Hakim's Competitive Exam

Hakim's Competitive Exam

you are just your intelligence

14/11/2022

১০টি উপায়ে ইংরেজিতে বলুন ‘Wait’
✪ Hold on- অপেক্ষা কর
✪ Hold your horses – ধৈর্য ধর
✪ Wait a bit – একটু অপেক্ষা কর
✪ Wait for a while – কিছুক্ষণের জন্য অপেক্ষা কর
✪ Just a moment – এক মুহূর্ত অপেক্ষা করুন
✪ Hang on a moment- একটু অপেক্ষা করুন।
✪ Hold on a minute – এক মিনিট অপেক্ষা করুন
✪ Don’t be so impatient – এতো অধৈর্য হয়ো না
✪ I’ll be back in 2 minutes – আমি ২ মিনিটের মধ্যে আসছি
✪ I’ll be right with you- আমি এক্ষুনি দিচ্ছি/আসছি।
Abdul Hakim.
University of Rajshahi.

Photos from Hakim's Competitive Exam's post 13/10/2022

দেশের সীমান্ত সম্পর্কিত কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সহজে মনে রাখার টেকনিক।

07/10/2022
02/10/2022

আবেগ শব্দ।

12/09/2022

☑️ রাণী ২য় এলিজাবেথ ☑️

আপনি জানেন কি বঙ্গবন্ধুর 'আমার দেখা নয়াচীন' গ্রন্থে বঙ্গবন্ধুর উক্তি ''আমরা তো রানী মা'রই প্রজা'' উক্তিটিতে সেই ১৯৫৩ সালে রাণীমা বলতে যাকে বুঝিয়েছেন তিনিই সদ্যপ্রয়াত ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ!! সেই ১৯৫৩ সালে আমরা কিভাবে ব্রিটিশদের অংশ ছিলাম জানেন কি? - তাহলে বলছি। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান আলাদা হলেও ১৯৫৬ সালে পাকিস্তানের নতুন সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান ছিল ব্রিটেনের কমনওয়েলথভুক্ত একটি ডোমিনিয়ন।
১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটলে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ডোমিনিয়ন ও পাকিস্তান ডোমিনিয়ন গঠিত হয়। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী ১৯৪৭ অনুসারে কথা ছিল ভারত ও পাকিস্তান তাদের নিজস্ব সংবিধান চালু না হওয়া পর্যন্ত এ ডোমিনিয়ন থাকবে। পাকিস্তানের ক্ষেত্রে সংবিধান কার্যকর করার তারিখ ছিল ২৩ মার্চ, ১৯৫৬। তারমানে ১৯৫৭- ১৯৫২ পর্যন্ত পাকিস্তানের রাজা ছিলেন ৬ষ্ঠ জর্জ ও ১৯৫২-১৯৫৬ পর্যন্ত ব্রিটেনসহ পাকিস্তানের রাণী ছিলেন দ্বিতীয় এলিজাবেথ।

