Nirjash
ভালো থাকতে চাইলে অর্গানিক খাবার খান
#জিরা #ধনিয়া #হলুদ #মরিচ #মধু
Eating nirjash honey for healthy life
৮০০ গ্রাম মশলায় ১০০টাকা ডিসকাউন্ট
সুস্বাদু রান্নার জন্য ব্যবহার করুন নির্যাস মশলা
#মশলা
#ধনিয়া_গুঁড়া
মশলা যদি ভেজাল মুক্ত না হয় তাহলে রান্নায় পরিপূণ্য স্বাদ আসে না।
নির্যাস দিচ্ছে নির্ভেজাল মশলা!!
আজই ব্যবহার করে দেখুন।
বাজারের প্রায় অধিকাংশ মসলা অস্বাস্থ্যকর। গবেষণায় অনেক স্বনামধন্য কোম্পানিগুলোর মসলা তেও ভেজাল মেশানো রয়েছে। যা গ্রহনের ফলে আপনার উপকারের চেয়ে অপকারই বেশি হবে।
সেই অপকার ঠেকাতে আমার উদ্যোগ
সবার ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত মশলা ও মধু পৌঁছে দেওয়া।
আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করুন।
আলহামদুলিল্লাহ, সুন্দর সকাল শুরু হোক পরিশুদ্ধ মসলার রান্নায়
।
মাংস থেকে সবজি সকল রান্নায় এক্সট্রা স্বাদ আনে নির্যাস মশলা
Nirjash
Shout out to my newest followers! Excited to have you onboard! Md Delwar Hossain, Chameli Rani Biswas, Payel Raj, Robiul Islam Robiul Islam, Md Mithun Khan, শেখ লুলু মাগুরা, Hriday Hassan, Ew'r Niloy, মোঃ আনজুমান
#ধনিয়া_গুঁড়া
পাহাড়ি জুম চাষের বিনি হলুদ
বাছাইকৃত সেরা মরিচ থেকে প্রক্রিয়াজাত হয় নির্যাস মরিচের গুঁড়া
chilli Powder
সেরা ও খাঁটি মনের মশলার আর এক নাম নির্যাস মশলা।
মশলার ইতিহাস
রান্নায় মশলা খাবে না এমন বাঙালি পাওয়া কখনোই সম্ভব না। এ এক সংস্কৃতি। দেশীয় রান্না মানেই তার মধ্যে সকল মশলার এক ঘুটা থাকতেই হবে। আর রান্নার স্বাদটাই হচ্ছে এই মশলার কারিশ্মা। তবে আমরা কি জানি এই মশলার আবির্ভাব হলো কোথা থেকে?
এত হলুদ, মরিচ, জিরে, ধনে নানান মশলার আয়োজনের সৃষ্টি কোথা থেকে?
মূলত মশলার রপ্তানি শুরু হয় ভারতবর্ষ থেকে। প্রচুর পরিমান মশলা ছিল দক্ষিন ভারতে। এবং এই মশলার টানেই পর্তুগিজরা আসে সেখানে এর পর একেক করে ডাচ, ইংরেজ। এভাবেই বানিজ্য চলে এপার থেকে।
মশলার সুনাম সারা দুনিয়ায়। সেই সাথে ভোজনরশিক হিসেবে বাঙালির সাথে সমৃদ্ধ মুখর।
👉👉নির্যাস পেজের এর আকর্ষণীয় অফার👉👉
🗣️🗣️২০০ জনকে ইনভাইটেশন পাঠিয়ে স্ক্রীন শর্ট কমেন্ট সেকশন এ দিয়ে জিতে নিতে পারেন ২০০ গ্রাম এর একটা মশলা প্যাকেট।
আর নয় বাটাবাটি নির্যাস মসলায় রান্না হবে ফাটাফাটি
New glass jar
Juice mug
খাগড়াছড়ির সেরা হলুদ গুঁড়া।
আসুন জেনে নেই পাহাড়ি হলুদের কিছু উপকারিতাঃ
ক) হলুদ চর্বি কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করে।
খ) অন্ত্রের ক্যান্সার নিরাময়কারী ও স্তন ক্যান্সার প্রতিরোধকারী এই অঞ্চলের হলুদ।
গ) হলুদের বৈশিষ্ট্য বাত এবং ফোলানো বাত এর জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা।
ঘ)কাঁটা এবং পোড়া জায়গায় হলুদ বাটা লাগালে অনেক উপকার পাওয়া যায় ও তাড়াতাড়ি ব্যথা এবং দাগের উপশম ঘটে। কাঁচা হলুদ একটি প্রাকৃতিক এন্টিসেপ্টিক।
ঙ) টিউমার হওয়া বন্ধ ও নতুন রক্ত উৎপাদন বৃদ্ধি করে
হাজার বছর ধরে মশলা হয়ে আছে খাবারের অবিচ্ছেদ্য অংশ। নানারকম মশলার কারণেই খাবার দেখতে ও খেতে আকর্ষণীয় হয়ে ওঠে। মশলা শুধু খাবারে অনন্য স্বাদ যুক্ত করতেই ব্যবহৃত হয় না, এর আছে বহুবিধ ব্যবহার। তাই আমরা নিয়ে এসেছি বাছাইকৃত সেরা জাতের অথেন্টিক খাঁটি র গুঁড়া মশলা। যা আপানাকে বাটা মশলার স্বাদ দিবে।
👉আর আমাদের বাছাইকৃত সেরা জাতের অথেন্টিক খাঁটি র গুঁড়া মশলা দিয়ে তৈরি আমাদের মশলা কম্বো। মশলা কম্বোতে থাকছে-
✅ উৎকৃষ্ট মানের সেরা জাতের মরিচের গুঁড়া
✅ উৎকৃষ্ট মানের সেরা জাতের হলুদের গুঁড়া
✅ উৎকৃষ্ট মানের সেরা জাতের জিরার গুঁড়া
✅ উৎকৃষ্ট মানের সেরা জাতের ধনিয়ার গুঁড়া
☎অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ 01852583285
খাঁটি মশলা তৈরী করতে যা যা করতে হয় আপনাকে
১. বাছাই কৃত উন্নতমানের মশলা বাজার থেকে সংগ্রহ করতে হয়।
২. সংগ্রহকৃত মশলা গুলো ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হয়।
৩. এলাকায় নির্ভরযোগ্য মসলা ভাঙ্গানো মেশিন থেকে গুঁড়া করে নিতে হয়।
৪. এই গুঁড়া মশাল গুলা হালকা বাতাসে শুকিয়ে নিয়ে কৌটা, জারে বা বয়মে সংরক্ষণ করতে হয়।
এই যে কর্মযজ্ঞ করতে আপনার অনেক শ্রম ও সময় ব্যয় হয়, এই সময় ও শ্রম ব্যয় না করে ব্যবহার করুন নির্যাস মশলা।
অল্পতেই সাশ্রয়
Alhumdulliha
আজকের ডেলিভারি সম্পূর্ণ করলাম
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Badda
1200