রামং

LOVE THIS PAGE❤️‍🔥

08/10/2023

Every time morning, afternoon and evening come and go in this green mountain.☘️🎋

🤘🙂

02/10/2023

Golden Buddha Temple.🙏
📌Bandarban

17/09/2023

.🌼
......😘

01/09/2023

✌️

Photos from রামং's post 31/08/2023

Those who live in the mountains know better ☘️
My parents grew up feeding and raising me☘️😊

Work is hard, but fun 🌿.

12/12/2022

This is why I like Neymar Jr. 🇧🇷
Respect 🥰

Photos from MAN PRE BD57's post 30/11/2022

মেডিয়াতে এমন নিউজ ছড়িয়ে পড়াটা আমাদের জন্য সৌভাগ্য ব্যাপার। দুর্গম পাহাড়ী এলাকায় শতাধিক মেধাবী ম্রো ছাত্র-ছাত্রী রয়েছে যা দরিদ্রের কারণে শিক্ষা হতে বঞ্চিত।

সংনং ম্রো আজ জাতির উজ্জ্বল মুখ দেখিয়েছে।
অভিনন্দন (বোন) সংনং ম্রো।🥰🥀

Photos from MAN PRE BD57's post 18/11/2022

লাইফে বাবা উপহার ই- শ্রেষ্ঠ। 💗
Thank you so much (PAPA)

🇧🇷🫶

14/11/2022

-গত ( ১২.১১.২২) জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেছে তরুণ লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো দাদা। তিনি স্বাধীনতার উত্তর দেশ ও জাতি গঠনের অবদান রাখার জন্য এই পুরস্কার পেয়েছেন। তিনি ১৮টিরও বেশি ম্রো ভাষায় বই বের করেছেন।

আমাদের ম্রো আদিবাসী গর্ব 🥀।
শুভ কামনা Younguang Mro দাদা।

04/11/2022

একাকিত্ব একটি বড় অভিশাপ মানব জীবনে। মানুষ মূলত এক সমাজবদ্ধ জীব এবং সকল মানুষের সাথে থেকেই একসাথে সে বেড়ে ওঠে। সেই সমাজেই বাস করে যখন সে একলা হয়ে যায় বা একাকীত্ব অনুভব করে তখন সে যন্ত্রণা দুঃসহ হয়ে ওঠে। আবার সমাজে এমন কিছু মানুষ আছে যারা একাকিত্ব পছন্দ করে।
হোক জীবন, আমার একাকীত্ব 😥

26/10/2022

শীতকাল সবার জন্য
রোমান্টিক অনূভুতি হয় না।
কারো, কারোরই কাছে শীত কষ্টদায়ক 😥

প্রভু সবাইকে ভাল রাখুক 🙏

24/10/2022

িশেষ_সচেতনতা 📢

৩৯৯ বছর পর দূর্লভ এক খন্ডগ্রাস সূর্য্য গ্রহণ। -----------------------------------------/
আগামী ২৫ শে অক্টোবর ৭ইং কার্তিক রোজ মঙ্গলবার
দুপুর ২.২৯ মিনিট থেকে সন্ধ্যা ৭.০২ মিনিট পর্যন্ত।
৫ ঘন্টা ৩১ মিনিটের বিশাল সূর্য্য গ্রহণ।

এসময় গর্ববতী মায়েরা খুব সাবধানে থাকবেন। দা,ছুরি,বটি দিয়ে কোন কিছু কাটতে যাবেন
না। সূর্য গ্রহনের আলো গায়ে লাগতে দিবেন না। বেশিক্ষন শুয়ে থাকবেন না। সূর্য গ্রহণ চলাকালীন
কোন রকম খাওয়া দাওয়া করবেন না।

িঃদ্রঃ- এই সূর্য্য গ্রহণ বাংলাদেশ ও ভারত বর্ষে দৃশ্যমান !!!

22/10/2022

🙇শুধু বয়ে যায় শীতের বাতাস,
এমন করে ধরিয়ে কাঁপন
পৌষ যায় , যাবে মাঘ মাস ।
দেখে যেও একদিন পথে এসে,
শীতের ঝরা পাতার মতো ভেসে
কি নিদারুন বয়ে চলে,
পাখি আর মানুষে নিমগ্ন রসে,
টেনে আনে স্মৃতির অতল থেকে
দামাল সকাল, হারানো কৈশোরে ।
🥀

07/10/2022

সকালটা সুন্দর ছিল 🌄🤗

Photos from রাডার's post 29/09/2022

History of Zoom

15/09/2022

আজ ১৫ সেপ্টেম্বর জুম্ম জাতির পিতা শ্রদ্ধেয় মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৩তম জন্ম দিবস।