ডোমিনিয়ন পর্যায়ে ব্রিটেনের/রানী রাজা ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পদে থাকেন। তার প্রতিনিধিত্ব করেন দুই রাষ্ট্রের গভর্নর-জেনারেলগণ। ডোমিনিয়ন পর্যায়ের পাকিস্তানের গভর্নর-জেনারেল হলেন:
-মুহাম্মদ আলী জিন্নাহ (১৯৪৭-৪৮)
-খাজা নাজিমুদ্দিন (১৯৪৮-৫১)
-মালিক গোলাম মাহমুদ (১৯৫১–১৯৫৫)
-ইসকান্দার মির্জা (১৯৫৫-১৯৫৬)
তারমানে তিনি রানী ছিলেন আমাদের এই অঞ্চলেরও । আর তাই সেভাবে দেখলে আমাদের এই অঞ্চলের রাজতন্ত্রের ইতিহাসের শেষ রানীর মৃত্যু হল আজ ।
আরো কিছু তথ্যঃ
-ব্রিটেনের নতুন রাজা হতে যাচ্ছেন রাণীর একমাত্র পুত্র এবং প্রিন্সেস ডায়ানার সাবেক স্বামী চার্লস।
- চুলদাড়ি পাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম যেই সালে ঠিক সেই বছর রাণী হিসেবে দায়িত্ব নেন রাণী।
- তিনিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকার প্রধান (একটানা ৭০ বছর। যদিও থাইল্যান্ডের সাবেক রাজা ভূমিবলও ৭০ বছর রাজত্ব করেন। তবে দিনের হিসেবে এলিজাবেথ এগিয়ে)।
- তাঁর রাজত্বকালে তিনি ১৬ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ১৩ জন আমেরিকান প্রেসিডেন্ট দেখেছেন।
- ব্রিটেনের ইতিহাসে ৩ জন নারী প্রধানমন্ত্রীর ৩ জনই (মার্গারেট থ্যাচার, থেরেসা মে ও লিজ ট্রস) তাঁর সময়ে ক্ষমতাসীন হন।
- তিনি ব্রিটেন ছাড়াও বর্তমানে ১৫ টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন।
- তিনিই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কোথাও গেলে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হতো না।
- জাতিসংঘ সম্মেলনে যখন সরকার ও রাষ্ট্রপ্রধানেরা একসাথে হাঁটতেন তখন তাঁর সামনে কেউ হাঁটতেন না। সবাই কমপক্ষে ১/২ কদম পেছনে হাঁটতেন। একমাত্র তাঁর সামনে পদক্ষেপ ফেলে একমাত্র এই প্রটোকল ভেঙেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প (ট্রাম্প বেয়াদব বটে)।

12/09/2022

ক্ষণস্থায়ী এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি ছিলেন রানী এলিজাবেথ।
এই পৃথিবীতে চলমান কোন আইন তার প্রতি প্রয়োগের কোন বিধান ছিলোনা এবং তিনি সকল আইনের উর্ধ্বে।
তিনি চাইলে পুরো পৃথিবী ভ্রমন করতে পারতেন কোন পাসপোর্ট ছাড়া।
পৃথিবীর কোন দেশে ড্রাইভিং করতে তার কোন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হতোনা।
পৃথিবীর কোন দেশে তার গাড়িতে নাম্বার প্লেটের প্রয়োজন নাই।
তিনি শুধু ব্রিটেন না তিনি নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরো ১২ দেশের রানী।
তিনি চাইলে যেকোনসময় যেকোন কারনে এসব দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারতেন এবং নতুন সরকার বসাতে পারতেন।
তার এপ্রুভাল ছাড়া জনগনের নির্বাচিত সরকারও ক্ষমতায় বসতে পারতোনা।
তিনি চাইলে ব্রিটেনের সাথে পৃথিবীর যেকোন দেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারতেন।
তার অনুমতি ব্যাতিত ব্রিটিশ সরকার পারমানবিক বোমাও মারতে পারতোনা।
তিনি সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।
কিন্তু এতো সব ক্ষমতার পরেও স্রষ্টার ডাকে সাড়া দিতে হয়েছে।
এই পৃথিবীর কোন ক্ষমতা চিরস্থায়ী না, একদিন সবাইকে মরতে হবে।

Photos from Hakim's Competitive Exam's post 09/09/2022
09/09/2022

আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করে।
হতাশা কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না

Photos from Hakim's Competitive Exam's post 01/09/2022

💥 তারিখ: ৩১/০৮/২০২২
💥 পরীক্ষার নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
💥 পদের নাম: স্টেশন অফিসার

