Machuakhali Sher-E-Bangla Secondary School

MSB High School

05/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sofikullah, Md Efat Shikder, Sk Sakib Howladar, Md Kawsar, Arif Howlader, Fahim Xhoudhury, অজানা শহর

14/02/2024

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো!

16/08/2023
27/07/2023

যেভাবে জানা যাবে ফলাফল-
educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
http://www.educationboardresults.gov.bd/

Education Board Bangladesh

22/07/2023

প্রিয় স্যারের একটা বিখ্যাত ডায়ালগ বলে যাও 😊
গনি স্যার: আমার স্বাদ আছে সাধ্য নাই 😂

29/03/2023

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দিচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ মার্চ।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তিসহায়তা প্রদান করা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বা অধ্যয়নকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তিসহায়তা দেওয়া হবে। ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ই-ভর্তি সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ৩০ মার্চের মধ্যে সিস্টেম ব্যবহার করে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের জন্য ‘ভর্তিসহায়তা নির্দেশিকা’ অনুসারে শিক্ষার্থীরা কলেজে ভর্তিতে আর্থিক সহায়তা পাবেন।

আরও পড়ুন: যেভাবে বিনা খরচে পড়বেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথি
* ছবি।
* স্বাক্ষর।
* জন্ম নিবন্ধন সনদ।
* অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ।
* শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) ।
* পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) ।

আবেদন প্রক্রিয়া
ভর্তিতে সহায়তা পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://www.eservice.pmeat.gov.bd/admission/

* আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
* শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

23/03/2023

“সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা”

23/03/2023

এসএসসি পরীক্ষার ‍রুটিন-২০২৩

14/03/2023

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনও পরীক্ষা না নেওয়ার নির্দেশ মাউশি’র

10/02/2023

৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজ বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ প্রত্যাহার করা হয়েছে

24/12/2022

যাদের পরীক্ষা শেষ, নতুন বছরে নতুন ক্লাস শুরু করতে যাচ্ছেন, দয়া করে কেউ ১০ টাকা কেজি দরে বই, পাঠ্য বই/গাইড বিক্রি করবেন না।

বাজারে নতুন বইয়ের দাম প্রায় ২ গুন বেড়ে গেছে, অনেকের পক্ষেই হয়তো নতুন বই কেনা সম্ভব হবেনা।
অন্তত তাদের কাছে ফ্রিতে না দিলেও অল্প কিছু টাকার বিনিময়ে বই গুলো বিক্রি করে দিন। 📚

এতে করে অনেক শিক্ষার্থী ঝরে পরা থেকে রক্ষা পাবে। ❣
আসুন একে অপরের পাশে দাঁড়াই 🤝
আসুন মায়া ছড়াই 🎓

16/12/2022

🇧🇩আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩

11/11/2022

সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে ফ্রিল্যান্সিং এর ১১টি কোর্স করার সুযোগ।

BITM Website Link: http://bitm.org.bd/
SEIP Link: http://seip.bitm.org.bd/
SEIP Website: http://seip-fd.gov.bd/

05/11/2022

অতি দুঃখের সাথে জানাচ্ছি যে
আমাদের মাছুয়াখালী শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মোঃ গোলাম মোস্তফা হুজুর আমাদের মাঝে আর নেই
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

24/10/2022

ঘুর্ণিঝড় সিত্রাং এর কারণে
তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

ঢাকা ২৪ অক্টোবর ২০২২
ঘুর্ণিঝড় চিত্রাং এর কারণে
চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘুর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে।
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রনালয়

21/01/2022

২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সূত্র : দৈনিক প্রথম আলো

16/01/2022

চাকরির বাজারে রেজাল্টের চেয়ে স্কিল সেটের গুরুত্ব বেশি।

তুমি যদি কম্পিউটারে খুব দ্রুত বাংলা ও ইংরেজি টাইপ করতে পারো—সেটা একটা স্কিল। ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এটা শিখায়নি। কিন্তু চাকরিতে এটাই গুরুত্বপূর্ণ।

তুমি যদি ভালো ই-মেইল লিখতে পারো—সেটা একটা স্কিল। তোমার ডিপার্টমেন্টে কি এই বিষয়ক কোর্স ছিলো? —ছিলো না। কিন্তু চাকরিতে এটা গুরুত্বপূর্ণ।

তোমার যদি কমিউনিকেশন স্কিল থাকে তাহলে তোমার চাকরি পাওয়া সহজ হবে। ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এটা শেখায়নি।

তুমি যদি ভালো প্রেজেন্ট করতে পারো, তাহলে তোমার চাকরি পাওয়া সহজ হবে।

তোমার যদি কুইক লার্নিং এবিলিটি থাকে, তাহলে চাকরিতে তোমার প্রমোশন সহজ হবে। তোমার যদি টিম ওয়ার্ক এবিলিটি থাকে, প্রবলেম সলভিং এবিলিটি থাকে তাহলে চাকরিতে ক‍্যারিয়ার দ্রুত গ্রো করবে। এই স্কিলগুলো কিন্তু ইউনিভার্সিটিতে শেখানো হয় না।

