VIRAL

"অবহেলায় যাকে হারালে অবেলায় তাকে খুজ না"
#VIRAL

17/11/2023

পরীক্ষা ছিলো ইনকোর্স-২। পরীক্ষা চলাকালে টিচার কিছুক্ষণের জন্য বাহিরে গেলেন।
সবাই সবার খাতায় মগ্ন। পীনপতন নিরবতা। গার্ড শূণ্য হলে এক ইন্ডিয়ান মজা করে একটা কথা বলে ফেললো। সে এমনিও একটু মজার মানুষ। তার কথায় আমরা অনেকেই আটকে রাখতে না পেরে হেসে দিলাম।
কোন সমস্যা মনে হলোনা। কিছুক্ষণ পর টিচার আসলেন। এসে বেশ শান্ত এবং খুশ মেজাজে মুচকি হেসে বললেন, আমি বের হওয়ার পর তোমরা হেসেছো। তাইনা?
তিনি টেবিলে রাখা আইপ্যাড উচিয়ে ধরে বললেন, এইযে ক্যামেরা। ভিডিও অন করে রেখে গিয়েছিলাম।
আমরা যা কল্পনাও করিনি। তিনি সব ক্লাসেই ল্যাপটপ বা আইপ্যাড নিয়ে আসেন। আর এটা এভাবেই রাখেন।
তারপর বললেন, এভাবেই আমাদের অজান্তে আল্লাহ্ আমাদের দেখছেন। আমাদের প্রতিটা কাজ ক্যামেরায় রেকর্ড হচ্ছে।
এটা তাওহীদ ক্লাস।
আমি হাতে কলমে তোমাদের এই শিক্ষাটা দেবার জন্যই তোমাদের একা ছেড়ে বাইরে গিয়েছিলাম।
তোমরা পরীক্ষায় খেয়ানত করনি। তবে যদি জানতে ক্যামেরা অন আছে, তাহলে তোমরা এই অল্প হাসিটাও হাসতেনা।
"মাদীনা বিশ্ববিদ্যালয় থেকে"
লিখা: মাহ্দী ফয়সাল

15/11/2023
11/11/2023

দু'শ ডলারের লোক্যালি প্রোডিউসড ইয়াসিন-১০৫ আরপিজি, যা কিনা রুশ ট্যান্ডম-৮৫ আরপিজির উপর বেস করে তৈরী করা...এর সামনে সাড়ে তিন মিলিয়ন ডলার সমমূল্যের বিভিন্ন ভার্সনের মারকাভার অসহায়ত্ব দেখার মত। সর্বোচ্চ দেড়শ' মিটার দূর থেকে ছোড়া সম্ভব হলেও ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটে এর পিনপয়েন্ট হিট প্রোব্যাবলিটি, এক্যুরেশি, ড্যামেজ অতুলনীয়।
ট্যাংকের আউটার সাইডের ডাবল স্টিলের রোল্ড হোমোজিনিয়াস আর্মার, মড্যুলার কম্পোজিট আর্মার, সিরামিক স্টিল নিকেল প্লেট কম্পোজিট সম্বলিত ক্লথ ম্যাট্রিক্স আর্মার ভেদ করে ইন্টারনাল সলিড আয়রন আর্মারের ৬০ সেন্টিমিটার ভেতরে পেনেট্রেট করার ক্যাপাবিলিটি রয়েছে হা মা সে র তৈরী এই আরপিজির।
অথচ, মারকাভাতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা কাউন্টারমেজার; যার নাম ট্রফি প্রটেকশন সিস্টেম। যা এতটাই অ্যাডভান্সড যে ড্রোন থেকে ড্রপাবেল কোনো অ্যামুনেশন কিংবা আরপিজি, এটিজিএম ডিজেবল করে দিতে পারে মুহূর্তেই। অথচ দিনশেষে ব্যাটেলগ্রাউন্ডে কিছুই কাজে আসছেনা।
এগুলো দেখলে মাথায় আসে সূরা আনফালের সেই ১৭ নাম্বার আয়াত। যেখানে আল্লাহ তা'য়ালা বলেন—
“তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে; বরং আল্লাহই নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তাঁর পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন...উত্তম পরীক্ষা। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ”

~শাফিজ রহমান

09/11/2023

গ্রাউন্ড অপারেশনের সর্বশেষ আপডেট:

প্রতি ঘণ্টায় ওদের ট্যাংক ধ্বংসের হার ৩টি। ৬ ঘণ্টা শেষ হওয়ার আগেই ১৭টি ট্যাংক একেবারে বিনষ্ট। হেলিকপ্টার এনে হতাহতেরকে জরুরি ভিত্তিতে নিয়ে গেছে কু কুরদের দল।