31/08/2022

#এশিয়া মহাদেশ নিয়ে যত গুরুত্বপূর্ণ তথ্য -
■ আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মহাদেশ - এশিয়া ।
■ এশিয়া মহাদেশের আয়তন - ৪,৪৫,৭৯,০০০ বর্গকিলোমিটার বা ১,৭২,১২,০৪৮ বর্গমাইল (প্রায়)।
■ এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা - ৪৪টি।
■ এশিয়ার সর্বশেষ স্বাধীনতা লাভকারী রাষ্ট্রের নাম - পূর্ব তিমুর (স্বাধীনতা লাভ করে ২০ মে ২০০২)।
■ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ - চীন।
■ চীনের মোট আয়তন - ৯৫, ৯৬, ৯৬০ বর্গ কি.মি.।
■ জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ - চীন।
■ জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ - মালদ্বীপ (জনসংখ্যা ৫ লাখ)।
■ মালদ্বীপের মোট আয়তন - ২৯৮ বর্গকিলোমিটার/ ১১৬ বর্গমাইল প্রায়
■ এশিয়ার সর্বাধিক ঘনত্বের দেশ – সিঙ্গাপুর।
■ সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র - শ্রীলঙ্কা।
■ এশিয়ার অপহরণের নগরী বলা হয়- ফিলিপাইনের ম্যানিলাকে।
■ এশিয়ার অধিকাংশ মানুষই যাযাবর - মঙ্গোলিয়ার।
■ এশিয়া তথা বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৪৮ সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়।
■ এশিয়ার সর্বাপেক্ষা খরস্রোতা নদী- সালউইন নদী (চীন, থাইল্যান্ড এবং মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত)।
■ এশিয়ার খ্রিস্টান অধ্যুষিত - রাষ্ট্র ফিলিপাইন ও পূর্ব তিমুর।
■ এশিয়ার সর্বপূর্বের বিন্দু কেপ ডেজনেভ -(রাশিয়া)।
■ এশিয়ার সর্বপশ্চিম বিন্দু - বেবা অন্তরীপ (তুরস্ক)।
■ এশিয়ার সর্বউত্তরের বিন্দু – চেলিউসকিন অন্তরীপ (রাশিয়া)।
■ এশিয়ার সর্বদক্ষিণের বিন্দু – পিয়ায়ি অন্তরীপ (মালয়েশিয়া)।
■ এশিয়ার সর্বনিম্ন বিন্দু বা স্থান – ডেড সি। ইসরায়েল ও জর্ডান সীমান্তে অবস্থিত (গভীরতা ৩০৪ মিটার)।
■ এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার/২৯০২৯ ফুট)।
■ এভারেস্ট শৃঙ্গের নেপালি এবং তিব্বতি নাম যথাক্রমে সাগরমাতা এবং চেমোলংমা।
■ আয়তনে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মুসলিম প্রজাতন্ত্র কাজাখস্তান।
■ এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ- বোর্নিও (ইন্দোনেশিয়া)।
■ এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বীপ - আরব উপদ্বীপ।
■ এশিয়ার বৃহত্তম সাগর– দক্ষিণ চীন সাগর।
■ এশিয়ার বৃহত্তম মরুভূমি– গোবি মরুভূমি (মঙ্গোলিয়া-চীন)।
■ এশিয়া তথা বিশ্বের বৃহত্তম টাইডাল বন –সুন্দরবন।
■ এশিয়া তথা বিশ্বের বৃহত্তম লবণ হ্রদ- কাম্পিয়ান সাগর। এটি ইরান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান ও রাশিয়া সীমান্তে অবস্থিত।
■ এশিয়া তথা বিশ্বের গভীরতম হ্রদ – বৈকাল হ্রদ (গভীরতা ১৬৪২ মিটার)।
■ এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে - বেরিং প্রণালি।
■ এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে – বসফরাস প্রণালি ।
■ এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে – বাব-এল-মান্দেব প্রণালি।
■ এশিয়ার যে দেশটিতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি – কাজাখস্তান (দ্বিতীয় জাপান)।
■ এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে – ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
■ প্রাচীন সভ্যতার ইতিহাস সবচেয়ে বেশি দেখা যায় – এশিয়া মহাদেশে।
■ দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত (Land Locked) দেশ- ৩টি। যথা- নেপাল, ভুটান ও আফগানিস্তান।
■ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।
■ দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ – বাংলাদেশ।
■ জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত দ্বীপ - কোরিয়া উপদ্বীপ ।
■ 'ডমিনো' তত্ত্বটি প্রযোজ্য ছিল – দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে সমাজতন্ত্র রোধের জন্য।

Photos from Hakim's Competitive Exam's post 31/08/2022

আজ অনুষ্ঠিত #ফায়ার_সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরীক্ষার নির্ভুল প্রশ্ন সমাধান -

