Freelancing education

freelancing education Page be ready to give you full computer skill development & freelancing services. Our team can give you 100 % satisfied support...

30/11/2023
30/11/2023

😂😂

20/02/2022

অফ পেজ SEO কি ?

অফ পেজ এসইও এর আসলে আমরা বলতে পারি এইভাবে যে আপনার দোকান দিলেন কেউ জানলো না যে ঐ জাইগায় সকল প্রকার মালামাল পাওয়া যায় এমন একটা দোকান আছে । বলেনতো আপনার দোকানে কাস্টমার আসবে ? আসবে না কারন কেউ জানেন না তাই। আপনি যদি লোক জনদের জানান তাহলে আপনি কাস্টমার পাবেন । এই প্রচারণা চালালেন এটাই আমাদের SEO এর দৃষ্টিতে অফ পেজ SEO।

আসলে আমরা অফ পেজ SEO এর নির্দিষ্ট কোন সংজ্ঞা দিতে পারি না কারন এটি একটি তর্কসাপেক্ষ বিষয় । তবে একে অনেকই লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে সাইট এর সার্চ ইঞ্জিন এর ফলাফল পেজে নিজের ওয়েবসাইটকে সামনে এগিয়ে নিবার প্রদ্ধতি ।

অফ পেজ SEO এর কোন পার্ট আছে নাকি?

অফ পেজ SEO এর আসলে নির্দিষ্ট কোন পার্ট নেই । এর কিছু কমন পার্ট রয়েছে তা বলার আগে আমি লিংক বিল্ডিং কি তাই বলে নেই, না হয় আপনার মনে আবার এই লিংক বিল্ডিং কি তাই প্রশ্ন থেকে যাবে। লিংক বিল্ডিং কে আমরা বলতে পারি ভোট । আমাদের দেশে যেমন কেউ ভোটে দাঁড়ালে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি আবার কেউ কে পরাজিত করি তেমনি কেউ আপনাকে/ আপনার ওয়েবসাইট কে লিংক করলে আমরা ধরে নিতে পারি যে আপনাকে সে ভোট দিল । যার ফলে আপনার শক্তি বাড়ল ।

লিংক বিল্ডিং এর কিছু কমন পার্ট রয়েছে যেমনঃ

ব্লগ কমেন্টিং
ফোরাম পোস্টিং
আর্টিকেল সাবমিসন
ইনফোগ্রাফিক্স সাবমিশন
ডকুমেন্ট সাবমিশন
গেস্ট পোস্টিং
ভিডিও সাবমিশন
সোশ্যাল বুকমার্কিং

Happy freelancing life ❤️

Success biz family ❤️❤️

19/02/2022

👉ব্যাকলিংক কি?

ব্যাকলিংক কি?
কিভাবে backlink তৈরি করবেন
ব্যাকলিংক কি? কিভাবে backlink তৈরি করবেন👈

👇👇👇👇👇👇👇👇👇

✅☑️💠ব্যাকলিংক কি এবং কিভাবে backlink তৈরি করবেন এই বিষয়ে অনেক ব্লগাররা চিন্তিত। কিন্ত আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে আর আপনি যদি গুগল সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমানে ভিজিটরর্স পেতে চান তাহালে অবশ্যই আপনার ব্যাকলিংক প্রয়োজন হবে। মানে আপনাকে শিখতে হবে backlink কিভাবে করে।

মনে রাখবেন, ব্যাকলিংক অফ পেজ এসইও (Off page SEO) এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং এর মাধ্যমে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটকে Google search engine এ অনেক ভালো রেংকে নিয়ে যেতে পারবেন। কারণ ওয়েবসাইটের ব্যাকলিংক যত বেশি হবে ততোটা আপনার ব্লগের ডোমেইন অথোরিটি (domain authority) ভালো হবে। আর ডোমেইন অথোরিটি যত ভালো হবে ততো দ্রুত আপনার আর্টিকেল গুলো গুগলে জায়গা করে নিবে।

এর ফলে আপনার ওয়েবসাইটে গুগল থেকে দিনে দিনে বেশি পরিমানে ট্রাফিক আসতে থাকবে। যে ব্লগের ডোমেইন অথোরিটি বেশি সেই ডোমেইন গুগলরের কাছে গুরুত্ব অনেক বেশি। আপনি যদি সফল ব্লগার হতে চান তাহালে গুগল সার্চ ইঞ্জিন থেকে ভিজিটরর্স আনতে হবে এবং তার জন্য আপনাকে Backlink কিভাবে করে সেটা জেনে কাজ শুরু করতে হবে।

