢𝙚𝙩𝙝𝙞𝙣𝙜 𝙜𝙤𝙤𝙙 𝙝𝙖𝙨 𝙖 𝙧𝙚𝙬𝙖𝙧𝙙 𝙨𝙞𝙢𝙞𝙡𝙖𝙧 𝙩𝙤 𝙩𝙝𝙖𝙩 𝙤𝙛 𝙞𝙩'𝙨 𝙙𝙤𝙚𝙧."
𝙎𝘼𝙃𝙄𝙃 𝙈𝙐𝙎𝙇𝙄𝙈 1893𝙖
May Allah accept our ibadaah and count us among those who will enter Al-jannah Fiduas
Ameen 🤲
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনো প্রত্যাখ্যাত হয় না।”
[আবু দাউদ-৫২১]❤️
কুল্লু নাফসিন'যাইকাতু মাউত, জীবনের এক অধ্যায়ের সমাপ্তি!"✨
যখন তাদের বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তা তোমরা অনুসরণ করো; তারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি, তার অনুসরণ করব। যদি তাদের পিতৃ-পুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয়, তাহলেও কি ?
[সুরা : বাকারা, আয়াত : ১৭০)
আয়াত থেকে শিক্ষণীয় বিষয়:
১. হক শুধু কুরআন ও সহীহ সুন্নাহর অনুসরণে। বাপ-দাদার অনুসরণে নয়।
২. পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ নাজাতের কারণ হতে পারে না।
৩. কথায় কথায় পূর্বপুরুষদের দোহাই দেয়া ইয়াহূদী-কাফির-মুশরিকদের স্বভাব।
৪. যারা সত্যবিচ্যুত তাদেরকে সত্যের দাওয়াত দিলেও সত্য জিনিস বুঝতে পারে না বা বুঝতে চায় না।
(তাফসীর ফাতহুল মাজীদ)
হে আমাদের রব,
যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন’।
"তওবা করে আল্লার কাছে ফিরে আশাটা আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন..💐💐
The happiest place in the world is in mother's lap.!💙💫
আশা হারাবেন না; আপনি দু'আ করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন!
আপনি যা আশা করেছিলেন তার চেয়ে বেশি পাবেন! ইনশা'আল্লাহ!
হঠাৎ! পুরনো কোনো
গুনাহের কথা মনে পড়ে গেছে? তাহলে -
হয়তো আল্লাহ সুবহানু তা'য়ালা গুনাহটির জন্য ইস্তিগফার করার আপনাকে একটি সুযোগ দিচ্ছে!
আস্তাগফিরুল্লহ! 💔
দুনিয়াতে কতো মানুষ আল্লাহর একত্ববাদ থেকে দূরে। কতো লোক মিথ্যে ইলাহকে বানিয়ে রেখেছে তাদের রব। বিকৃতি আর বিচ্যুতির এই দুনিয়ায় আপনি কেবলমাত্র একজন সত্য ইলাহ, সত্য রবেরই ইবাদাত করেন।
শুধুমাত্র এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে একজীবনে শেষ করা যায়, বলুন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি! " 🌸🙂
সূর্যের প্রয়োজন যতই হোক না কেন, প্রতিদিনই সে অস্তমিত হয়।কিন্তু কেউই সূর্যের এ বিচ্ছেদে কাঁদে না, বিষণ্ন হয় না।কেননা, প্রত্যেকেই জানে পরেরদিন সে আবার উদিত হবে, আর এটিই বিশ্বাস।
তুমি সূর্যের এ ফিরে আসার প্রতি বিশ্বাস দৃঢ়!
অথচ আল্লাহর বানী,
إن مع العسر يسرا
(নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে) এর উপরে তোমার বিশ্বাস নড়বড়ে!
আল্লাহ তায়ালা অবশ্যই এ কষ্ট দূর করবেন, যতক্ষণ আমরা এ বিশ্বাসে দৃঢ় থাকব।
إن الله بالغ أمره، قد جعل الله لكل شيءٍ قدرًا
নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ নির্ধারণ করে রেখেছেন।
(সূরা আত-তালাক: ০৩)
পাপের পরিমাণ যতো অল্প, ইবাদাতের স্বাদও ততো তীব্র! " 🌸
"প্রত্যেক আত্না মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।অতঃপর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে।"
📖~[সুরা আনকাবুত, ৫৭]🌼🤍
যা হচ্ছে হতে দাও সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়েও বেশি ভেবে রেখেছেন ।
❝নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।❞
~সূরা আল ইমরানঃ ৫৪❤️
"Allah" will give you something better than what was taken from you"
-Quran:-8:70
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Dubai
We explore different places, taste various food, cook delicious items and try new tech.
Street No 110
Dubai
Shopping vloging Share Persional Movement talk everyone any time Dubai or Uae