Queen Land of BHOLA
আপনাকে সু-স্বাগতম! 🥀❤️🌸
Queen Land of BHOLA ❤️❤️
Tanjid Ahmed
রাতের ভোসক 💙❤️
ভোলা সরকারি কলেজ, ভোলা! 💙
Queen Land of BHOLA
সৌন্দর্যের লীলাভূমি "ভোলা জেলা".!🌺
Queen Land of BHOLA
কুইন আইসল্যান্ড খ্যাত ভোলার চর কুকরি ও মোন্তাজ থেকে।
আলোকচিত্রী: রাসেল উদ্দিন
ভোলা 🌺
Story: 117
** তুমিও লিখতে পারো , তোমার না বলা গল্প **
োট_গল্প, প্রকাশ করতে
প্রথমে গল্প, তোমার নাম (নাম বলতে না চাইলে লিখ -নাম প্রকাশে অনিচ্ছুক), ডিপার্টমেন্ট , ব্যাচ নম্বর ।
https://www.facebook.com/profile.php?id=100095119994840
োট_গল্প
ইন্না-লিল্লাহ ভোলার মনপুরায় বিজিবি বাহিনীর টহল গাড়ি দুর্ঘটনার কবলে বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন।😢
ভোলার প্রাণ কেন্দ্র "মনপুরা দ্বীপ"
প্লিজ আমাকে ছেড়ে যেওনা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সে ভাবে'ই থাকার চেষ্টা করবো, এতটা "অসহায়ত্ব" ভাবে বলার পরও, ছেড়ে যায় কিছু মানুষ!🙂💔
প্লিইইইইইইইজ..!
বোঝার চেষ্টা করো, আমি বাকিদের মতো না..😌
সফল হওয়ার আগে বিয়ে করুন!🌸
কঠিন সময়ে যে স্ত্রী পাশে থাকে, সে লোভী হতে পারে না! এমন স্ত্রী পেলে জীবন প্রশান্ত হবে!
আর ক্যারিয়ার এস্টাবলিশ করে বিয়ে করলে আপনার সম্পদ ও যোগ্যতা দেখে অনেকেই আপনাকে ভালোবাসতে চাইবে! কখনো আপনার সম্পদ ফুরিয়ে গেলে বা মন্দা দেখা দিলে আপনার প্রিয়তমা লোভী স্ত্রীও পালিয়ে যাবে!
তাই সময় থাকতে প্রকৃত মানুষটিকে বাছাই করে নিন! কারণ যে নারী আপনার দুঃসময়ে পাশে থাকতে পারে, সেই আদর্শ স্ত্রী। সে কখনো রঙ পাল্টাতে পারে না! এমন স্ত্রী থেকে আপনি চাইলেও মুখ ফেরাতে পারবেন না! সবসময়ই আগলে রাখতে চাইবেন!❤️
আরাশ 🌸
হাইড্রার চলন 😂
- আলহামদুলিল্লাহ ৩জন কে ছাটাই করেছি!😅
- কারণ, বাংলায় একটা প্রবাদ আছে, "দুস্ট গরুর থেকে শুন্য গোয়াল ঘর বেশি সুন্দর "! 🫰🤣
তানজিন তিশা ও ফারহানের মধ্যে কি হইছে তা এখন পর্যন্ত না জানা আমি 🙂
মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে, সেটাও অনেক টাই অনুমান করে নিতে পারে। মেয়েরা সবকিছু বুঝেও বেশিরভাগ সময়েই কিছু না বুঝার ভান করে থাকে কেবল সম্পর্ক টা টিকিয়ে রাখার স্বার্থে।
ফারহানা শেখ 🌸
From: ঝিলিক (ছদ্মনাম)
To: Totally unknown to me
~সম্মোধনসূচক কিছু উল্লেখ না করেই লিখছি..
_ওনাকে আমি প্রথম দেখেছিলাম বছরের শুরুর দিকে (১৫.০২.২০২৩)। সেদিন ছিল বিএম কলেজে আয়োজিত জীবনানন্দ দাশ মেলার প্রথম দিন। রাত ৯'টা নাগাদ উনি স্টেজে ‘ফরহাদ মজহার’রচিত “কতৃত্ব গ্রহণ করো নারী”কবিতাটি আবৃত্তি করছিলেন। ওনার আবৃত্তি প্রচন্ড এবং অসম্ভব রকম মনোমুগ্ধকর হয়েছিলো। তবে ওনার সম্পাদনার পূর্বে যখন নাম ডাকা হয়েছিলো তখন নামটা খেয়াল করতে পারিনি। শুধু ওনার আবৃত্তিটাই শুনেছিলাম এবং....