কালো ব্যাগে ভরে পাঠানো যেন শেষ না হয়। তাঁদের জন্য দু'আ করতে থাকি আমরা। সুদূর বাংলাদেশে আমাদের অস্ত্র একটিই—কায়মনোবাক্যে দু'আ। ভুলে যেন না যাই যুগের সেরা যোদ্ধাদেরকে।

~নজরুল ইসলাম

তথ্যসুত্র: কু দস নিউজ

08/11/2023

আব্রামস, লিওপার্ড, চ্যালেঞ্জার এবং টি-৯০ ট্যাংকের মতোই বিশ্বসেরা অত্যাধুনিক ট্যাংক মারকাভা। তবে দখলদার হানাদার বাহিনী তাদের হাতে থাকা মারকাভাকেই বর্তমান বিশ্বের সেরা ট্যাংক হিসেবে বিবেচিত করে। প্রতিটি ট্যাংকের ওজন ৬৫ টন। কী নেই তাতে! সবই আছে। শত্রুকে ঘায়েল করার শতভাগ সক্ষমতা নিয়েই ৬৫ কিলোমিটার গতিবেগে মাটি কামড়ে এগিয়ে চলে শক্তিশালী মারকাভা।

এতে রয়েছে শক্তিশালী সেন্সর, ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা, ১২০ মি.মি. কামান, ১২.৭ মি.মি. হেভি মেশিনগান, ৭.৬২ মি.মি. সাধারণ মেশিনগান, মিশাইল লাঞ্চার এবং আইরন ডোমের মতো ছোটখাটো প্রটেক্টিভ সিস্টেম 'ট্রফি'। ইঞ্জিনের ক্ষমতা কতটুকু জানেন? ১৫০০ হর্সপাওয়ার। দামের কথা আর কিইবা বলব! প্রতিটির মূল্য ৩.৫ মিলিয়ন ডলার। এই মারাকাভাকে বলা হয় আইডিএফের মেরুদণ্ড। এটিই তাদেরকে স্থল অভিযানে নামার উৎসাহ যোগাচ্ছে বেশ। যাদের হাতে এমন অত্যাধুনিক এবং উচ্চক্ষমতাসম্পন্ন ৬০০ ট্যাংক রয়েছে তারা তো ধরতে গেলে নিরস্ত্র একটা গোষ্ঠীকে এক সকালেই কাবু করে ফেলতে পারে। সেই চিন্তা থেকেই তো তাদের এই অভিযান। মারাকাভ-হাম্ভী নিয়ে যাবে, একটা চক্কর দেবে তারপর বিজয়ী হয়ে দেশে ফিরে যাবে—এমন সরল হিসাব করেই কিন্তু তারা নেমেছিল। প্রচণ্ড প্রতিরোধে হিসাবের সেই খাতা হারিয়ে আজ তারা পাগলপ্রায়, দিশেহারা, উদ্ভ্রান্ত এবং দ্বিধাগ্রস্ত। অজুহাত খুঁজছে যুদ্ধবিরতি ঘোষণার।

৩২ দিন শেষ। এখন পর্যন্ত মূল প্রতিপক্ষকে দুর্বল করতে পারেনি। উপর্যুপরি আক্রমণ এবং অসম্ভব প্রতিরোধে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে শক্তিশালী সামরিক বাহিনী। তাদের অত্যাধুনিক প্রযুক্তি মুক্তিকামী দলের হাতে বানানো সাধারণ অস্ত্রকে ডিটেক্ট করতে পারছে না। এ-যেন আইফোন থেকে বাটনফোনে ফাইল ট্রান্সফারের চেষ্টা। সব বৃথা চেষ্টা।

তাদের হাতে ৩.৫ মিলিয়ন ডলার মূল্যের মারকাভা আছে সর্বমোট ৬০০টি। ইতোমধ্যে খতম করে দেওয়া হয়েছে শতাধিক। একদিনেই শেষ করা হয়েছে ২৪টি। মুক্তিকামী মানুষগুলো হোম-মেইড যে অস্ত্র দিয়ে ৪ মিলিয়ন ডলার মূল্যের মারকাভা ধ্বংস করেন সেগুলোর এক একটা বানাতে খরচ পড়েছে ৫০০ থেকে ২০০০ ডলার। আপনাদের কাছে এটা বিজয় না হলে কোনটা বিজয়?

