Healing Quran
তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব"- আল কুরআন (সুরা গাফীর/মু'মিনঃ ৬০)
এক ভাই দুআর মধ্যে বলছে, আল্লাহ! হাত উঠানোর তাওফিক যখন দিসো, দুআ কবুল করবা না কেন? আমি আর কার কাছে চাবো? তোমার চৌকাঠ থেকে বিতারিত হলে চাওয়ার মত দ্বিতীয় কোন জায়গা তো নেই।
তোমার রাসুল (ﷺ) বলেছে, তুমি বান্দার হাত খালি ফেরত দিতে লজ্জা পাও। পুরো জগতের সব মিথ্যা হয়ে যেতে পারে, তোমার রসুলের কথা মিথ্যা হতে পারে না। এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত আর কারো হাত নেই। আমার হাত খালি ফেরত দিও না, আল্লাহ।
আমি শুনেছি, গুনাহগারদের জন্য জমিনের মাখলুকরা বদদুআ করে। সেই পাপীর পাপের কারনে যে তাদের কষ্ট হয়। এই গুনাহগারের বিরুদ্ধে অসংখ্য বদদুআ হয়তো তোমার কাছে নিয়মিতই আসে। শাইতানের প্ররোচনায় পড়ে হাজারো পাপে পাপী এই বান্দার এতগুলো বদদুআর মোকাবেলা করার শক্তি নেই।
আল্লাহ! একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে, মা তার সম্তানকে শাষন করেন ঠিকই। কিন্ত রাতে যখন সেই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, মা নীরবে তার মাথায় হাত বুলিয়েও দেন।
আল্লাহ! শত অভিযোগের কারনে আপনার রহমতের হাত আমার থেকে উঠিয়ে নিবেন না। আমাকে মাফ করে দিন।
———
দুআ - আল্লাহর সাথে কথা বলার নাম। আল্লাহর কিছু বান্দার সেই কথা বলার ধরন কী অদ্ভুত মায়ায় ভরা……
© রিজওয়ানুল কবির
"অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।"
"এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।"
সূরা তাকাছুর (১-২)
আল্লাহ তাআলা বলেন, ‘সে (মানুষ) যখন বিপদে পড়ে, তখন খুব হা-হুতাশ করে। আর যখন বিপদ কেটে যায়, তখন কৃপণ হয়ে যায়।’ (সুরা : মাআরিজ, আয়াত : ২০-২১)
আল্লাহ তাআলা বলেন, ‘সাগরের মাঝখানে যখন তোমরা বিপদে পড়ো, তখন তোমরা (স্বাভাবিক অবস্থায়) আল্লাহ ছাড়া যাদের ডাকো তাদের ভুলে যাও। তারপর যখন আল্লাহ তোমাদের স্থলে (সৈকতে) এনে উদ্ধার করেন, তখন তোমরা (আল্লাহর দিক থেকে) মুখ ফিরিয়ে নাও।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ৬৭)
আল্লাহ তাআলা বলেন, ‘মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে শুয়ে-বসে-দাঁড়িয়ে আমাকে (আল্লাহকে) ডাকতে থাকে। তারপর আমি যখন তার দুঃখ-দৈন্য দূর করে দিই, তখন মানুষ এমন ভাব করে যেন সে আপতিত দুঃখ-কষ্টের জন্য কখনোই আমাকে ডাকেনি।’ (সুরা : ইউনুস, আয়াত : ১২)
চার. আল্লাহ তাআলা বলেন, “যদি দুঃখ-দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ ভোগ করাই, তখন সে বলতে থাকে, ‘আমার বিপদ দূর হয়ে গেছে।’ তখন সে উত্ফুল্ল ও অহংকারী হয়ে যায়।” (সুরা : হুদ, আয়াত : ১০)
আল্লাহ তাআলা বলেন, ‘যখন সাগরের ঢেউ মানুষকে আষ্টেপৃষ্ঠে ঢেকে ফেলে, তখন মানুষ আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু যখন (আল্লাহ) তাদের সৈকতে ফিরিয়ে এনে উদ্ধার করেন, তখন দেখা যায় (বেশির ভাগ মানুষ অকৃতজ্ঞ) কোনো কোনো মানুষ সরলপথে থাকে।’ (সুরা : লোকমান, আয়াত : ৩২)
আল্লাহ তাআলা বলেন, ‘মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে। এরপর আল্লাহ যখন তাকে দয়া করেন, তখন মানুষ ভুলে যায় যে বিপদে পড়ে সে এর আগে আল্লাহকে ডেকেছিল।’ (সুরা : জুমার, আয়াত : ৮)
আল্লাহ তাআলা বলেন, ‘মানুষকে বিপদ-আপদ স্পর্শ করলে সে আমাকে (আল্লাহকে) ডাকে। যখন আল্লাহর অনুগ্রহে কষ্ট থেকে মুক্তি লাভ করে, তখন (মানুষ) বলতে থাকে, সে নিজের চেষ্টায় এ থেকে মুক্তি পেয়েছে।’ (সুরা : জুমার, আয়াত : ৪৯)