এমন বহু স্কিল আছে, যেটা ইউনিভার্সিটি তোমাকে শেখাবে না। বিশেষ করে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো মোটা দাগে একটা সনদ দেয়া ছাড়া তেমন বড়ো কোন ভূমিকা রাখে না। চাকরির বাজারের কোন স্কিল সেটই শেখায় না। এমন কি বিষয়ভিত্তিকও যে স্কিলসেটগুলো আছে, সেগুলোও ভালো করে শেখানো হয় না। কারণ চাকরির বাজারের সাথে বিশ্ববিদ‍্যালয়ের পাঠ-পরিক্রমার সমন্বয় খুবই কম।

সুতরাং তুমি যদি শুধুমাত্র রেজাল্টের উপর ভিত্তি করে চাকরির জন‍্য অপেক্ষা করো, তাহলে সে অপেক্ষা দীর্ঘ হবে। তোমাকে স্কিল সেট ডিভেলপ করতে হবে। সে দায়িত্ব তোমার নিজেরই। এই প্রতিযোগিতার বাজারে স্কিল সেট ছাড়া শুধুমাত্র রেজাল্ট দিয়ে খুব বেশিদূর যাওয়া যায় না। এটা প্রুভেন!
……………………
Alam

03/01/2022

এরকম একটা সংগঠন প্রায় প্রতিটা স্কুলেই আছে। এবং এর মাধ্যমে তারা মাঝে মাঝেই ( প্রতি ৫ বছরে অন্তত ১ বার করে হলেও) পূর্ন মিলনী অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমাদের স্কুলে একবারও এরকম কোনো আয়োজন হতে দেখিনি!! সিনিয়র কোনো ভাই উদ্যেগ নিলে আশা করি এরকম একটা সংগঠন তৈরি করে একটা প্রোগ্রাম করতে পারে। ২০২২ সালে আমাদের বিদ্যালয় ৬০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে একটা পূর্ন মিলনী অনুষ্ঠান আয়োজন করলে খুবই ভালো হত। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে Mahfuj Ahmmed Shepon ভাইয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনি স্কুলের পাক্তন ছাত্র পাশাপাশি স্কুলের শিক্ষক হিসেবে বর্তমানে স্কুলের সাথেই আছেন। আপনি একটা উদ্যোগ নিলে আশা করি একটা প্রোগ্রাম আয়োজন করতেই পারেন।

13/11/2021

বিদায়ী সকল শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করছি ❤️🥀
আল্লাহ তোমাদের সহায় হোন।

Photos from Machuakhali Sher-E-Bangla Secondary School's post 05/10/2021

আমার সকল শিক্ষককে জানাই 'বিশ্ব শিক্ষক দিবস'-এর শুভেচ্ছা।❤️🥀

Want your school to be the top-listed School/college in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Machuakhali
Barishal
8283

Other Educational Consultants in Barishal (show all)
RNC English Language Club RNC English Language Club
Bangla Bazer
Barishal

𝚁𝙽𝙲 𝙴𝚗𝚐𝚕𝚒𝚜𝚑 𝙻𝚊𝚗𝚐𝚞𝚊𝚐𝚎 𝙲𝚕𝚞𝚋!

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy
ফজলুল হক এভিনিউ, ৩য় তলা, কাকলির মোড় সংলগ্ন
Barishal, 8200

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy

Dada's Care Dada's Care
Professor Goli, Kawniya
Barishal, 8200

Dada's Care - We are here to help you with your MBA & BBA maths-related subjects.

Study Room Study Room
Jhalokathi
Barishal

Climax Academy Climax Academy
35/1 Talukder Vaban
Barishal, 8200

In order to achieve humanity for the creative development of the.

Siddiqur Rahman Sadi Siddiqur Rahman Sadi
Barguna
Barishal

Sayem Sayem
Barishal

Educational videos, !

Wiser English Learning Academy Wiser English Learning Academy
A Wahid Sarok, Shagordi Chandu Market, Rupatoli
Barishal

Wiser English Learning Academy is newly initiated to provide tuition on a basic or advanced level of English courses (e.g IELTS, Spoken English) in association & partnership with t...

Pious Preparatory Madrasah Pious Preparatory Madrasah
৫নং রোড, হাউজিং এস্টেট, রূপাতলী, বরিশাল।
Barishal, 8200

The Rakib 0.3 The Rakib 0.3
Patukhali
Barishal

Vp Village Project Advanced Update

Our Specially Goals-BCS,Primary and SI Our Specially Goals-BCS,Primary and SI
At Patuakhali In Barishal
Barishal, 586841

পেইজটি আপনার সাহায্যের জন্যই।

Radix Point Radix Point
Barishal

৫ম থেকে দ্বাদশ শ্রেণি এবং এডমিশন এর গণ