আর কয়েকদিন থাকলে মারকাভার স্টক শেষের দিকে চলে যাবে। তখন যেকোনো অজুহাতে যুদ্ধবিরতি ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে? তারা যখনই যুদ্ধবিরতির ঘোষণা দেবে তখনই মনে করবেন ওদের পরাজয় সুনিশ্চিত। তারা মানবাধিকারের দিকে তাকিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করবে না, অস্ত্র-সৈন্যের চরম ক্ষতির সম্মুখীন হয়েই ভেগে যাবে। পরবর্তীতে এটার নাম দেবে যুদ্ধবিরতি। মাত্র এক মাসেই ওদের অবস্থা "ছেড়ে দে মা, কাইন্দা বাঁচি"। আরেকটু দীর্ঘ হলে ওদেরকে খুঁজে পাবেন না ময়দানে। চোরের মতো শুধু আকাশ থেকে ফেলবে অস্ত্র।

ইনশাআল্লাহ আল-আকসা কু কুরদের কব্জা থেকে মুক্ত হবেই।

~ নজরুল ইসলাম

07/11/2023
05/11/2023

“এদের প্রত্যেকের হাতে রক্তের দাগ আছে এবং এরা আরো রক্ত চায়।”


আরব শাসকদের কেউ এমন কথা বলেছে বলে কেউ জানেন?

~শরিফ আবু হায়াত অপু

#কলাবিজ্ঞানী

05/11/2023
05/11/2023

সু-কেসে পড়ে থাকা সাদা পান্জাবি গায়,
কিবোর্ডে রাখা আঙুলের হাতে কোরআন।।
শরীরে আতরের সুভাষ,পরিপাটি চুল, ঘরজুড়ে স্নিগ্ধ পরিবেশ।।
জলটুপটুপ গালে, নরম তুলোর মতো একটা হৃদয় নিয়ে।।
এ এক অন্যরকম আমি—‘অতীতে কি ছিলাম ভুলে গিয়ে’ আপনার দোরগোড়ায় ফিরলাম ‘ইয়া রব’।
মুছে দিন জিবনের কালো অধ্যায়,একান্ত আপনার করে নিন আমাকে।

-দিদার হোসাইন

04/11/2023
04/11/2023

আমি এই মুহুর্তে বসে আছি একজন ফি লিস্তিনি শাইখের সাথে। বেশ বুযুর্গ মানুষ (তাবারকাল্ল-হ্)
আড্ডার প্রথমেই একভাই তার কাছে জানতে চাইলেন ****সের আকীদা কি?
তিনি বললেন, আহুলুস সুন্নাহ্ ওয়াল জামা'আহ্। তাদের আক্বীদায় কোন ধরনের কোন সমস্যা নেই।
বুযুর্গ অবরুদ্ধ ****র বাসিন্দা না। মাহমুদ আব্বাসের ফি লিস্তিনের বাসিন্দা এবং মাসজিদুল আকসা তাদের থেকে বেশ কাছে।
কিন্তু ৩২ বছরের জীবনে তিনি একবারও মাসজিদুল আকসায় যেতে পারেননি।
আলোচনার এক পর্যায়ে মওকা বুঝে আমি জানতে চাইলাম,
অনেকেই বলছে ****সের আক্রমণের কারণেই নাকি ওরা নির্বিচারে মানুষ মা রতেছে। এ ব্যাপারে আপনার মতামত....
বুযুর্গ আমাকে শেষ করতে দিলেন না। এত তাড়াতাড়ি বললেন যেন উত্তরটা তিনি আগেও অনেককে দিয়ে অভ্যস্ত।
বললেন,
তারা তো শুধুমাত্র আজকে না। বহু বছর ধরে আমাদের মা রছে। ( লম্বা কথা বললেন। বুঝালেন যারা এরকম বলে তারা না বুঝে বলে।)
আক্বীদা এবং আক্রমণ। এই দুটো বিষয় নিয়েই দূরে বসে অনেক আলোচনা সমালোচনা, পক্ষ বিপক্ষ। আমি এমন একজনের মতামত শেয়ার করলাম, যিনি সহীহ আক্বীদার লোক, ঘটনার জায়গার লোক এবং মদীনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

পোস্ট: মাহদী ফয়সাল

#কলাবিজ্ঞানী

03/11/2023

গতকাল থেকে টুইটারের সবচেয়ে ট্রেন্ডিং টপিকগুলোর একটা গা জা ফ্রন্টের এক মিনিটের একটা ভিডিও।

|£_মা_স প্রচারিত ভিডিওটিতে দেখা যায় রেসি স্ট্যা ন্স ফোর্সের এক যোদ্ধা টানেল (সম্ভবত) থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে |$_রায়েলি মারাকাভা ট্যাঙ্ককে এনগেইজ করছে।হাতে কেবল একটা লোকালি মেইড এ ক্স প্লো সি ভ ডিভাইস । খালি হাতে এটি নিয়ে সে খুব ঠান্ডা মাথায় ট্যাঙ্কের হাল আর টারেন্ট রিঙের মাঝে লজ করে ফিরে আসছে। পরমুহূর্তেই বিস্ফোরণ।