আল্লাহ তাআলা বলেন, “দুঃখ-দৈন্য স্পর্শ করার পর যখন আমি তাকে দয়া করে সুখের স্বাদ দিই, তখন মানুষ বলতে থাকে, ‘এটা তো আমার প্রাপ্যই ছিল। আমি তো মনে করি না কিয়ামত বলে কিছু আছে।’...আবার যখন মানুষ বিপদে-আপদে অমঙ্গলে পড়ে যায়, তখন সে দীর্ঘ প্রার্থনায় বসে যায়।” (সুরা : হা-মিম-সাজদা, আয়াত : ৫০-৫১)
আল্লাহ তাআলা বলেন, ‘ওরা (মানুষ) যখন পানিপথে চলতে থাকে, তখন পবিত্র মনে আল্লাহকে ডাকতে থাকে। আর আমি (আল্লাহ) যখন তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিই, তখন মানুষ শিরক করা শুরু করে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৬৫)
আল্লাহ তাআলা বলেন, “আল্লাহ যখন মানুষকে দয়া ও সম্মানিত করেন, তখন মানুষ বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন।’ আর যখন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য উপকরণ কমিয়ে দেন, তখন মানুষ বলতে থাকে, ‘আল্লাহ আমাকে হেয় করেছেন।” (সুরা : ফাজর, আয়াত : ১৫-১৬)
প্রত্যেক কে মৃত্যুর স্বাদ নিতে হবে।
প্রতি মসজিদে এই রকম ইমাম থাকলে ভালো হতো।
মাশাল্লাহ বোনটির অনেক সুন্দর বক্তব্য আশা করি সবাই মন দিয়ে শুনবেন❣️🥀
মাশা-আল্লাহ্ ❣️
আলহামদুলিল্লাহ ❣️🥀
The only place of peace for all Muslims❣️🥀
Power of Bismillah ❣️
True Lines🖤🥀
যারা ক্ষমা করতে পারে না তাদের কষ্ট বেশি!
যে কোনো পরিস্থিতিতে মুচকি হেসে বলুন আলহামদুলিল্লাহ ❣️
🌹কবিতাঃমোবারকবাদ,লিখেছেনঃকাজী নজরুল ইসলাম।
সুরঃ নুরুল আফছার।♥️♥️♥️
ফেসবুকে ছবি দেওয়ার আগে ভিডিওটি একবার দেখুন যাদুও বদনজর নিয়ে যা বললেন।
আবু ত্বহা আদনান।
জীবিত মানুষ কে মৃত বানিয়ে দিতে পারে বদ নজর।
বদ নজর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
শায়েখ আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক (হাফিঃ)।
“হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব, আর আমার দো‘আ কবূল করুন।”
“হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে
দিবেন।”
[সূরা ইব্রাহীম, আয়াত: ৪০-৪১] 🌸
🌹🌹🌹"মা" কে নিয়ে অসাধারণ গজল 🌻🌻🌻
মাশা-আল্লাহ ♥️♥️♥️
🌹আছেন যত ভাই-বোন,বন্ধু শুনেন দিয়া মন🌹
সূরা ইউনূস- ১২ ❤️
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖٓ اَوْ قَاعِدًا اَوْ قَاۤىِٕمًا ۚفَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ يَدْعُنَآ اِلٰى ضُرٍّ مَّسَّهٗۗ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ( يونس: ١٢ )
বাংলা অর্থ - মানুষকে যখন দুঃখ ক্লেশ স্পর্শ করে, তখন তারা শুয়ে, বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তার দুঃখ ক্লেশ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যায়, মনে হয় যেন তাকে দুঃখ-ক্লেশ স্পর্শ করার কারণে সে আমাকে কখনই ডাকেনি। এভাবেই যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে।
সুবহানআল্লাহ❣️
জুম্মা মোবারক,🫂
যারা বলেন হিন্দু মুসলিম ভাই ভাই তাদের জন্য ২ ধর্মের পার্থক্য এই ভিডিওতে,
শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি!
🌹
~রাসুল (সাঃ) বলেছেন..!🥀
"সাফল্যের জন্য দ্বীনদার জীবনসঙ্গী নির্বাচন করো"।🌻
📖_____বুখারী-৫০৯০____📖
🌹
আল্লাহর আইন এর কথা বললেই জ-ঙ্গি 😒⁉
True Lines🖤🥀
❤️ "ওরে ও মানুষ শুনরে আল্লাহ্ ছাড়া আমাদের আর আপন কেউ নাই"
জীবন এতো সহজ নয়,
জীবনকে সহজ করে নিতে হয়❣️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dubai
We explore different places, taste various food, cook delicious items and try new tech.
Street No 110
Dubai
Shopping vloging Share Persional Movement talk everyone any time Dubai or Uae