"জুম পাহাড়ে তুমি জ্বালিয়েছিলে
বিপ্লবী চেতনার জীবন প্রদীপ;
অধিকার হারা মানুষের হৃদয়ে
বেঁচে থাকার আশার প্রদীপ।
তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি শিখিয়েছিলে বেঁচে থাকার সংগ্রাম"

মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জনগণের ভাগ্যের আকাশে মুক্তির ধ্রুব তারা, যে ধ্রুব তারা পথ দেখাবে যুগ থেকে যুগান্তরে।
তার চেতনা জুম্ম তরুণ প্রজন্মের মাঝে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।।

জুম্ম জাতীয় চেতনা জাগরণের অগ্রদূত, জুম্ম জনগণের তথা নিপীড়িত-নির্যাতিত, মেহনতি মানুষের অবিসংবাদিত মহান নেতা শ্রী এম এন লারমার আজ ৮৩ তম জন্ম দিবসে জানায় বিনম্রশ্রদ্ধা, সম্মান ও প্রণাম।
🙏🤗

Photos from MAN PRE BD57's post 12/09/2022

Bangladesh Mro student Association (BMSA) কেন্দ্রীয় কমিটির সভাপতি ”ক্রাতপুং ম্রো” আজ আনুমানিক সকাল ৯টার দিকে ”বান্দরবান “ জেলা শহর থেকে লামা উদ্দেশ্যে নিজ কর্মক্ষেত্রে মোটর সাইকেলে করে রওনা দেওয়ার সময় চকরিয়া পৌঁছার আগে আরাকান হাইওযেতে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিকভাবে চকরিয়ার একটি বেসরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসটিসি হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাইরে কোনো রক্তাক্ত জখম দেখা না গেলেও ভিতরে গুরুতর জখম হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে। বিশেষ করে বাঁ দিকের বুকের হাড়গুলো ও হাত ভেঙে গিয়েছে। এবং মাথায় অনেক আঘাত লেগেছে।এক্সিডেন্ট হওয়ার পর থেকে এখনো জ্ঞান ফেরেনি। আইসিইউতে বিশেষ অবর্জাভেশনে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে সিটিস্ক্যান করার পর ডাক্তার বলেছেন যে, তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া লাগতে পারে। লাইফ সাপোর্টের প্রথম দিনেই ৩০-৪০ হাজার টাকা লাগতে পারে বলে ডাক্তারেরা জানান।

জীবন মৃত্যুর এ সন্ধিক্ষণে আমরা সবাই তার পাশে দাঁড়ায়।
একটি সম্ভাবনাময় জীবন ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করি।
বাকি’টা সৃষ্টির কর্তার হাতে..!

৥ টাকা পাঠানোর ঠিকানা:-

 বিকাশ ( পার্সনাল): 01518657970
৥ নগদ (পার্সনাল) : 01518657970
৥ রকেট ( পার্সনাল): 015186479709
(লংঙি ম্রো ক্রাতপুং ম্রো’র আপন ছোট ভাই)
অথবা,
৥বিকাশ: (পার্সনাল): 01535738797
(দনওয়াই ম্রো, শিক্ষার্থী, ঢাবি)

 City Bank( Bandarban outlet): 2202959830001
(ব্যাংক হিসাব লেংঙি ম্রো( শিক্ষার্থী চবি)

 সার্বিক যোগাযোগ:
তনইয়া ম্রো (যুগ্ম সম্পাদক BMSA)- 01585810969
লেংঙি ম্রো (চবি) 01305567089
দনওয়াই ম্রো, (ঢাবি)- 01535738797

**টাকা পাঠানোর আগে অবশ্যই কল করে নিশ্চিত হয়ে নিবেন**।

🙏

Photos from MAN PRE BD57's post 08/09/2022

Rest in peach ...🙏
😥
-মারা গেলেন ব্রিটেনের রানী এলিজাবেথ
তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
স্কটল্যান্ডের প্রসাদে মারা যান তিনি।
৭০ বছর ব্রিটিশ সিংহাসনের দায়িত্ব পালন করেছেন তিনি।

End of an Era 😥
Rip Queen 👑
😥

05/09/2022

আঁকাবাঁকা পাহাড়ি পথে সবুজ অরণ্য 🍀
বান্দরবান সিটি।
টংঙ্গাবতী রোড, লামা।

03/09/2022

একটা পাহাড়ের চূড়া সর্বদাই আরেকটি মেঘের পাদদেশ। ☁️
বান্দরবান সিটি।🤗

Photos from MAN PRE BD57's post 26/08/2022

জুম পাহাড়ে- নানা রকমারি সবজি।

😋

Photos from MAN PRE BD57's post 21/08/2022

#গল্পটা_আমার-

★আগস্ট মাস-সেই দিনের কথা, যখন আমার বয়স সাত বছর। আর তখনি প্রাক- প্রাথমিক বিদ্যালয়ে পা দিতে শুরু করি । তখন কোন রকমে ভাল প্যান্ট, শার্ট পরতাম না আর পরার তেমন আগ্রহীবোধ ছিল না। পরিবারের আমি ছোট সন্তান ছিলাম আর ছোট্ট সন্তান হিসেবে আদরও আমি বেশি পেতাম। তখনকার দিনটা বেশিভাগ মায়ের সাথে কাটাটাম। মায়ের কথা কখনো অবাধ্য হতাম না প্রতিনিয়ত মায়ের কথা বাধ্যতা মাঝে চলতাম।