✅✅উদাহরণ,

মনে করুন, আমি নিজের ব্লগের জন্য একটি আর্টিকেল লিখলেন। এবার আমার লেখা আর্টিকেলের একটি অংশে আপনার ব্লগের আর্টকেলের URL address দিয়ে দিলাম। এতে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটের জন্য একটি Quality backlink পেয়ে যাবেন। এভাবে অন্য অন্য ওয়েবসাইটে যখন আপনার নিজের ওয়েবসাইটের URL address থাকবে তখন প্রতিটা external link গুলো হবে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক।

Happy freelancing life ❤️
Success biz family

18/02/2022

🔴What is SEO?
🔴সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

👉👉SEO এর পূর্নরূপ হলো- Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)

♦️♦️সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন ব্যাবহার করে একটি ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে।

👉👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) - কে সংক্ষেপে SEO এসইও বলে।

🔻🔺ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) বা এসইও এর জনপ্রিয়তা তত বাড়ছে। অনেকে একে ফ্রিল্যান্সিং কাজ হিসেবে ব্যবহার করছেন। এছাড়া যারা ব্লগ পরিচালনা করছেন তাদের ব্লগের পরিচিতি বাড়ানোর প্রয়োজন তো আছেই। ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য করে টিকে থাকার জন্য এসইও (SEO) এর গুরুত্ব অপরিসীম।

🔴 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে-

➡️একটি সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।

➡️ওয়েব সাইটের জন্য প্রিয়তা বৃদ্ধি করা।

Photos from Freelancing education's post 17/02/2022

💠এসইও কি তাতো সবাই বলে কিন্তু কোথাই করতে হবে জানেন????

আসসালামুআলাইকুম,
☑️☑️আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার লিখতে বসলাম।আজ এসইও নিয়ে কিছু কথা বলবো ।এসইও কি ?কাকে বলে?কেন কর হয়? কোথাই করা হয়?এসব উত্তর আর দিলাম না করন এই উত্তর গুলো টিটিতে খুজলে অনেক পাওয়া যাবে তার থেকে আসনে কি করলে আপনার সাইট এর জন্য সহজ হবে তা দেখে নেই।


👉আমি নিচে কিছু লিষ্ট দিলাম সেই লিষ্ট গুলোতে আপনার সাইটটি সাব মিট করুন।👈
✅✅এখন প্রশ্ন হলো কেমনে সাবমিট করবো?চিন্তা নেই আমি সব বলে দিচ্ছি:এসইও কি?
গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট/ব্লগ এর যে লেনদেন সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

☑️☑️সার্চ ইঞ্জিন কি?
সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম।এটি হয়ে থাকে এক সেকেন্ডেরও কয়েকশ গুন কম সময়ের মধ্যে।

Happy freelancing life ❤️❤️❤️
Success biz family ❤️❤️

06/02/2022

👩🏻‍💻🧑‍💻ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর সাথে দুটি পক্ষ জড়িত। একপক্ষ কাজ করান🤵 , আর অন্যপক্ষ কাজ করেন👩🏼‍💻। যিনি কাজ কাজ করান ফ্রিল্যান্সিং জগতে তাকে বায়ার বা ক্লায়েন্ট বলা হয়। আর যিনি কাজ করেন তিনি হচ্ছেন ফ্রীল্যান্সার বা কন্ট্রাক্টর।

🔰🔰অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে বায়ার এবং ফ্রীল্যান্সারদের মাঝে যোগাযোগ এবং সমন্বয় সাধন করা হয়,এই ওয়েবসাইটগুলোকে মার্কেটপ্লেস বলে।

✨মার্কেটপ্লেসগুলো বায়ার ও ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগ স্থাপন করে।

💥মার্কেটপ্লেস একটি স্থানের পাশাপাশি একটি তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে।
সব ধরণের মার্কেটপ্লেসেই বায়ার এবং ফ্রীল্যান্সার উভয়কেই রেজিস্ট্রেশন📝📋 করে নিজ নিজ প্রোফাইল জমা দিতে হয়। এই প্রোফাইল দেখেই উভয়পক্ষ একে অপরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারে।

