Kidzprism
Kidzprism বিশেষত শিশুদের সৃজনশীল কর্মকাণ্ড সকলের কাছে তুলে ধরার জন্য একটি বিনোদনধর্মী প্ল্যাটফর্ম।
শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের বাদ দিয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতির অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রতিটি শিশু জন্মগ্রহণ করে নিজস্ব কৌতূহল ও কল্পনা শক্তি নিয়ে। সৃজনশীলতা, কৌতূহল ও কল্পনা এ তিনের সমন্বয়ে বিকশিত শিশু নতুন বিষয় সৃষ্টি বা আবিষ্কারে এগিয়ে চলে দুর্নিবার।
শিশুসুলভ দুরন্তপনা ও চাঞ্চল্য শিশুদের একটি বৈশিষ্ট্য, দুরন্তপনার মধ্য দিয়ে শিশুরা নিজস্ব ভুবন সৃষ্টি করে। সে অসংখ্য প্রশ্ন ক
Ma sha Allah
Her beauty Ma-Sha-Allah 🥰
Cute 🥰🥰🥰💖
মাশাল্লাহ 💕💕
যেন এক পরী 💕
আঁকিবুঁকির সঙ্গে পরিচয় ঘটানোর মধ্য দিয়ে শিশুর মধ্যকার সুপ্ত সত্তা যেমন জেগে ওঠে, সেই সঙ্গে শিশুর শারীরিক ও মানসিক উভয়েরই বিকাশ ঘটে। 😍
মা-বাবার সবচেয়ে আনন্দের মূহূর্ত!
ছবি আঁকা শুধু আনন্দ লাভের নয়! এটি শিশুর সার্বিক বিকাশ ঘটায়।🥰
পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ আর পবিত্র হাসি হলো শিশুদের হাসি যা দেখলে আমাদের হৃদয় ছুঁয়ে যায়।
একটা শিশুর প্রথম ক্যানভাস হয় ঘরের দেয়াল! প্রথম তুলি হয় কখনো কয়লার টুকরা,বাবার কলম বা মায়ের কাজল!
বড় হয়ে এদের কেউ হয় কামরুল হাসান, সুলতান কিংবা জয়নুল আবেদীন। কেউবা মিশে যায় সময়ের স্রোতে। তাই আমরা চাইছি শিশুদের সৃজনশীলতা বিকাশে পাশে থাকতে। আপনার ঘরের ক্ষুদে শিল্পীর হাতে মোবাইলের বদলে রং তুলি তুলে দিয়ে তার শীল্পসত্তাকে পরিচয় করিয়ে দিতে চাইলে কিডপ্রিজমের সাথে যুক্ত হোন।
Be Creative, Be Free
"Children must be taught how to think, not what to think."
Kidzprism বিশেষত শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ড সকলের কাছে তুলে ধরার জন্য একটি বিনোদনধর্মী প্ল্যাটফর্ম । আমরা খুব শীঘ্রই শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা (যেমন নাচ, গান, কবিতা আবৃতি, চিত্রাংকন থেকে শুরু করে বাচ্চাদের অ্যাটিটিউড এবং এক্সপ্রেশনের কনটেন্ট) নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি, এই উদ্দেশ্যে আমরা মেম্বার সংগ্রহের কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সৃজনশীল প্রতিভা ছড়িয়ে দিন বিশ্বব্যাপী এবং জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার।
শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এবং তাদের প্রতিভাকে সকলের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মেম্বার হিসেবে তালিকাভুক্তির জন্য নিচের গুগল ফরমের লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে সাথে থাকুন।
💠রেজিষ্ট্রেশন লিংকঃ
https://forms.gle/tReNGAQwZjTYpcf57
(সকল তথ্যের জন্য পেইজের ইনবক্সে নক দিন)
বর্তমানে মোবাইল, ট্যাব এবং ল্যাপটপে গেমসের প্রতি আসক্তি বাচ্চাদের সৃজনশীলতা বিকাশে একটা বড় বাধা। এই আসক্তি থেকে পরিত্রাণের উপায় হচ্ছে তাদেরকে বিভিন্ন সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং তাদের সৃষ্টিকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে তাদের উৎসাহ উদ্দীপনায় অারো গতি অাসে। তাদের সৃজনশীল চিন্তাধারাকে সকলের মাঝে তুলে ধরার জন্যই আমাদের অগ্রযাত্রা। আপনার বাচ্চার সৃজনশীল কর্মকাণ্ডই হতে পারে অন্য বাচ্চাদের কাছে অনুপ্রাণিত হওয়ার চাবিকাঠি।
P.C:Rafiya Jannat
স্বাগতম🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
South Baridhara Residentail Area, D. I. T. Project, Dhaka
Badda
Badda
মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল!'🖤
Badda, 1212
রাসূল (ﷺ) বলেন নিশ্চই বিড়াল অপবিত্র (প্রাণী) নয়। নিশ্চয়ই এরা তোমাদের আশেপাশে ঘুরাফেরাকারী