মূল গল্প এখানে- আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রতিনিয়ত এক মুঠো ভাতের জন্য দৈনন্দিন রোজগার করে, সংগ্ৰামে চলতে হয় । একদিন মা আমাকে বলল “খুকা” চলো আমরা জুমে যায়, মায়ের কথা বাধ্যতার মাঝে আমি মায়ের সাথে জুমে গেলাম। তখন ছিল আগস্ট মাস জুম পাহাড়ে বিভিন্ন ধরনের প্রজাতির ফলমূল,আর নানা ধরনের সবজি পাওয়া যেতো। সেখানে মা আর আমি দুজনে জুমে নানা ধরনের সবজি (ভূট্টা,মারফা, পেঁপে আরও অনেক) ইত্যাদি প্রচুর রকমে সবজি সংগ্রহ করে বাড়িতে ফিরতাম।
আর হুম আমাদের গ্ৰামের পাশ দিয়ে একটি ছোট্ট হাট বাজারও ছিল। প্রতি সপ্তাহে হাট বাজারটা শুক্রবারে বসতো। হাট বাজারটা আমাদের গ্ৰাম হতে ৫ কি,মি মতোই দূরত্ব। আর পর সেদিন শুক্রবার ভোর সকালে জুমের মায়ের সাথে সংগ্রহ যাবতীয় ফলমূল ও সবজি বিক্রয়ের জন্য রওনা হলাম সেই ছোট হাট বাজারে। তখন মা থ্রুং-দিয়ে ভারি বোঝা বহন করে ৫ কি.মি দুর্গম পথ অতিক্রম করে সেই ছোট হাট বাজার উদ্দেশ্যে। আর সেই হাট বাজারে পৌঁছে, সাথে বিক্রয়ের জন্য নানা কৌশলীর করতাম। বিক্রয়ের শুরু করি আর নানান ভাষা,নানা ধরনের কাস্টমার এসে ক্রয় করে নিয়ে যেতো আর খুব ভালই বিক্রয় হতো। বেলায় আসতে আসতে লাঞ্চ সময়ও সেই হাট বাজারে কোন মতে সবজি দিয়ে মুঠোয় ভাত মেখে খেয়ে নিতাম। মাঝে মাঝে মায়ের ছাড়াও আমাকে একা বসে পাহারা ধারে থাকতে হতো, মাঝের মধ্যে চোখের প্রচুর ঘুম ঝিমেও পরে তা-ও সংগ্ৰামের হাত ছাড়ে নি।
এভাবে সন্ধ্যা নেমে আসে আর শেষে বেলায় মায়ের সাথে আবারো বাড়ি উদ্দেশ্যে রওনা হতাম। হুম তখন মা আমাকে একটা উপদেষ্টার কথা বলে ছিল “ খুকা পড়াশোনা মনোযোগ দিয়ে করো একদিন মানুষের মত মানুষ হবি" তখন আমাকে, আমাদের ৫ কি.মি পথ অতিক্রম করে হাট বাজারে সবজির বিক্রি করতে হবে না। সেই মায়ের কথা এখনো ভুলেনি আর ভুলবও না। __আশা করি।