সেদিন উনি একটা হালকা আকাশী-নীল রঙের পাঞ্জাবি পড়ে ছিলেন (যদিও ওনার সার্কেলের সব ছেলেরা একই রকম পাঞ্জাবি পড়ে ছিলো), তবে ওনার কাঁধে কালো রঙের একটা শাল ঝোলানো ছিলো।
*যদি উল্লেখ্য ব্যক্তিকে কেউ চিনে থাকেন তাহলে কাইন্ডলি তাকে মেনশন দিবেন
বি.দ্র. শুধুমাত্র একজন কবিতাপ্রেমী হওয়ার সুবাদে ওনাকে আমার দরকার।
একটু সহনীয় হোন, একটু নমনীয় হোন, একটু হাসিমুখে কথা বলুন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং পৃথিবীটা আরও সুন্দর হবে!❤️
আমিও হারিয়ে গেলে খুঁজবে না কেউ,
যে জন খোঁজার ছিল, হারিয়েছে সেও।
জিসান 🌺
কলেজ থেকে পিকনিকে যাবে কুয়াকাটা কিন্তু আমি যাবো না! একটা বন্ধু বললো কেন যাবি না? আমি না যাওয়ার মিথ্যা কিছু কারণ বললাম। কিন্তু আসল কারণ হচ্ছে আমি মধ্যবিত্ত। নিজের পকেট খরচ চালানো অসম্ভব হয়ে যায় আবার পিকনিক!🥺
- নাম প্রকাশে অনিচ্ছুক। 💔
Riya apuuuuu....
Ai Riya apuuu...
Ummmmmmmaaaahhhh😘😘
ফাইজা আলম 🌸
My kind of happy home with you 😍
- আমি জানি তুমি ফটোর মতো অতোটা সুন্দরী না। বাস্তবে তোমার মুখে ব্রণ আছে, কালো দাগ আছে, গায়ের রঙ অতোটা ফর্সা না। ফটোর মতো অতোটা মসৃণ তোমার চেহারা না, তবে তাতে আমার কোনো সমস্যা নেই।
- আমার তোমারে নিয়েই চলবে, আমার কাছে পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটা তুমি। তোমার ব্রণ থেকে শুরু করে মুখের কালো দাগ সবকিছু আমার ভালো লাগে, তোমার চোখে যা দেখি অমন করে পৃথিবীর কারো চোখে আমারে দেখি না! তুমি আমার অন্যরকম একটা অনুভূতি! 🥰😇
আরিয়ান আরাশ 🌸
একজন পুরুষ তখনই ভাগ্যবান, যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে।🌸❤️
Mim মা হতে চলেছে!😶
বাবা হলেন আপনার ট্যাগ লিষ্টের ৫ম ব্যাক্তি😁
ভাবা যায়?! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!! সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িগোফ!! খাদি পান্জাবি পরা কি চেহেরা মনে মনে ভাবলাম!! আর আজ কি দেখলাম!! আমি ভেবেই পাচ্ছি না এই সাহেব টাইপ মানুষ কিভাবে অজো গায়ের এত গভীর চরিত্রগুলো লেখায় তুলে আনতে পারলেন?!
সৈয়দ ওয়ালীউল্লাহ,চল্লিশ দশকের লেখক। লালসালু,বহিপীর, চাঁদের অমাবস্যা,কাঁদো নদী কাঁদো এর জনক। ওয়ালীউল্লাহকে আপনি এমনিতে না চিনলেও পাঠ্যপুস্তকে লালসালুর নাম শোনেননি এমন হবে না। কি অসম্ভব রকম স্মার্ট ছিলেন এই মানুষটি দেখুন একটু। ওনার বেশীরভাগ উপন্যাস গ্রাম্য পটভূমিতে নাহয় মনস্তাত্ত্বিক। বিয়েও করেছিলেন একজন বিদেশিনীকে। সৃষ্টিকর্ম নিয়েই যার একগাদা কথা বলা যায়, সৃষ্টিকর্ম বাদেও সেই যুগে এমন হ্যান্ডসাম,স্মার্ট আর স্বাধীনচেতা মন মানসিকতার লেখক কল্পনা করা যায়?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Barisal
Barishal
Barisal, 8500
We All Want to Make a Platform Where You Can Share Your Experiences & Memories.
Barishal
Barisal, 8200
চলমান জীবনের বহমান ঘটনা গল্পের মত অল্প আকারে প্রকাশ করাই আমাদের লক্ষ্য
Barisal
Maulana Syed Fazlul Karim,(Pir Sahib Charmonai Rah) the great philosopher of the modern form of Mujaddidi philosophy in the practice of Islam in Bangladesh, . A promising initiativ...
Barisal Sadar Road
Barisal, 8400
মুক্ত মনের সকল মানুষকে সুস্বাগত আমাদের ফেসবুক পেইজে। আমরা নতুন কিছু শিখবো,সাহিত্য ও বিনোদন তো থাকবেই।