Unseen this Massage
যে গল্প বলতে গিয়েও হয় নি বলা
-বাচাল
ঠিক ঠিক
বাইরে বৃষ্টি _অন্ধকার ঘর
কানে হেডফোন _সূরা আর রহমান
আল্লাহ্ দানশীল
🤍জুম্মা মোবারক 🤍
গুনাহ মাপের সুযোগ
হে আল্লাহ সবাইকে মাফ করে দিন-'আমিন'
- চেহারা না দেখেও যার ভক্ত ১৯০ কোটি মানুষ.!😊
- তিনি হলেন আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) 🖤
- সুবহানাল্লাহ.!🥰
নির্বাক চাহনি
বাবার কাঁধে যমজ দুই সন্তানের মৃতদেহ
হে এই শোক সইবার শক্তি দান করুন 'আমিন'
প্রিয় মানুষের সাথে, মরুভূমির পথে
আলহামদুলিল্লাহ
স্বপ্নের পথে অবিচল যাত্রা
সিকিউরিটি গার্ড এর মত পরিশ্রমী পেশায় থেকেও তিনি ফ্রিলেন্সার হবার চেষ্টা করে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন
এমন পরিশ্রম করবার খুব ইচ্ছে
প্রিয় মানুষের ছবি আঁকাতে চাইলে inbox করুন
সালমান মুক্তাদির বিয়ো করে নি
ওটা ছিল ব্রান্ড প্রোমশন 😝
সালমান মোক্তাদিরের বউ এর যে আগের ঘরে দুইটা বাচ্চাও আছে তা মাত্র জানা আমি 🙂
অবশেষে সালমান মুক্তাদিও বিয়ে করল
বাকি রইলাম আমি
কিছু মানুষ বাহির থেকে এমন 😝
🟥 স্বামী মারা গেলে স্ত্রীর করণীয়:
1- স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করবেন। আর সেটার সীমা হচ্ছে চার মাস দশ দিন। এটাকে ইদ্দত পালন করা বলে।
2- এ সময়ে তিনি তার স্বামীর বাড়িতে শোক প্রকাশ করার জন্য অবস্থান করবেন।
3- এ সময়ে তিনি নিজ ঘরেই রাত্রি যাপন করবেন। নির্ধারিত একটি ঘরকে বাছাই করে নিবেন। স্বামীর ভাড়া করা বাড়ীও হতে পারে।
4- এ সময়ে তিনি সাজ-সজ্জার পোষাক বর্জন করবেন।
5- এ সময়ে তিনি সব রকমের গহনা বর্জন করবেন।
6- এ সময়ে তিনি যাবতীয় সুগন্ধি ব্যবহার ছেড়ে দিবেন। তবে নিজের পরিচ্ছন্নতার জন্য যা দরকার তা করতে পারবেন।
7- এ সময়ে তিনি একান্ত প্রয়োজনে (খাবার, পানীয়, বাথরুম ঘরে ব্যবস্থা না থাকলে) বাইরে যেতে পারবেন তবে দ্রুত ঘরে ফিরে আসবেন।
8- এ সময়ে কোনো মাহফিল, ওয়াজ, দারস, তালিমের জন্য বাইরে যেতে পারবেন না।
9- এ সময়ে তিনি কোনো খাবারের প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাইরে যেতে পারবেন না।
10- এ সময়ে তিনি কোনো দাওয়াত খেতে কোথাও যেতে পারবেন না।।
---------‐----------------
11- এ সময়ে তিনি হজ বা উমরার সফরে যেতে পারবেন না।।
12- তেমন কোনো সফরে স্বামী মারা গেলে দ্রুততম সময়ে ইদ্দত পালন শুরু করবেন। যদি বিদেশে সেটা সম্ভব হয় সেখানেও করতে পারবেন, সম্ভব না হলে দেশে এসে পূর্ব বর্ণিত নিয়মে ইদ্দত পালন করবেন।
বাবার পেশা নিয়ে লজ্জিত হবেন না।
কারন তোমার কাছে যা অল্প, বাবার কাছ তা রক্ত বেচা গল্প..!
আজ আইপিএলে সেঞ্চুরি করা রাজস্থানের ওপেনার জয়সালের বাবা এখনো ফুচকা বিক্রি করে।💓💓
good night babu
পটুয়াখালীর দশমিনায় বাবার লা* শ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন ছেলে :)
ওর জন্য সবাই দোয়া করবেন!🤲
বাড়ির ছোট জামাই বলে কথা
এটাই জীবন
শরৎ'র শুভ্রতা শুরু
জ্বিন সিনেমা এর লাখ টাকার পোস্টার
পরিক্ষার্থীদের জন্য শুভকামনা
আহ-হা ভালবাসা
Govt. BM College, Barishal
আমার শখের পুরুষ🥰🥰 আমিও তার শখের নারী ছিলাম🥰 ৩ বছর পর তার কাছে আমি অচেনা হয়ে গেলাম..
ভালোবাসার রং বদলায় কারনে অকারনে💔
আমি এখন মৃত্যুর দিনগুনি
আহ্ ভালোবাসা সুন্দর
আমের যত নাম..!!🙃
ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।🙂❤️🙂
©️
একজন চাই
এভাবে আগলে রাখতে চাই তোমাকেই
আপনি যে খাবার নষ্ট করেন সেই খাবারের জন্য কেউ দিন-রাত কষ্ট করে Don't waste food 't_waste_food আড্ডাঘর Life is Beautiful Food Blog
লাল সবুজের বাংলাদেশ
গ্রামের চাচাতো ভাইদের সাথে ঈদের ব্লগ
ShialPondit
প্রধানমন্ত্রীর ভিডিও কলে ঈদ শুভেচ্ছায় সালামি চাওয়া 🫢
কে কি কি শপিং করছো আর কি কি গিফ্ট পাইছো
একটু বলো শুনি😝
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Barisal
8200
Muladi
Barisal
Assalamu alaikum, I Am jonaki. Please saport and follow me 🙏🙏❤️❤️
Satani Bazar
Barisal, 8433
আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করতেছি, চাইলে আপনিও করতে পারেন। যার স্কিল বেশি তার চাহিদা বেশি(NextGen it)
Barisal
Barisal
Hi,this is Afroza Haque.I'm a freelancer.I'm busy with my work.Let's go back to my page. Please foll
Patharghata
Barisal
আল্লাহর প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে।
C&B Road, Kazipara, Barishal
Barisal, 8200
Hi there, This is a social media site you can use it for promoting your Business. We will help you t