☞ পদের নাম: স্টেশন অফিসার (১২তম গ্রেড)
☞ পরীক্ষার তারিখ: ৩১আগস্ট, ২০২২

31/08/2022

✌️ঝটপট পড়ে ফেলুন💙
প্রশ্নঃ নীরব শহর বলা হয়?
উঃ রােম।
প্রশ্নঃ আলাের শহর বলা হয়?
উঃ প্যারিস।
প্রশ্নঃ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয়?
উঃ প্যারিস
প্রশ্নঃ বিশ্বের রাজধানী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ বিগ অ্যাপেল বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সম্মেলনের শহর বলা হয়?
উঃ জেনেভা
প্রশ্নঃ মুক্তার দেশ বলা হয়?
উঃ কিউবা।
প্রশ্নঃ চির শান্তির শহর বলা হয়?
উঃ রােম
প্রশ্নঃ সকাল বেলার শান্তি বলা হয়?
উঃ কোরিয়া
প্রশ্নঃ চির সবুজের দেশ হল বলা হয়?
উঃ নাটাল।
প্রশ্নঃ প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়?
উঃ ওসাকা (জাপান)
প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি হল বলা হয়?
উঃ নারায়ণগঞ্জ
প্রশ্নঃ বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান।
প্রশ্নঃ সমুদ্রের বধূ বলা হয়?
উঃ গ্রেট ব্রিটেন
প্রশ্নঃ পশ্চিমের জিব্রাল্টার বলা হয়?
উঃ কুইবেক ।
প্রশ্নঃ স্বর্ণ নগরী বলা হয়?
উঃ জোহনেসবার্গ।
প্রশ্নঃ ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর বলা হয়? উঃ ইতালি।
প্রশ্নঃ পবিত্র পাহাড় বলা হয়?
উঃ ফুজিয়ামা (জাপান) ।
প্রশ্নঃ গােলাপি শহর বলা হয়?
উঃ রাজস্থান (ভারত)।
প্রশ্নঃ নিশ্ৰুপ সড়ক শহর বলা হয়?
উঃ ভেনিস ।
প্রশ্নঃ দ্বীপের নগরী বলা হয়?
উঃ ভেনিস।
প্রশ্নঃ দ্বীপের মহাদেশ বলা হয়?
উঃ ওশেনিয়া।
প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস বলা হয়?
উঃ ব্যাংকক
প্রশ্নঃ টেক্সির নগরী বলা হয়?
উঃ মেক্সিকো।
প্রশ্নঃ ধীবরের দেশ বলা হয়?
উঃ নরওয়ে
প্রশ্নঃ ঝর্ণার শহর বলা হয়?
উঃ তাসখন্দ ।
প্রশ্নঃ জাঁকজমকের নগরী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সিল্ক রুটের দেশ বলা হয়?
উঃ ইরান।
প্রশ্নঃ সােনার অন্তঃপুর বলা হয়?
উঃ ইস্তাম্বুল।
প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্র বলা হয়?
উঃ পবিত্র মক্কা নগরী
প্রশ্নঃরৌপ্যের শহর বলা হয়?
উঃআলজিয়ার্স
প্রশ্নঃগ্রানাইডের শহর বলা হয়?
উঃএভারডিন ।
প্রশ্নঃসালফারের দ্বীপ বলা হয়?
উঃসিলিলি
প্রশ্নঃদক্ষিণের রানি বলা হয়?
উঃসিডনি।
প্রশ্নঃসােনালি প্যাগােডার দেশ বলা হয়?
উঃমিয়ানমার
প্রশ্নঃ সােনালি তােরণের শহর বলা হয়?
উঃ সানফ্রান্সিসকো
প্রশ্নঃ সােনালি আঁশের দেশ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ প্রাসাদ নগরী বলা হয়?
উঃ কলকাতা (ভারত)।
প্রশ্নঃ রােমান্টিক দ্বীপ বলা হয়?
উঃ সিলিলি |
প্রশ্নঃ হারকিউলিসের স্তম্ভ বলা হয়?
উঃ জিব্রাল্টার মালভূমি
প্রশ্নঃ এশিয়া মাইনর বলা হয়?
উঃতুরস্ক

30/08/2022

গ্রুপে সবাই যুক্ত হযে নিন। ধন্যবাদ!