👉👉অনলাইন মার্কেটপ্লেস এমন একটা সাইট যেখানে বায়ার বা ক্লায়েন্ট তার কাজ এর বর্ণনা এবং সেই কাজের জন্য তিনি কত ডলার💰💵💰 দিবেন তার বর্ণনা দিয়ে পোস্ট করেন, যারা সেই ধরনের কাজ পারেন তাদের আবেদন📝 করতে বলেন। আর ফ্রীল্যান্সারের কাজ হলো কাজের বিবরণটি ভালোভাবে পড়ে, বুঝে যদি তিনি মনে করেন তিনি কাজটি করে দিতে পারবেন তাহলে কাজটি পাওয়ার জন্য আবেদন 📝করা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একে বিড বা প্রপোজড করা বলে। অনেক আবেদনকারীর মধ্য থেকে বায়ার একজনকে নির্বাচন করে কাজটি করার অর্ডার দিয়ে থাকেন।

💠তবে অনেক মার্কেটপ্লেস আছে যেখানে একজন কন্ট্রাক্টর কি কি কাজ পারেন এবং কত💵💵 টাকার বিনিময়ে তা করে দিতে ইচ্ছুক সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করে পোস্ট করে রাখেন। ক্লায়েন্টরা ঐ সকল পোস্টের তথ্য বিশ্লেষণ করে পছন্দ মত একজনকে বেছে নিয়ে কাজ দিয়ে থাকেন।

✅আপনি কী কাজ করে অনলাইনে💰💰 অর্থ উপার্জন করবেন তা নির্ভর করবে আপনার দক্ষতা ও যোগ্যতার উপর। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই যে কাজগুলো করে💰ইনকাম করা সম্ভব:-
কনটেন্ট রাইটিং।
ওয়েব ডেভেলপমেন্ট।
গ্রাফিক্স / লোগো ডিজাইন।
ডাটা এন্ট্রি।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
এফিলিয়েট মার্কেটিং।
আর্টিকেল লেখা। ইত্যাদি।

19/01/2022

ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের অধিকাংশের-ই এ বিষয়ে খুব গভীর জ্ঞান না থাকলেও সাধারন একটা ধারণা আছে। ফলে অনেকেই ফ্রিল্যান্সিং-কে বেশ জটিল প্রক্রিয়া হিসেবে ধরে নেন। আর এ সম্বন্ধে ভবিষ্যত গবেষণা থেকেও পিছিয়ে যান।

অনেকে আবার কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায় বা এ সম্বন্ধে আরও ভালোভাবে জানা যায় তা বুঝতে পারেনা। ফ্রিল্যান্সিং-এর প্রক্রিয়াটিকে সহজে বোঝা এবং কিভাবে ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে যাত্রা শুরু করবেন তা মাথায় রেখেই আজকের ব্লগ। এখানে সহজে ফ্রিল্যান্সিং-এর পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব।প্রতি ফ্রিল্যান্সার সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে পেমেন্ট পেয়ে থাকেন। সময়ের মধ্যে ঘন্টার হিসেব করে অফিসিয়াল পেমেন্ট করা হয়।

পেমেন্টের ক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করছেন সেটি আপনার এবং কোম্পানির মাঝে ইন্টারমিডিয়ারী হিসেবে কাজ করে। টাকা বা পেমেন্ট সরাসরি না করে দু ধাপে করা হয়। যেখানে কোম্পানি প্রথমে সাইটে এবং কাজ শেষে সাইট থেকে আপনার কাছে হস্তান্তরিত হয়।

19/01/2022

ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির মতই। তবে এর কিছু বিষয় একদম নিয়মিত অফিসের চাকরির মত নয়। প্রথম পার্থক্য হল সময়ে। এক্ষেত্রে আপনাকে ৯টা থেকে ৫টা কাজ করতে হয় না। বরং আপনি আপনার সময় মত কাজ করতে পারেন।

এছাড়া, এটি অ্যাকাডেমিক্স এর ওপর নির্ভরশীল নয় বরং স্কিল সেটের ওপর নির্ভরশীল। যা শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী।

18/01/2022

🤷‍🤷‍♀️🤷‍ডিজিটাল মার্কেটিং কি?🤷‍🤷‍♀️🤷‍

🎇ডিজিটাল মার্কেটিং কি কোনো বিশেষ ধরনের মার্কেটিং?🤔🤔
👉আসলে ডিজিটাল মার্কেটিং সাধারণ মার্কেটিং-এর মতোই তবে এর প্লাটফর্ম হচ্ছে অনলাইন।
🔰❄️আগে কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন মার্কেটার নিয়োগ করতেন,যারা গ্রাহকপর্যায়ে গিয়ে পণ্যের গুনাগুনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদের তা কেনার জন্য আকৃষ্ট করতেন।
✴️বর্তমানে এই কাজটি অনলাইনে করা হয়।এর নামই ডিজিটাল মার্কেটিং।
✅এক কথায় অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাই ডিজিটাল মার্কেটিং।