এবং ফিরে আসার পর ক্লোজার রেঞ্জ থেকে আর পিজি দিয়ে আরেকটি (কিংবা সেটিই) ট্যাংক টার্গেট করছে।

বেশিরভাগ নেটিজেনেরই জীবনে দেখা ক্রেজিয়েস্ট দৃশ্যগুলোর একটা। ' ভয়াল মা রা কাভা স্কোয়াডের সামনে দাঁড়িয়ে এই সাহস কেমন করে আসে তাদের বুকে? '


ঠিক একদিন আগে G_যার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে দ্বিতীয়বারের মতো এয়ারস্ট্রাইক চালায় |$_রা য়েল। ভিডিও ফুটেজে দেখা যায়, স্তূপীকৃত খণ্ডবিখণ্ড লাশের সারিতে মা খুঁজছে তার সন্তানকে, পিতা পুত্রকে কিংবা পুত্র পিতাকে।অনেকের পুরো পরিবারই হয়তো নিশ্চিহ্ন হয়ে গেছে এ হা মলায়। একদল বিদ্ধস্ত মানুষের জন্য এরচেয়ে বেশি ভেঙে পড়ার মুহূর্ত আর কী হতে পারে?

কিন্তু ঠিক তার পরের বেলাইই দেখা গেলো ভিন্ন চিত্র। রিফিউজি ক্যাম্পের পাশে মিছিল হচ্ছে। মিছিলে যোগ দেয়া প্রত্যেকেই হয়তো ফিরেছে পরিবারের কারো না কারো জানাজা শেষে। কিন্তু স্বজনহারা বিধ্বস্ত সে মিছিলের স্লোগান ছিলো কী জানেন?

Death or freedom,
No surrender, No surrender....

এই মানুষগুলোকে কীভাবে ভয় দেখাবে তারা? টানেল থেকে বের হয়ে মারাকাভার মুখোমুখি হতে তাদের একটুও বুক কাঁপবেনা এইতো স্বাভাবিক।


কমেন্টে এম্বুশের ভিডিও লিংক...

~MD Rafi

Want your business to be the top-listed Media Company in Banani Model Town?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


ROAD NO 12
Banani Model Town

Other Video Creators in Banani Model Town (show all)
The Fashion Gallery The Fashion Gallery
Banani Model Town

The Fashion Gallery is a one-stop destination for all your fashion needs.

Jewel Sujn Jewel Sujn
Dhaka
Banani Model Town

Stay tuned by liking the page. পেইজে লাইক দিয়ে সাথে থাকু?

Hksadhg Hksadhg
Banani Model Town

B̸r̸o̸k̸e̸n̸ S̸o̸u̸L̸ B̸r̸o̸k̸e̸n̸ S̸o̸u̸L̸
Banani Model Town, 1213

This is our official page.Don't Forget to follow our page & also share our page with your friends...

𝐢𝐍𝐭𝐞𝐫𝐯𝐚𝐥𝐬 𝐢𝐍𝐭𝐞𝐫𝐯𝐚𝐥𝐬
Banani Model Town

I want to make your day special.

প্রকৃতির পোকা প্রকৃতির পোকা
Banani Model Town

ভ্রমণ প্রেমীদের প্রিয় পেজ

Xoss Collection Xoss Collection
Mohakhali Kacabazar, Dhaka
Banani Model Town, 1213

I am not alone Allah is always with me

Tarid Al Abid Tarid Al Abid
Banani Model Town

Livin' La Vida Loca!

Shhan The CoolDog Shhan The CoolDog
Banani Model Town

let's collaborate 😌❤️

SuNvee's by Chaity SuNvee's by Chaity
Banani Model Town, 1212

𝐂𝐫𝐞𝐚𝐭𝐞 𝐀 𝐋𝐢𝐟𝐞 𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐎𝐛𝐬𝐞𝐬𝐬𝐞𝐝 𝐖𝐢𝐭𝐡'𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬

Blind Emotion Blind Emotion
Banani Model Town

📖["কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"]👈👈 অর্থঃ- প্রত্যেক প্রাণীকে মৃ"ত্যু"র স্বা"দ গ্রহণ করতে হবে।

Izhar Explorer Izhar Explorer
Banani Model Town

Let's Explore...