26/08/2022

My dog is smarter than ------
a) their b) theirs
c) we c) her

24/08/2022

👉Bangladesh won the ODI series against Afghanistan.
a) have b) has

23/08/2022

# # Confusion দুর করুন # #
▪️In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।
▪️low & short
ব্যক্তির ক্ষেত্রে short
আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
▪️ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put
আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
▪️ drown & sink
প্রাণী ডুবলে drown
আর বস্তু ডুবলে সিনক
▪️ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope &
অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
▪️ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge &
অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।
Collected

Photos from Hakim's Competitive Exam's post 19/08/2022

Sentence structure. একটা Sentence কিভাবে লিখবেন, object এবং complement এর মধ্যে পার্থক্য। নিজের নোট খাতা থেকে শেয়ার করলাম।
আশা করি সুন্দর কিছু শিখবেন।

19/08/2022

📚 সৌরজগতের খুটিনাটি:
রাবির জন্য গুরুত্বপূর্ণ
✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
➦ উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
✪ প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
➦ উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
➦ উঃ ৪৯টি।
✪ প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
➦ উঃ বৃহস্পতি।
✪ প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ শুক্র।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
➦ উঃ বুধ ও শুক্র গ্রহের।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
➦ উঃ শনির (২২টি)।
✪ প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৮৮ দিনে।
✪ প্রশ্নঃ বুধের ব্যাস কত?
➦ উঃ ৪৮৫০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?
➦ উঃ ১২,১০৪ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২২৫ দিনে।
✪ প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
➦ উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
✪ প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
✪ প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
➦ উঃ প্রায় ১২,৬৬৭ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
➦ উঃ চাঁদ।
✪ প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
➦ উঃ ৩,৮৪,০০০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?
➦ উঃ ২,১৬০ মাইল।
✪ প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
➦ উঃ৭.৭ কোটি কিলোমিটার ।
✪ প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
➦ উঃ ২১ জুন।
✪ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
➦ উঃ ২২ ডিসেম্বর।
✪ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?
➦ উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✪ বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৪,৩৩৩ দিনে।
✪ বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
➦ উঃ ১৬ টি।
✪ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
➦ উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কিলোমিটার ।
✪ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
➦ উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
✪ ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৭৮১ সালে।
✪ ইউরেনাস কে আবিষ্কার করেন?
➦ উঃ উইলিয়াম হার্শেল।