ছবি: সংগৃহীত-
গল্পটা আমার-✍️

শেষে এটাই বলবো, গল্পটা তাদের জন্য যারা আমার মত, মধ্যবিত্ত।

30/07/2022

কাপ্তাই স্বর্গীয় সৌন্দর্য্যমন্ডিত লেক..🤗

28/07/2022

‘আদিবাসী’ শব্দটা রাষ্ট্র এত বেশি ভয় পায় যে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে দিয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে টকশো সভা সমাবেশ সেমিনার টেলিভিশন সংবাদপত্রে আদিবাসীর পরিবর্তে উপজাতি বলতে নির্দেশ দেওয়া হয়েছে। ৯৯% বাঙালির দেশে মাত্র গুটিকয়েক আদিবাসীদের এত ভয় কিসে? শেখ মুজিব পাহাড়ি আদিবাসীদের জাতিগত পরিচয় ভুলে গিয়ে বাঙালি হয়ে যেতে বলেছিলেন। তার মেয়ে সাংবিধান সংশোধন করে আদিবাসী থেকে উপজাতি বানিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের। একই ভূখণ্ডের নাগরিক হয়েও রাষ্ট্র কর্তৃক আদিবাসীদের সাথে এমন বিমাতৃসুলভ আচরণ বিশ্বের কাছে বাংলাদেশকে দিনদিন নিপীড়ক রাষ্ট্রের ভূমিকায় পরিচিত করছে। বাঙালি মুসলমান কাশ্মীরের জন্য কাঁদে, ফিলিস্তিনের জন্য কাঁদে, এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্যও কাঁদে, কাঁদেনা শুধু নিজ দেশের পাহাড়িদের মানবাধিকার লঙ্ঘনে।
#কালেক্টেড

09/07/2022

ে_ঐতিহাসিক_জুম_ঘর..🏕️

15/06/2022

#অনুশাসনের_দ্বিতীয়_নামটি_কেবল_বাবা।” 🥰

#সংগৃহীত

Photos from MAN PRE BD57's post 30/05/2022

#তুমি_সেই_কৃষ্ণচূড়া_যা_গ্ৰীষ্মের_অন্যতমী_অনুষঙ্গ 🍁

#লোকেশন : ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট।

21/05/2022

🌧️নীল আকাশ মেঘলা হলো
নামবে হয়ত বৃষ্টি..

🌧️☔

#বর্ষা অপেক্ষা

15/05/2022

#আলোকিত পৃথিবীতে
আলোকিত সমাজে,
আলোকিত হও তুমি শিশু ।
বৈরী পৃথিবী ধুয়ে মুছে যাক,
সম্ভাবনা তোমায় বলুক কিছু,
তুমি আগামী দিনের শিশু ।
এক তুমি পারো সব কিছু ।

🤼

Photos from MAN PRE BD57's post 14/05/2022

ঐতিহাসিক শাহীন চত্বর ❣️

#লোকেশন: ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট

12/05/2022

#শ্রাবন ধারায় এত চেনা কি খুজে পাও,
যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ!🌸🖤


☔🌧️☔

#গ্ৰামের_বৃষ্টি_এর_অনুভুতি_আরেক_ধরণ

Photos from MAN PRE BD57's post 12/05/2022

#প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে।

#ফুল_কাঠমল্লিকা 🍀

11/05/2022

#কেবলমাত্র কয়েকজন নির্বাচিত সত্যিকারের সৌন্দর্য দেখতে পান যা কেবল কোনও বর্ষার দিন বা ধূসর আকাশের মতো মনে হতে পারে behind -

Want your business to be the top-listed Media Company in Bandarban?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কাপ্তাই স্বর্গীয় সৌন্দর্য্যমন্ডিত লেক..🤗
#travel #Bandarban nelgiri ..

Category

Telephone

Website

Address


Bandarban

Other Digital creator in Bandarban (show all)
Nadia Evan Vlogs Nadia Evan Vlogs
Bandarban
Bandarban, 4600

অসহায় মানুষের পাশে থাকতে ভালোবাসি।

Lelin Da Vlogs Lelin Da Vlogs
Bandarban
Bandarban, 4650

Very Simple

Aong Sing Thowai Aong Sing Thowai
Bandarban

Hi,My name is Aong Sing thowai marma.I'm a content creator trying to spread positive for internet.

আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া
Bandarban, BANGLADESH

Jasmine Jasmine
Bandarban, 4600

Hey this is JASMINE 👱‍♀️ Write / Draw / Create / Travell / Exploring new things by choice :- 💜

Miraj movie teach Miraj movie teach
Bandarban

plz support my page.

Achik A'dok Achik A'dok
Bandarban

A page of Tradition point

Marketar Rajib 24/7 Marketar Rajib 24/7
Lohagara. Amirabad
Bandarban, 4217

Digital Marketing Service provider Organization Our Services: 1 Social media marketing 2 SEU 3 Email marketing 4 page Creation 5 Canva Design 6 Bulk email collection 7 Lin...

Usai Mong Marma Usai Mong Marma
Bandarban

Hello everyone welcome to my page .https://youtube.com/channel/UCQolsexSekpCkpeN6lhrl1A

Kroing Nu Kroing Nu
Bandarban
Bandarban

Love nature beauty

Paharwith Tareq Paharwith Tareq
Tumbru, Ghumdhum, Naikhongchori
Bandarban, 4750

Mountain tours & hill & village traditional food review.Presenting the aesthetic view of the Nature

Shambu ckm vlog Shambu ckm vlog
Chittagong
Bandarban, BANDARBANHILLDISTRICTS

Name ; SHAMBU CHAKMA Study :Bangladesh open Univercity Department : BSS Division :Chattagram