🎇🎇ডিজিটাল মার্কেটিং-এর গুরুত্ব 🎇🎇

♦খুব অল্প সময়ের মধ্যে পণ্যকে আকর্ষণীয়ভাবে গ্রাহকদের কাছে তুলে ধরা যায়।
♦️যে সকল কাস্টমারদের কাছে পণ্যসামগ্রী বেশি চাহিদাপূর্ণ তাদের সহজে চিহ্নিত করা যায়।
♦️প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করা যায় ইত্যাদি।

💥পরিশেষে বলা যায় যে, ডিজিটাল মার্কেটিং শিখে রাখা এখন সময়ের দাবী।

17/01/2022

ডিজিটাল মার্কেটিং কি?
--------------------------------
💠💠ডিজিটাল মার্কেটিং কি কোনো বিশেষ ধরনের মার্কেটিং?🤔🤔

🔺🔻আসলে ডিজিটাল মার্কেটিং সাধারণ মার্কেটিং-এর মতোই তবে এর প্লাটফর্ম হচ্ছে অনলাইন।

🔶🔷আগে কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন মার্কেটার নিয়োগ করতেন,যারা গ্রাহকপর্যায়ে গিয়ে পণ্যের গুনাগুনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদের তা কেনার জন্য আকৃষ্ট করতেন।

🔶🔷বর্তমানে এই কাজটি অনলাইনে করা হয়।এর নামই ডিজিটাল মার্কেটিং।

🔷🔶এক কথায় অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাই ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং-এর গুরুত্ব
-----------------------------------------
🟦🟪খুব অল্প সময়ের মধ্যে পণ্যকে আকর্ষণীয়ভাবে গ্রাহকদের কাছে তুলে ধরা যায়।

🟢🟡যে সকল কাস্টমারদের কাছে পণ্যসামগ্রী বেশি চাহিদাপূর্ণ তাদের সহজে চিহ্নিত করা যায়।

🟣🔵প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করা যায় ইত্যাদি।

🔶🔷পরিশেষে বলা যায় যে, ডিজিটাল মার্কেটিং শিখে রাখা এখন সময়ের দাবী।

Want your school to be the top-listed School/college in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Barisal
8200

Other Education in Barisal (show all)
SARSTECbot SARSTECbot
C & B Road
Barisal, 8200

This is an automated note providing BOT made for SARSTEC . It will provide you all the notes/files/lab report you need. To get notes/files you have to use messenger (any other bro...

Network of Economics Students,University of Barishal - NESBU Network of Economics Students,University of Barishal - NESBU
Barisal

অর্থনীতি বিভাগ Ⅰ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি এসোসিয়েশন ৷

Thinkers Of Economics Thinkers Of Economics
Barisal

This is my personal Economics study page. you can follow this page for any type of solution of Econ

Govt.BM College, Barishal Marketing Department Govt.BM College, Barishal Marketing Department
Barisal

True love is holiness.

Hakim's Competitive Exam Hakim's Competitive Exam
Barisal

you are just your intelligence

Darul Ulum Madania Madrasah Darul Ulum Madania Madrasah
Jhawtala Baghia, Word No: 29, B C C
Barisal, 0431

Sayada Shahajadi Begum Jr. School Sayada Shahajadi Begum Jr. School
Barisal

সৈয়দা শাহাজাদী বেগম নিম্ন মাধ্যমিক বিদ্যালেয়ের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম

Barishal Cadet College Barishal Cadet College
Barishal Cadet College, Protappur, Post Office/Barishal Cadet College, Upazilla/Babuganj
Barisal, 8216

Barishal Cadet College is a specialized residential institution aiming at educating and train cadet

UGV Debate Club UGV Debate Club
Barishal
Barisal, 8200

Debate is an art. Where Minds Clash, Ideas Flourish, and Discourse Prevails.

Bright Login Bright Login
2nd Floor, 555, Bangla Bazar
Barisal, 8200

Bright Login is one of the most dynamic learning platforms in Bangladesh.

Backbone English,Directed by Saed Sir Backbone English,Directed by Saed Sir
New College Road
Barisal

The best English language training centre.Grammar,Spoken and Writing.

Anjum Nur Wahida Anjum Nur Wahida
Barisal

মেসেঞ্জার গ্রুপে জয়েন করJoin my group on Messenger by visi