19/08/2022

যেকোন সরকারি চাকরির জন্য আবশ্যিক সাধারণ জ্ঞান

1. 🌄সূর্যোদয়ের দেশ -জাপান।
2.ℹ️ভূমিকম্পের শহর- ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)
3.📗নিষিদ্ধ শহর -- লাসা
4.📗নিষিদ্ধ দেশ-- তিব্বত
5.💎মুক্তার দ্বীপ - বাহরাইন।
6.💎মুক্তার দেশ - কিউবা।
7.💎পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।
8.💒পবিত্র পাহাড়- ফুজিয়ামা, জাপান।
9.⛪পবিত্র ভূমি- জেরুজালেম।
10.💒পবিত্র দেশ- ফিলিস্তিন।
11.ℹ️পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় - মক্কা
12.🌄নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
13.🏞️হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড
14.🏞️হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড ।
15.🏕️দ্বীপের মহাদেশ- ওশেনিয়া।
16.🏕️দ্বীপের নগরী- ভেনিস।
17.ℹ️সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
18.ℹ️সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
19.ℹ️দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
20.ℹ️প্রাচ্যের গ্রেট ব্রিটেন - জাপান।
21.ℹ️প্রাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।
22.ℹ️ধীবরের দেশ- নরওয়ে
23.ℹ️আগুনের দ্বীপ- আইসল্যান্ড।
24.💚ইউরোপের প্রবেশদ্বার -- ভিয়েনা
25.💚ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।
26.💚ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।
27.💚ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।
28.💚ইউরোপের ককপিট- বেলজিয়াম।
29.ℹ️ইংল্যান্ডের বাগান- কেন্ট।
30.ℹ️উত্তরের ভেনিস- স্টকহোম।
31.ℹ️উদ্যানের শহর- শিকাগো।
32.🌆গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।
33.🌃জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।
34.🌃বিশ্বের রাজধানী-- নিউইয়র্ক
35.🌆বিগ আপেল -- নিউইয়র্ক
36.🍁চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।
37.🍁চির শান্তির শহর- রোম, ইতালি।
38.🍁চির সবুজের দেশ- নাটাল।
39.ℹ️চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।
40.ℹ️চীনের দুঃখ- হোয়াংহো নদী
41.ℹ️প্রাচীরের দেশ- চীন।
42.ℹ️বাংলার দুঃখ- দামোদর নদী
43.ℹ️হলদে চীন- হোয়াংহো
44.ℹ️দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।
45.🧡দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।
46.🧡পশমের দেশ- অস্ট্রেলিয়া
47.🧡ক্যাঙারুর দেশ- অস্ট্রেলিয়া
নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।
48.⛰️নীল নদের দান- মিশর।
49.⛰️নীল নদের দেশ- মিশর।
50.⛰️পিরামিডের দেশ- মিশর।
51.ℹ️বাজারের শহর- কায়রো, মিশর।
52.ℹ️নীরব শহর- রোম।
53.ℹ️পঞ্চম ড্রাগনের দেশ-- তাইওয়ান
54.ℹ️পশু পালনের দেশ- তুর্কিস্তান।
55.ℹ️পশ্চিমের জিব্রাল্টার- কুইবেক।
56.ℹ️পাকিস্তানের প্রবেশদ্বার- করাচী।
57.💒সাত পাহাড়ের শহর- রোম।
🙋✅হাজার-পাহাড়ের দেশ - রুয়ান্ডা।
58.💒পোপের শহর- রোম।

Want your school to be the top-listed School/college in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Barisal

Other Education in Barisal (show all)
SARSTECbot SARSTECbot
C & B Road
Barisal, 8200

This is an automated note providing BOT made for SARSTEC . It will provide you all the notes/files/lab report you need. To get notes/files you have to use messenger (any other bro...

Network of Economics Students,University of Barishal - NESBU Network of Economics Students,University of Barishal - NESBU
Barisal

অর্থনীতি বিভাগ Ⅰ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি এসোসিয়েশন ৷

Govt.BM College, Barishal Marketing Department Govt.BM College, Barishal Marketing Department
Barisal

True love is holiness.

Darul Ulum Madania Madrasah Darul Ulum Madania Madrasah
Jhawtala Baghia, Word No: 29, B C C
Barisal, 0431

Sayada Shahajadi Begum Jr. School Sayada Shahajadi Begum Jr. School
Barisal

সৈয়দা শাহাজাদী বেগম নিম্ন মাধ্যমিক বিদ্যালেয়ের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম

Freelancing education Freelancing education
Barisal, 8200

freelancing education Page be ready to give you full computer skill development & freelancing services. Our team can give you 100 % satisfied support...

Barishal Cadet College Barishal Cadet College
Barishal Cadet College, Protappur, Post Office/Barishal Cadet College, Upazilla/Babuganj
Barisal, 8216

Barishal Cadet College is a specialized residential institution aiming at educating and train cadet

UGV Debate Club UGV Debate Club
Barishal
Barisal, 8200

Debate is an art. Where Minds Clash, Ideas Flourish, and Discourse Prevails.

Bright Login Bright Login
2nd Floor, 555, Bangla Bazar
Barisal, 8200

Bright Login is one of the most dynamic learning platforms in Bangladesh.

Backbone English,Directed by Saed Sir Backbone English,Directed by Saed Sir
New College Road
Barisal

The best English language training centre.Grammar,Spoken and Writing.

Anjum Nur Wahida Anjum Nur Wahida
Barisal

মেসেঞ্জার গ্রুপে জয়েন করJoin my group on Messenger by visi

সুন্নতী জীবন সুন্নতী জীবন
Barisal

We wanna know about Islam. May Allah help us.Amin